![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একদঙ্গল কাজিন আছে। ওদের মধ্যে মালিহা তাবাসসুম মাহিন আমার সব থেকে প্রিয়। বয়স ১৪। মনিপুর হাই স্কুলে ক্লাস সেভেনে পড়ছে। ওর গানের গলাটা দারুণ মিষ্টি। অসাধারণ কোমল একটা মন আছে তার। শেষবার ওর সাথে আমার যখন দেখা হয়েছিল ও তখন হাসপাতালে। আমাকে বার বার বলছিল- “ভাইয়া, হাসপাতাল আমার ভালো লাগে না। আমি স্কুলে যেতে চাই।“ এই ছোট মেয়েটা জানে না তার কি হয়েছে। আমরা তাকে জানাই নি বা জানাতে পারি নাই।
অনেক জটিল এবং লম্বা ডায়াগনিসটিক টেস্ট করে ডাক্তারেরা নিশ্চিত হয়েছেন যে মাহিনের শরীরে অস্বাভাবিক গতিতে শ্বেত রক্তকণিকা তৈরি হচ্ছে। তাই তার ইমিউন সিস্টেম কোন সংক্রমণের বিরুদ্ধে সঠিকভাবে কাজ করতে পারছে না। এই রোগটার নাম Pre Acute Lymphoblastic Leukemia (Blood Cancer)।
প্রথমে আমরা ভেবেছিলাম এর চিকিৎসার খরচ আমাদের সাধ্যের অনুকূলে। কিন্তু দেশে এবং বিদেশে করা রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকগণ আমাদের জানিয়েছেন সম্পূর্ণ ট্রিটমেন্ট প্যাকেজটা ৮০ লক্ষ টাকার কাছাকাছি। এটা আসলেই আমাদের মত মধ্যবিত্ত পরিবারের কাছে পাহাড় সমান।
মাহিন এখন ঢাকা মেডিক্যাল কলেজের বোন ম্যারো ট্রান্সপ্লেন্ট ইউনিটের প্রফেসর সালমা আফরোজের অধীনে চিকিৎসাধীন। বোন ট্রান্সপ্লেন্টের পরে তাকে কেমোথেরাপি দেয়া শুরু হবে। সম্মানিত চিকিৎসকগণ নিশ্চিত করেছেন যে যথাযথ চিকিৎসা পেলে মাহিন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ। আমি বিশ্বাস করি কর্কট রোগ নামের এই ভয়ংকর শত্রুর সাথে যুদ্ধে করার মানসিক শক্তি মাহিনের আছে,শুধু আমাদেরকে তার পাশে থাকতে হবে। আসুন, আমরা আমাদের হাত বাড়িয়ে দেই এই মিষ্টি মেয়েটির জন্য-
Maliha Tabassum
SMSA-336
IBBL, Lalbagh Branch,
Dhaka
প্রবাস থেকে যারা সাহায্য করতে চান-
Maliha Tabassum Mahin
A/C No.SMSA_336
IBBL, Lalbagh Branch
SWIFT CODE: IBBLBDDH
বিকাশ নাম্বার : 01818200921 (Bangladesh Only)
২| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৬
অপূর্ণ রায়হান বলেছেন: খুব কষ্ট লাগে । নিজেকে বন্দী মনে হয় খুব ।
আল্লাহ্তাআলা মাহিনকে সুস্থ্যতা দান করুন ।
৩| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬
আমিনুর রহমান বলেছেন:
যোগাযোগের নাম্বার বা কোন ফেবু ইভেন্ট আছে কি ???
৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪২
এহসান সাবির বলেছেন: দোয়া রইল।
দেখি কি করতে পারি।