নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুতে টুকটাক লেখালেখি করি এই কথা শুনে অনেকেই একটা প্রশ্ন প্রায়ই করে যে সামুর খোজ আমি পাইলাম কই । এমন কি আমি নিজেও অনেককেই এই একই প্রশ্ন টা করেছি ।
কি মনে হল পরিচিত সবার কাছেই জানতে চাই এই প্রশ্নটার উত্তর ।
বেশ কদিন আগে ব্লগারদের নিয়ে একটা জরিপ চালিয়েছিলাম যেখানে বেশ কয়েকটা প্রশ্নের সাথে এই প্রশ্নটাও ছিল !
"আপনি সামহোয়্যারইন ব্লগের নাম প্রথম কোথা থেকে শুনেছেন এবং কি দেখে সেখানে নিক খুলতে আগ্রহী হোন ?"
প্রথমে ভেবেছিলাম মুল পোস্টের সাথেই এই পোস্ট টা দিবো কিন্তু পরে সে চিন্তা বাদ দিয়েছি । কারন মূল পোস্টে কারো নাম উল্লেখ থাকবে না ! কিন্তু এই পোস্টে যদি কারো নাম উল্লেখ না থাকে তাহলে এই পোস্টের কোন মানে নেই ।
যাক জরিপে সব মিলিয়ে প্রায় ২৫০ টা রিপ্লাই এসেছে । অবশ্য উল্লেখ যোয্য সংখ্যক ব্লগার নিজেদের নিকের নাম লিখেনি তাই ইচ্ছে থাকা সত্ত্বেও তারা কোথা থেকে থেকে সামুর খোজ পেয়েছে এইটা জানাতে পারলাম না ! অনেকেই লিখেছে তারা কোথা থেকে সামুর খোজ পেয়েছে সেই কথা মনে নেই । তাই আপাতত যারা যারা সঠিক ভাবে মনে করতে পেরেছে তাদের টা দিলাম । তবে এটা মূল পোস্ট না । আর কয়েকদিন পরেই সেই জরিপের ফলাফল নিয়ে একটা পোস্ট করবো ! চাইলে এখনও কেউ জরিপে অংশ নিতে পারেন এখানে গিয়ে
আসুন দেখে নেওয়া যাক ককোন ব্লগার কোথা থেকে সামু ব্লগের খোজ পেয়েছিল ! মনে পড়লেও আপনারাও জানাতে পারেন !
সাসুম প্রথমে শুনেছি গুগুল সার্চ করতে গিয়ে এবং সেখানে মুলত ফিফা ভাই আর নাফিস ইফতেখার ভাই এর পোস্ট দেখেই নিক খুলি ।
নিয়েল হিমু একজন সিনিওরের কাছে শুনেছিলাম এবং তিনিই খুলে দেন একাউন্ট
ফরহাদ আহমদ নিলয় ফেসবুকে, কেউ একজনের শেয়ার করা কোন গল্পের লিংক থেকে । লেখালেখি করা যায়, অনেক ভাল ভাল লেখা পড়া যায়- এজন্য একাউন্ট খুলতে আগ্রহী হই ।
নিয়ামুল ইসলাম কাজিনকে পরতে দেখেছিলাম ২০১০ তে
নোমান নমি ফেসবুকের হোমপেজে
আজ আমি কোথাও যাবো না প্রথমে পত্রিকা থেকে শুনেছি। পরে নেট ঘাটাঘাটি আর্টিকেল সার্চ দেবার সময় প্রথম দেখেছি। ব্লগিস্ফিয়ারে সবার সাথে যুক্ত হতেই মিলত নিক খুলেছি সামুতে
একজন আরমান এক বড় ভাইয়ের কাছে। পোষ্ট পড়তে পড়তে আগ্রহ তৈরি হয়।
কালো-পেঁচা প্রথম একজন বগ্লারের থেকে দেখেছি । গল্প দেখে আগ্রহি হই ।
দালাল০০৭০০৭ প্রথমে ফেবু, পরে আমার খালুর কাছ থেকে শুনে একাউন্ট খোলা।
একজন ঘূণপোকা মনে নাই, কুট্টিকালের কাহিনী
অপর্ণা মম্ময় ফ্রেন্ডের কাছে শুনেছিলাম এবং ব্লগ একটা নতুন ব্যাপার, সেখানে লেখা পোস্ট ওরা যায়, কমেন্ট বিনিময় করা যায় এটা খুব আশ্চর্যের বিষয় ছিল আমার কাছে। তাই নিক খোলা হয়েছে
নিমচাঁদ সামুর কথা শুনি ব্লগার রাজামশাই এর কাছে , কিন্তু সে সময় কি কারণে জানি আমি রেজিষ্ট্রেশন করতে পারছিলাম না। উনি খুব সহাণুভুতি দেখিয়ে উনার যে মালটি নিকটি আমাকে দান করেছিলেন , তার নাম নিমচাঁদ
নৈঋত ফ্রেন্ডের কাছ থেকে। একদিন কোন কারনে আপ্সেট সিলাম আমার ফ্রেন্ড আমাকে দুর্যোধন ভাইয়ার 'একশন রিপ্লে' ম্যুভির রিভিউ পড়তে দিল। এরপর থেকেই রাত জেগে জেগে ব্লগ পড়া অভ্যেস হয়ে গেল... আমার সেই ফ্রেন্ড 'নোবেলজয়ী টিপু' এখন আর এই দুনিয়াতে নেই... তার কথা মনে পড়লেই ব্লগে ঘুরে আসি...
তার ছেড়া প্রথম শুনেছি ফেবুতে । সেটা আঃ কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে শাহবাগের প্রজন্ম চত্বরে আন্দোলনের ব্যাপারটা ভালো লেগে খুলেছিলাম ।
মাহতাব সমুদ্র রংপুরে শুনেছিলাম, লেখালেখির আগ্রহ থেকেই
হীমু আমি রোমান্টিক গল্প পড়তাম সামুতে । গুগলে সার্চ দিলেই সামুর রোমান্টিক গল্প চলে আসতো ! এরপরই সামুতে একাউন্ট খুলতে আগ্রহী হই । এছাড়াও সামুর সাইটের ডিজাইনটাও অনেক আকর্ষণীয় !
