| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনুমানিক ১০ বছর পরে লিখছি। এর মাঝে একটু আধটু উঁকি যে দিতে আসি নাই, তা না। তবে লেখা হয়ে ওঠেনি। অবাক হচ্ছি। কি মনোরোম পরিবেশ, সবাই পরিপাটি বাংলা লিখছে কোনো ভাষা দুষণ নেই, কোনো কেনা বেঁচার প্রতিযোগিতা নেই।
নোংরা ফেসবুকে সবাই হুমড়ি খেয়ে পড়েছি ঠিকই, সাথে অনেক কিছু হারিয়েছি। আর কি হারিয়েছি জানতে একবার এই ব্লগে আসা দারকার।
মাঝে মাঝে আসবো এখন থেকে!
২|
০২ রা মার্চ, ২০২০ রাত ৮:৩১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: স্বাগতম।
৩|
০২ রা মার্চ, ২০২০ রাত ৯:১১
একাল-সেকাল বলেছেন:
কাম ব্যাক স্বাগতম।
আগের মত ছাগু, ভাদা বলে খোঁচা খুঁচি নেই। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ২০০৭ এর আইডি হারিয়ে নতুন করে আসা। আশ করি নিয়মিত হতে চেষ্টা করবেন।
৪|
০২ রা মার্চ, ২০২০ রাত ১০:২১
করুণাধারা বলেছেন: স্বাগতম।
থাকুন ব্লগে, আবার চলে যাবেন না।
৫|
০২ রা মার্চ, ২০২০ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: এটা সত্য সামু এখন ঝামেলা বিহীণ।
বর্তমান সামুতে কোনো দুষ্টলোক নেই।
বেশ আনন্দময় সময় যাচ্ছে সামুর। তাই যেন অব্যাহত থাকে।
৬|
০২ রা মার্চ, ২০২০ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: নিয়মিত হোন ব্লগে। দরকার আছে।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৮
চাঁদগাজী বলেছেন:
ভালো, ফিরে আসার আনন্দ