নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

রহস্যের কঙ্কাল হ্রদ বা স্কেলেটন লেক !

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৪



আপনি পাহাড় বেয়ে উঠছেন ! এমন সময়ে পাহাড়ের পাদদেশে একটা হ্রদ দেখতে পেলেন ! একটু পানি খাওয়ার জন্য হ্রদের কাছে গিয়ে যেই পানি খেতে যাবেন তখনই দেখতে পেলেন হ্রদের কিনারে মানুষের মাথার খুলি পড়ে রয়েছে ! এবং তাকিয়ে দেখলেন কেবল একটা না ! সারা লেক এবং লেকের কিনারে মানুষের মাথার খুলি, হাতের হাড় পায়ের হাড় !

কেমন লাগবে শুনি ?

যদি খুব বেশি সাহসী না হন তাহলে ঘুরে দৌড় মারার সম্ভাবনা শত ভাগ ! সাহসী হলে হয়তো দাড়িয়ে রহস্য বোঝার চেষ্টা করবেন ! তবে মনে একটা প্রশ্ন আপনার জাগবেই যে এই জনমানব শূন্য পাহাড়ে এতো গুলো মাথার খুলি আসলো কিভাবে ?



আসলে ঠিক এমন একটা ঘটনাই ঘটেছিল ১৯৪২ সালে ! ভারতের রুপকুন্ডে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭০০০ ফুট উচ্চতায় পাহারের পাহেরের পাদদেশে একটা ছোট্ট উপত্যকায় এমন এটা লেকের সন্ধান পান ব্রিটিশ ফরেস্ট গার্ডের একটা দল ! জমাট বাঁধা সেই লেকের পানিতে এবং এর আশে পাশে দেখা যায় বেশ কিছু মানুষের হাড় মাথার খুলি আর কত কিছু !

যখন গ্রীষ্মকালে বরফ গলা শুরু করে তখন আরও হাড় গোড় খুলি আবিস্কার হয় ! প্রায় ২০০ লোকের কঙ্কাল পাওয়া যায় সেই লেক থেকে ! সেখান থেকেই কঙ্কালের হ্রদ বা স্কেলেটন লেক নামে জায়গাটা পরিচিত !







স্কেলেটন লেক উত্তর ভারতের নেপাল সীমান্তের কাছে অবস্থিত যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৮০০ মিটার উপরে অবস্থিত এবং বেশির ভাগ সময়েই বরফে ঢেকে থাকে ! প্রথম বারের মত যখন কঙ্কাল গুলো আবিস্কার হয় তখন প্রথমেই ধারনা করা হয় যে সেগুলো হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কোন জাপানিজ সৈনিকদলের হয়ে থাকবে ! যুদ্ধ চলাকালীন সময়ে হয়তো পালিয়ে কিংবা লুকিয়ে থাকার সময়ে তাদের মৃত্যু হয়ে থাকবে !

আবার কেউ কেউ মনে করলো আসলো কঙ্কাল গুলো ভারতীয় সৈন্যদের ! কাস্মীরের জেনারেল জরাওয়ার সিং এবং তার দলের ! তিব্বত যুদ্ধ চলা সময়ে হঠাৎ করে জেনালের জটাওয়ার সিং তার সৈন্য দল নিয়ে গায়েব হয়ে যান ! ধারনা করা হয় যে এই লেকে এসে বিরূপ আবাহাওয়ার কারনে জেনারেল মারা পড়েন !

কিন্তু স্থানীয় মিথ আছে যে কঙ্কাল গুলো আসলে হিমালয় দেবীর অভিসাপের ফলে মারা কোন বিদেশী পর্যটক কিংবা বনিক দলের ! মিথ বলে হিমালয় দেবী তার এলাকায় বহিরাগতদের কিছুতেই সহ্য করতেন না ! একবার একদল লোক হিমালয় দেবীর এলাকায় ঢুকে পড়ে তখন ক্ষিপ্ত হয়ে দেবী তাদের উপর পাহাড় ধস নামান !







এরকম আরও অনেক কথা প্রচলিত আছে ! অনেক টা সময় এই কঙ্কাল লেকের রহস্যটা রহস্যই রয়ে যায় ! কিন্তু ২০০৪ সালে ন্যাশনাল জিওগ্রাফির একদল বৈজ্ঞানিক কঙ্কাল হ্রদের উপর পরীক্ষা নিরীক্ষা চালায় ! এবং আশ্চার্য এক আবিস্কার করে বসে ! তারা সেখান থেকে বেশ কয়েকটি কঙ্কাল নিয়ে আসে যেটাতে কিছু মাংস এবং চুল লেগেছিল ! সারা বছর বরফ দিয়ে আচ্ছাদিত থাকার কারনে সেগুলো কোন রকমে টিকে আছে !