শামীম শরীফ সুষম একটা লেখা পড়ে , ফেসবুকে
দি সুফি ঠিক মনে করতে পারছি না। অনেক দিন আগের কথা। সম্ভবত গুগল থেকে। মূলত নতুন একটি নেটওয়ার্কের সাথে জড়াতেই এই ব্লগে অংশগ্রহন করি।
স্বর্ণমৃগ গুগল
নষ্ট কাক প্রথম দেখেছি ফেসবুকের কোন এক স্ট্যাটাসে (ব্লগের নামে আ'কথা বলা হচ্ছিল)
বিডি আইডল কানাডায় আসার পর দেশের খোজ খবর নিতে যেয়েই সামু ব্লগে সাথে পরিচয়। তবে ব্লগে নিক খুলেছিলাম আরিফুর রহমান নামে এক ছাগ-নাস্তিকের লেখার বিরুদ্ধে ফাইট দেবার জন্য।
আশরাফুল ইসলাম দূর্জয় ব্লগ ধারণায় আগেই পরিচয় ছিল। বাংলা ব্লগ খুঁজতে গিয়ে অন্য এক ব্লগে নিয়মিত যেতাম, এরপর আরো ব্লগ খুঁজতে গিয়ে সামু পাই। যদিও বাংলা ব্লগে সামু প্রথম, আমার নিজের জন্য ২য়।
*কুনোব্যাঙ* কোন এক এলাকাতো ছোট ভাইয়ের মাধ্যমে। কোন কারণ নেই সেই ছোটভাই এমনি নিক খুলে দিয়েছিলো।
নিশাত তাসনিম ফেসবুকের মাধ্যমে দারুন ও উপভোগ্য যুক্তি তর্ক বিতর্ক
সান ড্যান্স চার বছর আগে, উন্মুক্ত সাহিত্য চর্চা
মাহবু১৫৪ হঠাৎ করেই একদিন সামু ব্লগের নিক পেয়েছিলাম এবং তখন কিছু লেখা পড়েছিলাম। এভাবে নিয়মিত পড়তে পড়তে আমারো একটা নিক খোলার আগ্রহ তৈরি হয়।
অন্ধকারের রাজপুত্র ১/বন্ধুর মুখে। ২/ বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ব্লগ।
বটবৃক্ষ~ নিজেই ব্লগ খুজে বের করেছি! একজন ব্লগারের গল্প পড়া দিয়েই ব্লগ পড়া শুরু! কমেন্ট করার ইচ্ছা থেকেই নিক খোলা। এরপর একসময় নিজেই আবোল-তাবোল লিখা শুরু করলাম!! হিহিহি!!!
স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বন্ধুর কাছে , তারপর ইদানিং মাথায় গল্প লেখার ভুত চাপলা তাই নিক খুললাম
হান্টার১ এক ছোটো ভাই ব্যবহার করতো, তার থেকে দেখে ভালো লাগলো, লেখা লেখি ও ভালো লাগতো, তাই একটা নিক ওপেন করলাম
রায়ান ঋদ্ধ সামুর সাথে প্রথম পরিচয় সম্ভবত 2010-এ। বিতর্কের বিষয় নিয়ে তথ্য খুঁজতে গিয়ে। এর পরে ইমন জুবায়ের কে খুঁজতে। ব্ল্যাকের ডাই হার্ড ফ্যান আমি। হয়তো বাংলা ব্লগ যগতের সব থেকে পেইনফুল পয়েন্টটায় স্পর্শ করলাম। কিন্তু সেই থেকেই সামুতে ঘোরাফেরা বাড়লো। কেন আগ্রহী হইলাম নিক খুলতে?.. অনলাইন আমার কাছে সব সময় একটা বড় শক্তি মনে হয়েছে। ব্লগে যেভাবে আলোচনা বা বিশ্লেষণ হত সেটা বাস্তব জগতে হতে দেখি নি। এক সময় এসে মনে হল অংশ গ্রহন করা উচিৎ। সমাজ বদলের একটা বড় হাতিয়ার হতে পারে এই ব্লগ। একই সাথে টুকটাক লেখালেখি যা আছে তা তুলে ধরার ইচ্ছা তো ছিলই। আরেটা কারণ হল যে বিষয় গুলোতে আমি কৌতুহল বোধ করি তার সম্পর্কে জানা আর সেটাকে সবার কাছে উপস্থাপন করা। চিন্তা অচিন্তা তুলে ধরার মাধ্যম। আর সামু থেকে নানা সময় নানা প্রগতশীল ইভেন্ট আগ্রহটা আরো অনেক বাড়িয়ে তোলে। আর ওই যে, বাংলাদেশের সর্ব বৃহৎ কমিউনিটি ব্লগসাইট! সব মিলিয়ে.. একটি নিক চাইই এখানে।
মাসুম আহমদ১৪ প্রথম আলো ব্লগে প্রথম সামু ব্লগের নাম শুনেছি। তখন নতুন ব্লগিং শুরু করেছি, নতুন ব্লগের নাম শুনলেই রেজিঃ করতাম।
আপেক্ষিক ইনকগনিটো ভাই এর কাছ থেকে এবং মেইনলি লেখালিখির প্রতি অনেক আগ্রহ ও তা প্রকাশের জন্যই আইডি খোলা। অনেক বিশ্বস্ত মনে হয়েছিল।
এক্সপেরিয়া গুগল এ একটা বিষয়ে লিখা খুঁজতে গিয়ে এই ব্লগের সন্ধান পাইসিলাম! ঢুকে লিখা পড়তাম! পরে কমেন্ট করার জন্য প্রথম নিক খুলসিলাম।
আশিক মাসুম সামুর একজন ব্লগারের আমন্ত্রণে
জাওয়াদ তাহমীদ বন্ধুর কাছ থেকে। তখনকার ব্লগ এর উন্নত পরিবেশ দেখে।
আম্মানসুরা মুক্তমনা ব্লগে একটা পোস্টে সামুর নাম প্রথম শুনেছি
আমি ইহতিব সহধর্মীর কাছ থেকে শুনেছি, নিজের মনের কথা ব্যক্ত করার জন্য নিক খুলি এখানে।
মামুন রশিদ গুগলে বাংলা মুভি রিভিউ সার্চ দিয়ে সামুর লিংক পাই
শাকিল১৭০৫ এক বন্ধুর কাছ থেকে আড্ডা মারার জন্য!
