![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগলের প্রলাপ লিখে প্রকাশ করি
আজ ২৫ শে মার্চ সেই ভয়াল কালোরাত্রি । পাকিস্তান হানাদার বাহিনী স্বাধিকার ও স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের বিভীষিকাময় গণহত্যা চালায় । পাকিস্তানী হানাদার বাহিনী তাদের এই গণহত্যা অভিযানের নাম দিয়েছিলেন ‘অপারেশন সার্চলাইট’ । ঢাকাসহ দেশের প্রধান প্রধান শহরের বেসামরিক মানুষের উপর তারা এই বর্বরোচিত আক্রমণ চালায় ।
আমার আজকের লেখাটায় মুলত আমি ২৫ শে মার্চের সেই রাতে আমার মেহেরপুর জেলায় কি ঘটেছিল তা উল্লেখ করার দুঃসাহস করবো , ৭১ এর সময় যেহেতু বৃহত্তর কুষ্টিয়া জেলা ছিল তাই আলোচনার সূত্রে কুষ্টিয়া, চুয়াডাঙ্গার প্রসঙ্গও আসবে । আমি যেসব তথ্য তুলে ধরবো এ লেখায় তা মুলত পত্রিকা, বই, ব্লগ পড়ে জানা তাই তথ্য সম্পর্কিত অভিযোগ থাকতেই পারে । আপনারা আমার দেয়া তথ্য ভুল ধরিয়ে দিলে আমি চির কৃতজ্ঞ থাকবো । আল্লাহ’র নামে শুরু করলাম ......
২৫ শে মার্চের ভয়াল সেই গণহত্যার খবর মুহূর্তেই মেহেরপুরে পৌঁছে যায় । প্রাদেশিক পরিষদ সদস্য নুরুল হকের মাধ্যমে মহকুমা প্রশাসক তৌফিক-ই-এলাহি চৌধুরীর কাছে সর্বপ্রথম খবর পোঁছে যায় । ১৪ অক্টোবর, ১৯৭৩ সালে মহকুমা প্রশাসক এক সাক্ষাৎকারে বলেন-
' ২৫ শে মার্চ রাতে নুরুল হক এমপি, আমাকে টেলিফোনে জানালেন যে, ঢাকায় পাকবাহিনী শহরে বের হয়ে পড়েছে এবং জনগণের ওপর আক্রমণ চালিয়েছে । আমি তাকে অবিলম্বে আমার বাসায় আসতে অনুরোধ করি । অনুসন্ধান করে জানতে পারলাম যে, ঢাকা টেলিফোন এক্সচেন্স কুষ্টিয়াকে ঢাকায় সেনাবাহিনীর আক্রমণের খবর জানিয়েছে এবং কুষ্টিয়া এক্সচেন্স মেহেরপুরে এই খবর জানিয়েছে ।’ [বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র ৯ম খণ্ড পেজ-৩৫৩]
এ খবর পাবার পর মহকুমা প্রশাসক জাতীয় পরিষদ সদস্য মোঃ সালাউদ্দিন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের জানান । সবাই মেহেরপুর থানায় এসে ওয়্যারলেসের সাহায্যে রাজারবাগ পুলিশ লাইনের যোগাযোগের চেষ্টা করেন । অপারেটর সামাদ বহুকষ্টে একবার সংযোগ স্থাপন করতে পারলে রাজারবাগ পুলিশ লাইন থেকে ভেসে আসে ‘ Movement start’ । এরপর আর যোগাযোগ সম্ভব হয় নি ।
অন্যান্য শহরের মতো মেহেরপুর মহকুমার জেলাশহর কুষ্টিয়া তে যশোর সেনানিবাসের ২৭ তম বেলুচ রেজিমেন্টের ১৪৭ জন পাকিস্তানী সৈন্য কুষ্টিয়ার এসে পৌঁছায় ।
সেই রাতেই মেহেরপুরবাসিকে মাইকিং করে পাকিস্তান সৈন্য কর্তৃক কুষ্টিয়া আক্রমণের খবর জানিয়ে দেয়া হয় এই প্রচারের দায়িত্বে ছিলেন ছাত্রলীগ সভাপতি শাহজাহান খান বিশু । এছাড়া সে রাতে আওয়ামী লীগের সেক্রেটারি ইসমাইল হোসেন, সাবঃ রেজিস্টার আবু বক্কর কে সাথে নিয়ে গাংনী এসে আওয়ামী লীগের নেতাদের সাথে জরুরী মিটিং করেন এবং আনসার কম্যান্ডার আলতাফ হোসেন ও আবুল কাসেম কে খলিসাকুন্ডি ব্রিজ অচল করে দেবার নির্দেশ দেন । এছাড়াও ছাত্রলীগ ও আওয়ামীলীগ সে রাতেই পাকিস্তান হানাদার বাহিনী প্রতিরোধের সমস্ত প্রস্তুতি নেন ।মূলত সেনাবাহিনীর আক্রমণ থেকে রক্ষার জন্য যোগাযোগ বাবস্থা বিচ্ছিন্ন করেন নেতা কর্মীরা । পাকিস্তান সরকারের পক্ষ ত্যাগকারি মহকুমা প্রশাসক এক সাক্ষাৎকারে বলেন-
‘ ২৫ শে মার্চ রাত মেহেরপুর-চুয়াডাঙ্গা পাকা সড়কে গাছ কেটে ব্যারিকেড তৈরি করা হয় এবং মেহেরপুরকে চুয়াডাঙ্গার সাথে বিচ্ছিন্ন করা হয় । মেহেরপুর-কুষ্টিয়া রাস্তায় খলিসাকুন্ডি বাঁধের পুল ভেঙ্গে চুরে দেয়া হল । একদল যুবক এই পুলটা ভেঙ্গে দিয়েছিল । ’ [বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস , ৯ম খণ্ড, পেজ-৩৫৪]