ডিএনএ পরীক্ষার মাধ্যমে আশ্চার্য একটা তথ্য সামনে আসে !

হাড় খুলী গুলো প্রায় ১২০০ বছর পুরোনো ! ৮৫০ এডি সময়কার ! ভাবা যায় ?

এবং আরও একটি চমকানোর মত তথ্য পাওয়া যায় সেই সমস্ত হাড়গোড় পরীক্ষা করে ! তা হলো কঙ্কালগুলো দুটি আলাদা বৈশিষ্ট্যের দলভুক্ত। একদলের ডিএনএর বৈশিষ্ট কাছাকাছি পর্যায়ে অর্থাৎ তারা একই শ্রেনী কিংবা পরিবারের অন্তভুক্ত এবং অন্য দল সম্ভবত তাদের গাইড জাতীয় কেউ ছিল যারা ঐ দলটাকে পথ দেখিয়ে এই উপত্যকা পার করিয়ে নিয়ে যাচ্ছিল !









এখন প্রশ্ন জাগতে পারে যে তারা কিভাবে মারা গিয়েছিল ? কেউ কি তাদের কে হত্যা করেছিল ? কঙ্কাল গুলো পরীক্ষা করে আরও জানা যায় যে গোল জাতীয় শক্ত কিছু আঘাতে তাদের মৃত্যু হয়েছে এবং সেই গোল জাতীয় জিনিস টা খুব বেশি বড়ও নয় ! টেনিল বলের কাছাকাছি হবে ! এবং আঘাত গুলো কেবল মাথায় আর কাধে ! সারা শরীরে আর আঘাত নেই ! এর অর্থ, কেবল একটাই হতে পারে যে উপর থেকে হঠাৎ করে কিছু তাদের উপর পরেছে ! এবং মাথা গোজার ঠাই না পেয়ে তারা সেই শক্ত গোলাকার কিছুর আঘাত পেয়ে মারা গেছে !









ধারনা করা হয় যে কোন বরফ নয় বরং প্রচন্ড শিলা বৃষ্টির কারনে সেই অভিযাত্রীদের মৃত্যু হয় ! হ্যা এটা সত্যি যে শিলা বৃষ্টির শিলাখন্ডের আয়তন স্বাধারনত এতো বড় হয় না কিন্তু পরিসংখ্যান বলে যে বড় শিলাখন্ড কিংবা শিলাবৃষ্টির অভিজ্ঞতা পৃথিবীর মানুষের আছে ! সব থেকে ভয়ানক যে শিলাবৃষ্টি হয়েছিল ইএসএতে যার শিলাখন্ডের দৈর্ঘ্য ছিল আট ইঞ্চি এবং ওজন ছিল প্রায় দুই পাউন্ড ! তাছাড়া ইতিহাতের সব থেকে ভয়ানক শিলাবৃষ্টিটি হয়েছিল এপ্রিল ৩০, ১৮৮৮তে উত্তর ভারতের জেলা গুলোতে । এতে প্রান হানি হয় প্রায় ২৩০ জনের এবং এই বৃষ্টিতে শিলাখন্ড গুলো প্রায় কমলালেবুর মত বড় ছিল !





তাই ধারনা করা হয় কঙ্কাল হ্রদের মানুষ গুলোর উপর এই শিলাবৃষ্টিই আঘাত এনেছিল এবং উপত্যকার কোথাও মাথা গোজার মত স্থান না পেয়ে তারা মারা গিয়েছে ! আসলে কঙ্কাল হ্রদের মানুষ গুলো কিভাবে মারা গিয়েছিল তার রহস্য হয়তো কোন দিনই জানা যাবে না ! এভাবে রহস্য হয়ে বেঁচে থাকবে আমাদের পৃথিবীর বুকে !





