নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে সীমান্ত তোমার.......

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর

অন্য হাওয়া

হেলাল এম রহমান এর ব্লগ। লেখার কোন কপিরাইট নেই।

অন্য হাওয়া › বিস্তারিত পোস্টঃ

বাংলা ব্লগ/মিডিয়ার বর্তমান অবস্থায় জার্মান চিন্তাবিদ মার্টিন নায়মোলারের আক্ষেপ মনে পড়ে গেল..

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২

প্রথমে ওরা এলো বিএনপিপন্থী মাহমুদুর রহমানকে ধরতে, আমি প্রতিবাদ করিনি­

কেননা আমি বিএনপি ছিলাম না।



তারপর তারা জামাতি সোনারবাংলাব্লগ ধরতে এসেছিল, আমি প্রতিবাদ করিনি­

কারণ আমি জামাতি ছিলাম না।



তারপর তারা এলো আওয়ামীলীগের আমার ব্লগ ধরতে, আমি প্রতিবাদ করিনি­

কারণ আমি আওয়ামীলীগার ছিলাম না।



তারপর ওরা আমাকে ধরতে এলো­

তখন আর আমার হয়ে প্রতিবাদ করার কেউ ছিল না।




নায়মোলার জার্মান নৌবাহিনীর দুর্ধর্ষ সাবমেরিন অধিনায়ক ছিলেন, পরে চিন্তাবিদ ও লেখক হিসেবে প্রসিদ্ধি লাভ করেন এবং হিটলারের নাৎসিদের দ্বারা কারারুদ্ধ হন। জার্মান জাতি নিষ্ক্রিয় ছিল বলেই হিটলার তাদের স্তব্ধ করে দিতে এবং নাৎসি শাসন চালু করতে পেরেছিলেন­ এ ব্যাপারটাকে নায়মোলার বর্ণনা করেছেন এভাবে :



প্রথমে ওরা এলো কমিউনিস্টদের ধরতে, আমি প্রতিবাদ করিনি­

কেননা আমি কমিউনিস্ট ছিলাম না।

তারপর তারা সোস্যালিস্টদের ধরতে এসেছিল, আমি প্রতিবাদ করিনি­

কারণ আমি সোস্যালিস্ট ছিলাম না।

তারপর তারা এলো ট্রেড ইউনিস্টদের ধরতে, আমি প্রতিবাদ করিনি­

কারণ আমি ট্রেড ইউনিয়নপন্থী ছিলাম না।

তারপর তারা এলো ইহুদিদের ধরতে, আমি প্রতিবাদ করিনি­

কারণ আমি ইহুদি ছিলাম না।

তারপর ওরা আমাকে ধরতে এলো­

তখন আর আমার হয়ে প্রতিবাদ করার কেউ ছিল না।



মাহমুদুর রহমান একজন ব্যক্তিমাত্র নন। আজ তিনি বাংলাদেশী জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার ও সংবাদের স্বাধীনতার প্রতীক। তার অবমাননা, গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে গোটা জাতিকে এক হয়ে রুখে দাঁড়াতে হবে। না হলে কারোই কোনো অধিকার নিরাপদ নয়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

দীপ্তপন বলেছেন: ইতিহাস কথা বলে।

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫

অন্য হাওয়া বলেছেন: জি

২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮

শেরশাহ০০৭ বলেছেন: সাগু

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬

অন্য হাওয়া বলেছেন: ছোটকালে জ্বর হলে মা সাগু খাওয়াতেন। অনেক দিন খাওয়া হয়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.