নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন যদি হতো,কোনকিছুতে কোন শর্ত থাকতো না,সবকিছুহ হতো শর্তহীন।

শর্তহীন

শর্তহীন › বিস্তারিত পোস্টঃ

ভাষা এবং আমরা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

ব্লগে আজ আমার প্রথম লিখা হবে এটাই,যদি লিখে শেষ করতে পারি...।লিখতে অনেক বেশি ইচ্ছে করে কিন্তু আলসেমীর কারণে লিখা হয়ে উঠে না কিন্তু লিখতে সত্যিই অনেক বেশি ভালো লাগে ।জন্মগত ভাবে আমি একজন বাঙ্গালী তাই বাংলার প্রতি অন্যরকম একটা টান থাকার কথা,আর আমারও তা ই আছে।সবাই কেমন করে জানিনা,আমি আমার দেশ ,আর দেশের মাটিকে খুব বেশি অনুভব করতে ভালোবাসি।ও আরেকতা কথা বলতে ভুলেই গেছি,জন্মগত ভাবে আমি কিন্তু একজন হিন্দুও,কিন্তু অনেকেই বলে হিন্দুরা নাকি বাংলা থেকে ইন্ডিয়াকেই বেশি ভালোবাসে,এই কথাটা শুনলে আমার ,অন্তত আমার অনেক অনেক বেশি খারাপ লাগে।ধর্ম আর দেশ সম্পূর্ণ আলাদা দুইটি জিনিস।তাই আমার মনে হয় এই কথাটা বলা মানে কাউকে নিছক শুধু কষ্টই দেয়া।
লিখতে লিখতে আসল লিখাটার কথাই বলছিনা,বলবো কিন্তু তার আগে একটা কথা ,আমার লিখা যদি খারাপ হয় আমাকে বললে আমার ভালো লাগবে।আচ্ছা এখন আসল কথাটাই আসি,দেশকে ভালোবাসার কথা তো বললামই ।লিখা পড়তে আমার ভালো লাগে কিন্তু যখনই কারো লিখাই আমি বানান ভুল দেখি তখন আমার অনেক বেশি খারাপ লাগে,আর তাদেরই যখন দেখি ফেসবুকে কভার ফটোতে ভাষা আন্দোলন বা একুশে ফেব্রুয়ারী কিংবা সকাল বেলায় প্রভাতফেরীর ছবি আপলোডে লোক দেখানোতে ব্যস্ত থাকে।ভাষা শহীদরা বানানের জন্য আত্মোৎসর্গ করেননি ভাষার জন্য করেছিলেন.।কিন্তু আমরা বানানে ভুল করে ভাষাকে বিকৃত করছি ,যা মোটেও উচিত না।
ভাষা শুধু মত প্রকাশের জন্য ,কিন্তু আমাদের ভাষায় জড়িয়ে আছে আমাদের সংগ্রাম আর জীবনদানের কাহিনী।একটু সতর্ক হলেই আমরা পারি আমাদের ভাষার বিকৃতি রোধ করতে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

রাইসুল ইসলাম রাণা বলেছেন: শুভ ব্লগিং

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

শর্তহীন বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং.... !:#P

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

শর্তহীন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.