নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ফাজিল মেয়ে !! বিয়া করবি না মানে ?? (the beginning)

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৫৩

কাল থেকে মন মেজাজ খুব খারাপ । কাল নিশির সাথে এমন খারাপ ব্যবহার করেছি যে সব মাত্রা ছাড়িয়ে গেছে । এমনকি ওর গায়ে হাত পর্যন্ত তুলেছি ।

বেচারী একটা কথাও বলেনি । কেবল আমার দিকে নির্বাক চোখে তাকিয়ে ছিল । আসলে ও ভাবতেও পারেনি যে আমি ওর গায়ে হাত তুলতে পারি ! কিন্তু মাথা গরম হয়ে আমার কান্ড জ্ঞান কিছু থাকে না । কাকে কি বলছি কি করছি কিছুর ঠিক থাকে না ।

অফিসের কেবিনে চুপচাপ বসে ছিলাম । সকাল থেকে নিশি একবার আসে নি । আগে প্রতি দিন অফিস এসেই ও আমার কেবিনে আসতো আজ লাঞ্চ আওয়ার হয়ে আসছে এখনও ও আসছে না । মেজাজটা গরম হচ্ছে । তার উপর নিশির উপর রাগ লাগছে খুব ।

ওর উপর রাগ উঠছে ঠিক এমন সময় নিশি দরজা ঠেলে কেবিনে ঢুকল । আমার দিকে খানিক ইতস্তত তাকিয়ে সামনের চেয়ারটাতে বসল ।

-এতোক্ষন আসো নি কেন ?

আমার কথার জবাবে ও চুপ করে থাকল ।

-চুপ করে থাকবে না । কথার জবাব দাও । এতোক্ষন কেন আসো নি ?

নিশি ক্ষীন গলায় বলল কাজ

-করছিলাম ।

-¿¥§&%£€ ! তুমি কি কাজ করছো আমার জানা আছে !!

হঠাৎ করে আমার রাগ বেড়ে গেল ।

-কালকে চড় খেয়ে তোমার শখ মেটে নি ?

নিশি এবার কোন কথা বলল না । চুপ করেই থাকল । আমি আমার রাগ চাপা দেওয়ার চেষ্টা করছি । অফিসে কিছু করে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে ।

নিশি বলল

-আমার একটু কলাবাগান যাওয়া লাগবে । একা একা যেতে ইচ্ছা করছে না । যাবে আমার সাথে ?

-মানে ?

আমি যে এতোক্ষন ওর সাথে চিত্কার চেচামেচি করছি তার কোন ভ্যালুই নাই ওর কাছে । ও আছে ওর কলা বাগানে যাওয়া নি ।

ওর এই দোষটা খুব আছে । আমি একটা বিষয় নিয়ে কথা বলছি ও সেটা নিয়ে কোন কথা না বলে অন্য একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলবে । কাল কেও ঠিক এই জন্য ওকে চড় মেরেছিলাম ।

কাল যখন কেবিনে ও আসলো তখন আমার মুখ খুব গম্ভীর ছিল । বাসা থেকে খুব চাপ দিচ্ছে বিয়ে জন্য । মা তো একে বারে বিয়ে করানোর জন্য উঠেপড়ে লেগেছে । আমার মুখ গম্ভীর দেখে নিশি বলল

-কি হয়েছে ?

বিয়ের কথা বললাম ওকে ।

-তাই নাকি ?

যেন খুব মজার কোন কথা বলেছি ।

-করে ফেল । আমি মেয়ে দেখবো ।

-নিশি ফাজলামো করবে না ।

-আচ্ছা করবো না । এখন আমার সাথে একটু নিউ মার্কেটে যেতে পারবে ? একটু দরকার ।

-নিশি আমি কিন্তু সিরিয়াস ।

-আরে আমিও তো সিরিয়াস । আমাকে নিউ মার্কেট যেতেই হবে ।

মেজাজটা সত্যি সত্যি গরম হয়ে গেল । কষে একটা চড় লাগালাম ওকে ।

-এক্ষনি বেড়িয়ে যাও । আমার সামনে থেকে ।

নিশি কিছুক্ষন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকল । তারপর মাথা নিচু করে চলে গেল ।



-যাবে না ? নিশির কন্ঠে কেমন একটা আকুতি ।

-কেন যাবো আমি তোমার সাথে ? তুমি কে আমার ?