বশর সিদ্দিকী বন্ধুদের কাছ থেকে শুনি এবং পরবর্তিতে বেশকিছু পোস্ট পরে আগ্রহি হই
খাটাস নেট এ একটা আর্টিকেল দেখে
রহস্যময়ী কন্যা আমার এক বড় ভাইয়ের কাছে থেকে প্রথম নাম শুনি, উনার কাছে থেকে ব্লগের কথা শুনে আগ্রহী হই, ভাইয়াই আমার নিক খুলে দেন সামুতে।সেই থেকেই আমার ব্লগে পথ চলা শুরু।
হুমায়ুন তোরাব বন্ধুর কাছে থেকে
ইরফান আহমেদ বর্ষণ গুগল এর মাধ্যমে
স্বপ্নবাজ অভি বন্ধুর ফেসবুক শেয়ার দেখে , লিখা পড়ে কমেন্ট করার জন্য নিক খোলা
বাংলাদেশী দালাল কিছু লেখার আর ফাউ গল্প কবিতা পড়ার লোভে
সাইলেন্স এলোমেলো ব্রাউজ করার সময় হঠাৎ সামুতে ঢুকে পড়ি। সে সময় রাজনৈতিক বিতর্ক ভালো লাগতো, শের শায়রির লেখাগুলো পড়ে মূলত ব্লগে নিক খুলতে আগ্রহী হই, ইচ্ছা ছিলো রাজনৈতিক ব্লগ লেখার।
জেনারেশন সুপারস্টার বন্ধুর কাছ থেকে।মত প্রকাশের যৌক্তিক স্বাধীনতার প্লাটফর্ম ও মনমত বন্ধুসুলভ আচরণ দেখে তবে মডারেশন নিয়ে গত একদেড় বছর খুব বিরক্ত অসন্তুষ্ট
RJ Sipan Protom aloo
অঘটনঘটনপটীয়সী ব্লগের নাম অনেক আগেই শুনেছি। কবে কোথায় প্রথম শুনি তা ঠিক মনে নেই। তবে ব্লগে নিক খোলার কারণ হল নিজের পরিচয় গোপন রেখে মনের কথা গুলো খুলে বলার একটা চেষ্টা করা।
ভুল উচ্ছাস বন্ধুর কাছে শুনেছি
নামহীন যুবক অন্য ব্লগার থেকে জানতে পারি
রাতুল_শাহ গুগল মামার কাছ থেকে, সুন্দর সব লেখা দেখে, নিজেরও লিখতে ইচ্ছে করলো।
AlwaysAntiGovernment by Search
যুবায়ের ফেসবুকে লিন্ক শেয়ার হতে দেখে
সকাল রয় আরিফ জেবতিক ভাইয়ের কাছে প্রথম শুনেছিলাম। এই ব্লগটাকে বন্ধু মনে হয়েছিল তাই নিক খুলেছিলাম।
কবি ও কাব্য আমি নেটে সার্চ করে সামু ব্লগটি পাই ।দেখলাম যে সামুতে অনেকে লিখে ,প্রচুর লিখা আসে তাই সেখানে নিক খুলি ।
সাদরিল ফেসবুকে জিকো ভাই তার নিজের পেইজ ৩২টা থাপ্পর দিয়া এক দাঁত ফালায় দিমু থেকে নিজের সামুর লেখাগুলো শেয়ার দিতেন।সেখান থেকে জেনেছি
ডট কম ০০৯ সামু ব্লগে আমি ত্রিভুজ ভাইয়ের একটা লিঙ্ক ধরে প্রথম ঢুকেছিলাম।তারপর কিছু দিন পড়লাম আর পড়ালাম।নাফিস ইফতেখার ভাইয়ের লেখা পইড়া ব্লগে নিক খুলতে আগ্রহী হই।
মো: আনারুল ইসলাম ফেসবুক
এরিস কোথাও শুনিনি। ফটোশপ বিষয়ক একটি পোস্টের লিঙ্ক ধরে ব্লগে যাই। দেখি সবাই কি সব লিখছে। আমি ভেবেছিলাম বোধয় ধরাছোঁয়ার বাইরের সব লোকজন এখানে কি সব লিখছে আর সবাই মিলে সেগুলো পড়ছে। পরে কোণায় দেখাই হিসাব খোলার অপশন। ব্যাস!!