কয়েকটি ভিডিও দেখতে পারেন

ভিডিও এক

ভিডিও দুই

ভিডিও তিন

ভিডিও চার







তথ্য সুত্রঃ

Skeleton Lake of Roopkund, India

Mystery Solved – The Skeleton Lake of India

The Skeleton Lake of Roopkund, India













মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২১

পরিবেশ বন্ধু বলেছেন: রহস্য ঘেরা কংকাল হৃদ সম্পর্কে অনেক কিছু জানা গেল
পোস্টে ধন্যবাদ ।

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৮

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ পরিবেশ বন্ধু :)

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৪

নিয়ামুল ইসলাম বলেছেন: B:-) B:-)

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৯

অপু তানভীর বলেছেন: কি হইলো ? :-& :-&

৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৬

মামুন রশিদ বলেছেন: নাইস পোস্ট অপু ।

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৮

অপু তানভীর বলেছেন: থেঙ্কু মামুন ভাই :)

৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮

দালাল০০৭০০৭ বলেছেন: সুবহাল্লাহ !!! সুন্দর তথ্যপূর্ণ পোস্টে +++++

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৯

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ভালো লেগেছে, এ ধরনের পোষ্টের খোঁজেই প্রতিদিন সামুতে একবার ঢুঁ মারি। +++

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৬

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

৬| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৪

শান্তির দেবদূত বলেছেন: কত কিছু যে জানার আছে ! দুনিয়ায় রহস্যের শেষ নাই! দারুন পোষ্ট। শুভেচ্ছা।

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৭

অপু তানভীর বলেছেন: জানার কুনো শেষ নাই ! তেমনি আপনের গল্পের জন্য অপেক্ষারও শেষ নাই ! আপনে কি গল্প দিবেন না ?

৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার একটা পোষ্ট অপু! গুড ওয়ান।

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৭

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ কাভা ভাই :)

৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫২

সংগ্রামী বালক বলেছেন: ইন্টারেস্টিং

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৮

অপু তানভীর বলেছেন: নিজ চোখে দেখতে পারলে আরও বেশি ভাল লাগতো :)

৯| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:০৭

নিয়েল হিমু বলেছেন: ফেবু থেকে ব্লগ সব সময়ই সয়ংসম্পুর্ণ :)

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৮

অপু তানভীর বলেছেন: এটা তো বলার অপেক্ষা রাখে না :)

১০| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৫

আজীব ০০৭ বলেছেন: কংকাল হৃদ সম্পর্কে অনেক কিছু জানা গেল
+++

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৯

অপু তানভীর বলেছেন: হুম ! লিখতে গিয়ে আমিও অনেক কিছু জেনেছি ! :)

১১| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


নাইস পোস্ট অপু ভাই। +++

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৪

অপু তানভীর বলেছেন: থেঙ্কু ভাই :):)

১২| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৫

শংখনীল কারাগার বলেছেন: সুন্দর পোস্ট।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২০

অপু তানভীর বলেছেন: :):):)

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: আররে ইন্টারেস্টিং পোস্ট তো।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২২

অপু তানভীর বলেছেন: তাই তো আপনি কইছিলেন :):):)

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৭

একজন আরমান বলেছেন:
নতুন জিনিস জানলাম তো। B:-) B:-) B:-)

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৯

অপু তানভীর বলেছেন: হুম ! জেনে রাখো পরীক্ষা নিবনে পরে..... ;)

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০

অপু তানভীর বলেছেন: :):):)

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৩

সোহানী বলেছেন: ইন্টারেস্টিং...... নতুন কিছু জানলাম........

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০

অপু তানভীর বলেছেন: হুম !! :):):):)

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৫

জন কার্টার বলেছেন: আজীব ০০৭ বলেছেন: কংকাল হৃদ সম্পর্কে অনেক কিছু জানা গেল
+++

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩১

অপু তানভীর বলেছেন: আজীবের কথা শুনলাম ! আপনের কথা একটু শুনি ! ;)

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪২

অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার পোস্ট ।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১১

অপু তানভীর বলেছেন: :) :) :)

১৯| ০১ লা মে, ২০১৪ ভোর ৪:০৩

জল কনা বলেছেন: :|| :|| :|| :||

০১ লা মে, ২০১৪ দুপুর ১:২৩

অপু তানভীর বলেছেন: :-& :-& :-&
কিতা হইলো ?

২০| ০১ লা মে, ২০১৪ সকাল ১০:৪৭

আম্মানসুরা বলেছেন: পৃথিবী আজীবন রহস্য আবৃত ছিল আর থাকবে!

০১ লা মে, ২০১৪ দুপুর ১:২৩

অপু তানভীর বলেছেন: কথা সত্য !

২১| ০১ লা মে, ২০১৪ দুপুর ১২:৫৩

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার পোস্ট। পৃথিবীতে কংকাল হ্রদ বলে লেক থাকতে পারে ধারনাই ছিল না।জানতে পেরে ভাল লাগল :)

০১ লা মে, ২০১৪ দুপুর ১:২৪

অপু তানভীর বলেছেন: :) :) :) :)এই টাইপের আরও কিছু পোস্ট দেওয়ার ইচ্ছা আছে ! কদিন থেকে পড়াশুনা করতেছি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.