![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি যুবক ৷ ঢাকায় থাকেন ৷ কথা হচ্ছিলো তার সঙ্গে ৷
ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে চান তিনি, কিন্তু কিভাবে কি করবেন, বুঝতে পারছেন না ৷ জানতে চাইলেন ব্যাপারটি ৷
শুনে বললাম, ভালো কথা, ভালো উদ্দ্যোগ ৷
সুযোগ পেলে উত্সাহ দেই ৷ জিজ্ঞাস করলাম,
– কি করছেন এখন ৷
– ঢাকা ইউনি থেকে এলএলবি শেষ করেছি ৷
– রেসাল্ট কেমন !
– সেকেন্ড ক্লাস ৷
– অঃ, আচ্ছা, তা কোন বিষয়ে পড়তে চান ?
– পলিটিক্যাল সাইন্স ৷
– বাহ ! বেশ ভালো সাবজেক্টের উপর আপনার নজর, বিষয়টিও মজার, বাবার টাকা পয়সা আছে তো !
– জি ভাইয়া, ঐটার অভাব নেই ৷ বাবা হাজারিবাগের নাম্বার ওয়ান ট্যানারি ব্যবসায়ী ৷
– বেশ ভালো ! ক্রিকেটাররা রেস্টুরেন্ট খুলে, আমেরিকা ফেরত পদার্থ বিজ্ঞানী তাবলীগের চিল্লায় চিল্লায় ঝিমায়, চামড়া ব্যবসায়ীরা মধ্যযুগীয় পদ্বতিতে এখনো চামড়া প্রক্রিয়া করলেও ছেলে মেয়েদের অক্সফোর্ড কেমব্রিজে পড়াবার শখ, দেশতো ভালই উন্নতির দিকে !
কিছুক্ষণের জন্যে যুবকটি আর কিছু বলে না ৷ নিজের স্বভাবসুলভ খোঁচায় চুপ হয়ে গেল বেচারা ৷
হয়তো কথাগুলো গায়ে লাগলো ৷ ভাবলো কিংবা ভাবালো ৷ হয়তোবা না ৷ হাজার হোক ডি’জুস জেনারেশন ৷ কিশোর ফেন্টাসি পড়ে বড় হলেও ইন্টানেটের কারণে পৃথিবীকে কিছুটা চেনে, ইগো হয় তাদের টনটনে ! এরা স্বপ্ন দেখে, কিন্তু ভুল স্বপ্ন দেখে, কারণ- যারা স্বপ্ন দেখায়, তারা ভুল স্বপ্ন দেখায় ৷ কখনো স্বার্থের স্বপ্ন দেখায়, মানুষ হবার স্বপ্ন নয়, প্রজন্মে প্রজন্মে ঢুকায় নিজেদের ভুলের পুনরাবৃত্তি ৷
সময় নিয়ে যুবকটি বললেন,
– ভাইয়া, সামান্য প্রবলেম আছে ৷
– হুম ! কি সেটা ?
– লন্ডনের একটা ভিসা কলেজে কাগজ-পত্র, টাকা-পয়সা পাঠিয়ে এডমিশন নিছিলাম !
– বলেন কি ! কোন সাবজেক্টে ?
– ম্যানেজমেন্ট ৷
– ওহ বাবা, ভিসা কলেজে থেকে এখন একলাফে অক্সফোর্ডে ! সাব্বাস !
– কিন্তু ভাইয়া, বাংলাদেশ থেকে ভিসা দেয় নাই ৷ তাই ভাবছি অক্সফোর্ডে ট্রাই করবো কিনা !
মনে মনে বললাম,
ভিসা কলেজের ভিসা নাই
অক্সফোর্ডে তে পড়তে চাই ৷
একটু পর যুবকটি বললেন,
– ভাইয়া, আরেকটা কথা জিজ্ঞাস করি, ওই ভিসা কলেজের কোর্স টা কি এখন বাতিল করবো ?
– ভিসা তো দেয় নি আপনারে, এখন কি পাখির পিঠে চড়ে পড়তে আসবেন ?
– তা না ভাইয়া, আপনার সাথে একটু শলা পরামর্শ করা, এই আর কি !
– জি, খুব ভালো কাজ করেছেন ! তা এখন কি করবেন ?
– আল্লার নামে অক্সফোর্ডের জন্যে ঝাঁপাইয়া পড়ব !
– ওকে ভাই, ঝাঁপ দিয়া আবার ধানমন্ডির আট নম্বরে অক্সফোর্ড কিন্ডারগার্টেনে ঢুকে পইড়েন না !
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
প্রবাসী দেশী বলেছেন: (শুনে বললাম, ভালো কথা, ভালো উদ্দ্যোগ ৷
সুযোগ পেলে উত্সাহ দেই ৷ জিজ্ঞাস করলাম,)
কথপখন এ তো মনে হলনা যে উত্সাহ দেন অথছ লেখা শুরু করলেন একটা খুব পসিটিভ ভাবে। অনেক লেখার ইচ্ছা ছিল মনে হই এতটুকুতেই বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি। আমার কথা ক্ষমা সুন্দর ভাবে দেখবেন।