![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার তেমন কিছুই নেই , একটা সাধারণ মানুষ www.fb.com/hokkota
বিষয়টা সিরিয়াস, আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না, আর বিএনপির দাবি তারা সংবিধান অনুযায়ী উপনির্বাচনে নির্দলীয় লোক নির্বাচিত করে এনে অন্তর্বতী সরকারের প্রধান করতে চায়, কিন্তু আওয়ামী লীগের এখানে কাউন্টার আর্গুমেন্ট এই সময়ে এই প্রক্রিয়া সম্ভব না ।
তাহলে, সংবিধান অনুযায়ী এর সমাধান কী ????
সংবিধানের ৫৬,৫৭ অনুযায়ী, সরকার প্রধানকে অবশ্যই সংসদ সদস্য হতে হবে এবং মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ১০% সংসদের বাইরে থেকে মন্ত্রী হতে পারবেন । তাই দশ মন্ত্রীর বেলায় মাত্র একজন সংসদের বাইরে থেকে নেওয়া যাবে ।
এর সমাধান, আমাদের দিতে পারে সংরক্ষিত মহিলা আসন, আমার জানি এই আসন গুলো এম,পি --দের পরোক্ষ ভোটে নির্ধারিত হয়, প্রতিটি দল নির্বাচনে অর্জিত আসনের অনুপাত অনুযায়ী নারী আসন পায় । তাই আওয়ামী লীগ ও বিএনপি বিদ্যমান নারী এম,পি-দের পদত্যাগ করিয়ে, নতুন দশ জন নির্দলীয় নিরপেক্ষ সুশীল নারীকে এম,পি-দের ভোটে নির্বাচিত করে সংসদে আনতে পারে , সেখান থেকে একজন-কে সরকার প্রধান এবং নয়জনকে বিভিন্ন মন্ত্রণালয় দেওয়া যায় সাথে একজন টেকনোক্রেট পুরুষও আনা যায় ।
এই, ফর্মুলায় আলোচনায় সাংবিধানিক ভাবে সমাধান আসতে পারে । আসুন আমরা একটা নারীময় অন্তর্বতী সরকার গঠন করতে জোর দাবি জানাই
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩
আদনান তায়্যিব বলেছেন: হা হা হা হা . . . . .
২ নারীতে মন ভরছে, ১০ নারী চাই। । ।