![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন কয়েক আগে একজন আত্মীয়ের বাসায় যাবার দুর্ভাগ্য হয়েছিলো টাকা-পয়সার ব্যাপারে।
ভদ্রলোক আমার বিয়াল্লিশ বছর বয়স্ক খালাতো ভাইয়ের মোটামুটি সত্তর বছর বয়সের শ্বশুর। সম্প্রতি ভাইয়ের শাশুড়ি মারা গিয়েছেন এবং শ্বশুর ভদ্রলোক চল্লিশ দিন পার না হতেই ছোট শালীকে বিয়ে করেছেন। শালী (বর্তমান স্ত্রী) আগের স্বামীকে তালাক দিয়ে এখানে চলে এসেছেন।
যা হোক, বাড়িতে ঢুকতেই দেখি উনারা তরুণ নবদম্পতির মতো বেডরুম থেকে বেরুলেন। আমার তো হাসতে হাসতে ওখানেই প্রাণ যায়, কোনমতে হাসি চেপে রাখলাম।
টাকা-পয়সার মামলা শেষ করে উনি বড় ছেলের বউকে পাঠালেন কাগজ-কলম আনতে, উনার নাকি কীসব অসুখ হইছে প্রেসক্রিপশন করে দিতে হবে।
ভালো করে চেয়ে দেখি ফুরফুরে মেজাজের সদ্য বিবাহিত বৃদ্ধ, তাগড়া ফিগার, রোগহীন।
প্রথম স্ত্রীর সাথে চুপচাপ দেখছিলাম, এখন খালি হাসে। সারাদিন খুশি খুশি। আগে কালো কুচকুচে ছিলো, এখন ফর্সা হইছে দেখি!!
এত খুশি নতুন বউয়ে নাকি নতুন নাতনী হইছে তাই নাকি আসন্ন ঈদের জন্যে তার পোস্টমর্টেমে গেলাম না।
কিছু একটা বলা লাগে, জিজ্ঞেস করলাম কি হইছে আপনার?
- আমার ওজন তিরাশি কেজি।
- আচ্ছা। আপনার ওজন ঠিকঠাক আছে।
- না! ঠিক নাই। ছয় মাস আগে একাত্তর কেজি ছিলো। রোজার মাসেও তেমন খাইনি, তাও বেড়ে গেলো।
- কি কি খাইলেন রোজায়?
- সেহরিতে এই ইকটু ভাত, আর ইফতারে শুধু দুই গ্লাস পানি।
- ও।
ভাবলাম খানিক হাইপোথাইরয়ডিজমের দিকে নিয়ে যাই।
- ঠান্ডা-গরম কোনোটা ভালো লাগছে ইদানিং?
- উফফ যা গরম!
- ঠান্ডা না গরম কোন আবহাওয়া ভাল্লাগে?
- ঠাণ্ডাটাই ভালো।
- (আমি উৎসাহিত হয়ে) এখন না আগে থেকেই?
- নাহ মা, ছোটকাল থেকেই।
- ঘুম কেমন হয়?
- ভালো না।
- কেমন ভালো না?
- এই একটু একটু কম ঘুম হয়। হাতুড়ে ডাক্তার(!) দেখাইছিলাম, সে বলেছে ঘুমের ওষুধ না খেতে, এমনিই ঠিক হয়ে যাবে, সেইজন্য আর ওষুধ খাই না।
- কবে থেকে একটু একটু ঘুম ভালো হয় না?
- এইতো অনেকদিন আগের কথা, এখন কোনো সমস্যা নাই।
(মেজাজ গেলো খারাপ হয়ে। )
- পেটের কোনো সমস্যা হচ্ছে, এই যেমন কষা অথবা ডায়রিয়া?
- না কষা না নরমও না। কম মনে হচ্ছে।
- আগের চেয়ে পরিমাণে কম?
- হ্যাঁ আমার মনে হচ্ছে কম হচ্ছে ছয় মাস থেকে।
- ও মনে হচ্ছে, আপনি কনফার্ম না?
- ইয়ে মানে... নাআআ।
(আরও মেজাজ খারাপ হয়ে গেলো।)
- বলো তো মা, কি করি?
আমি বললাম, আপনার কোনো সমস্যা নাই তাও ভালো ফিজিসিয়ান ধরে বইলেন ওজন বাড়ার কথা।
- আর কোনো প্রব্লেম?
