নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Onim

Onim › বিস্তারিত পোস্টঃ

একটা গল্প বলি ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭

এক রাজার খুব

ইচ্ছে হলো তিনি একটা পুকুয় খুঁড়বেন ।

ব্যাতিক্রম

হলো পুকুরটা সম্পুর্ণটা দুধে ভর্তি থাকবে ।

এতো দুধ রাজা কই পাবেন ?

মন্ত্রি আর সভাষদদের

নিয়ে রাজা বৈঠকে বসলেন । সিদ্ধান্ত

হলো , রাজ্যের সব অধিবাসী এক গ্লাস

করে দুধ ঢেলে দেবেন সেই পুকুরে ।

যথারীতি পুকুর কাটা হলো । এবার

সিদ্ধান্ত বাস্তবায়নের পালা । ঢোল

বাজিয়ে জানানো হলো এই সিদ্ধান্ত ।

জানানো হলো , রাতের বেলায় সবাই যেন

এক গ্লাস করে দুধ পুকুরে ঢেলে দেয় । সকাল

বেলায় রাজা উঠে দুধের পুকুর দেখতে চান ।

এক ধূর্ত তরুণ ভাবলো সবাই তো দুধ

ঢেলে দেবে । এক গ্লাস

পানি এতে ঢেলে দিলে কেউ টের

পাবে না । রাতের আঁধারে সে পুকুরে এক

গ্লাস পানি ঢেলে দিয়ে এলো ।

সকাল বেলায় উঠে সবার তো চক্ষু চড়কগাছ ।

দেখা গেল , তরুণের মতো সবাই

পুকুরে পানি ঢেলে দিয়েছে ।

পুনশ্চঃ সবাই

যদি ভাবে মানবতাবিরোধীদের ফাঁসির

দাবিতে সবাই তো অনড় । আমি না গেলেও

অনেকেই যাবে । কিন্তু না ,

স্বাধীনতাবিরোধীদের

তো জানাতে হবে কতো বড়ো আমাদের শক্তি ।

তোদের শক্তি আমাদের গণজাগরণের

কাছে কিছুই না ।

সবাই আসুন অংশ নেই । এক হয়ে দাঁড়াই এই

অপশক্তির বিরুদ্ধে । শেয়ার

করে ছড়িয়ে দিন পুরো ফেসবুকে ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০০

ভিটামিন এ বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.