নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Onim

Onim › বিস্তারিত পোস্টঃ

বড়ই মজা পেলুম

২২ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৬

সম্প্রতি আল্লামা শফির নারী বিষয়ক

মন্তব্যের পর পুরা "সুশীল" সমাজে তোলপাড়

লেগে গেছে

সবাই এখন বলে পাঞ্জাবি,দাড়িওা

লা মানেই লুইচ্চা লোল

আচ্ছা ওই সুশীল "মুক্তমনা" মহান ব্যক্তিবর্গ

এর কিছু "অমর" নারী সম্পর্কিত

বানী আমি সংগ্রহ করলাম

একটু পড়ে দেখেন তো সবাই পারলে (বিশেষ

করে "মুক্তমনারা)

মুক্তমনের মুক্ত বানী

আধুনিক জনপ্রিয় কবি শামসূর রহমান-

"হয়তো স্নানের

ঘরে নিজেকে দেখেছো অনাবৃতা,

জানালার ফাঁকে বৃষ্টিভেজা নর্তকীর মতো।

গাছটিকে (যৌণাঙ্গ) তীব্র দেখছিলাম তখন!

সরার মত স্তন. নাভিমূল. উরু,

এবং ত্রিকোন মাংসপিন্ড, কি মন্জুল!!"

হুমায়ুন আযাদ-

"এক

একটি উর্বশীকে আমি মেপে মেপে দেখি,

ঠোট দেখি! মোটা ঠোট আমার পছন্দ.

জিভ দেখি,

মোটা ধারালো চ্যাপ্টা খসখসে জিহ্বা আম

পছন্দ!

স্তন দেখি, মাঝারী স্তন আমার পছন্দ.

পানি ভরা ব্লাডের মত স্তন

আমি সহ্য করতে পারি না!

স্তনে দাঁতের লাল দাগ আমার চুনির থেকেও

ভালো লাগে!

উরু দেখি: সরু মাংসল উরু আমার পছন্দ!"

“গর্ভবতী নারী দেখতে অনেকটা গর্ভবতী পশু

মতো”

লেখিকা তসলিমা নাসরিন-

"পূরুষরা যেমন খালি গায়ে ঘুরে বেড়ায়

নারীরাও

তেমনি খালি গায়ে ঘুরে বেড়াবে.

তাদের সূউচ্চ স্তন সবাই দেখবে।"

বিখ্যাত লেখক ড. আহমদ শরীফ-

"পুরুষদের যদি সততা দরকার না হয়

তবে নারীদের সতীত্বের কেন দরকার?

নারীরাও পুরুষদের মত যেভাবে খুশি তার

যৌণাঙ্গ বিলাতে পারবে"।

ইংরেজী লেখক লিও টলস্টয়-

“মাঠে ঘোড়া আর ঘরে বউকে বিশ্বাস নেই”।

“মেয়েরা সাধারণত এতই খারাপ যে, ভাল

এবং মন্দ মেয়ের মধ্যে কোন পার্থক্যই

করা যায় না”।

ভারতীয় লেখক শংকর-

“কম বয়েসী মেয়েরা হলো রসগোল্লার মত,

যেখানে রাখবে সেখানেই পিঁপড়ে ধরবে”।

চমৎকার উপমা!!!

মেনানডার -

“পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র

প্রাণী আছে তার মাঝে সবচেয়ে বৃহত্তম

প্রাণী হল মেয়েরা”।

বিখ্যাত নেপোলিয়ান-

“পুরুষেরা মেয়েদের খেলার সামগ্রী আর

মেয়েরা শয়তানের খেলার সামগ্রী,

মেয়েরা সন্তান উৎপাদনের যন্ত্র বৈ কিছু

নয়”।

ম্যাস্কিম গোর্কি, সবাই

ভালো করে ওনাকে চিনি, বিখ্যাত লেখক,

ওনি বলেছেন- “ছোট ছোট পা আর

মোটা নিতম্ব বিশিষ্ট নারীজাত সন্তান

উৎপাদন ছাড়া কোন কাজে লাগেনা”।

লেখাটি কারো পক্ষে বা বিপক্ষে নয়।

কারো অনুকুল বা প্রতিকূলে নয়। ধর্মান্ধ

বা ধর্মবিদ্বেসীদের জন্য নয়। কোন সমাজ,

সম্প্রদায়, জাতি বা শ্রেণীকে উদ্দেশ্য

করে নয়। পুরুষ

বা নারী (আমি বলি জননী জাতী) কে হেয়

বা সম্মানিত করার জন্য নয়।

নারী (জননী জাতী) কে নিয়ে শুধু

যে আল্লামা শফী সাহেব কটাক্ষ বা বিদ্রুপ

করেছেন সেটা আমি মানতে রাজী না।

যুগে যুগে অনেক স্বনাম ধন্য লেখক, কবি,

সাহিত্যিক, গল্পকার, মনীষী, সুশীল

সমাজের প্রতিনিধিকারীরাও

নারীকে নিয়ে বিভিন্ন লেখায় বিদ্রূপ,

উপহাস, কটাক্ষ করেছেন, আমি সেই

বিষয়ে কিছু উক্তি তুলে ধরার

চেষ্টা করবো মাত্র। আল্লামা শফী সাহেব

কি বলেছেন, কি উপমা দিয়েছেন

পত্রিকা এবং হুলুদ সাংবাদিকতার

কারণে আমরা সবাই জেনে গেছি।

তবে সাংবাদিকরা বা যারা ওনার

ওয়াজের খন্ডিত অংশ মিডিয়াতে প্রচার

করছেন তাঁরা কেউ ওনার ওয়াজের সম্পুর্ণ

অংশ প্রকাশ করছেন না। যারা ওনার

মন্তব্যের বা কুৎসিত উপমার অংশটুকু

নিয়ে হৈচৈ করছেন, তাঁরা কেউ ওনার

সম্পূর্ণ ওয়াজটি শোনেননি। মাননীয়

প্রধানমন্ত্রী থেকে শুরু

করে যে সাংসদরা সংসদে আল্লামা শফীর

বক্তব্য নিয়ে শোরগোল পাকালেন, ওনারাও

কেউ শফী সাহেবের সম্পূর্ণ মক্তব্য

শোনেননি না হয় শোনে থাকলেও

রাজনৈতিক কারনে এড়িয়ে যাচ্ছেন। আমিও

পুরোটা শুনিনি, এবং শোনার ইচ্ছাও নাই।

ওনি সম্মানিত ব্যক্তি নিশ্চয়ই সম্মান

রেখে কথা বলবেন এবং কথা বলার

পেছনে পটভূমি তৈরি করেই বলবেন

বলে আমার বিশ্বাস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.