- (অনেকক্ষণ চিন্তা করার পর) ... আমার পেটে গুটি হইছে।
- কোথায়?
- (হন্তদন্ত হয়ে শার্ট উঠিয়ে দেখালেন) ... এইযে।
আমি দেখলাম ইঙ্গুইনাল রিজিনের একটু উপরে একটা গুটি, সম্ভবত কোনো লিম্ফ নোড। উনি এবার শার্ট আরও উপরে উঠায়ে বললেন তার বুকেও এইপাশে ওইপাশে মাঝখানে এরকম গুটি আছে। এবার জানতে চাইলাম কবে থেকে এমন?
- ছোটকাল থেকে। তোমার ভাবীরও (উনার মেয়ে, ভাইয়ের বউ) আছে।
মেজাজ বিগড়ায়ে গেলো।)
- কি করি মা বলো তো?
- ভালো ফিজিসিয়ান ধরে বলেন ওজন বেড়ে যাচ্ছে আর ছোটকাল থেকে গুটি।
(আরও কিছুক্ষণ পর)
- আমার আরও একটা সমস্যা আছে।
- কি?
- আমার লো প্রেশার।
- কত?
- হাতুড়ে ডাক্তার(!) দিয়ে মাপাইছিলাম, ৮৫/১২০।
- এইটা ১২০/৮৫ হবে। এইটা স্বাভাবিক প্রেশার।
- না এইটা লো প্রেশার। আমার যা বয়স, এখন ৯০-৯৫ হওয়া উচিত।
- ৯০-৯৫ হওয়া উচিত না, এটাই ঠিক আছে।
- না ঠিক নাই, আগেও আমার লো ছিলো, অফিসে মাঝে মাঝে আমায় বাতাস করতো, ৭০-৭৫।
- (হেসে গড়ায় পড়তিছি মনে মনে ) এটাও নরমাল প্রেশার।
- না এইটা নরমাল না।
মেজাজ পুরাই খারাপ হয়ে গেছে ততক্ষণে হাতুড়ের কাছে গেলেই পারে! বললাম, কখনও শরীর খারাপ হইছে ওই প্রেশারে?
- নাহ কোনদিন হয়নি।
- তাহলে লো বলছেন কেন?
- না, এইটা লো প্রেশার।
- কি করি মা বলো তো?
- কিছু লাগবে না। আপনার কোনো অসুখ নাই।
(বেজার চেহারা)
তাই পুরানো কথা রিপিট করলাম, ভালো ফিজিসিয়ান ধরে বলবেন ওজন বাড়ছে, গুটি হইছে।
- প্রেশার? উনি রোগ ধরে দিবে?
আমি বললাম, ভালো ফিজিসিয়ানও বলবে আপনার কোনো অসুখ নাই।
......
- আমার আরেকটা সমস্যা হচ্ছে ইদানিং।
- কি?
- আগে জগিং করতাম। এখন রাস্তার এইমাথা থেকে ওইমাথা না যেতেই হাঁসফাঁস লাগে।
(এতক্ষণে খানিক কাজের কথা বললেন বলেই ভাবলাম। )
বললাম টায়ার্ড লাগে, শ্বাস নিতে কষ্ট কষ্ট লাগে? আগে শ্বাসকষ্টের সমস্যা ছিলো নাকি? বুকে ব্যাথা মনে হয় মাঝে মাঝে? রক্তচাপ তো সবসময়ই স্বাভাবিক।
- না। আমি সব চেকআপ করাইছি, সব নরমাল। ওসব কিছু নাই আমার।
- তাহলে কেমন লাগে?
- গলার কাছে কেমন কেমন লাগে।
বুড়ার গলা টিপতে মন চাচ্ছিলো।
- কি করি মা বলো তো?
- কিছু করার নাই।
- আমার যে শরীর খারাপ লাগে?
