নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নাহত আমি স্বপ্ন খুজে ফিরি...

উদাস যুবক

থাক না কিছু গল্প "অসমাপ্ত" ... কিছু ভালোবাসা "অপ্রকাশিত"... যা "অপ্রকাশিত", যা "অপূর্ণ" ,তাই তো "বিশুদ্ধতম"... শিশুর বুকে চেপে ধরা মোড়ক না খোলা পুতুলের মতো ... থাকুক না কিছু গল্প......কিছু অনুভুতি......" অব্যক্ত "...

উদাস যুবক › বিস্তারিত পোস্টঃ

কাল রাতে পকেটমার মোবাইল নিয়ে গেছিল । আজ চোরের নাম্বার পেয়েছি । এখন কি করা যায়? একটু বুদ্ধি দেন । :( :(

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৬

কাল আমার পকেট থেকে চোর মোবাইল নিয়ে গেছিল । বাসের ভিরে কিছুই টের পাইনি । স্যামসাং এর মোবাইলটাতে ফোন ট্র্যাকার অন করা ছিল । আজ হঠাত এস এম এস পেলাম । একটা রবি নাম্বার চালু আছে । এ অবস্থায় আমি কি করতে পারি একটু আইডিয়া দেন না কেউ । মোবাইলটা আমার জন্য খুব জরুরি । আমার কাছে আই এম ই আই নাম্বার ও আছে । প্লিজ এক্টূ সাহায্য করুন ।

আমার কি র‍্যাব এর কাছে যাওয়া উচিত? নাকি স্যামসাং বা রবির অফিস এ যাবো?? নাকি নিজেই ফোন দিয়ে মোবাইলটা ফেরিত দিতে বলব ???

বুঝতে পারছিনা । একটু বুদ্ধি দিন কেউ ।

মন্তব্য ৪৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪২

মাইন রানা বলেছেন: পুলিশ বা আইনের সাহায্য নিতে পারেন যদিও সাহায্য পাবার আশা ক্ষীন

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৭

উদাস যুবক বলেছেন: তাহলে???

২| ১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৩

ধূমায়িত রোদ্দুর বলেছেন: পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনির সাহায্য ছাড়া কিছু করাটা বিপদের কারণ হতে পারে। এটুকুই বলতে পারি।

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৯

উদাস যুবক বলেছেন: একটা পরামর্শ দেন না ভাই ।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫০

আমি তানভীর বলেছেন: থানায় মে বি একটা জিডি করা লাগতে পারে, কারণ জিডির কপি শো না করলে মোবাইল কোম্পানীগুলাও হেল্প করব না

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৭

উদাস যুবক বলেছেন: জিডি করলে কি মোবাইল কোম্পানি কোনও হ্যাল্প করবে??

৪| ১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫১

কক বলেছেন: র‌্যাবের সাহায্য নেন.....কাজ হবে। চোরকে ধরার সুজোগ থাকলেও সেই সুজোগ গ্রহন না করাটা ঠিক হবে না। ১জন চোরকে ধরিয়ে দিবেন ১০০০০ জনের লাভ হবে।

সময় হলে আমার এই পেইজে একটা লাইক দিবেন।

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৫

উদাস যুবক বলেছেন: ভাই আরেকটু ডিটেইলস বলতে পারবেন?? এমনি গেলে কি র‍্যাব পাত্তা দিবে???

৫| ১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৮

রূম্মান বলেছেন: র‍্যাব এর কাছে যান নিশ্চিন্তে। অরা আপনাকে হেল করেত পারবে। আর অবসশহই জিডি করবেন থানায়, নাহলে র‍্যাব কোন কথা সুনবে না

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০২

উদাস যুবক বলেছেন: ধন্যবাদ ভাই ।

৬| ১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০০

ঘুমন্ত আমি বলেছেন: ভুলাইয়া ভালাইয়া আপনের এলাকায় যদি আনতে পারেন তাইলে খেল খতম

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০৩

উদাস যুবক বলেছেন: এটা কিভাবে সম্ভব?? রিস্কি হয়ে যায় ।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:০৮

ৎায়ইাবুর বলেছেন: দামী ফোন হইলে অ্যাকশন নিতে পারেন, সস্তা ফোন হইলে বাদ দেন

১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৪

উদাস যুবক বলেছেন: দাম খুব বেশি না হলেও অনেক গুরুত্তপুরন ফাইল ছিল । কিভাবে অ্যাকশন নেয়া যায় বলবেন কি???