ডি মুন প্রথম সামুর কথা শুনি আমার এক বড়ো ভাইয়ের কাছে থেকে। তার নাম জহিরুল ইসলাম। তার উৎসাহেই নিক খোলা
মাননীয় মন্ত্রী মহোদয় ফেসবুকের বিভিন্ন পেজ থেকে সামহোয়্যারইন ব্লগের পোস্টের শেয়ার দেখে
লাবনী আক্তার ছোট এক ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম । আর ওর ব্লগে কমেন্ট করার জন্যই নিক খুলেছি।
আমি তুমি আমরা বন্ধুরভকাছ থেকে।একটা ক্যাচাল পোস্ট দেখে ব্লগে নিক খুলতে আগ্রহী হই।
নাইট রিডার নাম শুনি বন্ধুর কাছ থেকে, নিক খোলার কথা কখনও মনে হয়নি, শুধুই পড়তাম, প্রায় এক বছর পর হঠাত করেই নিক খিলে ফেললাম
বঙ্গভূমির রঙ্গমেলায় আমার বড় ভাইয়ের কাছ থেকে নাম শুনে তারপর অনেকদিন সামুতে ঘুরাঘুরি করে পড়ি তারপর মনে হল আমিওতো লিখতে পারি এত এত লেখক আমি তাদের একজন হতে পারি, তাদের সাথে বন্ধন তৈরী হবে তাই থেকে নিক খুলি। ভাল লেখা পড়ে মন্তব্য করাও একটা কারন।
বৃষ্টি ভেজা সকাল বন্ধুর কাছে, তার অনুরোধে নিক খোলা।
প্রোফেসর শঙ্কু হাংরি আন্দোলন নিয়ে খোঁচাখুঁচি করতে গিয়ে গুগলের মাধ্যমে সামহয়ারইন ব্লগে প্রথম প্রবেশ। ওখানে দারুণ সব গল্প আর ফিচার দেখে মুগ্ধ হয়ে যাই, নিক খুলে ফেলি।
বিষন্ন রাত্রি অপু তানভীরের গল্প পড়ে সামুতে আইডি খোলার ইচ্ছা হল তাই|
রাশেদ হাসান নোবেল প্রথম শুনেছি এক বড় ভাই এর কাছে। ভাল লেখা পড়ে সেখানে কমেন্ট করতে নিক খুলি।
প্রবাসী পাঠক যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে শাহবাগ আন্দোলননের সময় প্রথম সামুর নাম শুনি। তারপর রানা প্লাজার দুর্ঘটনায় ব্লগারদের সাহায্যের উদ্যোগ দেখে ব্লগে নিক খুলতে আগ্রহী হই।
সুমন জেবা প্রিয় শিপু ভাই এর নিকট কৃতগ্ঞ, উনার লেখা পড়তে পড়তেই মনে র ভিতর লিখার ইচ্ছা
আরজুপনি এলাকার এক ছোটভাইয়ের কাছ থেকে, রেজিস্ট্রেশন করার অপশন ছিল দেখেই খুলে ফেললাম । ব্লগটা দেখতে খারাপ লাগে নি, এটাও একটা কারণ ।
উপপাদ্য শুনতে অবাক লাগলেও সামুর নাম শুনেছি ব্লগার আরিফ জেবতিকের কাছ থেকে।
চড়ূই আমি সামহোয়্যার ইন ব্লগের খোজ সুদীপ্ত কর নামে কোন ব্লগারের আস্ক ডট এফ এম সাইট থেকে পেয়েছিলাম আর ব্লগার নোমান নমির ।
সাবলীল এবং সহজ- সুন্দর ভাষার গল্প লিখার ভাব ভঙ্গি দেখে লিখতে আগ্রহী হই।
পরিবেশ বন্ধু আমাদের আছে সফটওয়ার কোম্পানি , তো ১ম ১ম ইন্টারনেটে ঘাটাঘাটি করতাম
লেখক মানুষ তো ।
ঘাটাঘাটির এক পর্যায়ে ব্লগ পড়তাম । আগ্রহ জাগল , একদিন সামহোয়্যার ইন ব্লগে ট্রাই করলাম সদস্য হয়ার জন্য ।
সাম কর্তৃপক্ষ নিয়ম বলে দিল, কুপন পুরন করে রেজিস্টার করলাম । বেশ
এক সপ্তাহ পরেই আমার কাংকিত লেখা কবিতা ছাপা হল ।।
হাতীর ডিম গুগোলে সম্ভবত কোন কোন টেকি পোষ্ট খুজতে গুয়ে সামুর খবর পাই। এরপর চেয়ারম্যান সাবের পোষ্ট পড়ে ভাল লাগে এবং এরপর থেকেই মোটামুটি ব্লগে ঘুরাঘুরি করি
নুর মোহাম কোন বিষয়ের উপর গুগলে সার্চ দিতে গিয়ে সামুতে প্রথম প্রবেশ করি, তার পর বাংলা ভাষায় মনের ভাব প্রকাশের এমন একটি সাইট দেখে নিক খুলতে আগ্রহি হই
সারা হেপি সেটা ২০০৯সালের কথা তখন ফেবুতে নতুন কিন্তু ফেবুতে সুন্দরী মেয়ের আইডি ছাড়া তেমন কিছুই নাই বা এখনকার মত নেই। একদিন সকাল দার কাছে দেখলাম আর একাউন্টটা তিনিই খুলেই দিলেন ।
এস.বি.আলী বন্ধু আজমের কাছ থেকে। সবচেয়ে বড় বাংলা ব্লগিং কমিউনিটি দেখে।
চড়ূই ask.fm , সবার গল্প দেখে।
মতিউর রহমান মিঠু (স্বপ্নবাজ) বন্ধুর কাছে। লেখালেখি করবো তাই।
সচেতনহ্যাপী খুব সম্ভবতঃ প্রথম আলো পত্রিকা এবং অন্যান্য খবরেও ব্লগ সম্বন্ধে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখে।
আকিব আরিয়ান প্রথম দেখি নামটা ফেসবুকের একটা গল্পের পেজে, সেখানে রিয়েল দেমোনের একটা গল্প ছিল, "কফিশপ"।
এবার সবার শেষে আমার নিজের টাঃ
তখন সবে মাত্র নতুন কম্পিউটার কিনেছি । মডেম কিনি নাই । নোকিয়া ২৭০০ ক্লাসিক ফোন টা দিয়ে মডেম আকারে ব্যবহার করি । আমার রুমমেটের কাছে একদিন গুগল ব্লগের কথা শুনতে পাই । ওখান থেকে গুগলে ব্লগ লিখে সার্চ দিতে গিয়ে নাম আছে সর্ব বৃহৎ বাংলা ব্লগের নাম ।
প্রথম প্রথম কেবল পড়তাম । এক আপুর লেখা গল্প পড়ে মনে হল দেখা যাক একটা আইডি খুলে । তখনও জানি না সামুর আইডি কে নিক বলে !
এই ভাবেই সামুর সাথে পরিচয় !
জরিপ করার সময়ে অনেকেই নিজেদের পরিচয় গোপন রাখতে চেয়েছিল তাই কিছু নাম দিতে পারলাম না ! তবে যাদের নাম দিয়েছি তাদের যদি কোন প্রকার সমস্যা থাকে তাহলে দয়া করে জানাবেন । আপত্তি দেখা মাত্র সেটা এডিট করে দিবো !
সবাই ভাল থাকুন !
