নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ব্যর্থ মানুষ।জীবনের প্রতিটি পদে পদে ব্যর্থ হয়েছি।আমি বিশ্বাস করি একটি সফলতা একটি মানুষকে যা শিক্ষা দেয় আর যতটুকু শিক্ষা দেয় একটি ব্যর্থতা তার থেকে বহুগুন বেশি জিনিস শিক্ষা দেয়( যদি তুমি দেখতে পাও)।

মোঃ আবু সিয়াম

মোঃ আবু সিয়াম › বিস্তারিত পোস্টঃ

নিঃশব্দ উক্তি---

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

এই কবিতাটি উৎসর্গ করলাম ---তোমাকে
-___________________________________♥

নিঃশব্দ উক্তি
---------------------



আশাঙ্কিত মন তব নাহি করিয়া ভ্রূক্ষেপ


মিত্রাক্ষর হইবে না এতটুকুই আক্ষেপ,তবুও অপচেষ্টা।


তোফাময়ী তুমি অনুনয় করি করিয়না বিভীষণ,



মানসী তুমি মোর মনের তাই তোমার মনের বিজিগীষা,



কোকনদ লইয়া বসিয়া রয়েছি হাজার বছর ধরি,



ভালর এ পরিহাস দিয়েছে শাস্তি কী আর করি?



লহু বহিয়াছে নয়নে মোর অশ্রু ঝরিতে ঝরিতে,



বামা তোমার লাগি বাতায়ন খোলা চির জীবন থাকিবে,



সিন্ধু সমান হৃদয় দিতাম যদি একবার আসিতে।।



★আশাঙ্কিত>ভীত
★মিত্রাক্ষর >যে কবিতার শেষের ২ চরন এর মিল রয়েছে ( এক্ষেত্রে ২ জন মানুষকে কল্পনা করা হয়েছে)
★তোফাময়ী >সুন্দরময়ী
★বিভীষণ > ভীষন ভয়ঙ্কর
★বিজিগীষা >জয় লাভের ইচ্ছা
★কোকনদ > লালপদ্ম
★ভাল> ভাগ্য
★লহু> রক্ত
★বামা>নারী
★সিন্ধু > সাগর
★ বাতায়ন> জানালা( এক্ষেত্রে মনের জানালা অর্থে ব্যবহৃত হয়েছে)


[{( এই কবিতার একটি বিশেষ লাইন রয়েছে। লাইন টি সরাসরি লিখা হয়নি।প্রথম ২ লাইন থেকে একটি,পরের ৩ লাইন থেকে আরও একটি,এবং শেষের ৪ লাইন থেকে একটি শব্দ বের হবে।তিনটি শব্দ একত্রে কী বাক্য দেয় পারলে বের করূন)}]




undefinedundefinedundefined

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.