৮| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৬

বাংলাদেশের বিবেক বলেছেন: থানায় মে বি একটা জিডি করেন, তারপর রেব বা মোবাইল ফোন কম্পানির কা্ছে যান। কারণ জিডির কপি শো না করলে কেউই হেল্প করব না ।

১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৬

উদাস যুবক বলেছেন: কাল সকালেই যাব ।

৯| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩১

শিশির সিন্ধু বলেছেন: ফোন ট্র্যাকার যেহেতু অন আছে তাইলে তো যেই সিম ই লাগাক না কেন সেটা আপনের মোবাইলে এস এম এসের মাধ্যমে চইলা আইবো....তো ৩/৪ দিন ওয়েট করেন......তারপর অই চোরের নাম্বারে ৫০ টাকা ফ্লেক্সি করেন....তারপর একটা মাইয়া জোগাড় করেন যার ভয়েজ অনেক সেক্সি.....অই মাইয়ারে দিয়া অই নাম্বারে একটা কল দেওয়ান...তারপর বলেন যে ভাইয়া আপনার মোবাইলে ভুলে ৫০ টাকা ফ্লেক্সি হইয়া গেছে..এই বাহানা দিয়া চোরের সাথে কথা শুরু কইরা তার দক্ষতা দিয়া চোরের সাথে তার সখ্যতা গইরা তুলতে হইবো....৭ দিন টানা কথার ফুলঝুরি ফুটাইতে হইবো.....তারপর একদিন সেই মাইয়ার মাধ্যমে তারে আপনের এলাকায় নিয়া আইসা বানানি দিতে হইবে....তবে সাবধান যেহেতু সে চোর তআর ঘটে বুদ্ধি কিন্তু আমার-আপনার চেয়ে অনেক বেশি...আরেকটা ব্যাপর সেইডা হইলোচোর তো আর নিজের কাছে রাইখ্যা দেওয়ার জন্য সেট চুরি করে নাই..অয় ঠিকই রাইত দুইটার সময়ে জেলগেটের সামনের চোরাই বাজারে সেট বেইচ্যা আইছে তো যারে টোপ ফালাই্যা ধইরা আনবেন সে কিন্তুক ইনোসেন্ট ও হইতে পারে.....তাই যা করবেন বুইজ্যা শুইন্যা

১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২৭

উদাস যুবক বলেছেন: ফোন ট্র্যাকের বন্ধ করার কোনও উপায় আসে কি??

১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২৮

উদাস যুবক বলেছেন: চোরাই সেট কেনাও অপরাধ ।

১০| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৪১

বীলজেবাব বলেছেন: আমার ২ টা দামী মোবাইল আজকে চুরি হয়েছে :( কারো সাথে কি পুলিশ এর বড় লিঙ্ক আছে যারা আমাকে IMEI নাম্বার দিয়ে সেট উদ্ধার করে দিতে পারেন... কৃতজ্ঞ থাকব

১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৪৯

উদাস যুবক বলেছেন: আপনারও?? দেশের আইন শৃঙ্খলার এ কি অবস্থা!! র‍্যাব এর সাথে যোগাযোগ করে দেখতে পারেন । আমি নিজেই বুঝতে পারছিনা কিভাবে কি করবো ।

১১| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০৩

স্বপ্নচারী সুমন বলেছেন: চোর ইচ্ছা করলে ফোন ট্র্যাকার অফ করতে পারবে। তাছাড়া ফ্ল্যাশ দিলেও ওটা মুছে যাবে। জিডি করে র‍্যাব কে জানান।

২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৭

উদাস যুবক বলেছেন: আপনার র‍্যাব এ কেউ পরিচিত আসে?? সিভিলিয়ানদের কি র‍্যাব সাহায্য করবে???

