নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সামুতে অনেকেই নিজের আসল নামে না লিখে অন্য নামে লিখে ! ঠিক কি কারনে কিংবা কিসের উপর ভিত্তি করে তারা তাদের সেই নামটি নির্বাচন করে তা আজও রহস্যই রয়ে গেছে ! বেশ কয়েকদিন আগেএরকরম কয়েকটা রহস্য বের করেছিলাম । যারা যারা পড়েন নাই, এখানে গুতা দিলেই জেনে যাবেন সেই রহস্য ! ঠিক সেই রকম আরও কিছু অজানা রহস্য নিয়ে আজকের পোস্ট ! সেই সকল নিক ধারনের পেছনে লুকিয়ে আছে কি করুন ইতিহাস ! আসুন আজ দেখে নিই নিকের পেছনের তেমন কিছু হাহাকার সমৃদ্ধ ইতিহাস !
০১
দুর দেশে বসবাস করতো এক পরী ! তার সেই পরী রাজ্যের ছোট সবাইকে সে খুব আদর করতো ! সেই রাজ্যের সবাই তাকে পছন্দ করতো । ছোট বাচ্চাদের অবিবাহিত আঙ্কেলরা একটু আধটু লাইনও মারার চেষ্টা করতো ! এভাবেই হেসে খেলে সবাই সাথে গল্প করে তার দিন চলে যেত । তারপর একদিন সেই পরীটার মনে হল নতুন করা দরকার । নতুন ভাবে নতুন দেশের মানুষের সাথে মেশা দরকার । যেই ভাবা সেই কাজ ! সে বেরিয়ে পড়লো । দেশে দেশে আপন মনে ঘুরতে লাগলো আর নিজের ভালবাসার ঝুলি থেকে বের করতে লাগলো নানান জাদুর খেলা ! এভাবেই সেই পরী সবার কাছে প্রিয় হয়ে উঠলো । কিন্তু সমস্যা হয়ে দাড়ালো যে একই সাথে সব জায়গায় থাকতে পারতো না । এক দেশে থাকার সময় তার অন্য দেশের প্রিয় মানুষের কথা তার মনে পড়তো । তখন তার মন খারাপ হত । কিভাবে সবার পাশে পাশে থাকা যায় সেই বুদ্ধি বের করতে লাগলো । তখন সেই পরীটা ব্লগে একটা একাউন্ট খুলে ফেলল । এর থেকে সহজ উপায় আর জানা ছিল না তার সেই পরীটাই এখন সামুতে ব্লগ লিখে অপ্সরা নামে !
০২
ছেলেটি কোকোলা চকলেট জেমস খেতে খুব পছন্দ করতো । সারাদিন মুখের এই জেমস চকলেট থাকতোই । তার আব্বা যদি একদিন এই চকলেট না আনতো তাহলে কেঁদে কেটে অস্থির হয়ে যেত । একদিন তার আব্বা অনেক বাজারের সাথে প্যাকেটে করে জেমস চকলেট আনলো । দোকানী সবকিছুর সাথে চকলেট টা ভাল করে বেঁধে দিল । এখন বাসায় এসে ছেলেটির বাবা প্যাকেট রেখেই গোসলে ঢুকে পড়ল । এদিকে ছেলেটি কিছুতেই অন্যান্য জিনিস পত্রের সাথে বাঁধা জেমস চকলেটের প্যাকেট টা আর খুলতে পারে না । কত চেষ্টা করল কিন্তু পারলো না । তার পছন্দের জেমস চকলেট বাঁধা (বন্ড) ছিল এই মনের দুঃখে ছেলেটি সামু ব্লগে একাউন্ট খুলল "জেমস বন্ড" নামে ।
০৩
সে কবিতা আবৃতি খুব পছন্দ করতো । বিভিন্ন দিনে বিভিন্ন কবিতা মুখস্ত করতো আর কবিতা আবৃতি করতো । একবার তার গুরু মশাই তাকে কবি নজরুলের "বিদ্রোহী" কবিতাটা মুখস্ত করতে দিল ! তারপর বলল ভাল করে মুখস্ত করতে । সামনে আবৃতি অনুষ্ঠানে তাকে এটা আবৃতি করতে হবে । সে লেগে গেল আপন মনে মুখস্ত করার জন্য । সেই সাথে চলল আবৃতি চর্চা ! দেখতে দেখতে চলে এল অনুষ্ঠান । সে শুরু করলো আবৃতি ।
বল উন্নত মম শির!
