![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কিছুদিন ধরে বিজ্ঞানবাক্স নিয়ে ব্লগারদের ভেতর ব্যাপক আগ্রহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তাদের আগ্রহকে সম্মান জানিয়ে বিজ্ঞানবাক্স সম্পর্কিত যাবতীয় প্রশ্ন এই লেখায় তুলে ধরার চেষ্টা করছি।
১। বিজ্ঞানবাক্স কী?
বিজ্ঞানবাক্স হলো বাংলাদেশের প্রথম সায়েন্স কিট। একটা বাক্সে বিজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষা করার বিভিন্ন উপকরণ দেয়া থাকে। সঙ্গে দেয়া থাকে ম্যানুয়াল বই এবং সিডি। ছেলে-মেয়েরা ঘরে বসেই কারো সাহায্য ছাড়া হাতে-কলমে পরীক্ষাগুলো করতে পারে এবং বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারে।
২। বিজ্ঞানবাক্স কি পাঠ্য বইয়ের ক্ষেত্রে কোন ভূমিকা রাখতে পারে?
অবশ্যই। বিজ্ঞানবাক্সের উপকরণ ব্যবহার করে পাঠ্যবই সংশ্লিষ্ট অনেক পরীক্ষা করতে পারবে শিক্ষার্থীরা। সেরকম কিছু কিছু পরীক্ষার বিবরণ বিজ্ঞানবাক্সের ম্যানিউয়ালেও দেয়া আছে।
৩। মোট কয়টি বিজ্ঞানবাক্স আছে বাজারে?
ছয়টি বিজ্ঞানবাক্স পাওয়া যাচ্ছে। এগুলো হল- আলোর ঝলক, চুম্বকের চমক, রসায়ন রহস্য, তড়িৎ তাণ্ডব, অদ্ভুত মাপজোখ এবং শব্দ কল্প।
৪। বিজ্ঞানবাক্স কেনার উপায় কী?
বিজ্ঞানবাক্স পেতে হলে নিকটস্থ স্বপ্ন, মীনা বাজার বিভিন্ন গিফটশপ এবং লাইব্রেরিগুলোতে খোঁজ করতে হবে। এছাড়াও, rokomari.com এ অর্ডার করেও সংগ্রহ করা যাবে।
৫। বিজ্ঞানবাক্সের কোনটির দাম কত?
আলোর ঝলক ৬৫২ টাকা, চুম্বকের চমক ৯৭১ টাকা, রসায়ন রহস্য ৮৭১ টাকা, তড়িৎ তাণ্ডব ৮২১ টাকা, অদ্ভুত মাপজোখ ৭৯০ টাকা এবং শব্দ কল্প ১৪৯০ টাকা।
(তবে এখন ডিসকাউন্ট চলছে। ১টি কিনলে ৫০ টাকা, ২টি কিনলে ২০০ টাকা, এভাবে ৫টি কিনলে ৫০০ টাকা ছাড়। আর শব্দকল্প কিনলে ১৫০ টাকা ছাড়)
৬। কোন কোন বয়সের শিশুরা বিজ্ঞানবাক্স ব্যবহার করতে পারবে?
৭ থেকে ১৬ বছর পর্যন্ত শিশু-কিশোরদের উপযোগী করে বিজ্ঞানবাক্স তৈরি করা হয়েছে। তবে ৭ বছরের নিচের অনেক শিশুর জন্যও অভিভাবকরা বিজ্ঞানবাক্স কিনে থাকেন। এছাড়াও, বিজ্ঞানমনস্ক যে কোনো বয়সের মানুষই বিজ্ঞানবাক্স ব্যবহার করতে পারবেন।
৭। বিজ্ঞানবাক্সগুলোতে মোট কতটি করে পরীক্ষা আছে?
ছয়টি বিজ্ঞানবাক্স মিলিয়ে ১৬০-এর অধিক পরীক্ষা করার সুযোগ রয়েছে। এর মধ্যে আলোর ঝলকে ২৫ টি, চুম্বকের চমকে ২৬ টি, রসায়ন রহস্যে ২০ টি, তড়িৎ তাণ্ডবে ২০ টি, অদ্ভুত মাপজোখে ৫০+ এক্টিভিটি এবং শব্দ কল্পে ১৭টি পরীক্ষা এবং ৫০+ এক্টিভিটির সুযোগ রয়েছে।
৮। কোন শ্রেণির শিক্ষার্থীর জন্য কোন বিজ্ঞানবাক্স প্রযোজ্য হবে?