-চল না প্লিজ ।

-শোন ঢং করবা না , ঠিক আছে ? তোমার সাথে আমি যাবো না । যাকে বিয়ে করবা তার সাথে যাও গে । আমাকে যখন রিফিউজ করেছ তখন আমার সাথে যাওয়ার এতো শখ কেন ?

নিশি একটু মন খারাপ করল । বলল

-এমন কেন করছ আমার সাথে ? আমি ....

ও বলতে গিয়ে থেমে গেল ।

-আচ্ছা ঠিক আছে যেতে চাও না যেতে হবে না । আমি যাই ।

ও যেন কি বলতে চেয়েছিল । কিন্তু থেমে গেল । আসলে ও আমাকে কেন বিয়ে করতে রাজি হল না আমি এখনও ঠিক বুঝতে পারি নি । গভীর কোন কারন আছে কি ? ওর চোখ দুটো চিৎকার করে বলছে যে ও আমাকে ভালবাসে ।

তাহলে বিয়েতে রাজি কেন হচ্ছে না ?

-দাড়াও ।

নিশি দাড়াল ।

-কখন যেতে হবে ?

নিশির মুখে হাসি ফুটে উঠল । কি মিষ্টি একটা হাসি ! তবে একটু যেন বিষন্ন ।

-অফিসের পর । ও আবায় হাসল ।



রিক্সায় চড়ার সময় নিশির হাতটা নিজের হাতের মধ্যে নিলাম । বহুদিন ওর হাতটা ভাল করে ধরা হয় না ।

-খুব ব্যাথা পেয়েছিলে ?

-ব্যাথা ? কেন ?

-ঐ যে কালকে চড় মারলাম তোমার গালে ।

ওর গালটা আলতো করে স্পর্শ করল । ও ওর মুখটা একটু সরিয়ে আরো একটু ভাল করে আমার হাতের উষ্ণতা নিল ।

-রাগ করেছ আমার উপর ?

- আমি কখনও তোমার উপর রাগ করেছি কখনও ?

ও ওর হাতটা দিয়ে আমার হাত আর একটু ভাল করে ওর গালের সাথে চেপে ধরল

-তুমি ছাড়া আর কে আছে আমার এখানে ?

আমি নিশির দিকে তাকিয়ে থাকি । আমার জন্য মেয়েটার ভালবাসার কোন কমতি নেই । আমাকে ছাড়া ও আর কিছু ভাবেও না । তাহলে ও আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না কেন ?

আমি বলল

-জানো নিশি আমি এখনও সেই স্বপ্নটা দেখি ।

নিশি আমার দিকে বিষন্ন চোখে তাকিয়ে রইল ।

-মনে আছে আমরা ঠিক করেছিলাম আমরা প্রতিদিন রাতে ছাদে যাবো । তোমার কোলে মাথা রেখে শোবো । তুমি আমার বিলি কেটে দিবে । রাত বেশি হয়ে গেলে বাসায় যাবো । কোন কোন দিন সারা রাত গল্প করবো । তুমি ঘুমাতে চাইলেও তোমাকে ঘুমাতে দেবো না ।

নিশি এক ভাবে আমার চোখের দিকে তাকিয়ে আছে । ওর চোখে পানি জমতে শুরু করেছে । আমি আবার বললাম

-বিয়ের দুবছর পর আমরা একটা বাবু নেব । তোমার মনে আছে সব সময় একটা মেয়ে বাবু চাইতে । এমন কি তার নামও ঠিক করে রেখেছিলে । নাম টা মনে আছে তোমার ?

-অপু চুপ কর ।

নিশির চোখ দিয়ে ততক্ষনে পানি পরতে শুরু করেছে । আমি আবার বললাম

-মনে আছে তোমার ?

নিশি কাঁদতে কাঁদতেই বলল

-মনে আছে আমার !

-তাহলে অন্য কিছু কেন তোমার মনে নেই ? তুমি কেন আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ না ? আমরা পারফেক্ট কাপল । একে অপরকে এতো ভালবাসি তাহলে তুমি কেন রাজি হচ্ছ না ?

নিশি কোন কথা বলল না । মাথা নিচু করে কাঁদতে লাগল ।

-আচ্ছা ঠিক আছে ! আমি বললাম

-তুমি আমাকে বিয়ে করতে চাও না , ঠিক আছে । মেনে নিলাম । আমাকে তুমি একটা যুক্তি সঙ্গত কারন কারন দেখাও ।

আমি কিছুক্ষন চুপ করে থেকে বললাম

-হ্যা এমন হতে পারে যে এখন তুমি আর আমাকে ভালবাসো না ।

নিশি জট করে আমার দিকে তাকাল ।

-কি ভালবাসো না আর ?

