নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ আ ক খ

জীবনের এত গভীরে প্রবেশ করে কি লাভ, জীবনটা হউক হুমায়ুন আহমেদের সাহিত্যের মত !

দর্পন

বলার তেমন কিছুই নেই , একটা সাধারণ মানুষ www.fb.com/hokkota

দর্পন › বিস্তারিত পোস্টঃ

সংসদে অশ্লীল গালিগালাজ সংক্রান্ত ঘটনা নিয়ে (লেখক আনিসুল হকের মতে ১৮+)

২০ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪২

কিছু সুশীল মানুষ সংসদে অশ্লীল গালিগালাজ সংক্রান্ত ঘটনায় ইয়াহা ইয়াহা ভাব মূলক বক্তব্য দিচ্ছেন এবং পত্রিকায় কলমা লিখতেছেন, ওনারা লজ্জায় শেষ আহা কি লজ্জা!, যে জায়গা সকল প্রকার দূর্নীতি-অনিয়ম, গুণ্ডা-পান্ডা ও সন্ত্রাসের আশ্রয়-প্রশ্রয় দাতা সেখানে যে গালাগালি মারামারা কম হয়, এমনকি যেখানে এদের স্পীকার হত্যার অতীত ঐতিহ্য থাকার পরও এখন পর্যন্ত কোন প্রকার সংঘর্ষ যে হয় নি, তা-ই অনেক অবাক করা বিষয় ।

পোলান্ড,ইউক্রেন,দক্ষিণ কোরিয়া, ফ্রান্সের মত দেশে পার্লামেন্টে অশ্লীল গালা-গালি ব্যক্তিগত আক্রমণ অনেক বেশী বেশী হয় এমনকি ওরা মাঝে মাঝে সংসদে বক্সিং ও চর্চা করে । তারপর এদের সংসদ্য সদস্যরা অনেক অনেক বেশী সৎ এবং আমাদের চেয়ে হাজারগুন কম দূর্নীতি গ্রস্থ আর জনগণের প্রতি অনেক অনেক বেশী মানবিক । মিল্টনের একটি উক্তি আছে " অসৎ ও চরিত্রহীন ব্যক্তিরাই ভদ্রতার মূখোশ বেশী পড়ে থাকে "।

তাই দূর্নীতি গ্রস্থ দেশের পার্লামেন্টে এই রকম ঘটনা না ঘটাই খুবই অস্বাভাবিক । এই রকম ঘটনা যত ঘটতে থাকবে আমি তত খুশি হব কারণ আমি চিনতে পারবো ভদ্রতার মূখোশধারীদের ।





















মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫১

নয়ামুখ বলেছেন: এবার শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সংসদের ৩৪৫ সদস্যকে কোনো নিষিদ্ধ পল্লিতে ছেড়ে দিয়ে 'গালাগালি প্রতিযোগিতা'র আয়োজন করা যেতে পারে। জনগন দেখতে চায় কে বিজয়ী হয়ে ডক্টরেট অব ........অর্জন করতে পারেন।

২| ২০ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

রিযাদ হোসাইন রনি বলেছেন: ভাই মারামারি গালাগালি সংসদে হোকনা তাতে তো লাভ ছারা ক্ষতি দেখি না।সাধারন মানুষ এইসবই তো দেখতে চায়.মজা পায়।এসব করে দেশ ও দশের কল্যানে কোনো ভাল উপায় বেরিয়ে আসবে।

৩| ২০ শে মার্চ, ২০১২ রাত ৮:১৪

কুটুশ মিয়া বলেছেন: সংসদে যা হইছে এইটা নিয়া বলার কিছু নাই! কিন্তু চুচিল আনিচুল হকের ন্যকামি মার্কা কথাবার্তা দেইখ্যা আমার বমি আসছে।ভন্ডামির একটা সীমা থাকা উচিত।স্বভাবগতভাবে চুচিল আনিচুল হক গংরা আরো বেশি ১৮+

৪| ২০ শে মার্চ, ২০১২ রাত ৯:৩৪

শিক্ষানবিস বলেছেন: সংসদে যা হয়েছে তার চেয়ে লজ্জা ও আশ্চর্যের হল, চুচীল শীল মশাই আনিসুল হকের ভন্ডামী। সে তার দালাল মার্কা লেখার হেড লাইন করেছে, অপ্রাপ্ত বয়স্করা পড়বে না। অথচ ওখানে এমন কিছু ছিল না যা সবার পড়া মানা।
এই দালালের বস্তা-বচা গন্ধময় লেখা ছাপিয়েছে আবার আরেক দালাল ইসরাইলের গোলাম প্রথম আলু। যারা সংবাদে সর্বদা ফিলিস্তিনী মুক্তিযোদ্ধাদের জঙ্গি বলে প্রচার করে। সংবাদের ভাষার মাধ্যমে ইসরাইলের আগ্রাসন-কে বাহবা দেয়।
ধিক্কার দিই আনিসুল হক-কে। ওরা এক পক্ষের অশ্লীলতা দেখে, অন্যদেরটা দেখলে চোখ বুঝে থাকে।

৫| ২০ শে মার্চ, ২০১২ রাত ৯:৫৫

ফেরারিআমি বলেছেন: চুচিল আনিচুল হকের ন্যকামি মার্কা কথাবার্তা দেইখ্যা আমার বমি আসছে।ভন্ডামির একটা সীমা থাকা উচিত। পুরোপুরি একমত...ওনারে একটু হাসিনার রসময় কটা শোনানো দরকার...যেমন

শেখ হাসিনা বুধবার বিকেলে বঙ্গবন্ধু স্কোয়ারে ১৪ আয়োজিত গণজমায়েতে দেওয়া প্রধান অতিথির ভাষণে বলেন

‘খালেদা জিয়া মুখে এক বলেন, করেন আর এক। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন `ইভিএম এ ভোট মানি না` বলে নির্বাচন বর্জন করে তিনি দলীয় প্রার্থীকে বহিষ্কা...র করেন। পরে বিএনপির প্রার্থী যখন নির্বাচিত হলেন তখন তিনি (খালেদা) তাকে ফুল দিয়ে কাছে টেনে নেন। এতে তিনি যে থুথু ফেললেন আবার সেই থুথু চেটে নিলেন।’

এটা একটা প্রধানমন্ত্রীর ভাষা হতে পারে ? এই ভাষা একজন প্রধানমন্ত্রী ব্যবহার করতে পারে?

এটা পরথম না...আগেও উনি অনেক বলেছেন...সুযোগ পেলেই তিনি তার জাত চিনিএদেন...ওনাকে আগে ঠিক হতে বলেন

হাসিনার যে চাটাচাটি এত ভালো লাগে তা তো জানতাম রে ভাই। এটা দেখে আনিস সাহেবের কেমন লাগে একটু জানতে ইচচা করে....wht will be his reaction?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.