![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে হাতে
আমি জ্বলন্ত সিগ্রেট ধরে রাখি অবলীলায়
সে হাতে
আমি তোমার আঙুল আটকে রাখি ভালোবাসায়।
যে ঠোঁঠ
স্পর্শ করে সিগ্রেটের ফিল্টার
সে ঠোঁঠ
ঘুম ও পাড়ায় তোমায় মায়ার কল্পনায়।
যে নাক
বিসর্জন দেয় সিগ্রেটের মেঘ
সে নাক
শ্বাস ও নেয় তোমার খোঁপার বাগান।
পার্থক্য হলো
আমি জ্বালাই সিগ্রেট কে
আর আমি জ্বলি তোমার চোখের আগুনে,
আঙ্গুলের টোকায় ছাই ঝাড়ি আমি
আর বাঁকা হাসিতে আমায় ডাকাতি করো তুমি।
দিনশেষে, গোধুলীতে, সন্ধ্যায় বা রাত্রিতে
রিকশা
সিগ্রেট
ছাই
আর প্রেমিকা তুমি।
©somewhere in net ltd.