২৫ শে মার্চ সেই রাতে শুরুমাত্র মিটিং করেই মুক্তিকামীরা থেমে থাকে নি গ্রামে গ্রামে ঘুরে সামরিক আয়োজনেও প্রস্তুতি নিয়েছিল । আনসার- মুজাহিদের লোকজন একত্রিত করেন । মহকুমা প্রশাসক তৌফিক এলাহি চৌধুরী বলেন-
“ মেহেরপুর আনসার কম্যান্ডার কে আমি আদেশ দিই ২৬ শে মার্চের মধ্যে মেহেরপুর মহকুমার সমস্ত আনসার ও মুজাহিদকে একত্রিত করার জন্য ।” [বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস , ৯ম খণ্ড, পেজ-৩৫৪]
মেহেরপুরের মানুষ যুদ্ধকালিন সব প্রস্তুতি সেই রাতেই সম্পূর্ণ করে ফেলেন জ্বালানি তেলও সংগ্রহ করেন করিমপুর থেকে ।
২৬ শে মার্চ সকাল । চারিদিকে লাশের গন্ধ বাতাস ভারি হয়ে উঠেছে । সকাল হবার অনেক আগেই মেহেরপুর এবং গাংনীতে মানুষের অভূতপূর্ব প্রাণ চাঞ্চল্য দেখা যায় । সবার চোখে-মুখে অজানা শঙ্কা এবং কৌতূহল । সবাই ব্যক্তিস্বার্থ তুচ্ছ করে ছুটে এসেছেন দেশের মুক্তির জন্য । গ্রাম থেকে খবর পেয়ে আনসার-মুজাহিদের সদস্যরাও ইতিমধ্যে ছুটে এসেছে । সবাই দেশের স্বার্থে সেচ্ছাসেবক হবার জন্য উন্মুখ হয়ে আছে ।
২৫ শে মার্চ রাতে মেহেরপুর থানা ওয়্যারলেসে “Movement Start” যে সংক্ষিপ্ত তথ্য পৌঁছালেও । সেই রাতেই চুয়াডাঙ্গা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড ইউনুস সাহেবের কাছে ইপিআর ওয়্যারলেসে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার বানীটি পৌঁছেছিল -
"This may be my last message. From today Bangladesh is independent. I call upon the people of Bangladesh where ever , you might be and with whatever you have. To resist the occupation army to the last. Your fight must go on until the last solder of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. Allah will help us. Joy Bangla.”
সারাদেশের মতো মেহেরপুরের মুক্তিকামী মানুষও সেদিন চুপ থাকেন নি দেশের স্বাধীনতা ও স্বাধিকারের আন্দলনে ঝাপিয়ে পড়েছিলেন নিজের প্রাণকে তুচ্ছ করে । কৃতজ্ঞতা জানায় ত্রিশ লক্ষ শহীদ আর ২ লক্ষ বীরাঙ্গনার প্রতি ।
জয় বাংলা ।
২৬ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫৭
অনন্ত৪২ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
২| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ৩:১০
বিলোয় বলেছেন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০১৫ উপলক্ষে আমি দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
যাঁদের সুমহান আত্মত্যাগে আমরা অর্জন করেছি স্বাধীনতা, সেই লাখো বীর শহীদদের কথা সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।
আমি অভিবাদন জানাচ্ছি বিজয়ী বীর মুক্তিযোদ্ধাদের, যাঁরা জীবনবাজি রেখে রণাঙ্গনে লড়াই করে দেশকে মুক্ত করেছিলেন। আমি স্বাধীনতার সংগঠক রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
স্বাধীনতার মহান ঘোষক ও রণাঙ্গনের বীর অধিনায়ক শহীদ জিয়াউর রহমানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। যাঁরা যুদ্ধাহত হয়েছেন, দেশে থেকে কিংবা উদ্বাস্ত হয়ে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন তাঁদের কথাও স্মরণ করছি।
প্রতিবেশী ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ভূক্ত যে সব রাষ্ট্র ও বিদেশী বন্ধু সরাসরি যুদ্ধ করে কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য-সহযোগিতা ও সমর্থন দিয়ে আমাদের স্বাধীনতাকে সম্ভব ও ত্বরান্বিত করেছেন, আমি তাঁদেরকেও আজকের দিনে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
