![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................আমার লেখারত বইয়ের ১টি অংশ............................
.......। মানবর্তা আমার ধর্ম ...............।
ধর্ম হচ্ছে প্রান। দেহে প্রান প্রতিষ্ঠা করে আত্মা।মানুষ সর্বশ্রেষ্ট সৃষ্টি হলেও সমাজের কিছু মানুষ তার মনুষত্ব, ধর্ম, কর্তব্য সব কিছু বিসর্জন দিয়ে বিবেক বুদ্ধিহীনদের মতো সাধারণ মানুষকে ধর্মান্ধ সাজিয়ে পৃথিবীর সুখ শান্তি নষ্ট করছে। এমন মানুষ রূপি মুনাফেক গুলো সভ্যতার সুন্দর পৃথিবীতে প্রকৃত মানুষদের বসবাসের অযোগ্য করে তুলছে।সে সব মানুষ রূপি মোনাফেক গুলো সাধারন মানুষের ধর্মের প্রতি দুর্বলতাকে প্রধান ঢাল হিসেবে ব্যাবহার করছে। ধর্ম নিয়ে এমন কিছু বিতর্ক সম্প্রতি দেশে শুরু হয়েছে যা দেশকে ধংশ করে দিতে পারে। পৃথিবীতে যতো ধর্ম রয়েছে- সব ধর্ম শান্তি ও সুন্দরের কথা বলে।অথচ বিভিন্ন কৌশল অবলম্বন করে সমাজে সাধারন ধর্ম প্রিয় মানুষের ধর্মিয় অনুভুতিতে আঘাত হানছে।এক ধর্মের অনুসারীরা ইচ্ছে করে অন্য ধর্মের অনুসারিদের প্রানের ধর্ম নিয়ে আপত্তিকর কথা বলছে। শুধু তাই নয় বাংছে উপাসনালয় । আমরা কিছু শিখতে না পারলেও কার ধর্ম কতো ছোট বা বড় সে বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পরি। আমরা ভাল করেই জানি- বাংলাদেশ এক ধর্মের দেশ নয়। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান ,বিশ্বাসী ,অবিশ্বাসী ও আরো অনেক ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করি।.আমরা কেহ সংখ্যালুগে নয় ।আমরা একই মায়ের সন্তান।
অনি
২| ২৩ শে জুন, ২০১৩ রাত ৮:৪৪
অনি অন্তিলা বলেছেন: ধন্যবাদ আমরা কেহ সংখ্যালুগে নয় ।আমরা একই মায়ের সন্তান।
৩| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২০
সাউন্ডবক্স বলেছেন:
৪| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৯
অনি অন্তিলা বলেছেন: kano
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৩ রাত ২:২৮
খেয়া ঘাট বলেছেন: পৃথিবীতে যতো ধর্ম রয়েছে- সব ধর্ম শান্তি ও সুন্দরের কথা বলে।
.আমরা কেহ সংখ্যালুগে নয় ।আমরা একই মায়ের সন্তান।