![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ চাঁদ বেশী সুন্দরী
প্রেম জাগানিয়া সুন্দরী।
ইচ্ছে করছে মেঘ হয়ে যাই
আর ঝুম বৃষ্টিতে ভিজিয়ে দেই
সোমের দীঘল কালো চুল
রাতের নীরবতায়।
ইচ্ছে করছে কবি হয়ে যাই
কবিতার পরতে পরতে জোছনা সাজাই
যেনো অলংকার পড়িয়ে দিবো
নববধূর গায়।
ইচ্ছে করছে সমুদ্র হয়ে যাই
উত্তাল ঢেউ শান্ত করে
জোছনার পেলব পা ধুয়ে দেই
চুম্বনের ষষ্ঠ মাত্রায়।
ইচ্ছে করছে চাঁদকে নিয়ে পালিয়ে যাই !
©somewhere in net ltd.