![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকের যন্ত্রনার কোন কূল কিনারা নাই। অসীম দরিয়ার মত অথৈ বেদনা শুধু ঢেউএর পর ঢেউ হয়ে ছুটে আসে তীরের দিকে,কিন্ত সীমানা অতিক্রম করতে পারে না আর ,পারে না বলেই মাথা আছড়ে লুটিয়ে পড়ি সৈকতের বালুকাবেলায়। অসীম নীলা আকাশ আমাকে নীল পরশ বুলিয়ে দেয়।দিগন্তরেখা ধরে পরিভ্রমন করি পৃথিবীর সীমানা খুঁজতে।কিন্তু একটা শূন্য বৃত্ত হাহাকার করে আমার জীবন বৃওে।মনের চেরাপুঞ্জিতে অবিরল ধারাপাত। কল্পনার পাতাগুলো চোখের জলে থির থির করে কাঁপে। স্বপ্নগুলো টুকরো টুকরো হয়ে মরা জ্যোৎস্নায় ভেসে যায়। চোখের জলে প্লাবিত হয় অনাস্বাদিত পৃথিবী।পায়না এ মন
২| ২৩ শে জুন, ২০১৩ রাত ৮:৪৮
অনি অন্তিলা বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৮
সাউন্ডবক্স বলেছেন:
৪| ১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২২
অনি অন্তিলা বলেছেন: কি কারনে
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৩ রাত ২:২৭
খেয়া ঘাট বলেছেন: বাহঃ মোহনীয় সুন্দর।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।