১২| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩১

স্বপ্নচারী সুমন বলেছেন: না ভাই। করার তো কথা

২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৭

উদাস যুবক বলেছেন: আমার মেমরি কারডে পার্সোনাল কিছু ফাইল ছিল। তাই ভয়ে আছি ।

১৩| ২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৩

সাইফুলহাসানসিপাত বলেছেন: জিডি করে র‍্যাব কে জানান। এর থেকে ভাল নিরাপদ আর কোন বুদ্ধি আমার মাথায় নাই । আমার কাজিন এভাবে মোবাইল পাইছে ।

২২ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৪

উদাস যুবক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । আপনার কাজিন এর কি র‍্যাব এ কেউ পরিচিত ছিল ?? দয়া করে জবাব দিবেন। :(

১৪| ২২ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০০

অহন_৮০ বলেছেন: ভাই এই পর্যন্ত ৬টা মোবাইল হারাইছি.. একটার ও কিসু করতে পারি নাই :( :( :( :( :(

২২ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৩

উদাস যুবক বলেছেন: র‍্যাব কে জানাইসিলেন?? আইএমইআই দিয়া ট্রাই করসিলেন??

১৫| ২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৪

সাইফুলহাসানসিপাত বলেছেন: না ভাইয়া পরিচিত ছিল না। থানায় মোবাইলের কাগজ পত্র নিয়ে গিয়ে দেখিয়ে জিডি করেছিল ।

২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০০

উদাস যুবক বলেছেন: আমিও জিডি করেছি । এখন দেখা যাক কি হয়। আমি আসলে মোবাইল না ভিতরের ফাইল্গুলা নিয়ে টেন্স । পার্সোনাল কিসু ফাইল ছিল ।

১৬| ২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১১

জিয়া চৌধুরী বলেছেন: আপনি কোন জায়গায় থাকেন কন তো??/

২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১১

উদাস যুবক বলেছেন: কেন ভাই কোনও সাহায্য করতে পারবেন কি??

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:২৯

জিয়া চৌধুরী বলেছেন: না দেখতাম আপনার এলাকায় পরিচিত কোন পুলিশ বা রেব ভ্রাতা আছেন কিনা?

২৪ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

উদাস যুবক বলেছেন: আমার এলাকা তেজগাঁও । পারলে একটু হেল্প করেন । আমি সারাজিবন কৃতজ্ঞ থাকব। হয়তো কোনও একদিন আপনার একটা উপকার করলেও করে ফেলতে পারি।

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩২

অর্ফিয়াস বলেছেন: সবচে ভালো হয় একটা জিডি করে লোকাল RAB কে জানান। ৩ দিনে সেট উদ্ধার।

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩২

অর্ফিয়াস বলেছেন: সবচে ভালো হয় একটা জিডি করে লোকাল RAB কে জানান। ৩ দিনে সেট উদ্ধার।

২৪ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৬

উদাস যুবক বলেছেন: আপনি কি সিরিয়াস?? আসলেই কি র‍্যাব এ গেলে কোনও সাহায্য পাওয়া যাবে???

২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৭

আকাশ_পাগলা বলেছেন: পুলিশের কাছে যান।
আমার সময় আমি গেছি।

সোজা পুলিশের কাছে যেয়ে সব বলেন।
হুদাই প্যাঁচাবেন না। সবাই বলতেছে যাইতে, আর আপনি ত্যানা পেঁচাইতেছেন যে আসলেই কী সাহায্য পাওয়া যাবে নাকি, কী হবে না হবে।

আরে এখন কী সুপারম্যান আইসা হেল্প করবে নাকি? এমনেও ত পাইতেছেন না। কাছাকাছি থানাতে যান, পুরা ব্যাপার খুলে বলেন। দেখেন উপকার হয় কী না।
মামা চাচা কিছু লাগবে না।

৫০- ৫০ চান্স।
আর মোবাইলের শখ না থাকলে চান্স নেয়ার দরকার নাই।
আঙ্গুল চুষেন।
কিন্তু দয়া করে একই কথা প্যাঁচানো বন্ধ করেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১১

উদাস যুবক বলেছেন: জিডি করসি আজ এক মাসের উপর হল। কিছুই হয়নাই। হবে সেই আশাও করিনা ।

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২১

আকাশ_পাগলা বলেছেন:
২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০
লেখক বলেছেন: আমিও জিডি করেছি । এখন দেখা যাক কি হয়। আমি আসলে মোবাইল না ভিতরের ফাইল্গুলা নিয়ে টেন্স । পার্সোনাল কিসু ফাইল ছিল ।


আরে আজব, আপনি জিডি করার পরেও এইটা নিয়া প্যাঁচাইতেসেন। আপনে ভাই একটা পিস !!

