![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাদের আর কখনো ডাকবো না
অপূর্ব চৌধুরী
তোমাদের আর কখনো মেলায় যেতে বলবো না
যেখানে নগর দোলে পাখির সাজে বর্ষ বরণ মুখে
লালের পাড়ে শাড়ির ভাঁজে শরীর লুকায় সুখে
তোমাদের আর কখনো বৈশাখে আর ডাকবো না ৷
তোমাদের সকাল হলে বকুল তলায় রাখবো না
মুখের সাজে তিলক এঁকে দুপুর ঘামে বিন্দু বুকে
লাল চুড়ি তে ভরা হাতে উত্তরীয়র গলায় ঝুঁকে
তোমাদের আর কখনো হাল খাতাতে ডাকবো না ৷
তোমাদের গানের ডালায় বরণ করে আর নেব না
মনের মতো সাজটি করে মুক্ত প্রাণের কলরবে
হাজার বছর ধরে চলা নতুন বছর শুরুর কালে
তোমাদের আর কখনো উদ্যানে আর মাতবো না ৷
তোমাদের এখন আকাশ বন্ধ হাওয়া অত্যাচারে
খুলে নিতে চায় ছেলেরা আভরণের দেহটাকে
অন্ধ মাতাল যুবক যখন লালা ঝরে পথের বাঁকে
তোমাদের আর কখনো রাজপথে যে দেখবো না ৷
©somewhere in net ltd.