![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বুঝলে আসিফ
আমাদের ছেলেকে ডাকবো আমরা বাদল নামে,
খুব দুষ্টু হবে
সারা ঘর ছোটাছুটি করবে
ঝড় বইয়ে দিবে
একেবারে ৯ নাম্বার বিপদ সংকেত।
সেই ঝড়ে
তুমি আর আমি মাতাল হয়ে থাকবো।
শোনো বাদলের জন্য তুমি প্রতিদিন
একটা করে খেলনা আনবে।
আচ্ছা আমাদের বাদল বড় হয়ে কি হবে?
ডাক্তার না ইঞ্জিনিয়ার? জজ না ব্যারিষ্টার?
আগেই বলে রাখছি কিন্তু
বাদলকে আমি বাইরে যেতে দিবো না।
আর তুমি কিন্তু বেশী বকা দিতে পারবেনা।
ভেবেছো কি
বাদল বড়ও হবে, বিয়ে করবে,
ওর বৌ কে আমরা বৌমা বলে ডাকবো
কি মজাটাই না হবে
তাই না গো?"
না দেখানো মুচকি হাসিতে উত্তর
"শোনো গো রাজকন্যা
আমাদের মেয়েই হবে,
হয় বৃষ্টি না হয় ঝর্না
ঝর ঝর করে ঝরিয়ে দিবে সব যন্ত্রণা।
অফিস থেকে ফিরলে
পেছন থেকে জাপটে ধরে বলবে
বাবা, কোলে নাও,
তোমার নামে নালিশ দিবে, মা বকেছে, বলে।
আমাদের মেয়েটা ভারি লক্ষ্মী হবে
শান্ত, ভদ্র।
রিমঝিম বৃষ্টিতে চা বানিয়ে খাওয়াবে
পাশে বসে কবিতা পড়বে,
আমার জ্বর হলে কেঁদে কেঁদে চোখ ফোলাবে
মাথায় হাত বুলিয়ে দিবে,
রাতে এক সাথে সুর মিলাবে, আয় খুকু আয়,
তুমি দেখে ঈর্ষা করবে
কারে বেশী ভালোবাসি এই ভেবে,
আমাদের মেয়েটি হবে গুণে অনন্যা
আনন্দময়ী কল্যাণীয়া,
আর যখন বড় হবে
সাত সাগর সেঁচে
মুক্তোর মতো পুত্র আনবো তার তরে।
জানো
সে দিন আমি অনেক কাঁদবো
ঠিক বাচ্চা মানুষের মতো।"
..........................................................
আসমান ভেঙ্গে বর্ষা নেমেছে
শহর, নগর, গ্রামে।
রাজপথ কাঁপিয়ে ছুটে যাচ্ছে পঙ্খিরাজ .
বাসায় ফিরতে হবে জলদি
স্বপ্নে রঙ দেওয়ার
নেই বেশী সময় আর বাকি।
©somewhere in net ltd.