নিশি নিরব চোখে তাকিয়ে থাকল আমার দিকে । ওর চোখ দিয়ে এখনও পানি পড়ছে । কেমন যেন একটা অভিমান দেখলাম ওর চোখে ।

-কি ভালবাসো ?

ওর চোখে দিকে তাকালাম । আবার বললাম

-বাসো না ?

অনেকক্ষন পর বলল

-বোঝ না? অপু আমি তোমাকে অনেক ভালবাসি । অনেক বেশি । তাইতো তোমার ভাল চাই । আমার কারনে তোমার কোন ক্ষতি হবে এটা আমি কোন দিন মেনে নিতে পারবো না ।

-মানে কি ? তোমার দ্বারা আমার কিভাবে ক্ষতি হবে ? ও কোন কথা বলল না ।

(চলবে)

মন্তব্য ৯০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০২

েমা আশরাফুল আলম বলেছেন: অসমাপ্ত গল্পের জন্য কঠিন একখান ঝাড়ি আপনার প্রাপ্য।

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৫

অপু তানভীর বলেছেন: কঠিন একখান ঝাড়ি মাথা পেতে নিলাম । :) :) :)

২| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৩

সরদার হারুন বলেছেন: কেন নিশি রাতে একা ২ স্বপনে আস ?
কেন অকারনে বেথা দিয়ে নিরবে কাঁদ?

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৬

অপু তানভীর বলেছেন: একটু সাথে থাকেন । নিজেই জানতে পারবেন । :) :) :)

৩| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৫

joos বলেছেন: ওই মিয়া, আপনেরে কইষা চড় মারা দরকার। গল্পের ক্লাইম্যাক্সে আইসা থামায় দিলেন কেন??? X(( X(( X(( X((

ভালা হইতাছে, চালাইয়া যান

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৬

অপু তানভীর বলেছেন: :) :) :) =p~ =p~ =p~ !:#P !:#P

৪| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৫

শয়তান শাহীন বলেছেন: মেজাজডারে গরম কইরা দিলেন এত মনযোগ দিয়া ফরবার লাগলাম...আন্নেরে কইস্যা মাইনাচ....আবার দেইখেন...মাইনাচ খাইয়া নিশিরে এইডস রুগী বানা|ই দিয়েন্না... B-)) B-)) B-)) B-))

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৭

অপু তানভীর বলেছেন: :) :) :) :) :P :P :P

৫| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১১

সামাউন খালিদ কলিন্স বলেছেন: মাইয়াডা বড়ই সৌন্দর্য :!> :!> :!> :!>

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১৪

অপু তানভীর বলেছেন: ভাই গল্প পড়েন । এদিক ওদিক তাকান কেন?? ;) ;) ;) ;)

৬| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১৪

রফিকুজজামান লিটন বলেছেন: চলুক..... সাথে আছি +++

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১৫

অপু তানভীর বলেছেন: সাথ্বে থাকেন :) :) :)

৭| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১৫

ফায়ারউলফ বলেছেন: সুন্দরী মেয়েদের ছবি দিসেন ক্যান?পোস্ট হিট খাওনের লাইগা?

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১৭

অপু তানভীর বলেছেন: এই টা কি বললেন ভাই ??? কষ্ট পাইলাম আপনার কথায় :( :( :( :(

৮| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১৬

ব্লগ ৪১৬ বলেছেন: গল্প পড়ুম কি, কন্যার ফটুক দেখিয়া মাথা ঝিম ঝিম করিতেছে......

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২১

অপু তানভীর বলেছেন: ভাই গল্প পড়েন । অন্য দিকে তাকান ক্যান??? ;) ;) ;)

৯| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২১

অমানুষ বলেছেন: ব্লগ ৪১৬ বলেছেন: গল্প পড়ুম কি, কন্যার ফটুক দেখিয়া মাথা ঝিম ঝিম করিতেছে......

আপনারে একটা চটকানা দেয়া দরকার...। এই রকম সময় এসে বলে “চলবে”। আমরা কি ধারাবাহিক নাটক দেখতে বসেছি নাকি......??
ভাললাগছিল...। কিন্তু এখন কলিজা মধ্যে বারি দিতাছে......শেষে কি হল... কি হল বলে.. X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২৩

অপু তানভীর বলেছেন: :D :D ;) ;) ;) ;) =p~ =p~ =p~ =p~

১০| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২৫

ইমরাজ কবির মুন বলেছেন: পুরাটা একলগে চললো না কেন ?? :|

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২৭

অপু তানভীর বলেছেন: একটানা লিখতে পারি না যে !

