![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গিয়েছিলাম শাহজাদপুর কাছারি বাড়িতে। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদারি সামলানোর জন্য রবি ঠাকুর কখনো কখনো শাহজাদপুরের এই বাড়িতে থাকতেন। সবসময় থাকতেন না বলে এটিও কুঠিবাড়ি নামে পরিচিত হয়নি।
এখানেই চোখে পড়ল কবির আরেকটি শিল্পসত্ত্বা। আমরা শুধু তাঁর গল্প-কবিতা-উপন্যাস পড়েই বসে থাকি। উনি খুব সুন্দর ছবি আঁকতেন, ছবিগুলো কেন যেন ছাপা হয়না কোথাও। ছোটবেলায় স্কুলের চারুকলা-কারুকলা বইয়ে একটা আত্নপ্রতিকৃতি দেখেছিলাম। সেসময় কালি-কলম বা রেখাচিত্রের মর্ম বুঝতাম না। নতুন অনেক কিছু শিখলাম দেখে দেখে।
ছবিগুলো এতটুকু এতটুকু না। তবে মোটামুটি এতটুকু করেই। কবি ইচ্ছে করে চরিত্রদের মাথা কেটে আঁকেননি। আসলে চুরি করে তাড়াহুড়ায় মুঠোফোনের ক্যামেরায় কম আলোতে ঠিকমতো ছবিগুলো আসেনি। আর সবগুলো নিতেও পারিনি।
ফটোশপে ঠিক করে নিয়েছি। পেইন্টিয়ের মূল বিষয় ঠিকঠাক আছে।
হ্যাপি ছবি দেখাদেখি! **
তিনটি প্রতিকৃতি
বিমূর্ত প্রতিকৃতি
বিশেষ ভঙ্গিমায় নারী
বৃক্ষরাজি
নৈসর্গিক দৃশ্য
পান্ডুলিপি
মা ও শিশু
নারী
নৃত্যরত নারী
অবগুণ্ঠিত
অবগুণ্ঠিত - রঙিন
অলঙ্কৃত ঘট
প্রতিকৃতি
অবয়ব
শির ব্যবচ্ছেদ
উপবিষ্ট চিত্র
** কয়েকটা চিত্র আছে, কালি-কলমে আঁকা নাকি রঙিন থেকে সাদাকালো কপি করেছে এটা ধরতে পারিনি। যেমন উপরের দুটো "অবগুণ্ঠিত" ছবিই এক।
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
অনিক্স বলেছেন: খেয়া ঘাটের জন্য একগুচ্ছ ধন্যবাদ।
২| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৩
মামুন রশিদ বলেছেন: সুন্দর পোস্ট ।
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
অনিক্স বলেছেন: ধন্যবাদ।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৮
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর শেয়ার ||
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
অনিক্স বলেছেন: ধন্যবাদ।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৬
*কুনোব্যাঙ* বলেছেন: একবার গিয়েছিলাম, আঁকিয়ে রবীন্দ্রনাথকে দেখে বেশ অবাকও হয়েছিলাম। পোষ্ট ভালো লাগলো।
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
অনিক্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
ধূর্ত উঁই বলেছেন: সুন্দর পোস্ট। কবিগুরু শেষ বয়সে শিল্পী হয়ে গিয়েছিলেন । আই মিন আঁকিয়ে।
অসাম পোস্টা ।খুব্ ভাল লেগেছে।
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
অনিক্স বলেছেন: ধন্যবাদ ধূর্ত উঁই। শেষ বয়সে? আমি তো জানি যে উনি সবসময়ই আঁকতেন।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮
ড. জেকিল বলেছেন: চুরি করে ছবি তোলা কিন্তু অপরাধ
সুন্দর ছবি গুলো, যে পারে সে সবই পারে।
কুষ্টিয়াতে তার আঁকানো ছবি দেখেছিলাম। আজকে দেখেও খুব সুন্দর লাগলো।
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১১
অনিক্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া। কুষ্টিয়াতে আমিও দেখেছিলাম। অনেকদিন আগের কথা, এতদিনে ভুলে গেছি কি কি দেখেছিলাম। কুষ্টিয়ায় বেশি ও ভালো ছবিগুলো আছে মনে হয়। শাহজাদপুরের সংগ্রহ অতো ভালো লাগেনি।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
আরিফা হক বলেছেন: শাহজাদপুর আমার নানার বাড়ি কিন্ত কাচারিবাড়ির ভেতরে যাওয়া হয়নি কখনও
এক বার ওখানে বেড়াতে গিয়ে দেখি গেট বন্ধ :'(
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১২
অনিক্স বলেছেন: ইশশ!!
৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
শিপন ব্লগার বলেছেন: কউব বালও লাগলও।
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩
অনিক্স বলেছেন: ধন্যবাদ। আপনি কি মোবাইলে বাংলা লিখেছেন?
৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২
তামিম ইবনে আমান বলেছেন: রবির ছবি দেখে ভাবি, এত সুন্দর ছবি কি করেন আঁকেন কবি!
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
অনিক্স বলেছেন: ধন্যবাদ। সুন্দর ছন্দ মিলিয়েছেন তো!
১০| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা ছবি ব্লগ! অনেক ভালো লাগল। তিনি যে এত চমৎকার ছবি আকতেন তা আসলে ধারনা ছিল না। ছবি গুলোর কন্সেপ্ট কিন্তু বেশ গভীর! দেখি সুযোগ পেলে একবার সরেজমিনে দেখে আসব।
পোষ্টের জন্য ধন্যবাদ।
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯
অনিক্স বলেছেন: হ্যাঁ ভাইয়া সুযোগ পেলে দেখে আসবেন।
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
১১| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
রাকিব পলাশ বলেছেন: দারুন_
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২০
অনিক্স বলেছেন: ধন্যবাদ_
১২| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯
আরিফা হক বলেছেন: ভাইয়া আপনি কি বিশ্বসাহিত্য কেন্দ্রের সাথে কোনভাবে জড়িত? আপনার ব্লগের উপরের "আলোকিত মানুষ চাই" লেখা দেখে মনে হল
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
অনিক্স বলেছেন: কেন আপু? সাধারণ মানুষ হিসেবে "আলোকিত মানুষ" চাওয়া যায় না?
১৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১
সিদ্ধার্থ. বলেছেন: দেখে সুন্দর লাগলো ।কিন্তু অনেকগুলি ছবিরই মানে বুঝতে পারি নি ।
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
অনিক্স বলেছেন: ধন্যবাদ। অ্যাবস্ট্রাক্ট জিনিস আঁকলে সবসময় বুঝা যায় না। আমিও বুঝিনি।
১৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯
মোঃ ইসহাক খান বলেছেন: একসঙ্গে অনেকগুলো ছবি দেখা গেলো।
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩
অনিক্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ। সামনাসামনি দেখতে পারলে আর ভাল হত।
পোষ্টে +++++
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
অনিক্স বলেছেন: ধন্যবাদ ভাই।
১৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৯
অনাহূত বলেছেন: রবি ঠাকুরের চিত্রকর্ম কোন পত্রিকায় দেখেছিলাম সম্ভবতঃ। এরপর গুগলের সুবাদে। ধন্যবাদ সুন্দর শেয়ারের জন্য। চিত্রকর্মের আমি তেমন কিছু বুঝি না। তবুও দেখতে ভালো লাগে।
০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
অনিক্স বলেছেন: হুম। আমারও দেখতে ভালো লাগে। না বুঝলে নিজের মতো অর্থ বানিয়ে নিই। ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
আরিফা হক বলেছেন: অবশ্যই চাওয়া যায়। তবে ওই লেখা দেখলেই আমার বিশ্বসাহিত্য কেন্দ্রের কথা মনে পরে ডোন্ট মাইন্ড।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২
অনিক্স বলেছেন: আরেকটু হলেই মাইন্ড করে ফেলেছিলাম। আমি ভাইয়া না, আপু।
১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১
আরিফা হক বলেছেন: মোর খোদা আপ্নের নাম দেইখা তো বুঝাই যায় না
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩
অনিক্স বলেছেন: ভাইয়া না আপু বুইঝা কি হপে! মানুষ বুঝা গেলেই হইল।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:১৪
খেয়া ঘাট বলেছেন: চমৎকার।
একগুচ্ছ লাইকস।