![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেটির নাম মেঘ
মেয়েটি হলো বৃষ্টি
দু'জনে এক সাথে
হাসি খুশি - শ্রাবণ তুষ্টি
আর ঝগড়া - কি অনাসৃষ্টি!
তারা থাকে দূরে, অনেক উপরে
আকাশের একটু কাছে
বাতাসের স্পর্শে
রঙ ধনুর রঙে
জোছনার চাদরে।
মাঝে মধ্যে
ছেলেটিকে চমকে দিতে
বাহুডোর ছেড়ে
মেয়েটি আসে নেমে মাটিতে
আর বুনো গন্ধ নিয়ে
লুকোচুরি খেলে লাজুক জোনাকি পোকার সাথে!
ওদের কথা জানে
পাহাড়ি ফুল
নতুন উড়তে শেখা কাক
আর বয়ষ্ক এক গাছ।
তোমরা ওদের কথা ওদের মতো করে জানো না
জানোনা কারণ
তোমরা কামনা ছাড়া বাসনা ভাবতে পারো না।
তোমরা শুধুই জানো
ছেলেটির নাম মেঘ
মেয়েটি হলো বৃষ্টি।
©somewhere in net ltd.