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:০৬
অপু তানভীর বলেছেন: মনে করার চেষ্টা করেন ! জলদি
২| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:০৩
খাটাস বলেছেন: বাহ বিরাট পরিশ্রমে প্রথম ভাল লাগা। পুরা সালাদ পোস্ট।
সব ই আছে। ভাল থাকবেন সব সময়।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:০৮
অপু তানভীর বলেছেন: হুম ! যদি সবাই সবার নাম সহকারে দিতো এবং সবার যদি মনে থাকতো তাহলে পোস্ট হত দ্বিগুন
আপনিও ভাল থাকবেন
৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ++++++
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:০৯
অপু তানভীর বলেছেন:
৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:১১
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ মজাদার এবং ভিন্ন রকম পোস্ট
থাকল নিরন্তর শুভেচ্ছা ++++++++++
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:১৫
অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু !
আপনি বললেন না কোথায় পেয়েছেন সামুর খোজ !
৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:১২
নিশাত তাসনিম বলেছেন: ++++++++
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:১৬
অপু তানভীর বলেছেন: আরে আপনে কই ছিলেন এতো দিন ?
আপনার তো খোজই নাই !
৬| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:১৪
চড়ুই বলেছেন: আমি সামহোয়্যার ইন ব্লগের খোজ সুদীপ্ত কর নামে কোন ব্লগারের আস্ক ডট এফ এম সাইট থেকে পেয়েছিলাম আর ব্লগার নোমান নমির
সাবলীল এবং সহজ- সুন্দর ভাষার গল্প লিখার ভাব ভঙ্গি দেখে লিখতে আগ্রহী হয়। যদিও এখন বুঝতেছি পাঠক এবং লেখক হবার মাঝে বিস্তর পার্থক্য।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:১৮
অপু তানভীর বলেছেন: আরে কোন ব্যাপারই না !
ভাল লেখক হওয়ার জন্য প্রথমেই আপনাকে প্রচুর পড়তে হবে ! দেখবেন একদিন ঠিকই চমৎকার ভাবে লিখতে পারছেন আপনি
এখনই আপনার টা এডিট করে দিচ্ছি !
৭| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:১৬
ঢাকাবাসী বলেছেন: মনে পড়েছে,আমার একমাত্র কন্যাই নিক সহ সব রেডি করে দেয়।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:১৮
অপু তানভীর বলেছেন: মানে কি ? বুঝলাম না !
৮| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:২১
অঘটনঘটনপটীয়সী বলেছেন: ব্লগার অপু তানভীর এর টা কই?
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:২৬
অপু তানভীর বলেছেন: হে হে হে ! আমার নিজের টাই দেই নাই ? দাড়ান এখনই দিতেছি
৯| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: আমাদের আছে সফটওয়ার কোম্পানি , তো ১ম ১ম ইন্টারনেটে ঘাটাঘাটি করতাম
লেখক মানুষ তো ।
ঘাটাঘাটির এক পর্যায়ে ব্লগ পড়তাম । আগ্রহ জাগল , একদিন সামহোয়্যার ইন
ব্লগে ট্রাই করলাম সদস্য হয়ার জন্য ।
সাম কর্তৃপক্ষ নিয়ম বলে দিল , কুপন পুরন করে রেজিস্টার করলাম । বেশ
এক সপ্তাহ পরেই আমার কাংকিত লেখা কবিতা ছাপা হল ।।
ধন্যবাদ বন্ধু শুভেচ্ছা ।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:৩২
অপু তানভীর বলেছেন: চমৎকার পরিবেশ বন্ধু ! অনেক ধন্যবাদ
১০| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:৪৪
ইমরান খান সবুজ বলেছেন: গুগিলং করতে করতে অজান্তেই.................ইসিতয়াক ভাই, টোকন ঠাকুর, আশিফ এন্তাজ রবি এর পোষ্ট পড়ে সাইন ইন..................... তারপর প্রায় একবছর ইনেকিটভ "ঘুমন্ত আমি" ভাইেয়র মন্তব্যে আবার................ এখন আবার ঘুমিয়ে পড়েছি।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:৪৯
অপু তানভীর বলেছেন: এখনও কি ঘুমিয়ে আছেন
১১| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:৫৯
রাজিব বলেছেন: প্রায় ৯ বছর আগের কাহিনী তাই খুব ভাল মনে করতে পারছি না। বিসিএস মেলা ২০০৫ (হয়েছিল বসুন্ধরা শপিং মল পান্থপথে) সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে। তখন সামু ব্লগের কোন এক ডেভেলপার আমাকে জানিয়েছিলেন বাংলা ব্লগ আসছে। তখন আমি ইংরেজিতে টুকটাক ব্লগিং করি এবং ইন্টারনেটে লিখি। সেই সাথে আইটি সাংবাদিক।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:০৩
অপু তানভীর বলেছেন: অনেক ভাল লাগলো সিনিয়র একজন ব্লগারের সাথে পরিচিত হয়ে ! ধন্যবাদ
১২| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:১৩
রাজিব বলেছেন: অপু ভাই, আপনার আসল নাম কি অপু? আমার ডাক নাম অপু এবং আজ পর্যন্ত কারো আসল নামের মধ্যে অপু পাইনি। তাই আপনার নাম দেখে কৌতূহল হল।
আর আমি সিনিয়র ব্লগার হিসেবে নিজেকে মনে করিনা। সামু ব্লগ শুরু হবার আগে থেকেই আমি ব্লগিং ও ইন্টারনেটে লিখতাম পেটের দায়ে। বাংলা ব্লগে আমার কোন অংশগ্রহণ ও অবদান কোনটাই নেই যেমনটা আপনার রয়েছে। বাংলা ব্লগে সত্যিকার সাহিত্য চর্চা যে ২-৩ জন নিয়মিত করেছে বা করছে তার মধ্যে আপনার নাম সবার আগে।
অন্যদের আপনার লেখা কেমন লাগে জানি না- আমার খুব ভাল লাগে। ইংরেজি সাহিত্য নিয়ে লেখা পড়া করেছি তাই সাহিত্যের কিছু দিক বেশ মনকে স্পর্শ করে কখনো একজন পাঠক হিসেবে কখনো একজন সমালোচক হিসেবে।
একজন পাঠক হিসেবে আমার মনে হয় যে আপনার লেখায় এক ধরনের সাবলীলতা রয়েছে যা আমি ইংরেজি সাহিত্যে দুজন লেখকের মধ্যে পাই- জর্জ অরওয়েল এবং চার্লস ডিকেন্সের মধ্যে। আর সমালোচকের মন নিয়ে যখন আপনার লেখার দিকে তাকাই তখন মনে হয় আপনার লেখার থিম গুলো যেন কিছুটা একই ধাঁচের বা কোন একটি মেয়েকে নিয়ে প্রেমের কাহিনী বা সম্ভাব্য প্রেমের কাহিনী উঠে আসবে। হয়তো কিছুটা অনধিকার চর্চা করলাম। কিছু মনে করবেন না।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:২৩
অপু তানভীর বলেছেন: অবশ্যই অনধিকার চর্চা করেন নাই । কিছু মনে তো করিই নাই বরং অনেক ভাল লেগেছে ।
আপনার মন্তব্য পেয়ে সত্যি সত্যি বলছি অনেক ভাল লাগলো !
