![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় বাংলাদেশ ক্রিকেট দল,
প্রত্যেকটা ক্যাচ যখন উপরে উঠবে,
ক্যাচটা ধরার আগে একটাবার ভেবো,
এই মূহুর্তে হয়তো একজন রিকশাচালক তার
রিকশাটা কোন টিভির দোকানের
পাশে রেখে কপালের ঘাম মুছতে মুছতে তোমাদের
খেলা দেখছে ...
লোকটার রাতের খাবারের জন্য
দরকারি টাকাটাও আজকে হয়তো আয় হয়নি ...
বাসায় তার সদ্য বিবাহিত বৌটি হয়তো আজ
রাতে না খেয়ে থাকতে হবে....
তারপরেও সে সব ফেলে তোমাদের খেলা দেখছে !!
প্রত্যেকটা শট খেলার আগে একটু চিন্তা কইরো,
প্রত্যেকটা ঘরে একজন মা চুলায় তার
রান্না ফেলে রেখে এসে তোমাদেরখেলা দেখছে ...
তার চুলায় রাখা তরকারি পুড়ে যাচ্ছে ...
সে তবুও টিভির সামনে থেকে সরছে না !!
প্রত্যেকটা বল করার আগে একটু চিন্তা কইরো,
সারা গায়ে বাঘের ডোরাকাটা আঁকা মাঠের ঐ
ছেলেটা পুরো ৬ ঘন্টা চিৎকার করে তোমাদের
সমর্থন করে যাচ্ছে ...
তার পাশের ঐ ছেলেটা স্কুল
ফাঁকি দিয়ে খেলা দেখতে চলে এসেছে ...
হয়তো কোন বেকার তরুন তার শেষ সম্বল হাত খরচের
টাকা দিয়ে টিকেট কেটেছে তোমাদের সাহস
দিবে বলে.......
অথবা, কালকে পরীক্ষা, কিন্তু পড়ুয়া ঐ মেয়েটা বই
সামনে রেখে টিভির
দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে !!
এই লেখাটা হয়তো কখনোই তোমাদের
কাছে পৌঁছাবে না ...
তবুও জেনে রেখো, যে ছেলেটা একটার পর
একটা ম্যাচ হারার
কষ্টে আজকে চোখের পানি আটকে রাখতে পারে নি,
সে আরো বেশি পরিমাণ স্বপ্ন নিয়ে পরের
খেলাটা দেখতে বসবে !!
হয়তো অন্ধ সমর্থনদিয়ে যাবে ...
কিন্তু বার বার স্বপ্ন
ভাঙ্গতে হয় না ... স্বপ্ন ভাঙ্গলে অনেক
বেশি কষ্ট হয় ... অনেক বেশি !!"
ইতি,
বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক
২| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৩
হাসান মাহবুব বলেছেন: কপি করেন ক্যা?
৩| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৫
এন ইউ এমিল বলেছেন: টাইগারদের আজকাল আগের মতো সেই অনুভুতি নাই,
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৪২
বেকার সব ০০৭ বলেছেন: Click This Link
এখ্ান থেকে কপি মারছেন
গত কাল এই লেখাটা পড়েছি