শির নেহারী' আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর!
বল বীর-
.....
বিদ্রোহী রণ-ক্লান্ত
আমি আমি সেই দিন হব শান্ত!
আমি .....।
আমি আমি.....
সে আটকে গেল ! আর কিছুতেই মনে করতে পারলো ঠিক এর পরেই কোন শব্দ টা আছে ।
স্টেজ থেকে নেমে গেল । পুরষ্কার হাত ছাড়া হয়ে গেল । বাসায় এসে দেখলো সেই পরের শব্দ টা কি । শব্দটা ছিল "আমি বিদ্রোহী ভৃগু"
আর কোন দিন যাতে সে এই শব্দ দুটো না ভোলে তাই সে সামুতে নিজের নিক খুলল "বিদ্রোহী ভৃগু" নামে !
০৪
ছেলেটি এবং তার বন্ধুটি তাদের ক্লাসের একটা মেয়েকে খুব পছন্দ করতো । তাদের ভিতর কথা ছিল যে, মেয়েটি যাকে পছন্দ করবে ওপর জন খুশি খুশি মনে সেইটা মেনে নিবে । দুজনেই লাজুক প্রকৃতির ছিল তাই মেয়েটিকে কিছু বলতে পারতো না । তবে মেয়ে জানতো যে দুজনই তাকে পছন্দ করে । এভাবে দিন যায়, মাস যায়, এমন কি বছর চলে যায় কিন্তু কেউ আর কিছু বলতে পারে না !
এই দিকে ছেলেটি কলেজের পড়ার পাঠ চুকিয়ে বুয়েটে চাণ্স পেয়ে গেল । একদিনের কথা । ছেলেটি বুয়েটে পড়তে চলে যাওয়ার আগের দিন । মাঠে বসে আছে চুপচাপ । এমন সময় সেই মেয়েটি এসে হাজির । মেয়েটির হাতে একটা খাতা আর কলম ।
মেয়েটি ছেলেটির সামনে বসে বলল
-এই বলতো "আমরা" কে ভাঙ্গলে কি হয় ? এই খাতায় লিখো তো ।
ছেলেটি বাংলা গ্রামার ভাল পারতো !
ছেলেটি খাতায় লিখলো
"আমি তুমি সে"
মেয়েটি তখন ছেলেটির হাত থেকে কলম টা নিয়ে নিয়ে "সে" টা কেটে দিল ! তারপর একটু লাজুক হাসি দিয়ে বলল
-"আমি" "তুমি" মিলে "আমরা" হতে চাই । "সে" বাদ ! ঠিক আছে ?
ছেলেতো মহা খুশি ! "সে" বাদ মানে তার বন্ধুকে মেয়েটিকে পছন্দ করে নি । তাকে পছন্দ করেছে ।
বুয়েটে তার দিন ভালই কাটতে লাগলো ! পড়ালেখা আর মেয়েটি । একদিন ছেলেটি বুয়েট নিয়ে একটা লেখার লিংক ধরে সামু ব্লগের খোজ পেল ! কিছু ব্লগ পড়েই মনে হল এখানে একটা নিক খুলে ফেলা যায় ! কিন্তু কি নাম দিবে প্রথমে খুজে পেল না ! ঠিক তখনই মেয়েটার ফোন এসে হাজির !
সঙ্গে সঙ্গে ছেলেটির মাথায় নামটি চলে এল "আমি তুমি আমরা" ।
০৫
আপন মনেই খেয়ালী ছেলেটা । আর ছিল খুব লাজুক ! মনে মনে ক্লাসের শতাব্দী রায় নামের একটা মেয়েকে খুব পছন্দ করতো । কিন্তু কিছুতেই বলতে পারতো না । খুব লজ্জা পেত । এদিকে তার কথা না ভেবে সে কিছুতেই শান্তি পেত না । পাছে লোকজন জেনে ফেলে সমস্যা করে তাই সেই মেয়েটির নাম কিঞ্চিত বদলে সে রাখলো "শতদ্রু" নিজের মনেই শতদ্রুকে নিয়ে কত কথা বলতো কবিতা লিখতো ! গল্প লিখতো । সবাইকে সেটা পড়িয়ে শুনাতো ! কেউ বুঝতে পারতো না ! সবাই মনে করতো শতদ্রু মানে হবে হয়তো কোন কিছু । কিন্তু সেই মেয়েটি ঠিকই বুঝতে পারতো । মেয়েটিও কিছু বলতো না !
