![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ ........................ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী : শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে। তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে)। তাদের রসনা হবে চিনির চেয়ে মিষ্টি। কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র। (তিরমিজী)
১৯৭৭ সাল। টোকিও ওকুরা হোটেলে নিজের প্রেসিডেন্সিয়াল স্যুটে জন লেনন। অ্যাকুস্টিক গিটার হাতে নিজেরই লেখা পুরানো কিছু গান গাচ্ছিলেন। হোটেলের লিফট সরাসরি তার স্যুটের লাউঞ্জে থামতো। ভুল করে এক জাপানি দম্পতি ঢুকে পড়লেন সেখানে। লেনন তখন গাচ্ছেন-জেলাস গাই। গান শেষ হওয়ার পর একটু মন খারাপ করেই চলে গেলেন দুজন। তখনও কেউ ভাবেনি এটাই হতে যাচ্ছে লেননের শেষ পাবলিক পারফরম্যান্স!
১৯৭১ সালে লেনন বিটলস পরবর্তী যুগের দ্বিতীয় এলবাম ইমাজিন রিলিজ দেন। টাইটেল ট্র্যাকটি বিশ্বজুড়ে আদৃত হয় শান্তির জন্য গান হিসেবে। একই এলবামেই ঠাঁই করে নেয় জেলাস গাই। এবং জনপ্রিয়তার দিক থেকে এরও কমতি নেই কোনো।
জেলাস গাই আদতে ছিলো অন্য গান। চাইল্ড অব নেচার নামে একই সুরে একটি গান কম্পোজ করেছিলেন লেনন। ১৯৬৮ সালে ভারতে মহাঋষি মহেশ যোগীর একটি লেকচার শোনার পর এই বিষয়ে গান লিখতে উদ্বুদ্ধ হয়ে ওঠেন পল ম্যাকার্টনি ও লেনন। দ্য হোয়াইট এলবামে ম্যাকার্টনির মাদার নেচারস সানটিই অন্তর্ভূক্ত হয়। মূলত বিটলস সদস্যদের মধ্যে রেষারেষির সেই শুরু যা শেষ হয় লেননের ব্যান্ড ছাড়ার মধ্য দিয়ে।
জেলাস গাইয়ের লিরিসকসের সঙ্গে তিনটি ভিডিও দিলাম। এর মধ্যে অরিজিনাল রেকর্ডিংয়ের ফুটেজ এবং এর অরিজিনাল প্রোমোটিও রয়েছে যেখানে আরেক বিটলস লিজেন্ড জর্জ হ্যারিসন ইয়োকো ওনোর প্রাক্তন প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছেন। সঙ্গে রয়েছে চাইল্ড অব নেচার-এর ডেমো।
প্রিয় ব্লগার জামাল ভাস্কর একজন বিটলস প্রেমীও। তার জন্মদিনে এই গানটি উৎসর্গ করলাম। আশা করি ভালো লাগবে আপনাদেরও।
Lyrics:
I was dreaming of the past
And my heart was beating fast
I began to lose control
I began to lose control
I didnt mean to hurt you
Im sorry that I made you cry
Oh no, I didnt want to hurt you
Im just a jealous guy
I was feeling insecure
You might not love me anymore
I was shivering inside
I was shivering inside
I didnt mean to hurt you
Im sorry that I made you cry
Oh no, I didnt want to hurt you
Im just a jealous guy
I didnt mean to hurt you
Im sorry that I made you cry
Oh no, I didnt want to hurt you
Im just a jealous guy
I was trying to catch your eyes
Thought that you was trying to hide
I was swallowing my pain
I was swallowing my pain
I didnt mean to hurt you
Im sorry that I made you cry
Oh no, I didnt want to hurt you
Im just a jealous guy, watch out
Im just a jealous guy, look out babe
Im just a jealous guy
মিউজিক ভিডিও:
অরিজিনাল প্রোমোশনাল
রেকর্ডিং ফুটেজ
চাইল্ড অব নেচার
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:০১
অমি রহমান পিয়াল বলেছেন: লাল পতাকা! খাইছে !!
২| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:০৪
হাসান বায়েজীদ বলেছেন: কঠিন। তয় মাইন্ডায়েন্না, বরাবরের মতো একটা ঘটনা ইয়াদ আইলো। তখন হলে থাকি। একবার দুপুরের খাওয়া শেষে রুমে ফিরে ব্যালকনিতে বসে সিগারেট ফুকছি আমি আর তিন দোস্ত। হঠাৎ কে যানি আইলো রুমের দরজা দিয়া, চিনি না। ঢুইক্যা কুনু দিকে না তাকায়া দর্জার সিটকিনি আটকাইলো।হেরপর আমার খাটের পাশে ক্রিকেটের ষ্ট্যাম্প হাতে তুলতে গিয়া একটু থামলো....