১১| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২৯

আরিফ্ ৯১ বলেছেন: ভাল লাগছিল। এখনই জানতে ইচ্ছে করছে কেন বিয়ে করছে না সে অপুকে। চালিয়ে যান।

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩৪

অপু তানভীর বলেছেন: আমিও টেনশনে আছি কারনটার জন্য । 8-| 8-| 8-| :|| :|| :||

১২| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩৮

সেতু আমিন বলেছেন: মেলা দিন পর সামুতে একটা ভালো পোস্ট আসল। ধন্যবাদ

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৩

অপু তানভীর বলেছেন: কন কি ভাই ?? আপনি কি আমার এই লেখাটার কথা বলছেন ?? ভাই আমি খুবই সাধারন একজন ব্লগার । এতো বড় কথা আমার প্রাপ্য না । তবুও আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১৩| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪০

আজমান আন্দালিব বলেছেন: ধুর! চলবে!!

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৫

অপু তানভীর বলেছেন: হুম!! :D :D :D :D

১৪| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪২

রিমন রনবীর বলেছেন: ভালা হয়েসে:Dতবে শেষে চালাকির জন্য কইষ্যা মাইনাচ

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৫

অপু তানভীর বলেছেন: ;) ;) ;) ;)

১৫| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৩

আমি তানভীর বলেছেন: ধুর! আপ্নে খ্রাফ লোক /:) /:)

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৫

অপু তানভীর বলেছেন: আপনে চিনছেন আমারে !!! ;) ;) ;)

১৬| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৮

কান্না হাসি বলেছেন: শেষ হয়েও হইলোনা শেষ

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:০৯

অপু তানভীর বলেছেন: হুম!!

১৭| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৪

বিরোধী দল বলেছেন:

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:০৯

অপু তানভীর বলেছেন: :) :) :)

১৮| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৪

েশয়ারফান বলেছেন: ধূর মিয়া, টেস্ট-টিউব বেবী নিতে রাজী হয়া যান। নিশি ঠিকই আপনারে বিয়া করবো!!!

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: হাহাহাহা :) :) :) :)

১৯| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৪

যাকারিয়া বলেছেন: বেশ ভালো, চালিয়ে যাও। :)

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: হুম চালিয়ে যাইতেছি ।

২০| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৫

আরফিন নিয়াজ বলেছেন: শুরুতেই ভাল লাগছিল। খুব আগ্রহ নিয়ে পড়তেছিলাম...কিন্তু শেষ দৃশ্যপট না পড়তে পারায় পুরো গল্পের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম....মাঝামাঝি পড়ার সময় যে ডায়ালগটা আমার মাথার মধ্যে ঘুরতেছিল আপনি ঠিক সেই ডায়ালগটা দিয়েই আজকের মত শেষ করলেন।

শেষ দৃশ্যপট - যদি নিশি অসুস্থ হয় বা এমন কোন সমস্যা থাকে যা আপনার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে যা আপনার ভবিষ্যত প্রজন্মকেও প্রভাবিত করতে পারে।তাই সে আপনাকে বিয়ে করতে চাইছে না। যদি এই রকম কোন কাহিনী হয় চিরাচরিয়িত একটা ঘটনা হবে।

আর যদি এমন হয় আপনি তার সমস্যার কথা জানার পরও তাকে বিয়ে করতে রাজি জানেন ভবিষ্যতে সমস্যা অবধারিত তাহলে বলতে হবে চিরাচরিয়িত ভালবাসার রুপকথা থেকে নেয়া যা বাস্তাবে ৫% এর ও কম। যদি তা ও হয় তাহলে আপনাকে সাধুবাদ জানাই।

সর্বপোরি ভালবাসার জয় হোক এই কামনায়।

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১৩

অপু তানভীর বলেছেন: এতো জটিল করে কেন ভাবেন ??? আমি সব সময় সহজ গল্প লিখি । এতো জটিলতার মধ্যে যাই না । তবে আপনার চিন্তা ভাবনার সাথে আমার মিল আছে । আমি এমনটিই ভাবছিলাম । কিন্তু এখন দেকতেছি অন্য কিছু ভাবে হবে । আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২১| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১০

আবিরমোসলেম বলেছেন: এক কথায় সুন্দর/

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১৪

অপু তানভীর বলেছেন: :) :) :)

২২| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১১

স্নিগ্ধ শোভন বলেছেন: মাথাটা গরম করে দিলেন।
মনোযোগ নষ্ট করলেন। গল্পটা সুন্দর ভাবে আগাচ্ছিল আর আপনি বন্ধ করে দিলেন। X( X((


অনেক অনেক ভাললাগা রইল। অপেক্ষাই থাকব ......