একদিন তার বন্ধুরা তাকে চেপে ধরলো । আজ তাকে বলতেই হবে কি এই শতদ্রু আর কে এই শতদ্রু ! ছেলেটি কিছুতেই বলবে না ! তার বন্ধুরা তাকে ছাড়বেও না, না বলা পর্যন্ত । তখনই ছেলেটির চোখ গেল মেয়েটির দিকে । মেয়েটি তাকে হাতের ইশারায় কিছু একটা বলতে বলছে । প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে বুঝলো সে মেয়েটি তাকে নদী বলার চেষ্টা করছে তখনই ছেলেটি বলল আচ্ছা বলছি এর মানে কি !
বন্ধুরা বলল কি
সে বলল
-একটি নদী !
বন্ধুরা বলল
-কি ?
সে আবার বলল
-একটি নদী !
-কি !
-শতদ্রু একটি নদী ...। আমার নিজের নদী ।
তারপর মেয়েটির দিকে তাকিয়ে দেখে মেয়েটি মিষ্টি মিষ্টি হাসছে !
এইভাবেই জন্ম হল, শতদ্রু একটি নদী..." নামের নিকের !
০৬
ছেলেটি ডোরেমোন দেখতে খুব ভালবাসতো । সারাদিন কেবল ডোরেমোন আর ডোরেমোন ! তার ডোরেমোন দেখার জ্বালায় পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে যেত । ছেলে এতো বড় হয়ে গেল অথচ এখনও ডোরেমোন দেখে, এটা বাইরে জানাজানি হয়ে গেলে সবাই লজ্জায় পড়ে যাবে । তাই সবাই কিছু বলতো না । চুপচাপ দেখতে দিত । তবে কথা গোপন রইলো না । তার এই ডোরেমোন প্রীতির জন্য লোকে তাকে রিয়েল ডোরেমোন ফ্যান উপাধীতে ভূষিত করলো ।
কিন্তু একদিন ছেলেটা পড়ালেখা করার জন্য ফ্রান্সে চলে গেল । সেখানে গিয়ে তার বাংলাদেশের কথা মনে পড়তো খুব । বাংলাদেশের মানুষ গুলোর সাথে যোগাযোগ করার জন্যই সে সামু ব্লগে একটা নিক খুলতে চাইলো । এখানে অনেক বাংলা ভাষাভাষি লোকেরা ব্লগিং করে ।
এখন কি নামে খুলবে এই নিয়ে খানিকক্ষন চিন্তা করলো সে । সে যেহেতু ডোরেমোনের ফ্যান এবং দেশে থাকতে লোকে তাকে রিয়েল ডোরেমোন ফ্যান উাপধী দিয়েছে তাই সে এই নামেই সামু ব্লগে একটা নিক খুলতে চাইলো । কিন্তু দুঃখের বিষয় বেখালে রিয়েল ডোরেমোন লিখতে গিয়ে ছেলেটি বানান ভুল করে লিখলো "রিয়েল ডেমোন" । সামুতে নাম বদলানো যায় না বিধায় সেই রিয়েল ডোরেমোনের ফ্যান ছেলেটির নাম এখনও "রিয়েল ডেমোন" ই রয়ে গেছে ।
০৭