- বড় ডাক্তার দেখান, তিনটা কমপ্লেন করবেনঃ
১। ওজন বাড়ছে
২। গুটি
৩। দৌড়ালে হাঁসফাঁস লাগছে
- আমার মনে হচ্ছে অনেক বড় অসুখ হইছে। প্রেসক্রিপশন করে দাও।
প্যাড-কলম আমার দিকে এগিয়ে দিলেন। সুন্দর করে কলমের খাপ লাগিয়ে প্যাড বন্ধ করে একটা কথা বললাম। নিজেরও হাসি পাচ্ছিলো, সাথে থাকা ছোটবোন তো হাসতে হাসতে একরকম গড়ায় পড়ে।
- খালু, নিজেকে নিয়ে এত চিন্তা-ভাবনা বন্ধ করেন, আপনার সব সমস্যা ভালো হয়ে যাবে একদিনেই।
উনি এবার হাসি হাসি মুখে লজ্জা পেলেন।
(মনে মনে ভাবলাম, হ্যাঁ ভাববেই তো, বিয়ে করে যুবক হয়ে গেছে না! ভালো স্বাস্থ্য, কলপ দেয়া চুল, সারাদিন হাসি হাসি মন... সাথে পান খেয়ে ঠোঁট লাল করা চল্লিশের কমবয়সী নতুন বউ ও সাবেক শালী। ভাববেই তো!)
#
কথাটা বলেই তরুণ(!) বৃদ্ধকে আর সুযোগ না দিয়ে দু'বোন বেরিয়ে এলাম। পারলে মেঝেতে গড়াগড়ি যেতাম হাসতে হাসতে। স্থান-কাল-পাত্র আমাদের তা থেকে বঞ্চিত করলো। এ দুঃখ কোথায় রাখি!!!
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬
অনিক্স বলেছেন:
২| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৬
ইলুসন বলেছেন:
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫০
অনিক্স বলেছেন: আহারে কি জন্যে যে সাইকিয়াট্রিস্টের কাছে যাইতে বললাম নাহ!
আহারে ল্যাকটুলজ সিরাপও যদি খাইতে বলতাম!
ইশশ... আর কিছু দামী ভিটামিন ক্যান সাজেস্ট করলাম না! ভদ্রলোক মেলা বড়লোক, খাইত কয়দিন।
বিশাল ভুল হয়ে গেছে!!
৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৩
রাজীব দে সরকার বলেছেন: আপু আপনি ডাক্তার?
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৩
অনিক্স বলেছেন: :#> হাতুড়ের একটু উপরে, গত বছর বের হয়েছি।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯
বিল্লা বাবা বলেছেন:
বালা লাগসে
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮
অনিক্স বলেছেন: পিলাচ দিলেন না তো।
৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৪
দাদুচাচা বলেছেন:
একটু পরামর্শ দিলে- কী দোষ হইত।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২০
অনিক্স বলেছেন: দিছি তো। বড় ডাক্তার দেখাইতে বলছি।
৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২০
মামুন রশিদ বলেছেন: সরেস ডাক্তার
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩
অনিক্স বলেছেন: ধন্যবাদ।
৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৬
বশর সিদ্দিকী বলেছেন: আপনে তো দেখি ডাক্তার। একটা উপদেশ দেন তো দেখি একটু কস্ট করে।
আমি গত মাসে চাকরি ছারলাম। চাকরি যখন করতাম তখন আমার ওয়েট ছিল ৭৮ কেজি। ছারার পর এই মাস বাসায় বসে বসে সারাদিন কাজ করি। মানে বসে বসে কম্পিউটারে বিল্ডিং এর ডিজাইন করা আরকি!! বেশি মুভ করা লাগে না। এক রকম বসা অবস্থায় বলতে পারেন। গত কাল ওয়েট মাপালাম ৮৬ কেজি। সাথে পেটের উপর বিশাল চর্বির অস্তিত্ব টের পাচ্ছি। কি করা যায়??
অনেকে বলে জিম করার জন্য। আসলে কি জিম করলে কমবে??
আমার উচ্চতা ৫' ১০"।
১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
অনিক্স বলেছেন: মুভ করেন।
জিমে যান।
খাওয়া-দাওয়া মডিফাই করেন দরকার হলে।
লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে উঠা-নামা করেন।
এতো বসে থাকা যাবে না।
৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬
বিল্লা বাবা বলেছেন: এই লন +++++++++++++++
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৮
অনিক্স বলেছেন: ঠিক আছে মাইনা নিলাম......... থেঙ্কু
৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮
রাজীব দে সরকার বলেছেন:
@ অনিক্স,
ভালো লাগলো পরিচিত হয়ে
নেক্সট কি করার ইচ্ছা? এখন কি করছেন?
