নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারমুক্ত ব্লগ : ভুলেও ঢুকিস না!!!

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

অমি রহমান পিয়াল

বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ ........................ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী : শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে। তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে)। তাদের রসনা হবে চিনির চেয়ে মিষ্টি। কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র। (তিরমিজী)

অমি রহমান পিয়াল › বিস্তারিত পোস্টঃ

ক্লাসিক : সামার ওয়াইন (খুব প্রিয় কাউকে)

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৪

এ এক রাইডারের গল্প। দীর্ঘ ট্রেইল শেষে এক শহরে এসে থামে সে। পায়ে রূপার স্পারে ঝংকার তুলে এগোতেই চোখে পড়ে এক মোহনীয় রমনী। কাউবয়কে মদ খাওয়ার আমন্ত্রণ জানায় সে। বলে স্পার খোলো, একটু সময় কাটাও আমার সঙ্গে। তোমাকে সামার ওয়াইন খাওয়াবো। রাজী না হওয়ার কারণ নেই। শেষমেষ আকণ্ঠ গেলা সেই রাইডার প্রচণ্ড হ্যাঙ্গওভার নিয়ে জেগে দেখে তার স্পার এবং টাকা পয়সা নিয়ে হাওয়া সেই মেয়ে। আর হতাশার বদলে প্রবল তৃষ্ণায় সে আরেকটু ওয়াইন খোজে।



অসাধারণ এই গানটি লিখেছেন লী হ্যাজেলউড। ১৯৬৭ সালে সুগার টাউন নামে একটি এলপি বের করেছিলেন। তাতে সুজি জেন হোকোমের সঙ্গে ডুয়েট গেয়েছিলেন। সে বছরই ন্যান্সি সিনাত্রার সঙ্গে জুটি বেঁধে গাইলেন ফের। সুপার ডুপার হিট। পরের বছর দুজনে একটি এলপি বের করেন যার মধ্যে সামার ওয়াইন মুখে মুখে ফিরতে শুরু করে। অলটাইম গ্রেট ডুয়েটের তালিকায় ওপরের দিকে অবস্থান নিয়ে রীতিমতো ইতিহাস হয়ে গেছে এটি। এরপর অনেকেই গেয়েছেন। সবচেয়ে জনপ্রিয় সংস্করণগুলোর মধ্যে রয়েছে জার্মান মু্ভ্যি দাস ওয়াইল্ড লিবেনে ( দ্য ওয়াইল্ড লাইফ) ভিলে ভ্যালো ও নাটালিয়া এভেলনের গাওয়া সাউন্ডট্র্যাক এবং কোরসের সঙ্গে বোনোর (ইউটু) ডুয়েট। আন্দ্রিয়ার হাসিটা, উফফ, পুরা সেইরকম- দিলমে চাক্কু। কেলী কিংয়ের গাওয়া ভারসানটি কিন্তু সোলো। লিরিকস বদলে গল্পটা বলেছেন। সেই মেয়েটির গল্প।



লিরিকস সহ তুলে দিলাম। খুব প্রিয় একজনকে এই গানটা।







(NANCY):

Strawberries cherries and an angel's kiss in spring

My summer wine is really made from all these things



(LEE):

I walked in town on silver spurs that jingled to

A song that I had only sang to just a few

She saw my silver spurs and said lets pass some time

And I will give to you summer wine

Ohh-oh-oh summer wine



(NANCY):

Strawberries cherries and an angel's kiss in spring

My summer wine is really made from all these things

Take off your silver spurs and help me pass the time

And I will give to you summer wine

Ohhh-oh summer wine



(LEE):

My eyes grew heavy and my lips they could not speak

I tried to get up but I couldn't find my feet

She reassured me with an unfamiliar line

And then she gave to me more summer wine

Ohh-oh-oh summer wine



(NANCY):

Strawberries cherries and an angel's kiss in spring

My summer wine is really made from all these things

Take off your silver spurs and help me pass the time

And I will give to you summer wine

Mmm-mm summer wine



(LEE):

When I woke up the sun was shining in my eyes

My silver spurs were gone my head felt twice its size

She took my silver spurs a dollar and a dime

And left me cravin' for more summer wine

Ohh-oh-oh summer wine



(NANCY):