এদিকে দৃশ্যমান ঘটনায় আমি তো থ! না জানি কি মাইর কপালে আছে আইজকা! কার লগে কি কর্লাম, রুমে আইসা মাইর দিতে পারে, সেকেন্ডের দশভাগের এক ভাগের মধ্যে এমন ভাবনা চলতাছে মাথায়....
ঐ ব্যটা আসলে ভুল কৈরা হান্দাইছে
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:০৯
অমি রহমান পিয়াল বলেছেন:
৩| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:০৭
শওকত হোসেন মাসুম বলেছেন: ভাস্করদাকে শুভেচ্ছা।
এভাবে শুভেচ্ছা জানানোটা ভাল লাগছে।
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:১৮
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ আপনারে
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:২০
অমি রহমান পিয়াল বলেছেন: বস আপনার জন্মদিনে কইলাম বড়দের একটা ছবি দিমু, আনসেন্সরড
৪| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:০৮
সাইফ ইমাম বলেছেন: হেপি বাড্ডে।
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৯
অমি রহমান পিয়াল বলেছেন: আমার না কইলাম
৫| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:১০
অপরিচিত_আবির বলেছেন: বিটলসের হেই জুড আমার সবচেয়ে ফেভারিট গান এরপর ইমাজিন আর অল উই নিড ইজ লাভ।
জামাল ভান্করকে আমার পক্ষ থেকেও শূভেচ্ছা
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৪
অমি রহমান পিয়াল বলেছেন: এইটা ঠিক বিটলসের গান না। বিটলসের ফেভ হইলো ইয়েসটার ডে আর হার্ড ডেইজ নাইট
৬| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:২০
নাজনীন খলিল বলেছেন: শুভ জন্মদিন।
(তোমাকে নয় জামাল ভাস্করকে)
শুভেচ্ছা।(তোমাকে)
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:২২
অমি রহমান পিয়াল বলেছেন: হেহে, দুইটাই নিলাম বস
৭| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৩
'লেনিন' বলেছেন: জামাল ভাস্করের প্রতি জন্মদিনের শুভেচ্ছা।
আর আপনাকে ধন্যবাদ প্রিয় গায়কের গান পরিবেশনের জন্য।
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৮
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ আপনারেও
৮| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৭
বিষাক্ত মানুষ বলেছেন: জামাল ভাস্করকে জন্মদিনের শুভেচ্ছা ।
ম্যালাদিন পরে শুনলাম গান্টা পিয়াল ভাই
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৩
অমি রহমান পিয়াল বলেছেন: আমি ইদানিং ঝাইড়া পুইছা শুনতাছি
৯| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫১
আলী আরাফাত শান্ত বলেছেন: জনলেননরে ভালো পাই!
জন্মদিনের শুভেচ্ছা ভাস্কর ভাইরে!
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৫
অমি রহমান পিয়াল বলেছেন: পৌছাইয়া দিলাম
১০| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৩
দীপান্বিতা বলেছেন: জামাল ভাস্করের প্রতি জন্মদিনের শুভেচ্ছা।
আর আপনাকে ধন্যবাদ প্রিয় গায়কের গান পরিবেশনের জন্য ......
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৭
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ আপনারেও
১১| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৩
পথিক!!!!!!! বলেছেন: হেপি.... টু ইউ.....
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৯
অমি রহমান পিয়াল বলেছেন: ok
১২| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:০৭
শূন্য আরণ্যক বলেছেন: শুভ জন্মদিন ।
নাইস পোষ্ট ।
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫০
অমি রহমান পিয়াল বলেছেন: থ্যাঙ্কস
১৩| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৫
একজন সুখীমানুষ বলেছেন: আলী আরাফাত শান্ত বলেছেন: জনলেননরে ভালো পাই!
জন্মদিনের শুভেচ্ছা ভাস্কর ভাইরে!
১৪| ২৭ শে জুলাই, ২০০৯ ভোর ৬:২৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
শুভ জন্মদিন,-জামাল ভাস্কর ।
১৫| ২৭ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০৬
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: শুভ জন্মদিন
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫৬
মাহবুব সুমন বলেছেন: ভাস্করদাকে লাল পতাকার শুভেচ্ছা