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩
অনিক্স বলেছেন: এখন একটা প্রাইভেট মেডিকেলের লেকচারার, নতুন জব।
১০| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫
অনিক্স বলেছেন:
১১| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
=p
এই লন +++++++++++++++
১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
অনিক্স বলেছেন: থেঙ্কু থেঙ্কু। পিলাচ চাইছিলাম কিনা আপ্নের থেইকে মনে পড়তেছে না তোওওওও...
১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
অনিক্স বলেছেন: অফটপিকঃ অনিক্স আপু, ভাই না।
১২| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমিও পিলাচ দিছি!
১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৭
অনিক্স বলেছেন: নিছি তো!
বর্ষণ ভাই সেইরাম হাসতেছিলেন তাই ভাবলাম থামতে থামতে ইকটু ঘুমায়া নেই।
১৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
শুঁটকি মাছ বলেছেন: ধুরু আপু আপনি যে কি না!!!!!!
বূড়ার এত্ত শখ তার একটা বড় রোগ হবে,কইতেন যে তার একটা এত্তবড় রোগ হইছে!!!!!!
১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১১
অনিক্স বলেছেন: হু ভাই ভুল করে ফেলছি। বলতে হইত আপ্নের সিজোফ্রেনিয়া হইছে।
শুঁটকি মাছ ভাইয়ের বিলাইটা কিউট আছে।
১৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯
শুঁটকি মাছ বলেছেন: অনিক্স আপু আমিও একজন আপু!!!আইমিন আমি মাইয়া!! :#> :#>
২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০
অনিক্স বলেছেন: উপস!! স্যরি।
১৫| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫
অনিক্স বলেছেন: কাল এই বৃদ্ধের সাথে আবার দেখা হইছিল।
এবার আর টাকা-পয়সা ব্যাপারে না, অন্য পরিস্থিতি। আমার নানী অসুস্থ, ক্লিনিকে ভর্তি। আমি নানীকে দেখতে গেছি, এই নতুন বৃদ্ধ কাপলও দেখতে গেছে।
ঢুকলো পাশাপাশি, একেবারে লেগে লেগে। মনে হচ্ছিলো দরজা চওড়া করতে হবে। একবারে হেসে হেসে গল্প করা শুরু করলো যেন বিয়েবাড়ি!!
ওখানেই চার ভাইবোন বসে ছিলাম, কতবার ঘরে ঢুকলাম-বেরুলাম, চিনতেই পারলো না! ওই পিচ্চি বোনটাও ছিলো, নাহ তাকালোই না।
দশ-পনের মিনিট গল্প করে আবার চলেও গেলো। লিফটে চড়ে নিচে নেমে গেলো, এইবার আলাদা হইছিল, অনেকখানি ফাঁক ছিলো মাঝখানে। এই বিরল দৃশ্য অবলোকন করতে পেরে আমি বিস্মিত, মুগ্ধ, সম্মানিত। :-&
ও না, একবার তাকাইছিলো। চেহারায় কোন অভিব্যাক্তি দেখা যায়নি। মনে হইল আমাদের দিকে চোখ পড়ায় বিরক্ত।
ও হ্যাঁ, খাবারদাবার নিয়া যায়নি। মনে হয় ভাবছে অজ্ঞান রুগী খাইতে পারবে না, সুস্থগুলিরে খাওয়াবো না!
হা হা।
১৬| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১২
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা, মজা পেলাম, কিন্তু এত ইমোটিকন পড়তে পড়তে বারবার হোচট খাচ্ছিলাম। ভাল লেখা, মজার লেখা।
ব্লগে আরেক জন ডাক্তার পেলাম
১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১১
অনিক্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
সামুর ইমোটিকন কাজের না... এতোগুলো দিয়েও সত্যিকারের মজাটা প্রকাশ করতে পারিনি।
আপনার নতুন সাই-ফাই দেখছি না যে?
১৭| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৮
অ্যানোনিমাস বলেছেন: আসসালামুয়ালাইকুম
১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১২
অনিক্স বলেছেন: ওয়ালাইকুমআসসালাম। ক্যামন আছেন?
