নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Onim

Onim › বিস্তারিত পোস্টঃ

হৃদয়বিদারক ঘটনা

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৭

বাসে করে বাসায় ফিরছিলাম। আমার দুই

সিট

সামনেই বসেছিলেন একজন

মধ্যবয়সী লোক ও

তার ৯-১০ বছর

বয়সী একটি ছেলে।

বাস একটি স্টপে থামার পর দেখলাম,

সাত/

আট বছরের

একটি ছেলে বাসে উঠে ভিক্ষা করছে!

বিস্মিত হলাম৷

বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই

দেখলাম

৯-১০ বছর বয়সী তার বাবাকে বলছে,

-আব্বু ওকে (শিশু ভিক্ষুকটিকে) আমাদের

সাথে নিয়ে চল। আজ থেকে ও আমাদের

সাথেই

থাকবে।

ছেলেরএরকম প্রস্তাবে তার

বাবা বিষ্মিত

হলেন!

তা দেখে ছেলেটি বললো,

-নেবে না ওকে? তাহলে আমিও আজ

থেকে ভিক্ষা করতে নেমে যাবো! তখন

দেখবো তুমি কি কর!

-সে কি! তুই কেন ভিক্ষা করবি?

-আমি ভিক্ষা করলে তোমার খারাপ

লাগবে।

আর ছেলেটি ভিক্ষা করলে তোমার

খারাপ

লাগবে না কেন?

তোমার ছেলে নয় বলে?

এই কথা বলেই ছেলেটি কান্না-

কাটি করা করতে লাগলো!

তাই তার বাবা বাধ্য হয়ে ঐ

ছেলেটিকে তাদের সাথে নিলেন!

ঘটনাটি ৫ বছর আগের। আজ আবার সেই

শিশু

ভিক্ষুকটির সাথেই আমার

বাসে দেখা হয়ে গেলো!

সাথে সেই ভদ্রলোক! ঘটনাটি আমার

মনে দাগ

কেটেছিলো বলেই

হয়তো আমি তাদেরকে চিনতে পারলাম।

আমি ছেলেটির

সাথে কথা বলে জানতে পারলাম সেএখন

ক্লাশ সিক্সে পড়ে। গত

সমাপনী পরীক্ষায়

সে বৃত্তিও

পেয়েছে!

সুযোগ পেলে মানুষ কি না করতে পারে!

৫ বছর আগের এই শিশু

ভিক্ষুকটিকে দেখে এটাই মনে হলো!

তোমার সেই ভাইটির কি খবর? যার

কারণে তুমি আজ

এই পর্যন্ত আসতে পেরেছ?

-রোড একসিডেন্টে মারা গেছে! চোখের

পানি ছেড়ে দিয়ে সে জানালো!

কেন জানি না আমার

চোখে পানি এসে পড়লো ৷

ছেলেটি কি জানতো এই

পৃথিবী তাকে বিদায়

জানাবে?

তাই বুঝি তার

বাবাকে সে আরেকটি ছেলে দিয়ে গেল!

মন্তব্য ৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২০

মতিলাল বলেছেন: So much tragedy

২| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২১

মোঃ_হাসান_আরিফ বলেছেন: মানুষ মানুষের জন্য
রোড জীবন নেয়ার জন্য
খুব কষ্ট পেলাম
খুব
চোখে...

৩| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই মনে দাগ কাটল ঘটনাটা পড়ে
আল্লাহর কত অনুপম সৃষ্টি রহস্য
বুঝা দায়

৪| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৫

খাটাস বলেছেন: সত্যি ঘটনা? নাকি গল্প? :-* যেটাই হক, মানবতার সুন্দর উদাহরন। ভাল লেগেছে। এতটা যদি নাও পারি, তবু ও আমাদের এমন হাজার ছোট ছোট দায়িত্ব সচেতন হউয়া উচিত। তবেই দেশ পাল্টে যাবে। প্লাস।

৫| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৭

তোমোদাচি বলেছেন: সত্যি ঘটনা ???

৬| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪

Onim বলেছেন: জি ভাই

৭| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৪

রাতুল রেজা বলেছেন: ঘটনা টা কি সত্যি? এটা আগে একবার পড়েছিলাম। শেষের অংশটুকু নতুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.