নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহাবনামা

চিন্তা করছি

শেহাব

বাল্টিমোরের একটি বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি. করছি।

শেহাব › বিস্তারিত পোস্টঃ

সরকারের সাম্প্রতিক বিলবোর্ড প্রচারণা

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১২

ঈদের আগে আগে ঢাকা শহরের বিভিন্ন বিলবোর্ডে সরকারের সাফল‌্যের প্রচারণায় চারিদিকে হৈ চৈ পড়ে গেছে। আপনিও নিশ্চয়ই এর বাইরে নন! কেমন লাগছে আপনার? বিরক্ত? আনন্দিত? উচ্ছ্বসিত? বিভ্রান্ত? নির্বিকার? জানিয়ে দিন আমাদের জরিপে আর জেনে নিন কত শতাংশ মানুষ আপনার মত ভাবছে। এই জরিপে আপনার কোন ব্যক্তিগত তথ‌্য সংগ্রহ করা হবে না। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!



[এই জরিপটির সম্ভাবনার কথা প্রথমবার আমাদের জানানোর জন্য লয়োলা ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের অধ্যাপক ড. মোহাম্মদ সালিমুল্লাহ রওনকের কাছে আমরা কৃতজ্ঞ!]



http://bit.ly/1bb4wAo

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৫

ছৈয়দ সালাহউদ্দীন বলেছেন: বোর্ড গুলো আগেই তেকেই ছিল। যাষ্ট উপরের আবরণ আর ছবি লেখা গুলো পরিবর্তন হয়েছে মাত্র। যারা বি,এন,পি জামাত তারা হিংসায় ভুগবে। আওয়ামীলীগ অনন্দীত হবে।
বেশীর ভাগ সাধারণ মানুষের কোন অনুভুতি থাকবেনা, দেখবে যাষ্ট এই টুকু।

২| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫০

রাহুল বলেছেন: ম্যংগো পিপল জানলো রিয়েলি আওমিলীগ কি করেছে বিগত দিনে।আইডিয়া নতুন তাই কেউ কেউ সকড।বিএনপির তো চামড়া পুড়ে যাচ্ছে কিন্তু সরকারি দল মহা খুশি।

৩| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৪

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: আওয়ামিলীগ উন্নয়ন করেছে একথা সত্য। জনগনের মাঝে তা প্রচার করা প্রয়োজন আছে তাও সত্য।
তবে এভাবে বিলবোর্ড দখল করে প্রচার করা ঠিক হয়নি। বিলবোর্ড মালিকদের অনুমতি নিয়ে প্রচার করলে আরো ভাল হত বিষয়টি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.