বিজ্ঞানবাক্স কোনো শ্রেণিভেদে তৈরি করা হয়নি। তবে বিষয়বস্তু এবং পরীক্ষাগুলোর জটিলতার ভিত্তিতে আলোর ঝলক ৫+, তড়িৎ তাণ্ডব ৭+, চুম্বকের চমক ৭+ , অদ্ভুত মাপজোখ, রসায়ন রহস্য এবং শব্দকল্প ১০+ বয়সীদের জন্যে বিবেচিত হতে পারে।
৯। বিজ্ঞানবাক্স কী কী এক্টিভিটির সঙ্গে জড়িত?
বিজ্ঞানবাক্স স্কুল ক্যাম্পেইনের পাশাপাশি নানা ধরণের শিক্ষামূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত। এই পর্যন্ত ২০০টিরও বেশি স্কুল ক্যাম্পেইনে অংশ নিয়েছে বিজ্ঞানবাক্স, এবং এটি একটি চলমান প্রক্রিয়া। দেশের বিভিন্ন প্রান্তে বিজ্ঞানবাক্সকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এই প্রক্রিয়া চলতে থাকবে। এছাড়াও, প্রতি বছরই গণিত অলিম্পিয়াড, বিভিন্ন বিজ্ঞান মেলা এবং আইটি মেলায় অংশ নিয়ে থাকে বিজ্ঞানবাক্স।
১০। বিজ্ঞানবাক্সের কি ইংরেজি সংস্করণ আছে?
হ্যাঁ। একমাত্র নতুন সংযোজন ‘শব্দ কল্প’ ব্যতীত বাকি পাঁচটি কিটেরই ইংরেজি সংস্করণ রয়েছে। ‘শব্দ কল্প’-এর ইংরেজি সংস্করণ শীঘ্রই এসে যাবে।
১১। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিজ্ঞানবাক্সের স্টল আছে?
হ্যাঁ। দুটি স্টল আছে। পিএস ১৫ এবং পিএস ৬৬।
আরো কোন প্রশ্ন আছে? তাহলে কল করুন 01847103102 নাম্বারে!
আসুন, একটি বিজ্ঞানমনস্ক বাংলাদেশ গড়ে তুলি
২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৫
অন্যরকম বিজ্ঞানবাক্স বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৫
কাছের-মানুষ বলেছেন: ছোট ছেলে-মেয়েদের বিজ্ঞানে আগ্রহি করার জন্য এই বক্স চমৎকার একটি উপকরণ ।
ধন্যবাদ বিস্তারিত জানানর জন্য ।
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৭
অন্যরকম বিজ্ঞানবাক্স বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ কাছের মানুষ!
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯
আটলান্টিক বলেছেন: আমি বিজ্ঞান বাক্স থেকে দেখেই প্রথম এন্ড্রয়েড ফোনের হলোগ্রাফিক প্রজেকশন বানিয়ে ছিলাম।সেখানে যখন প্রজাপতি দেখছিলাম ভেতরে চরম আনন্দ অনুভূত হচ্ছিল।
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৭
অন্যরকম বিজ্ঞানবাক্স বলেছেন: চমক হাসানের চমৎকার একটা ভিডিও ছিলো সেটা
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২
সামিয়া বলেছেন: সুন্দর পোস্ট
৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯
অন্যরকম বিজ্ঞানবাক্স বলেছেন: ধন্যবাদ সামিয়া।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭
ধ্রুবক আলো বলেছেন: বিজ্ঞান বাক্স একটা সুন্দর উদ্যোগ শিশুদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য।
৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০
অন্যরকম বিজ্ঞানবাক্স বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯
মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল উদ্যেগ।অনেক শুভ কামনা রইল।
৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০
অন্যরকম বিজ্ঞানবাক্স বলেছেন: অনেক ধন্যবাদ সোহেল!
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮
শাহিন বিন রফিক বলেছেন: এগিয়ে যাক বাংলাদেশ এই বিজ্ঞানবাক্সের মাধ্যমে।
৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০
অন্যরকম বিজ্ঞানবাক্স বলেছেন: আমরাও আশাবাদী।
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৪
আবিদা সিদ্দিকী বলেছেন: লেখাটির জন্য ধন্যবাদ। বিজ্ঞানবাক্স সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছা ছিল। অনেক ধন্যবাদ।
৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১
অন্যরকম বিজ্ঞানবাক্স বলেছেন: ধন্যবাদ আবিদা, ভালো থাকবেন।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৪
সাদা মনের মানুষ বলেছেন: কিনতে হবে
১০| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
মাধব বসাক বলেছেন: বিজ্ঞান বাক্স কি ভারতে অর্থাৎ কলকাতায় পাওয়া যাবে? কত দাম পরবে?
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিজ্ঞানবাক্স সম্পর্কে বিস্তারিত
খুটিনাটি জানানোর জন্য আপনাকে
ধন্যবাদ।