গ্রামের মাঠে ছেলেটি প্রতিদিন খেলতে যেত । তার ছিল সব খেলার সামগ্রী ! ব্যাট, ক্রিকেট বল, ফুটবল, ভলিবল ইত্যাদি ! গ্রামে প্রতিদিন বিভিন্ন রকমের খেলা হত । সবাই মিলে নানান খেলা করতো । কোন দিন ফুটবল কোন কাবাডি আবার কোন দিন ক্রিকেট ! বিকেলে খেলার আগের প্রতিদিন আলোচনা হত আজকে কি খেলা হবে । সেই মোতাবেক সবাই প্রস্তুতি নিয়ে আসতো ! কিন্তু মাঝখানে ঝামেলা করতো ছেলেটি ! যেদিন সবাই মিলে ঠিক করতো যে বিকেলে ফুটবল খেলা হবে সেদিন ছেলে ঠিক অন্য খেলার সামগ্রী নিয়ে হাজির হত ! যেই দিন যে খেলার কথা ঠিক হত সে নিয়ে হাজির হত অন্য খেলার জিনিস পত্র । যেহেতু সব খেলার জিনিস তার নিজের ছিল তাই তাকে কিছু বলার সাহস করতো না ! এই ভাবে প্রতিদিন নির্ধারিত খেলা বদলে দেওয়ার জন্য ছেলেটির নাম হয়ে গেল "গেম চেঞ্জার"
০৮
চাঁদের বুড়ির আসলে একটা নাতি ছিল । সারা দিন বুড়ি চরকা কাটতো আর তার নাতি এদিক ওদিক খেলা ধুলা করতো ! কিন্তু বুড়ি চিন্তা করে দেখলো এভাবে করে কেবল খেলা করতে থাকলে তো তার নাতি কিছুতেই বড় হতে পারবে না, মানুষের মত মানুষ হতে পারবে না । বড় হয়ে তাকেও তার মত সুতা কাটতে হবে । তাই ঠিক করলো তার নাতিকে সে পৃথিবীতে পাঠাবে । মানুষের মত মানুষ করবে । লম্বা একটা মই বানিয়ে তাকে পাঠিয়ে দিল পৃথিবী তে । সেই নাতি পৃথিবীতে এসে শুরু করলো পড়া লেখা । মন দিয়ে পড়া লেখা করতো আর সারা দিন চাঁদের দিকের তাকিয়ে দাদীকে মনে করতো । একদিন তার মনে হল কেবল পড়া লেখা করলেই হবে দেশ ও সমাজ নিয়েও ভাবতে হবে । নিজের চিন্তা ভাবনা সবার মাঝে বিলিয়ে দিতে হবে ! তাই সে ঠিক করলো ব্লগে একাউন্ট খুলবে । কিন্তু ব্লগের নাম কি দেব । তখনই তার উপরে দাদীর কথা মনে হল । তাই সে চাঁদের বুড়ি দাদীর কথা চিন্তা করে, তাকে মনে রাখার জন্য নিকের নাম দিল "ডি মুন"
০৯
একটি ছোট নদী ছিল । বাংলাদেশের খুলনায় নদী অবস্থিত । একটা ছেলে সেই নদীর পাড়ে বসে থাকতো সারা দিন । কি যেন খুজতো ! কিংবা কাকে যেন খুজতো কেউ বলতে পারে না । সারাদিন নদীতে কত ট্রলার চলতো, কত লঞ্চ চলতো । ছেলেটি সেগুলো "নির্লিপ্ত" ভাবে দেখতো ! কিন্তু কিছু বলতো না !
এভাবে দিন কেটে যাচ্ছিল । একদিন হঠাৎ ছেলেটি দেখলো একদল মেয়ে লঞ্চে করে সেই নদীতে ঘুরে বেড়াচ্ছে । মেয়েগুলোর ভেতরে একটি মেয়েকে দেখে ছেলেটির মনের ভিতর একটু আনন্দের সঞ্চালন হল ! শুরু হল এক অচেনা তোলপাড় ! তারপর থেকে ছেলেটি সারাদিন কি এক "স্বপ্ন" এর ভিতর ডুবে থাকতো কেউ বলতে পারে না । দিন নাই রাত নাই সারা দিন কেবল স্বপ্ন দেখতো ! কেউ না জানলেও ছেলেটি জানতো যে সে কিসের স্বপ্ন দেখতো !