আচ্ছা, কেইস না করে জিডি করলেন ক্যানো?
ফাইল বলতে যদি ছবি বুঝিয়ে থাকেন, অতক্ষণে যা সমস্যা হবার হয়ে গেছে বস।
আর এমনি এমনি ফাইল হলে আশা করি ভয়ের কিছু নাই।
চোররা ডিলিট করার আগে ব্যাকাপ রাখে। পরবর্তীতে ঘাটাঘাটির জন্য। সুযোগের জন্য।

বাই দা ওয়ে, ওয়েল উইশেস রইলো।
এইটা আপনার দরকার হইবো।

(আচরণ রুড মনে হইলে চেইতেন না। আপনি লুপে পড়ে গেছেন, আপনার ঝাঁকি দরকার।)

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১০

উদাস যুবক বলেছেন: ভাই এর বোধয় থানা পুলিসের অভিজ্ঞতা নাই । এইটা বাংলাদেশ । হাল্কা মামা চাচার জোড় থাকলে যে কি করা যায় আপনি কল্পনাও করতে পারবেন না ।

গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য ।

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১০

আকাশ_পাগলা বলেছেন: হা হা হা। আপনাকে আমার অভিজ্ঞতার কথা তাহলে এখন বলি।

আমিও জিডি করছি।
কত মাস হয়ে গেলো এখনও কিছু হয় নাই।


পরে কিছু মামা চাচা নিয়ে দৌড় ঝাপ করছিলাম। মানে মাঝে দিয়ে আর কী !! পরে জানছি, সেটের আই এম ই আই নাম্বার চেক করে, যে সেট দেশের বাইরে চলে গেছে।

এইটাই হয় এখন।
কিন্তু আমার পরিচিত অনেক অনেক অনেক লোক সেট পাইছে। পুলিশের এখানে মোবাইলের জন্য নাকি টিম থাকে। সেখানে।
তাই আপনাকে নিয়ে আশায় ছিলাম যে দেখি আপনার কিছু হয় কী না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫০

উদাস যুবক বলেছেন: আমি এখনও আশা ছারিনাই । যে আমার সেটটা ব্যাবহার করছে তার নাম্বার, এফ এন এফ নাম্বার, যে দোকান থেকে লোড করে তার নাম্বার ও লোকেশন সব পাইসি । আশা করি সেটটাও পাব একদিন । বাট আপনার এত চেতার কাহিনিটা বুঝলাম না। আসলে আমি কিছুটা বিপর্যস্ত ছিলাম সেজন্নই ত্যানা পেঁচান ।ভাল থাকবেন ।

২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৫

আকাশ_পাগলা বলেছেন: রুড আচরণ হয়ে থাকলে সরি বস। আমি আসলে চেতি নাই, অধৈর্য হয়ে পড়ছিলাম।

আমি আশা করেছিলাম পুলিশের কাছে বললেই আপনারটা এনে দিবে, মানে যেমন আমি বাকিদের কাছে শুনেছি কিন্তু নিজের বেলা হয় নি।

তাই অধৈর্য হয়ে গেছিলাম যে আপনি কখন জিডি করাবেন আর রেজাল্ট জানাবেন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৪

উদাস যুবক বলেছেন: ইটস ওকে ম্যান । পারসনালি আমি আপনার ব্লগের রেগুলার পাঠক । জিডি আমি ঠিক পরের দিনই করসিলাম বাট আজ পর্যন্ত কোন ফিডব্যাক পাইনাই । আসলে মোবাইলটা হারায় খুব টেন্স ছিলাম ।বুঝেন তো ব্যাক্তিগত যত জিনিসপত্র। আর আজকাল মোবাইল তো আর শুধু মোবাইল না । এ্যালবাম , মিউজিক প্লেয়ার সবি। তাই সবার কাছে সান্তনা খুজছিলাম হয়তো !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.