![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো অনেক অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে না পেরে
আমি চুপচাপ।
এখুনি বিয়ে করে ফেলবো
নাকি বান্ধবী নিয়ে বন্ধুর খালি ফ্ল্যাটে যাবো,
প্রেম করার নামে অভিনয় করবো
নাকি অভিনয় করাবো বলে স্ক্রিপ্ট লিখবো,
কিংবা হাসতে হাসতে খুন করে ফেলবো
নাকি পীর বাবা হয়ে জঙ্গলে চলে যাবো।
হঠাৎ কি একদিন গাঁজা খেয়ে টাল হয়ে হাটঁবো রাস্তায়
ডাকাতি করে ছিনিয়ে আনবো
অন্যের বাহুডোরের নায়িকা,
অথবা
মশকারি করে পুলিশ কে মেরে বসবো কষে এক লাথি,
কোনো এক গভীর রাতে
ক্লাসের সবথেকে সুন্দরীর বাসার সামনে দাঁড়িয়ে
চিৎকার করবো কিনা ভালোবাসি বলে,
বন্ধু বান্ধব যা আছে
সবাইকে নিয়ে রাজনৈতিক দল খুলে
ডাকবো নাকি হরতাল মাস জুড়ে,
নাকি সমাজসেবার নামে জমানো টাকা মেরে
হাজীর বিরিয়ানী খাবো,
মাথা গুঁজে, টাই পড়ে
ইয়েস স্যার বলে তেল মারবো কিনা
নাকি সস্তা জনপ্রিয়তার জন্য
চে র টি শার্ট পড়ে বিপ্লবী স্লোগান দিবো,
চাঁদ দেখার সময় ইন্দ্রানীর ফোনে কল দিবো কিনা
বৃষ্টিতে হাঁটার সময় কাঁদবো কিনা
যে যা বলে তাই মেনে নিবো কিনা
নাকি দেশের প্রধানমন্ত্রী হবো
এই রকম আরো হাজারো বিষয়ে সিদ্ধান্ত নিতে না পেরে
সিগ্রেট টানতে টানতে
আমি চুপচাপ।
©somewhere in net ltd.