আমাদের মুক্তিযুদ্ধ ছিল এমন একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ যেখানে গণতন্ত্র, অর্থনৈতিক-সাংস্কৃতিক মুক্তি, সাম্য ও সামাজিক সুবিচার সুনিশ্চিত ও সুপ্রতিষ্ঠিত হবে। আমাদের বীর মুক্তিযোদ্ধারা বর্বরতা, হত্যাযজ্ঞ, জুলুম-পীড়ন ও অস্ত্রের শাসনের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন একটি উজ্জ্বল, শান্তিময় ও সমৃদ্ধ স্বদেশের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে। দুর্ভাগ্যের বিষয় প্রায় আড়াই দশকেও সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত হয়নি। আর তাই সার্বিক জাতীয় মুক্তির সংগ্রাম আজও অব্যাহত রয়েছে।
এবারে এমন এক অস্বাভাবিক পটভূমিতে আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এসেছে যখন দেশ থেকে গণতন্ত্র নির্বাসিত। ভোটাধিকারসহ প্রায় সকল সাংবিধানিক ও মৌলিক অধিকার হারিয়েছেন দেশবাসী। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, নির্যাতন, পাইকারী গ্রেফতার অবাধে চলছে। সারাদেশ যেন এক উপদ্রুত জনপদ।
স্বজনহারা মানুষের করুণ কান্নায় বাতাস ভারী হয়ে আছে। মানুষের কোনো নিরাপত্তা নেই, অধিকার নেই, স্বাধীনতা নেই। সীমাহীন দুর্নীতি, লুণ্ঠন, অপশাসন, উৎপীড়নে আজ সকল সুবচন নির্বাসিত। যুক্তির বদলে অবাধ মিথ্যাচার এবং সমঝোতার বদলে জবরদস্তির মাধ্যমে দুর্বিনীত দুঃশাসনকে দীর্ঘায়িত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে।
এই পরিস্থিতিতে বর্বরতা ও উৎপীড়ন মুক্ত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনে মানুষের লুণ্ঠিত অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক ও সৌহার্দ্যময় বাংলাদেশ গড়ে তোলাই হবে এবারের স্বাধীনতা ও জাতীয় দিবসের অঙ্গীকার। সেই লক্ষ্যে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলে সাহসী সংগ্রাম রচনার মাধ্যমে বিজয়কে ত্বরান্বিত করাই হোক আজকের দিনের শপথ। আল্লাহ্ এ জাতিকে সত্যিকারের মুক্তি দিন। বাংলাদেশ-জিন্দাবাদ।
বেগম খালেদা জিয়া
৩| ২৬ শে মার্চ, ২০১৫ ভোর ৫:১১
পরিশেষের অপেক্ষায় বলেছেন: অনেক অজানাকে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।
২৭ শে মার্চ, ২০১৫ রাত ২:৫৯
অনন্ত৪২ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা রইলো। ভালো থাকবেন :-)
৪| ২৬ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৩৭
কাবিল বলেছেন: তথ্যগুলো পড়ে ভালো লাগলো।
কুষ্টিয়া বংশীতলা সম্পর্কে আমি কিছুই জানিনা। এ বিষয়ে যদি জানা থাকে, তুলে ধরলে উপকৃত হই।
২৭ শে মার্চ, ২০১৫ রাত ২:৫৮
অনন্ত৪২ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি
পরবর্তী কোনো সময়ে কুষ্টিয়ার বংশীতলা
সম্পর্কে নিশ্চয়ই জানানোর চেষ্টা করবো।
সাথে থাকুন :-)
৫| ২৬ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫৬
অনন্ত৪২ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তী কোনো সময়ে কুষ্টিয়ার বংশীতলা সম্পর্কে নিশ্চয়ই জানানোর চেষ্টা করবো। সাখে থাকুন :-)
৬| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩২
মঞ্জু রানী সরকার বলেছেন: আমি চুয়াডাংগার। মেহেরপুর আমার মামার বাড়ী। তারপরেও আমি এগুরো জানতাম না। সত্যি খুব ভালো লাগলো্
২৭ শে মার্চ, ২০১৫ রাত ২:৫৭
অনন্ত৪২ বলেছেন: আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার। ভালো লাগলো আপনাদের কিছুটা হলেও জানাতে পেরে। ভালো থাকবেন।
৭| ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০১
এ কে এম রেজাউল করিম বলেছেন:
লেখকের প্রতি সুভেচ্ছা রফিল ।
০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১:৫৬
অনন্ত৪২ বলেছেন: আপনার প্রতি ভালোবাসা রইলো
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৫ রাত ২:৫১
কালের সময় বলেছেন: ভালো লাগলো তথ্যগুলো পড়ে ।