কিন্তু একদিন তো সব কিছু ওলট পাটল হয়ে গেল । ছেলেটি নির্লিপ্ত ভাবে নদীর পাড়ে বসে সেই মেয়েটির স্বপ্ন দেখছিল, এমন সময় ঝড় উঠলো নদীতে । ঠিক সেই গাছের নিচের বসে ছিল ছেলেটি সেই গাছের উপরই "বাজ" পড়লো হঠাৎ করেই । আরেকটু হলেই ছেলেটি মারা পড়তো । কিন্তু সেই যাত্রায় ছেলেটি বেঁচে গেল ! কিন্তু তার পছন্দের গাছটি মারা পড়লো । তারপর থেকে ছেলেটি আর কোন দিন সেই নদীর পাড়ে যায় নি !
সেই নদীটির নাম ছিল আড়িয়াল খাঁ ! আর ছেলেটির নাম ?
আড়িয়াল খাঁ নদীর পাড়ে নির্লিপ্ত ভাবে বসে বসে স্বপ্ন দেখার সময় আকাশ থেকে বাজ পড়ার কারনে সেই ছেলেটি নিজের ব্লগীয় নাম রাখলো "নির্লিপ্ত স্বপ্নবাজ" । এখানে উল্লেখ্য তার ফেইসবুকীও নাম আড়িয়াল খাঁ ।
১০
এলাকায় তখন খুবই ভুতের ভয় । সন্ধ্যা হলেই মানুষ ঘর থেকে বের হতে ভয় পেত । সন্ধ্যা হলেই সবাই দরজা জানালা বন্ধ করে বসে থাকতো ঘরের ভেতরে । কেউ বাইরে যেত না । কিন্তু একদিন একটা সমস্যা হয়ে গেল । হঠাৎ করেই এক পরিবারের একজন অসুস্থ হয়ে গেল । তার জন্য জরুরী ভিত্তিতে কিছু ঔষধ দরকার কিন্তু সেটা ছিল শহরের অপর প্রান্তে । এই রাতের বেলা কে যাবে ?
কেউ সাহস পেল না ! বাড়িতে কান্নার রোল উঠলো । পাশের বাড়ি থেকে একজন শুনতে পেল সেই কান্না । যদিও তার নিজেরও বেশ ভয় করছিল সে বেড়িয়ে এল বাসা থেকে । সব শুনে তার সাইকেল নিয়ে সেই রাতের বেলা রওনা দিল ঔষধ নিয়ে আসার জন্য । পুরো রাস্তা সে চলল এক টানা ! তারপর ঔষধ নিয়ে আবারও ফিরে এল । বেঁচে সেই মানুষটার প্রান !
সকাল বেলা এই ঘটনা পুরো এলাকা ছড়ি গেল । তার সাহসের কাজের জন্য সবাই তাকে খুব প্রসংসা করতে লাগলো । পাড়ার মেয়েরা তার জন্য পাগল হতে শুরু করলো । যখন সে পাড়ার রাস্তা দিয়ে হেটে যেত তখনই সবাই তার নামে হেইল করতে শুরু করলো ! সেই থেকে তার নাম হয়ে গেল পাড়ার সাহসী সন্তান !
১১
এক দেশে এক রাজা ছিল । তার ছিল একটা ছেলে । সেই রাজ পুত্রের ঘোড় সাওয়ারের খুব সখ ছিল । সারা দিন সে ঘোড়ায় করে ঘুরে বেড়াতো ! এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেত । রাজ পুত্র বলে কথা । রাজ্যের সকল মেয়ে সেই রাজপুত্রের জন্য লাগল ছিল কিন্তু সেই রাজপুত্র কাউকে পাত্তা দিতো না ।
একদিন রাজপুত্র ঘোড়ার করে বনের ভেতরে ঘুরে বেড়াচ্ছিল । হঠাৎই তার সামনে একটা মেয়ে এসে হাজির । সেই মেয়ের রূপ দেখে রাজপুত্রের তো মাথা খারাপ ! বারবার ভাবতে লাগলো এতো সুন্দর মেয়েও আছে । সে এক ভাবে তাকিয়েই রইলো । আসলেই সেই মেয়ে কোন মেয়ে ছিল না । সে ছিল বনের এক পেত্নী । সে চোখের যাদুতেই রাজপুত্রের মাথা খারাপ করিয়ে দিল । তারপর সেই রাজপুত্র বনে বনে ঘুরতে লাগলো ! কোন ভাবেই আর বনের ভেতর থেকে বের হতে পারলো না ! কোন দিক দিয়ে বের হয়ে বাড়ির দিকে সেটার কোন দিশে পেল না ! তাই তার নাম হয়ে গেল দিশেহারা রাজপুত্র ।
১২
ছোট বেলা থেকেই ছেলেটির খুব পড়ার সখ ছিল । ক্লাসের বই বাদ দিয়েও সে আরও অনেক ধরনের বউ পড়তো ! পাড়ার লিখিল বাবু পাঠক সঙ্ঘের সে ছিল একজন নিয়মিত পাঠক । কিন্তু কেবল তো বই পড়লেই চলবে না জীবনে বেঁচে থাকার জন্য আরও অনেক কিছু করা লাগবে । কাজের সন্ধানে সে চলে গেল বিদেশ । কিন্তু তবুও সেখানে গিয়েও তার বই পড়ার অভ্যাস টা গেল না কিছুতেই । প্রবাসে বসে বই পাঠের অভ্যাস টা তার যেন আরও গাঢ় হল । সেই ছেলেটাই আজকে সামুতে পোস্ট লেখে প্রবাসী পাঠক নামে !