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১৫

অপু তানভীর বলেছেন: অপেক্ষাতে থাকেন । আর মাথা গরম করার জন্য দঃখিত ;) ;) ;) ;) ;)

২৩| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:২৯

রাতুল_শাহ বলেছেন: আপনি এত গল্প পান কোথায় থেকে? খনি কোথায় রে ভাই??

যাহোক গল্পটা পড়া হয় নি। অবসরে পড়ার জন্য রেখে দিলাম।

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৫৪

অপু তানভীর বলেছেন: আমার মাথায় রে ভাই !!

২৪| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৫৫

অপরাজেয়আমি বলেছেন: মিঞা ভাই কাম টা কিন্তু ঠিক হইল না..........

০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৪

অপু তানভীর বলেছেন: কেন ভাই??

২৫| ০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৪

মাহমুদা সোনিয়া বলেছেন: valo laglo..

০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৫

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

২৬| ০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১২:১০

ইশতিয়াক০০৮ বলেছেন: মনে হয় বুজতে পারছি পরে কি হবে............ :-B

০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২৬

অপু তানভীর বলেছেন: হুম । খুবই সিম্পল কাহিনী ।

২৭| ০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫৬

মামুন হতভাগা বলেছেন: :-0 :-0 :-0 :-0

০৮ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৩৪

অপু তানভীর বলেছেন: :) :) :D :D :D B-) B-) ;) ;)

২৮| ০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১:০৫

বাউন্ডুলে শিকু বলেছেন: দূর মিয়া, কেবল মজা শুরু হল আর আপনি বললেন চলবে । আপনি তো দেখি পুরাই একটা বিজ্ঞাপন .। X( X( X(

পরেরটা কখন দিবেন ???

০৮ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৩৫

অপু তানভীর বলেছেন: পুরাই একটা বিজ্ঞাপন .। ;) ;) ;) ;)

২৯| ০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১:০৭

মাহবু১৫৪ বলেছেন: ১১ তম ভাল লাগা


এভাবে গল্প অসামাপ্ত রেখে দিয়েছেন তাই মাইনাস :P :P


প্রেমিকার গায়ে তোলা ঠিক না। B-)) B-))

০৮ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৩৬

অপু তানভীর বলেছেন: ভাই বাস্তবে তো এই কথা ভাবতেও পারি না :( :( :( তাই কল্পনাই ;) ;) ;) ;)

৩০| ০৮ ই এপ্রিল, ২০১২ রাত ৩:৩২

ফারিয়া বলেছেন: থাপ্পর দেয়াটা মানতে পারলাম না, কিন্তু সেটা নিয়ে অভিযোগও নেই! :|
আপনাকে বুদ্ধিমান বলতে হবে, ঠিক যায়গায় গল্প থামিয়েছেন, এবার পরের পর্ব না পড়ে কোথায় যাবে সবাই? :D

০৮ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৩৮

অপু তানভীর বলেছেন: আপু, আপনিতো আমার অন্য গল্পগুলোও পড়েছেন । আপনি তো জানেন আমার চিন্তাভাবনা মাঝে মাঝে উল্টাপাল্টা হয় । :) :) :)

৩১| ০৮ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:৩৯

রিদুয়ান বলেছেন: দিলেনতো মনটা খারাপ করে :(
ভালো হয়েছে কিন্তু মাইনাচ দিলাম :-B

০৮ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৩৯

অপু তানভীর বলেছেন: নিলাম মইনাস :( :( :(

৩২| ০৮ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:০৫

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ধুরো, মাঝপথে থামাই দিলেন কেন? X(

০৮ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৩২

অপু তানভীর বলেছেন: :) :) ;) ;)

৩৩| ০৮ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৩১

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: ধুর.....শেষে ছড়ায়া ফেলবেন মনে হৈতেছে

০৮ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৩২

অপু তানভীর বলেছেন: হুম !!

৩৪| ০৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৫

শায়মা বলেছেন: বাহ বাহ !!!


সবচেয়ে ভালো হচ্ছে এই গল্পটা!!!!!!