আসলে আমি ঠিক সাহিত্য চর্চা যা বুঝায় সেরকম সিরিয়াসলি কিছু লিখি না ! যখন ভাল লাগে, মনে যা আসে তাই কেবল লিখি ! কোন সময় হয়তো একটা গল্প হয়ে ওঠে !
ভাল থাকবেন সবসময় ! আর হ্যা ! আমার ডাক নাম অপু !
১৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:১৮
বাকি বিল্লাহ বলেছেন: ৩ বছর ১১ মাস হয়েছে সামুতে আছি...কিভাবে যে সামু কে পেলাম সেটাতো ভুলেই গেছি
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:২৯
অপু তানভীর বলেছেন: মনে করার চেষ্টা করেন জলদি
১৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:৩১
রাজিব বলেছেন: আপনার গল্প গুলো পড়ে আরেক জনের কথা বেশ মনে পড়ে ও' হেনরি। আরও একজনের কথাও মনে পড়ে জ্যাক লন্ডন। পেটের দায়ে আমি একসময় ছোট গল্প অনুবাদ করতাম। আমার মনে হয় যে আপনি যদি লেখাপড়া বেশি করেন, সমাজের মানুষকে মানে নানা ধরনের মানুষকে পর্যবেক্ষণ করেন এবং গল্পের বিষয় বস্তুতে আরেকটু বৈচিত্র্য আনেন তাহলে আপনার গল্প গুলো অনেক বেশি ভাল হবে। আমি বলছি না যে আপনার গল্প খারাপ। খারাপ মনে করলে তো আর এত বড় কমেন্ট করার দরকার হতো না।
যাই হোক ভাল থাকবেন এবং নিয়মিত লিখবেন এই আশা করি।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:৩৮
অপু তানভীর বলেছেন: আমি আপনার কথা বুঝতে পারছি ! আসলে আমি নিজেও জানি তা । আরও অনেকেই কথাটা বলেছে আমাকে এবং আমি নিজেও জানি । আমার লেখায় আরেকটু বৈচিত্র আনার দরকার ।
কিন্তু সত্য কথা বলতে কি আমার আসলেই ঐ টাইপের গল্পই লিখতেই ভাল লাগে ! তবুও মাঝে মাঝে আমি একটু ভিন্ন টাইপের গল্প লেখার চেষ্টা করি !
আবারও বলছি আপনি চমৎকার ভাবে মন্তব্য করেছেন । আমি অনেক খুশি হয়েছে । আশা করি নিয়মিত আমার ব্লগে আসবেন ! আমিও আল্লাহ সহায় গলে নিয়মিত লিখে যাবো !
অনেক ধন্যবাদ !
১৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:৩১
নতুন পাঠক বলেছেন: এই পোস্টে আইডিয়া কোতা থিকে পাইসেন ভাইডি। আগে কুনু বলগার কি এই ধাঁচের পুস্টু দিছিল?
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:৪০
অপু তানভীর বলেছেন: আমিও এই চিন্তা করতেছি ! একটু বয়ও পাইতেছি কেউ না আবার ধাচের পুস্ট দিয়া ফেলায়ছে নাকি
১৬| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩০
কানা দাজ্জাল বলেছেন: ভাই ব্লগ নামক আজিব মালটারে চিনলাম-ই সামু দিয়া। পোলাপানের মুখে শুনতাম ব্লগ ব্লগ। আমি মনে করতাম somewhereinblog (সামু) মানেই বুঝি ব্লগ। যেমন কোক মানেই সফট ড্রিংক আর হুন্ডা মানেই মটর সাইকেল, তেমন। সেটাও প্রায় ২০০৬-০৭ এর দিকে।
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৪
অপু তানভীর বলেছেন: আমার অবস্থাও মোটামুটি আপনার মতই !!
১৭| ০৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৬
রাতুল_শাহ বলেছেন: এ ভাই এত আইডিয়া কোথায় আসে?
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৫
অপু তানভীর বলেছেন: কেমনে কমু
১৮| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৪
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আমি বছর দুয়েক আগে গুগলে একটা কবিতা সার্চ দিতে গিয়ে সেটা এক ব্লগারের পেইজে পেয়েছিলাম । তারপর পাঠক হিসেবে একটা নিক খোলা । মাঝে অনেকদিন বাইরে থাকার পর আবারো ফিরে আসা ।
ব্লগ মানেই 'সামু' । ভালো মানসম্পন্ন ব্লগারদের আড্ডাখানা ।
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৬
অপু তানভীর বলেছেন: ব্লগ মানেই 'সামু' !!
মনের কথা
১৯| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৩
অবাধ্য সৈনিক বলেছেন: গুগলাইয়া পাইছি
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৮
অপু তানভীর বলেছেন:
২০| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৪
আহমেদ আলিফ বলেছেন:
আমি কিভাবে সামুর দেখা পেলাম এ নিয়ে অনেকদিন আগে একটা পোস্ট লিখেছিলাম কষ্ট করে দেখতে পারেন এখানে
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য !!
২১| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৮
অগ্নি সারথি বলেছেন: আমি খুজি নাই। সেই আমারে খুইজা নিছে। খিক।
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩০
অপু তানভীর বলেছেন: কেমনে ? :-& :-&
শুনি একটু !
২২| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর পোষ্ট!!!