১৩
সেই মানুষটি আগে থাকতো গ্রামে । একদিন চলে এল ঢাকা শহরে । ঢাকাতে এসেই তার ঢাকা শহরটা খুব পছন্দ করে ফেলল । সেখানেই যেত সব জায়গায় সে ঢাকায় থাকা মানুষদের কে খুব পছন্দ করতো ! তাদেরকে আলাদা খাতির করতো ! দেশের বাইরে গেলেও চেষ্টা করতো এমন জায়গা থাকার যেখানে ঢাকায় থাকতো এমন লোকজনের আশেপাশে থাকতে । সেই মানুষটির নামই "ঢাকাবাসী"
১৪
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক বইটা সেই রাখাল ছেলেটির খুব পছন্দের ছিল ! যেখানেই যেত সাথে করে সেই বইটি নিয়ে যেন । যখন মাঠে যেত কাজ করার জন্য তখনই বইটা তার সাথেই থাকতো ! সব সময় আরণ্যক বইটা সাথে থাকার জন্য সেই ছেলেটিকে সবাই ডাকতো আরণ্যক রাখাল ।
১৫
একজন ছিল খুবই সচেতন । সকল বিষয়েই তার ব্যাপক সচেতনতা । এবং সেই সচেতনা সবার মাঝে ছড়িয়ে দিতো চাইতো । এভাবেই হ্যাপি বোধ করতো । তাই তো তার নাম হয়ে গেল সচেতনহ্যাপী
১৬
অনেক দিন আগের কথা । সুন্দরবনের গহীনে এক ইয়া অতিকায় স্পেশশীপ এসে থামলো ! অনেক ভিন গ্রহ থেকে কিছু প্রানী, আমরা যাকে এলিয়েন বলি, সেই এলিয়েন এসে নিচে নামলো । তাদের প্রধান লক্ষ্য এই এলাকা সম্পর্কে জ্ঞান লাভ করে আদের প্লানেট হেড এর কাছে রিপোর্ট করা । সবাই সবার কাছে লেগে গেল । তাদের ছিল অত্যাধিনুক ট্রান্সলেটর যার সাহায্যে তারা সব কিছু সাথে কথা বলতে পারছিল ! তাছাড়া সেই ভিন গ্রহয়ের জাতির নাম ছিল স্বর্ন্ । তাদের একটা আলাদা ক্ষমতা ছিল যে তারা সামনে যা দেখতে পেত সেই জিনিসের আকৃতি ধারন করতে পারতো ! কিন্তু সমস্যা ছিল যে যদি একজন স্বর্ণ ৫ মিনিটের বেশি সেই রূপ ধরে থাকে তাহলে সে আর আসল রুপে ফিরতে পারে না ! এই ভাবে তারা বনের ভিতর যা দেখে তারই রূপ ধারন করে ফেলছিল মজা করার জন্য । এভাবে তথ্য সংখ্যা করতে করতে একজন স্বর্ণ্ চলে গেলো কাছে একটা গ্রামে । গ্রামের ভিতর গিয়েই সে অদ্ভুদ আকৃতির এক প্রানী(মানুষ) দেখলো । কিন্তু কাল বিলম্ব না করে সেই এলিয়েন মানুষের আকৃতি ধারন করে ফেলল ! তার এই নতুন রূপ সে নিজেই খুব পছন্দ করে ফেলল । কিন্তু এই রূপে তো আর সারা জীবন থাকা যাবে না তাই সে যেই অন্য রূপে বদলাতে যাবে তখন গ্রামের এক ছোট্ট শিশু কে দেখলো তার দিকে এগিয়ে আসতে । এগিয়ে এসে তার দিকে তাকিয়ে বাচ্চাটি ভ্যা করে কেঁদে দিল ! সেই স্বর্ণ্ টি ভয় পেয়ে গেল ! এখন কি করবে সে বুঝতে পারলো না ! এগিয়ে গিয়ে ছেলেটির কান্না থামানোর চেষ্টা করলো ! কান্না শুনে গ্রামের ভিতর থেকে বাচ্চার মা এগিয়ে এসে দেখে এক সুন্দরী মেয়ে তার বাচ্চার কান্না থামানোর চেষ্টা করছে । মা টি কাছে গিয়ে বলল
-আফা ! ঐ এমতেই কান্দে ! আপনে আপনের হাত নষ্ট কইরেন না !