Strawberries cherries and an angel's kiss in spring

My summer wine is really made from all these things

Take off your silver spurs and help me pass the time

And I will give to you summer wine

Mmm-mm summer wine





ন্যান্সি সিনাত্রা- লী হ্যাজেলউড:







ভিলে ভ্যালো-নাটালিয়া এভেলোন:







বোনো-কোরস:







কেলী কিং :



মন্তব্য ৪১ টি রেটিং +২১/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৬

বুলবুল আহমেদ পান্না বলেছেন: অনেক অনেক বার শোনা দারুন প্রিয় গান..... :)

ধন্যবাদ পিয়াল ভাই।

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৫

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ আপনারেও। প্রতিটা ভার্সানই ভাল্লাগে

২| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫০

হাসান বায়েজীদ বলেছেন: কোরসরে ইস্পেশালি ভালা পাই....++

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৬

অমি রহমান পিয়াল বলেছেন: আন্দ্রিয়ারে মেইল দিছিলাম। কয় আমার বয়ফ্রেন্ড আছে :(

৩| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৫

শওকত হোসেন মাসুম বলেছেন: দারুণ। এখনই কপি করতে হয় তাইলে। সবগুলা মনে হয় শুন নাই। +

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৭

অমি রহমান পিয়াল বলেছেন: প্রত্যেকটাই জোস

৪| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৫

হিমালয়৭৭৭ বলেছেন: এই গানটা কতবার যে শুনেছি খেয়াল নেই, তবে এতদিন শুধু বোন উইথ কোরস এর টাই শুনেছি...আপনি আরো অনেকের টাই দিলেন।। ধন্যবাদ।।।

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৯

অমি রহমান পিয়াল বলেছেন: অনেক পুরানো গানই নতুন করে গাওয়া হয়। এই গানটা লাস্ট গাইছে অস্ট্রেলিয়ান একটা ব্যান্ড, গত বছর। সামার ওয়াইন অরিজিনালটার অন্যরকম একটা মাদকতা আছে, লী হ্যাজ এটা স্পেশাল ওউ করে। এইটা কেউ দিতারে নাই

৫| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৬

অপ্‌সরা বলেছেন: খুবি সুন্দর।

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০০

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৬

জেবুন বলেছেন: ভালো লেগেছে ,ধন্যবাদ শেয়ার করার জন্য।
আশা করছি আপনার প্রিয় মানুষটি আপনার এই পোস্ট টা পড়ে ও গানটা শুনে এবং আপনার ইচ্ছেটাকে ফিল করে।

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০২

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ আপনাকে। সমস্যা হলো, পোস্টটা করার পর কয়জন যে ফোন কইরা থ্যাঙ্কু দিবো। কেউ তো জানে না কারে দিছি :P

৭| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:১১

হাসান বায়েজীদ বলেছেন: হ..:( তাও একটা না, ৫টা। আম্মো মেইল দিছিলাম একবার

জিগাইছিলাম: "হোয়াট ক্যান আই ডু টু মেক ইউ লাভ মি?

সে রিপ্লাইছিলো: "এন্টারটেইন মি"।

পরে হুনছি যারাই মেইল করে, তাগো জন্যে এটাই রিপ্লাই বাই ডিফল্ট।

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:১৬

অমি রহমান পিয়াল বলেছেন: তাইলে তো আমারটা খাইটা লিখছে। একটা বানানও ভুল পাই নাই

৮| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৬

জেবুন বলেছেন: দোয়া করি আপনি যাকে উদ্দেশ্য করে লিখলেন সে কল করে আর তখনি আপনার ভাল লাগাটা.........................।

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৮

অমি রহমান পিয়াল বলেছেন: আপনার দোয়াটা লাগুক

৯| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৩

বড় বিলাই বলেছেন: সোজা প্রিয়তে। গানটা প্রথম শুনেছিলাম রেডিওতে, যখন ক্লাস থ্রি-ফোরে পড়তাম। অসম্ভব মাদকতাপূর্ণ একটা গান।

১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ, কথা সত্যি

১০| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৯

মুক্ত বয়ান বলেছেন: আগে শুনি নাই। :(
এখন মনে হচ্ছে মিস করেছি। :(
থ্যাংকু ভাইয়া.. শুনতেছি। :)
অসাধারণ।

১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ, আসলেই অসাধারণ

১১| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৩

মাতব্বর বলেছেন: একটা ধন্যবাদ কমই হয়ে যায়.. :)

১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

অমি রহমান পিয়াল বলেছেন: দেন দুইটা :)

১২| ১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

তায়েফ আহমাদ বলেছেন: কখনো শুনি নাই! শুনতে হবে!