আমারে নাম বাদ দেয়ার জন্য ধন্যবাদ
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩১
অপু তানভীর বলেছেন: মিয়া তোমার কাছেও দিছিলাম ! তুমি জবাব দাও নাই !
২৩| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৫
ডি মুন বলেছেন: বাহ, দারুণ পোস্ট +++++
এক্কেবারে নস্টালজিক হয়ে গেলাম
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৩
অপু তানভীর বলেছেন:
২৪| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৮
আমি ভাল আছি বলেছেন: কম্পিউটার নামক একটা কম্পিউটার বিষয়ক ম্যাগাজিনের শেষ পৃষ্ঠায় বিজ্ঞাপন দেখে সামুতে এসেছিলাম। আর মন্তব্য করার জন্য নিক খুলেছিলাম। লেখা দেই তারও অনেক পরে।
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৪
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য
২৫| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪২
আমি ভাল আছি বলেছেন: ব্লগে আমার বয়স ৫ বছর ৭ মাস। হেহেহে
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৫
অপু তানভীর বলেছেন: আমার বেশি না ! প্রায় তিন বছর !
২৬| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: কিচ্ছু কমুনা!
কি পরিমাণ দুঃখ পাহিয়াছি তাও কমুনা... :-&
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৭
অপু তানভীর বলেছেন: কেনু ?
কেনু ?
কেনু ?
কিছু কেনু কবেন না !
আপনার ফর্মে কিন্তু লেখা ছিল মনে নেই ! এই জন্য কিন্তু আপনার টা দিতে পারি নাই
২৭| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫০
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!
আমিও একজনের কাছে শুনে খুলেছিলাম। পরে দেখি জেনারেল করে না। তাই চলে যাই। এক বছরের বেশী ছিলাম না। পরে আগষ্ট ২০১৩ থেকে একদম নিয়মিত। ২৪ ঘণ্টাই থাকতাম। এ বছরের মার্চ থেকে কর্মব্যস্ততার কারণে অনিয়মিত হয়ে গেছি।
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৯
অপু তানভীর বলেছেন: হুম ! এখন অনেকেই বিজি হয়ে গেছে অনেক ।
ধন্যবাদ
২৮| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:০১
জনাব মাহাবুব বলেছেন: ডাঃ জাকির নায়েক সম্পর্কে জানার জন্য গুগল সার্চ দেওয়ার পর সামুর কয়েকটি লিংক এনে হাজির করলো আমার গুগল মামু। সেই থেকে সামুর সাথে জানাশোনা।
বিঃদ্রঃ সেই সব পোষ্টে ডাঃ জাকির নায়েককে একজন ভিলেন হিসেবে উপস্থাপন করার জোরদার প্রচেষ্টা চালানো হয়েছিল
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪০
অপু তানভীর বলেছেন:
আপনি থাকেন কই ! অনেকদিন দেখি না !
২৯| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৯
দৃষ্টিসীমানা বলেছেন: আমার ব্যাপারটা একটু অন্যরকম ,আমার ত্রি রত্নের পিছনে ঘুরতে ঘুরতে এক সময় দেখি ওরা বড় হয়ে গেছে ,তাই আমি বেকার হয়ে গেলাম ।বেকার আমাকে সচল রাখার জন্য ওরা-ই আমাকে সামুর এই সুন্দর ব্লগে পরিচয় করিয়ে দেয় ।বাকিটুকু আমি মানিয়ে নেয়ার চেষ্টা করছি ।সুন্দর পোস্ট এর জন্য অনেক ধন্যবাদ ।শুভ কামনা রইল ।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৪
অপু তানভীর বলেছেন: হাহাহাহা !!
এখনও কি মানিয়ে নেওয়ার চেষ্টা করেই যাচ্ছেন ?
অনেক ধন্যবাদ
৩০| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৮
শায়মা বলেছেন: আমি একজনের থেকে জানতে পাই। তখন ৭ দিন ওয়াচে থাকতে হতো না । আজ নিক খুললেই পরের দিনই সেইফ। যা খুশী ছাতা মাথা লিখে আমি মহা খুশী। আবার সেই লেখা কেউ পড়েও!! মহা অবাক আমি!!!
রিয়াজ মাহমুদ, একজন ব্লগার, কালপুরুষ ভাইয়া এরা আমার হাবিজাবি লেখার নিয়মিত পাঠক ছিলো, সাগর সারওয়ার ভাইয়াও। রিয়াজ মাহমুদ ভাইয়াকে অনেক মিস করি। লাস্ট তার বিয়ের পোস্ট দেখেছিলাম তারপর থেকে আর দেখিনা।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৮
অপু তানভীর বলেছেন: হুম । এরকম কত মানুষ যে হারিয়ে গেছে কে জানে ! তাদের কে আর দেখা যায় না । তোমাকেও তো আগের মত আর দেখা যায় না !
এখনও কি ব্যস্ততা কমে নাই ?
৩১| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১:০৫
jiad82 বলেছেন: আওয়াজ ! আওয়াজে সাইন করলেই সামুর সদস্য হওয় যায়।সামুর ভীড়ে আওয়াজ কে ভুলে বসে আছে সবাই পোস্টে +
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৯
অপু তানভীর বলেছেন: আওয়াজে আমারও আইডি আছে ! কিন্তু ব্যবহার করা হয় না একদম আর
।
ধন্যবাদ
৩২| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
একটা রবীন্দ্রসংগীতের ভিডিও গান শেয়ার করি; দেখেন দেখি শিল্পীদের চেনা যায় কিনা ?
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫১
অপু তানভীর বলেছেন: আপনে এই ভিডিও কই পাইলেন ?
৩৩| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ২:১০
আহসানের ব্লগ বলেছেন: গুগুল মামার মাধ্যমে। ;-)
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫২
অপু তানভীর বলেছেন: অনেকেই এভাবে পেয়েছে
৩৪| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সে এক বিরাট ইতিহাস
আমার তো মনে হয় আপনাকে জানিয়েছি কোথায় যেন!...
পোস্ট ভালো লেগেছে...
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৪
অপু তানভীর বলেছেন: তাই নাকি ? কোথায় জানিয়েছেন ? মনে পড়ছে না তো !
