নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহাবনামা

চিন্তা করছি

শেহাব

বাল্টিমোরের একটি বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি. করছি।

শেহাব › বিস্তারিত পোস্টঃ

সরকারের সাম্প্রতিক বিলবোর্ড প্রচারণা

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৫

সরকারের সাম্প্রতিক বিলবোর্ড প্রচারণা সম্পর্কে চলমান এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে এখন পর্যন্ত ৩৫% মনে করেন সরকারের সাফল্য ও অর্জন এতদিন তারা যা ভাবতেন তার চাইতে বেশি, ৫৫% মনে করেন সাফল্য বা অর্জন সম্পর্কে তাদের এরকমই ধারণা ছিল, ১১% মনে করতেন সরকারের সাফল্য সম্পর্কে তাদের আরো উঁচু ধারণা ছিল।



আপনি যদি অংশ না নিয়ে থাকেন তাহলে এই জরিপে আজই অংশ নিন





http://bit.ly/1bb4wAo

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৭

সাহাদাত উদরাজী বলেছেন: বলার কিছু নাই!

২| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

ভোরের সূর্য বলেছেন: বিলবোর্ডে এ্যাড দেয়ার প্রক্রিয়াটাই যে অবৈধ!!!!!!বিলবোর্ডে সত্য মিথ্যা কি লেখা আছে সেটা তো অনেক পরের ব্যপার। আর যদি মন্তব্য করতেই হয়।তাহলে বলব যারা অন্যের বিলবোর্ড জবড় দখল করে প্রচারণা চালায় তাদের কাছ থেকে ভাল কিছু আশা করা যায়না।

বাংলাদেশ কি মগের মুল্লুক যে আপনি সারা বছর বা মাসের জন্য বিলবোর্ড ভাড়া নিয়েছেন আর সকালে উঠে দেখলেন আপনার বিলবোর্ড অন্যকেউ দখল করে নিয়েছে!!!!!! শুধু একটা দুটো নয়।ঢাকা শহরের সব বিলবোর্ড দখল!!!!!

৩| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

ভোরের সূর্য বলেছেন: ভাই,আপনিতো মিথ্যা তথ্য দিয়েছেন।আমি জরিপটা চেক করলাম।ওখানে ৩টা অপশন আছে।

ক)আগের মতই
খ)এখন মনে হচ্ছে সরকারের সফলতা আগে যা ভাবতাম তার চাইতে বেশি
গ)এখন মনে হচ্ছে সরকারের সফলতা আগে যা ভাবতাম তার চাইতে কম

আপনি লিখেছেন:
ক)৫৫% মনে করেন সাফল্য বা অর্জন সম্পর্কে তাদের এরকমই ধারণা ছিল
খ)৩৫% মনে করেন সরকারের সাফল্য ও অর্জন এতদিন তারা যা ভাবতেন তার চাইতে বেশি।
গ)১১% মনে করতেন সরকারের সাফল্য সম্পর্কে তাদের আরো উঁচু ধারণা ছিল।

ভাই,১১% মনে করতেন সরকারের সাফল্য সম্পর্কে তাদের আরো উঁচু ধারণা ছিল।এটা আপনি কোথায় খুজে পেলেন?এরকম উত্তর তো কোথাও নাই আপনার জরিপে।
ক)আগের মতই...।
এটাতো স্পষ্ট না।কি উত্তর দিবে মানুষ?আর সেটাকেই বানিয়ে দিলেন ৫৫% মনে করেন সাফল্য বা অর্জন সম্পর্কে তাদের এরকমই ধারণা ছিল।এরকম ধারনাটা কি?এরকম ধারনা মানে কি অনেক সাফল্য?যদি সেটাই হয় তাহলে আগে আমার খারাপ না ভাল ধারনা ছিল সেটা আপনি জানলেন কিভাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.