১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

অমি রহমান পিয়াল বলেছেন: শুনতারেন, সব কিছুরই প্রথম বইলা একটা ব্যাপার থাকে

১৩| ১৩ ই জুলাই, ২০০৯ রাত ৮:০০

জটিল বলেছেন: নামাচ্ছি গানগুলো :)

১৩ ই জুলাই, ২০০৯ রাত ৮:০৪

অমি রহমান পিয়াল বলেছেন: কালেকশনটা মন্দ হবে না নিশ্চয়তা দিচ্ছি

১৪| ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:০৫

আকাশ_পাগলা বলেছেন: এই গান আগে মিস করলাম কেমনে ??

১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:৫৩

অমি রহমান পিয়াল বলেছেন: এইটাতো লাখ টাকার প্রশ্ন!!

১৫| ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২৭

কাঙাল মামা বলেছেন: ২০০২ এ প্রথম শুনছিলাম! তখন নয়া নয়া প্রেমে পড়ছি! বুঝেন অবস্থা!!

ন্যান্সিরটাই ভালো লাগে! কোরস বোনোরটা শুনলাম আজকে। এতটা দাগ কাটে নাই। পোস্ট প্রিয়তে।

১৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ আপনারে। আসলেই এইখানে চারটা ভার্সান একেকটা একেক কারণে ভালো। কোরস-বোনোর প্রেজেন্টেশনটা আর ভিলে ভ্যালোর গলাটা অসাধারণ।

১৬| ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৩

কাঙাল মামা বলেছেন: বস, পারলে আরো কিছু পুরান ডুয়েটের নাম কন, নাইলে টরেন্টের লিংক দেন। আমার "ক্যাসেট" টা হারায় গেছে, নাম খুইজা পাইতাছিনা :(

১৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

অমি রহমান পিয়াল বলেছেন: নতুন পোস্ট দিতেছি এইটা নিয়া। টরেন্ট ব্যাপারটা আমি বুঝি না :(

১৭| ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১:১৫

অরণ্য আনাম বলেছেন: বিশাল কাহিনী

১৬ ই জুলাই, ২০০৯ রাত ১:২৮

অমি রহমান পিয়াল বলেছেন: আবার জিগস। ভাল্লাগসে কি না সেইটা শুনি

১৮| ১৬ ই জুলাই, ২০০৯ রাত ২:৩৮

কাঙাল মামা বলেছেন: তাইলে টরেন্ট না বুঝলেও চলিবেক। টরেন্ট একরকম ডাউনলোড লিংক।

পোস্টের অপেক্ষায়.......।

১৬ ই জুলাই, ২০০৯ রাত ৩:১৮

অমি রহমান পিয়াল বলেছেন: শিউর ম্যান। কালকেই

১৯| ২১ শে জুলাই, ২০০৯ রাত ৮:৫৫

নাহিন বলেছেন: অসাধারণ একটা গানের কথা মনে করিয়ে দিলেন।
গান লোড হতে হতে মিডিয়া প্লেয়ার থেকে শুনি :)

২০| ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৫

স্বপ্নকথক বলেছেন: লেখক বলেছেন: আন্দ্রিয়ারে মেইল দিছিলাম। কয় আমার বয়ফ্রেন্ড আছে :(

হাসতে হাসতে পড়ে গেছি!

বেনো ও কোরসের টা আগেই ছিলো, অন্যগুলো নামাচ্ছি।

২২ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৬

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ, আশা করি ভালোই লাগবে

২১| ২২ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫১

হেমায়েতপুরী বলেছেন: ইহা প্রিয়তে না নিলে সম্ভবত আমার অপরাধ হইত।


হলে থাকিতে দিনে কয়েকবার গানটা না শুনিলে নিদ্রা আসিতোনা... বোনো আর কোরসের মিউজিক ভিডিওটা দিনে কয়েকবার দেখিতাম... +++++ আপ টু ইনফিনিটি।

২২ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৭

অমি রহমান পিয়াল বলেছেন: thanks a lot

২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৬

নীল বেদনা বলেছেন: ভালো লেগেছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.