তারপর সেই স্বর্ণ্ কে নিয়ে গেল গ্রামের ভিতরে । তারা সবাই সেই স্বর্ণ্ কে দেখে খুব খুশি ! এখানে বাইরে থেকে কোন মানুষ আসে না ! আর এই মানুষ রূপী স্বর্ণ্ এর বেশ ভুশাও অন্য রকম ! বেশ ভাল ! সেই স্বর্ণ্ও খুব খুশি এদের আতিথিয়তা দেখে ।
এদিকে ৫ মিনিটের বেশি কখন যে পার হয়ে গেছে সেই ভীন গ্রহের স্বর্ণ্ টেরই পায় নি । যখন টের পেল তখন আর কিছু করার ছিল না ! তাকে এখন সারা জীবন এই রূপেই থাকতে হবে ! সে এখনও এই পৃথিবীতে আছে । তাকে ছেড়ে তার স্পেস শীপ চলে গেছে কিন্তু সে থেকে গেছে এই পৃথিবীতে
সেই স্বর্ণ্ই এখন সামুতে ব্লগিং করে স্বর্ণা নামে ! Extraterrestrial স্বর্ণা ! এক্সট্রাটেরিস্টায়াল স্বর্ণা
(Extraterrestrial মানে হল a hypothetical or fictional being from outer space, especially an intelligent one)
নিতান্তই ফান পোস্ট এটা । এর আগেও এরকম একটা পোস্ট দিয়েছিলাম সামুতে অনেক দিন আগে । সেই সময়ে সবাই পোস্ট টা সবাই পছন্দ করেছিল । আশা করি এবারও পছন্দই করবে । আর যাদের নিয়ে লিখলাম তাদের সবাইকে কাছের মানুষ মনে করেই লিখেছি ! টারা নিয়মিত আমার পোস্ট পরে আমি নিজেও তাদের পোস্ট পড়ি । তারপরেও যদি কারো মনে হয় যে এই পোস্টে তার নাম টা রেখে আমি ঠিক করি নি সে যেন নির্ধিধায় আমাকে বলে ফেলে । আমি সাথে সাথেই পোস্ট এডিট করে ফেলবো ! ধন্যবাদ সবাই কে !
বিঃ দ্রঃ আরও কেউ নিজের নামের রহস্য জানতে আগ্রহী হলে পরবর্তি পোস্টে তার নামের রহস্যও বের করা হবে !
০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৭
অপু তানভীর বলেছেন:
২| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১২
গেম চেঞ্জার বলেছেন: বিকেলে খেলার আগের প্রতিদিন আলোচনা হত আজকে কি খেলা হবে । সেই মোতাবেক সবাই প্রস্তুতি নিয়ে আসতো ! কিন্তু মাঝখানে ঝামেলা করতো ছেলেটি ! যেদিন সবাই মিলে ঠিক করতো যে বিকেলে ফুটবল খেলা হবে সেদিন ছেলে ঠিক অন্য খেলার সামগ্রী নিয়ে হাজির হত !