ফিনিশিং খুব সাবধানে ভাইয়া.....

তোমার সব গল্পের শুরুটা সুন্দর।

শেষটা শেষ হইয়াও হইলোনা শেষ এমন লাগে.....:(


যাই হোক

আমাকে কেউ যদি এইটা বলতো,

কালকে চড় খেয়ে তোমার শখ মেটে নি ?


তাইলে তাকে দুইটা চড় দিয়ে শখ মিটাই দিতাম।:X(


নিশিটা আসলেই অনেক ভালো মেয়ে।

মনে হয় সাত দুগুনে চোদ্দ চড়েও রা করবেনা। তার সাথে আমার একটু আলাপ হওয়া দরকার।:P



এত গাধা হলে চলবে???

০৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:১২

অপু তানভীর বলেছেন: আমি ভাবিই নি গল্পটা এমন হবে । লিখতে লিখতে হয়ে এমন হয়ে গেছে । এখন তো টেনশনে পরছি । দুবার লিখছি শেষটা । ঠিক পছন্দ হচ্ছে না । গল্প পোষ্ট করতে ভয় লাগছে !! কি করি!!! কি করি !!

৩৫| ০৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৬

মেইই বলেছেন: সব আসলে ডিশের দুষ! সিরিয়াল দেইখ্যা দেইখ্যা অহন লেহার মইদ্যেও সিরিয়াল টাইপ ব্যাপার স্যাপার X( X(

০৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:২৮

অপু তানভীর বলেছেন: ভাই ব্যাপারটা টা না । একটানা বেশি সময় লিখতে পারি না । আপনার পড়তে তো দুই মিনিট লাগলো কিন্তু আমার লিখতে কতক্ষন লেগেছে জানেন ?? রাগ কইরেন না প্লিজ ।
আর দুনিয়াতে যদি আমি কিছু অপছন্দ করি তাহলে ডিসের সিরিয়াল তার মধ্যে অন্যতম ।

৩৬| ০৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৪

বান_দর বলেছেন: অর বাপ কর্বে!

০৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৫

অপু তানভীর বলেছেন: ঠিক কইছেন । ;) ;) ;)

৩৭| ০৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৬

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: থাবড়া-থাবড়ি না করে বুঝায়ে কন... বিয়া করবে, মাইয়াতো এমনিতে ভালই মনে হইল ...

দাওয়াত লাগবে না, শুধু দিন, তারিখ টা জানায়ে দিয়েন.... ;) ;)

০৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৫

অপু তানভীর বলেছেন: :) :) :) ;) ;) ;)

৩৮| ০৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৯

হিবিজিবি বলেছেন: আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: থাবড়া-থাবড়ি না করে বুঝায়ে কন... বিয়া করবে, মাইয়াতো এমনিতে ভালই মনে হইল ... ;) ;)

চালায়া যান দেখি মাইয়া কেন বিয়া করতে চায় না!! ;) :-B :-B

গল্পটা ভালো লাগছে.........

০৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:১৩

অপু তানভীর বলেছেন: দেখা যাক ! কি কারন বের হয়??

৩৯| ০৮ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

েমা আশরাফুল আলম বলেছেন: লেখছেন নাকি ওয়েট করা লাগবে-----------

০৮ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৫৮

অপু তানভীর বলেছেন: :) :) :) :) আজিই দিয়ে দিচ্ছি ।

৪০| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

দ্বিতীয় পর্বে যাই :)

০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৭

অপু তানভীর বলেছেন: যান । :) :) :)

৪১| ৩০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫৬

অহন_৮০ বলেছেন: জটিল হইছে :P :P :P

৩০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৪

অপু তানভীর বলেছেন: :) :) :)

৪২| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৫

আতিকুল০৭৮৪ বলেছেন: জলদি পরের অংশ দেন :D

২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৯

অপু তানভীর বলেছেন: কত আগেই তো দিছি !! খুজে দেখেন !!

৪৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৬

নিউ সায়মা বলেছেন: অনেক ভাল লাগলো অপেক্ষায় থাকলাম.....

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৬

অপু তানভীর বলেছেন: এই লিংকে সব গুলো লেখাই পাবেন

৪৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৯

নিউ সায়মা বলেছেন: বাকিটা কোথায়?

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৭

অপু তানভীর বলেছেন: এই লিংকে সব গুলো লেখাই পাবেন

৪৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫২

নিউ সায়মা বলেছেন: ধন্যবাদ..........

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২১

অপু তানভীর বলেছেন: WC!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.