ধন্যবাদ !
৩৫| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:১২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
গ্রামে থাকাকালীণ ব্লগ পড়েছি অনেক... ইন্টারনেটের গতি কম থাকায় লেখালেখির ইচ্ছে হতো না।
মন্তব্য পড়তে বেশি ভালো লাগতো...
ব্লগারদের লেখা পত্রিকায় পড়েছি, তারপর ব্লগে উঁকি দেই।
ব্লগ বলতে তখন সামুই জানতাম... তবে লেখতে শুরু করি প্রথম আলো ব্লগে
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:০৪
অপু তানভীর বলেছেন: আমার নিজেরও প্রথম আলো ব্লগে একটা একাউন্ট আছে কিন্তু প্রথম নিক খুলি এখানেই । এবং সামু ছাড়া কেন জানি অন্য কোথাও লিখতে ইচ্ছে হয় না ! কেন কে জানে !
৩৬| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪০
নির্বাক রূপক বলেছেন: একটা প্রাইভেট প্রতিষ্ঠানে ব্লগিং সম্পর্কে একটা লেকচার দিয়ে কয়েকটি ব্লগের নাম দিয়েছিল তার মধ্যে সামু ব্লগও ছিল।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:১২
অপু তানভীর বলেছেন:
৩৭| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: খাটাস বলেছেন: বাহ বিরাট পরিশ্রমে প্রথম ভাল লাগা। পুরা সালাদ পোস্ট।
সব ই আছে। ভাল থাকবেন সব সময়।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৬
অপু তানভীর বলেছেন: আপনিও ভাল থাকবেন সব সময়
৩৮| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৪
আপেক্ষিক বলেছেন: +++
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৭
অপু তানভীর বলেছেন:
৩৯| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২১
আকিব আরিয়ান বলেছেন: আমারটা লিখে দিয়ে আসছি :!> :#>
১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৮
অপু তানভীর বলেছেন: আরে এই খানে লিখেন ! এই কমেন্টে ! জলদি !
৪০| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৪
আকিব আরিয়ান বলেছেন: আমি সামুর নাম প্রথম পাই ফেসবুকে ২০১১ তে ভালবাসার ও আবেগের গল্প পেজে, সেখানে রিয়েল দেমোন, নিরব দা আর ত্রিনিত্রি আপুর গল্প পড়ি, 'কফিশপ'।
সেই থেকে ব্লগ চেনা, তখন মনে করতাম যারা ব্লগিং করে তার অনেক ভালো লিখে, পড়ে অবশ্য এই ধারনা বদলেছে
ডাকপিয়নে যখন লিখতাম তখন ইনকগনিটো দা, শশী হিমি দা, তে রো, চশমখোর, সালমা হ্যাপি আরও অনেকের সাথে লিখতাম তো তখন প্রায়ই ব্লগে এসে গল্প পড়ে যেতাম।
আমার ইচ্ছে ছিল না ব্লগে আসার, ঐ যে বললাম না মনে করতাম সবাই ভালো লিখে, আমি নিজেকে ব্লগে লিখার যোগ্য মনে করতাম না। একটা সময় পর সোহাগ সকাল আমারে জোরে ব্লগে একটা নিক খুলতে বাধ্য করলো।
নতুন ব্লগে খুলে পড়লাম সমস্যায়, আমারে সেইফ করে না, কমেন্ট করতে পারিনা তখন নোমান নমি, নিরব দা আরও অনেকের কাছে হেল্প চাই কিন্তু কেউই আমারে উল্লেখযোগ্য উপকার করতে পারেন নি। আমি একটা সময় ব্লগ থেকে সরে গেলাম সেইফ করে না দেখে, তারপর অনেক দিন পর আবিষ্কার করি যে আমারে সেইফ করে দিয়েছে
এরপরেও আবার আমারে কেন জানি না ওয়াচে নিয়ে যাওয়া হয়েছিল, আমি নাকি উপর্যুপরি নিয়ম ভাঙছি অথচ আমি কমেন্ট ব্যাতিত আর কিছুই তো করতাম না তখন।
পড়ে জানা আপুকে মেইল করলে তিন মাস পর সেইফ হই আবার এরপর থেকে আমি আছিই
১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৭
অপু তানভীর বলেছেন: এইটা তো দেখতাছি বিশাল কাহিনী
এইটা দিয়েই তো একটা গল্প লেখা যাবে
৪১| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: আবু জাফর সাদিক, আমার বন্ধু। তবে সে সামুতে নেই।
১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৪
অপু তানভীর বলেছেন: কোথায় গেছে ?
৪২| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৫
লেখোয়াড় বলেছেন:
আমার কথা বলবো, না বলে কি লাভ?
১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৬
অপু তানভীর বলেছেন: সব কিছুতেই লাভ খুজলে কি লাভ ?
৪৩| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৯
ড. জেকিল বলেছেন: কোন এক পত্রিকায় জাফর ইকবাল স্যারের কাছে একজন জিজ্ঞেস করেছিলেন, কিভাবে ভালো লেখক হওয়া যায়। তিনি অনেকগুলো পরামর্শের মধ্যে প্রাথমিক ভাবে ব্লগে লিখারও পরামর্শ দিয়েছিলেন।
সেখান থেকেই ব্লগের নাম প্রথম শোনা। পরে যখন নেট ব্যাবহারের সুযোগ পেলাম, প্রথম কাজই ছিলো ব্লগ জিনিসটাকে খুজে বের করা। শেষ পর্যন্ত সামুটাকেই ভাল লেগে যায় কেন জানি!
অনেক দিন পড়ার পরে, নিজেরও কিছু লেখার ইচ্ছা হলো। তাই লজ্জা-শরমের মাথা খেয়ে একদিন খুলেই ফেললাম নিক! দুই একবার সাহস করে পোস্ট ও দিয়েছি।
১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৭
অপু তানভীর বলেছেন: দুই একবার সাহস করে পোস্ট ও দিয়েছি।
আমিও এই কাজ করেছি অনেক বার
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:০২
ঢাকাবাসী বলেছেন: এই যাহ্ আমিও তো ভুলে গেছি কিভাবে আসলুম সামুতে!