![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেলাল এম রহমান এর ব্লগ। লেখার কোন কপিরাইট নেই।
প্রথমে ওরা এলো বিএনপিপন্থী মাহমুদুর রহমানকে ধরতে, আমি প্রতিবাদ করিনি
কেননা আমি বিএনপি ছিলাম না।
তারপর তারা জামাতি সোনারবাংলাব্লগ ধরতে এসেছিল, আমি প্রতিবাদ করিনি
কারণ আমি জামাতি ছিলাম না।
তারপর তারা এলো আওয়ামীলীগের আমার ব্লগ ধরতে, আমি প্রতিবাদ করিনি
কারণ আমি আওয়ামীলীগার ছিলাম না।
তারপর ওরা আমাকে ধরতে এলো
তখন আর আমার হয়ে প্রতিবাদ করার কেউ ছিল না।
নায়মোলার জার্মান নৌবাহিনীর দুর্ধর্ষ সাবমেরিন অধিনায়ক ছিলেন, পরে চিন্তাবিদ ও লেখক হিসেবে প্রসিদ্ধি লাভ করেন এবং হিটলারের নাৎসিদের দ্বারা কারারুদ্ধ হন। জার্মান জাতি নিষ্ক্রিয় ছিল বলেই হিটলার তাদের স্তব্ধ করে দিতে এবং নাৎসি শাসন চালু করতে পেরেছিলেন এ ব্যাপারটাকে নায়মোলার বর্ণনা করেছেন এভাবে :
প্রথমে ওরা এলো কমিউনিস্টদের ধরতে, আমি প্রতিবাদ করিনি
কেননা আমি কমিউনিস্ট ছিলাম না।
তারপর তারা সোস্যালিস্টদের ধরতে এসেছিল, আমি প্রতিবাদ করিনি
কারণ আমি সোস্যালিস্ট ছিলাম না।
তারপর তারা এলো ট্রেড ইউনিস্টদের ধরতে, আমি প্রতিবাদ করিনি
কারণ আমি ট্রেড ইউনিয়নপন্থী ছিলাম না।
তারপর তারা এলো ইহুদিদের ধরতে, আমি প্রতিবাদ করিনি
কারণ আমি ইহুদি ছিলাম না।
তারপর ওরা আমাকে ধরতে এলো
তখন আর আমার হয়ে প্রতিবাদ করার কেউ ছিল না।
মাহমুদুর রহমান একজন ব্যক্তিমাত্র নন। আজ তিনি বাংলাদেশী জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার ও সংবাদের স্বাধীনতার প্রতীক। তার অবমাননা, গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে গোটা জাতিকে এক হয়ে রুখে দাঁড়াতে হবে। না হলে কারোই কোনো অধিকার নিরাপদ নয়।
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫
অন্য হাওয়া বলেছেন: জি
২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮
শেরশাহ০০৭ বলেছেন: সাগু
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬
অন্য হাওয়া বলেছেন: ছোটকালে জ্বর হলে মা সাগু খাওয়াতেন। অনেক দিন খাওয়া হয়না।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০
দীপ্তপন বলেছেন: ইতিহাস কথা বলে।