![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝুম বৃষ্টির শব্দ
ছাপিয়ে যায় এই নগরীর সবকিছু।
চাপা পড়ে
কাছে ডাকার সুর
অভিমানী বোবা প্রশ্ন,
চাপা পড়ে
অহেতুক ব্যাস্ততা
মনের কোণে জমে উঠা যন্ত্রনা,
চাপা পড়ে
পাসের বাসার বাচ্চার কোলে উঠার আবদার
রাস্তার ধারে শুয়ে থাকা বাচ্চার ক্ষুধার্ত চিৎকার,
চাপা পড়ে
গন্ধরাজের গান
দুপুরের সুর্য স্নান,
চাপা পড়ে
আমার পানে বাড়ানো তোমার আঙ্গুল
কপালের কালো টিপ,
চাপা পড়ে
কাকের ডাক
বন্যতার হাসি।
শুধু ডেকে যায় গাছের পাতা
বিন্দু বিন্দু ঝরানো জলকণা
হয়তো বা
পাতার কান্না।
হাত বাড়ালে ছোঁয়া যায়
কিন্তু অনুভব করা যায় না।
©somewhere in net ltd.