০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৫
অপু তানভীর বলেছেন:
৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১২
সেলিম আনোয়ার বলেছেন: বেশ কয়েকটি নিকের শানে নযুল জানা হয়ে গেল ।+
০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৫
অপু তানভীর বলেছেন: আরও জানা যাবে ভবিষ্যতে
৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৮
বিদ্রোহী সিপাহী বলেছেন: নিকগুলোর ভিতরগত ইতিহাস চমৎকার হইছে ভাই।
ভাল লাগা রইল।
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ।
তা আপনে নিজের টা জানতে চান না ?
৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪০
শতদ্রু একটি নদী... বলেছেন: কে এই মেয়েটা? কে কে কে? আমিও ওই মেয়েটার নামও জানতে চাই। তার উপরেও প্রতিষ্ঠা করতে চাই পূর্ন অধিকার। অল আই নিড ইজ এভরিথিং
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৩
অপু তানভীর বলেছেন: আরও অনেক কিছুই আছে যা সবাই জানে না । এক সাথে বলে দিলে কিন্তু সব প্রকাশ হইয়া যাইবে
৬| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৫
আবু শাকিল বলেছেন: নিকের তর্জমা জানলাম
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৪
অপু তানভীর বলেছেন: আপনার টা করা যাবে না !
৭| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৬
শায়মা বলেছেন: কিন্তু সমস্যা হয়ে দাড়ালো যে একই সাথে সব জায়গায় থাকতে পারতো না । এক দেশে থাকার সময় তার অন্য দেশের প্রিয় মানুষের কথা তার মনে পড়তো । তখন তার মন খারাপ হত । কিভাবে সবার পাশে পাশে থাকা যায় সেই বুদ্ধি বের করতে লাগলো । তখন সেই পরীটা ব্লগে একটা একাউন্ট খুলে ফেলল । এর থেকে সহজ উপায় আর জানা ছিল না তার সেই পরীটাই এখন সামুতে ব্লগ লিখে অপ্সরা নামে !
হা হা হা আরও আছে !!!!!!!! অনেক কাহানিয়া!!!!!!!
বলবো ভাইয়ু!!!!!!!!!!!!
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬
অপু তানভীর বলেছেন: আরও কাহানিয়া জানতে চাই তো ! জলদি জলদি বলে ফেল
৮| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৮
শায়মা বলেছেন: আর একটা কথা, তোমরা জানোনা সাহসী সন্তান ভাইয়ার আরেকটা নাম আছে ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর মানে তিনি দামোদর পাড়ি না দিলেও তাদের বাড়ির পাশের সাগরদাঁড়ি ঠিকই পাড়ি দিতে পারেন সকাল বিকাল!! আমার কাছে প্রমান আছে এই তথ্যের!
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬
অপু তানভীর বলেছেন: কই সেই পাড়ার সাহসী সন্তান ?
তার কুনো খোজ নাই !
৯| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৬
আব্দুল্যাহ বলেছেন: বাহ, ভাইতো জোতিষ্যি...।
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৭
অপু তানভীর বলেছেন:
১০| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৭
অপ্রতীয়মান বলেছেন:
এইসব আইডিয়া নিয়ে ঘুমান কেমনে!
বেশ ভালো লেগেছে। বিশেষ করে আমি তুমি আমরা ভাইয়ের নামটার সানে নুযূল একটু বেশিই ভালো লেগেছে। তবে এর মাঝে বেশ কয়েকটি আগেই ফেসবুকে আপনার পোষ্টে পড়েছিলাম।
এইসব আইডিয়া নিয়ে ঘুমান কেমনে!
বেশ ভালো লেগেছে। বিশেষ করে আমি তুমি আমরা ভাইয়ের নামটার সানে নুযূল একটু বেশিই ভালো লেগেছে। তবে এর মাঝে বেশ কয়েকটি আগেই ফেসবুকে আপনার পোষ্টে পড়েছিলাম।
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৯
অপু তানভীর বলেছেন: রাতে ঘুম কম হয় ! ঘুমাই দিনের বেলা !
হুম ! ফেসবুকে কিছু দেওয়া হয়েছিল আগে !
১১| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৭
সচেতনহ্যাপী বলেছেন: মজার মাