![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দয়া করে কেউ পরাজিত করার চেষ্টা করবেননা। তাহলে নিজেই পরাজিত হবেন। (প্রোফাইল ইমেজ দূর্ভাষীর কাছ থেকে ধার করা)
প্রতিটি সমাজে রয়েছে নিজস্ব কিছু নিয়মকানুন ও রীতি নীতি। আমাদের সমাজ ও তার বাইরের নয়। কিন্তু দীর্ঘদিন উপনিবেশিক শাসনের অধীনে থাকায় আমাদের সমাজে এসন কিছু নিয়ম নীতি আস্টে-পৃষ্টে জড়িয়ে গেছে যে আজ চাইলে ও আমরা তার থেকে বাইরে বের হতে পারছি না।
আমাদের এ উপমহাদেশে আমরা দেখেছি বৃটিশ শাসন, তার আগে দেখেছি মুঘল শাসন ও অন্যান্য শাসন ব্যবস্থা। মুসলিম ও হিন্দু ধর্ম এ উপমহাদেশের প্রধান ধর্ম। আর যে শাসক যখনই মাসন করুন না কেন তারা শোষণ ও নীপিড়নের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে ধর্মকে। সেখান থেকেই আমাদের জীবনের সাথে ধর্মের এক অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরী হয়েছে। না, ধর্ম খারাপ এটা আমি বলছি না, কিন্তু ধর্মের অপব্যবহার নিশ্চয় ধর্ম নয়!
দু একটা উদাহরন দিলে বিষয়গুলি আর ও পরিস্কার হবে। যেমন মানুষের জীবনে বিয়ে একটি অবিচ্ছেদ্য বিষয়। কিন্তু আমাদের উপমহাদেশে বিয়ের যে আচার অনুষ্ঠান রযেছে সেখানে লিংগ বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। হিন্দু হোক বা মুসলিম হোক সব বিয়েতেই ছেলের মতামতকে প্রাধান্য দেয়া হয় কিন্তু মেয়ের মতামতকে আমলেই আনা হয়না প্রায়শই। আবার বিয়ের পর প্রথম রাতে কনে সেজে বসে থাকবে কখন বর আসবে। বর এলেই তাকে পায়ে হাত দিয়ে সালাম বা প্রণাঞম করতে হবে!
একটা সম্পর্কের শুরুতেই যদি একজনকে পায়ে স্থান দেয়া হয়ে তাহলে সে সম্পর্ক কিভাবে পার্টনারশীপ হয় তা আমার বোধগম্য নয়। আমার তো মনে হয় এ সম্পর্ক কে প্রভূ আর ভৃত্যের সম্পর্ক বলা যায়।
(চলবে)
১১ ই জুন, ২০০৯ দুপুর ১২:১১
অপরাজিতা ০০৭ বলেছেন: আমি আপনার সাথে পুরাপুরি একমত।
২| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৮
দূর্ভাষী বলেছেন: তোমাকে পায়ে হাত দিয়ে সালাম করতে হয়েছিল!!!
লেখাটায় যে বিষয়গুলি তুলে আনতে চাইছ তা সত্যি, চেষ্টা কর বদলাতে পার কি না!
১১ ই জুন, ২০০৯ দুপুর ১২:২০
অপরাজিতা ০০৭ বলেছেন: না, আমাকে পায়ে হাত দিয়ে সালাম করতে হয়নি। এজন্য আমি নিজেকে ভাগ্যবতী মনে করি।
একা চেষ্টা করে কোন কাজ হবে না, তবে তোমার কাছ থেকে এ বিষয়ে অনেক উৎসাহ এবং পরামর্শ পেয়ে থাকি যার জন্য সত্যি আমি ভাগ্যবতী।
৩| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৪
জয় রায় বলেছেন: পায়ে হাত দিয়ে প্রণাম না করার কিছু বিধিনিষেধ হিন্দু ধর্মেও আছে, কিন্তু ব্যাপারটা প্রচলিত হয়ে গেছে আর এখনো অনেক বয়োজেষ্ট্যরা পায়ে হাত না দিলে প্রণামে শ্রদ্ধা নেই বলে মনে করেন (নব বিবাহিত/বিবাহিতাদের জন্য গুরুত্বপূর্ন বিষয়!!)
১১ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৭
অপরাজিতা ০০৭ বলেছেন: আমি ধর্মীয় নিয়মের অপব্যবহার এর কথা বলেছি।
৪| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৪
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
তা আমারও বোধগম্য নয়।
চলুক......................................................
১১ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৭
অপরাজিতা ০০৭ বলেছেন: ধন্যবাদ!!!
৫| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:০০
সাগর চক্রবতী বলেছেন: কথাটা খারাপ শোনালেও বলছি,প্রভূ আর ভৃত্যের সম্পর্ক থাকে বলেই আমাদের দেশে ডির্ভোসের হার অনেক কম।যদিও প্রভূ আর ভৃত্যের সম্পর্ক
আমার পছন্দ নয়।
পায়ে হাত দিয়ে প্রণামটা কে সম্মান প্রর্দশেন প্রতীক হিসাবে ধরা হয়।
জয় রায়ের কথা থেকে বলছি হিন্দু ধর্মে শুধু বয়োজেষ্ট্যদের পায়ে হাত দেয়া না, বর্ণ ভেদে ছোটকেও পায়ে হাত দিয়ে প্রণাম করা হয়। আমার বন্ধুরা ওদের বাবা-মা রা যখন আমাকে প্রণাম করতো ভীষণ বিব্রত লাগতো।
আর তা ছাড়া নববধু বাড়ি আসে সেখানে আচার পালনের নামে যা করা হয় তা এক প্রকার অত্যাচারই বলা যায়।
১১ ই জুন, ২০০৯ দুপুর ১:০৪
অপরাজিতা ০০৭ বলেছেন: আমরা কি এ সব অনাচার বন্ধ করতে পারি না!!
৬| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:০৫
বিবেক হীন বলেছেন: আমরা ধর্মীয় কালচার বলে এমন সব কালচার ফলো করি যার কোন ভিত্তি ধর্মে নেই। লেখাটা পড়ে ভাল লাগল। আশা করছি আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসবে পরবর্তী এপিসোডগুলোয়।
১১ ই জুন, ২০০৯ দুপুর ১:০৬
অপরাজিতা ০০৭ বলেছেন: চেষ্টা করছি, আপনাদের গঠনমূলক সমালোচনা এজন্য খুবই প্রয়োজন।
৭| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:০৭
রাজীব রহমান বলেছেন: আমিও মনে করি বাসর ঘরে বর কনে একসাথে হাত ধরাধরি করে ঢোকা উচিত... ঐ যে পুরোনো একটা কথা আছে না, লেডিস ফাস্র্ট... ঐ কারণেই বোধ হয় আমাদের দেশে বাসর ঘরে মেয়েদেরকে আগে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়... আমি ব্যপারটাকে তারপরও গ্রহনযোগ্য মনে করি না...
বিয়ের আর যে ব্যপারটা আমার কাছে যুক্তি যুক্ত মনে হয় না সেটা হল .. গায়ে হলুদের ব্যাপারটা আলাদা আলাদা জায়গায় হওয়া... আমার মতে বিয়ের পুরা ব্যাপারটাতেই বর-কনে পুরোটা সময় একসাথে থাকা উচিত...
১১ ই জুন, ২০০৯ দুপুর ১:১৩
অপরাজিতা ০০৭ বলেছেন: ভালো প্রস্তাব
৮| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:১১
ফারহানা আহমেদ বলেছেন: অনেক অদ্ভুত রীতি স সমাজে-ই বিদ্যমান আছে। অ্যান্থ্রপোলজিস্টরা হয়তো বলতে পারবে কিভাবে কখন এগুলো আমাদের কালচারে একীভূত হয়েছে।
১১ ই জুন, ২০০৯ দুপুর ১:১৪
অপরাজিতা ০০৭ বলেছেন: যেখান থেকে একীভূত হোক, এ শৃংখল ভাঙ্গার এখন ই সময়।
৯| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:১৯
নাজনীন১ বলেছেন: মেয়েদের মতামত... তা যা বলেছেন, খুবই প্রকট সমস্যা। এ ব্যাপারে মেয়েদের শক্ত হওয়া ছাড়া কোন উপায় দেখি না, বাবা মাদের পরিণত বয়সে মন-মানসিকতার পরিবর্তন আনা খুব কঠিন, তাই উনাদেরকে এই হাদীসগুলো শুনালে ভাল হয়ঃ
It is recorded in Bukhari that the Prophet (SAWS) declared null and void the marriage of a woman who had been married to a man by her father without her consent. The Prophet was also reported as saying, "A woman who has been previously married has more right to consent to her marriage than her guardian, and even the virgin girl should be asked for permission and her permission is her silence".
Finally, when another woman complained to the Prophet that she had been married without her consent, he offered to declare the marriage void; she however said, "I accept the match, but I just came to complain to you so that women would know that their fathers have no right to force husbands on them".
Volume 7, Book 62, Number 69
১১ ই জুন, ২০০৯ দুপুর ১:২১
অপরাজিতা ০০৭ বলেছেন: ধন্যবাদ নাজনীন আপু, পরবর্তী এপিসোডে এ বিষয়টা আমার খুব কাজে লাগবে।
১০| ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:৫৩
ডিজিটালভূত বলেছেন: প্রথমে + তারপর কথা হল, ঠিকই বলেছেন। আমাদের সমাজে প্রচলিত বিবাহ রীতিতে অনেক বিষয় আছে যা ইসলামি সংস্কৃতির পরিপন্থী। পায়ে হাত দিয়ে সালাম করা যায় না কাউকে। পিতা-মাতাকেও নয়। এমনকি নবীকেও নয়। এটা ইসলামি সংস্কৃতির চরম বিরোধীতা।
১১ ই জুন, ২০০৯ দুপুর ২:০২
অপরাজিতা ০০৭ বলেছেন: কিন্তু এটাই আমাদের চর্চা! সত্যি কি বিচিত্র
১১| ১১ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪১
রাতমজুর বলেছেন:
১. ম্যারেজ ডে সামনে।
২. দূর্ভাষীর লগে কাইজ্যা বাধছে।
১১ ই জুন, ২০০৯ বিকাল ৫:২১
অপরাজিতা ০০৭ বলেছেন: কোনটিই নয়।
১২| ১১ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৮
রাতমজুর বলেছেন:
তাইলে আর কি? সোজা হিসাব, পাগল চেতছে
১১ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৯
অপরাজিতা ০০৭ বলেছেন: কে আবার পাগল ভাই
১৩| ১১ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩১
রাতমজুর বলেছেন: কমু না
১১ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৬
অপরাজিতা ০০৭ বলেছেন:
শুনব না।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৭
নাজনীন১ বলেছেন: বর এলেই তাকে পায়ে হাত দিয়ে সালাম বা প্রণাঞম করতে হবে!
আমি মুসলিম হিসেবে বলছি, পায়ে ছুঁইয়ে সালাম দেয়া উচিত নয়, ছোটবেলায় যদিও বাবা-মা শিখিয়েছিল যদিও, কিন্তু বড় হয়ে আমি বাবা-মাকে জানিয়েছি যে সেটা ভুল, আর আমি আমার বাচ্চাদের সেটা শেখাই না। আমাদের নিজেদেরই এধরণের ভুল নিয়মগুলো ভাংতে হবে। কে কি বললো, তা নিয়ে এত ভয় পেলে চলবে না।