১৮| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৮
অদিতি মৃণ্ময়ী বলেছেন: এত্তগুলা পীলাচ আপু ++++++++++++++++++
১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
অনিক্স বলেছেন: এত্তগুলা ধন্যবাদ অদিতি আপুকে।
১৯| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:১৪
পারাবত বলেছেন: ব্যাপক বিনুদুন, মাঝে মাঝে অভিজ্ঞতার কথা লিখবেন, সামুতে পড়ার মতো লেখার বড়ই অভাব.।.।।।
১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮
অনিক্স বলেছেন: ধন্যবাদ ভাই। লজ্জা দিতেছেন তো। :#>
২০| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫
চেয়ারম্যান০০৭ বলেছেন:
১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
অনিক্স বলেছেন:
২১| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১১
অ্যানোনিমাস বলেছেন: ভাল
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৪
অনিক্স বলেছেন: থ্যাঙ্কু ভাই।
২২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
তামিম ইবনে আমান বলেছেন: বুড়া বয়সেও এত রসিক। আমরা তো যৌবন কালেই বুইড়া হইয়া গেলাম।
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
অনিক্স বলেছেন: তাত্তাড়ি!... একটা অসুখ বাধায়া লন।
২৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০১
তামিম ইবনে আমান বলেছেন: অসুখ বাধাইলে দেখুম, ঘাউড়া ডাক্তারের হাতে পরসি। সুন্দরী ডাক্তারনি আজ বড়ই দুর্লভ
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
অনিক্স বলেছেন: ডাক্তারকে সুন্দর-অসুন্দরে ভাগ করলে সেই রোগীর গলায় ঘাউড়া ডাক্তার পড়াই ভালো।
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২
অনিক্স বলেছেন: আই মিন, চেহারার সুন্দর-অসুন্দর।
২৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
আদম_ বলেছেন: সে আপনার একজন পেশেন্ট। আপনি তার ইন্টারভিউ নিয়েছেন। নিতেই পারেন। কারণ রোগ নির্ণয়ে তা অতি প্রয়োজনীয়। তবে তা বল্গে প্রকাশ করা প্রয়োজনীয় নয়। আমি ডাক্তার নই । অত বিদ্যা-বুদ্ধি আমার নাই। তবে একজন মানুষের গোপনীয়তা প্রকাশ করে দেয়ার কথা নিশ্চই ডাক্তারী বইতে লেখা নাই। আপনার অবস্থান থেকে এটা আমি কোন ভাবেই সমর্থন করিনা।
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮
অনিক্স বলেছেন: সুন্দর ও যুক্তিযুক্ত মন্তব্য।
হ্যাঁ, প্রফেশনাল সিক্রেসি বলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়।
তবে আপনার ভুল ভাঙ্গাই, আমি এখানে রোগীর পরিচয়, নাম কোনটাই প্রকাশ করিনি। তার অসুখের কথাও বলিনি। তার যা বয়স, তার অনেক সমস্যাই থাকতে পারে বা থাকার কথা, কোনদিকেই যাইনি। তার যা নাই তা নিয়ে লিখেছি। সবই বিভিন্ন রোগ ধরে সাধারণ কথাবার্তা।
আর অন্যরা এটাকে রম্য হিসেবেই নিয়েছেন, ঘটনা ঘটার সময় আমি নিজেও অনেকসময় হাসি চেপে রাখতে পারিনি। কিন্তু আমি আসলে দেখাতে চেয়েছি যে "অযথা" রোগীরা কিভাবে ভেগ কমপ্লেইন করে এবং পড়ে বলে যে ডাক্তার ডাক্তারি জানে না বা ডাক্তার আমাকে পরীক্ষা করেনি বা আমার সম্পূর্ণ ইতিহাস না শুনেই বলেছে যে আমার কিছু হয়নি।
আশা করি বুঝাতে পেরেছি।
২৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৪
অদ্ভুত_আমি বলেছেন: হাসতে হাসতে শেষ
আর আদম ভাই এত সিরিয়াসলি নেয়ার তো কিছু নাই, এটা শুধুমাত্র একটা রম্য রচনা ভাবলেই তো হলো । আমাদের জীবনই তো রম্য ঘটনার উৎস
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭
অনিক্স বলেছেন: বুঝতে পারার জন্য ধন্যবাদ। @অদ্ভুত_আমি
২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
অপ্রচলিত বলেছেন: রম্য দারুণ হয়েছে, সেইরাম মজা পেলাম
ভালো থাকবেন সর্বদাই।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৪
অনিক্স বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনিও ভালো থাকুন সর্বদাই।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭
সাসুম বলেছেন: