![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাদে তোমার পাশে বসে
গোধূলি স্বপ্ন দেখার জন্য
আমি বেঁচে থাকবো,
শরতের রাতের আকাশে মেঘ
তোমার খোঁপার ফুল বানাবো বলে
আমি বেঁচে থাকবো,
চাঁদের রুপালী জোছনা বানাবো তোমার পায়ের নূপুর
তার জন্য
আমি বেঁচে থাকবো,
আমি বেঁচে থাকবো
গলায় শিশিরের মুক্তো পড়ানোর জন্য,
আমি বেঁচে থাকবো
রঙ ধনু হাতের চুড়ি নিয়ে ঢং করবো বলে,
আমি বেঁচে থাকবো
আমায় তুমি ভালোবাসো বলে।
©somewhere in net ltd.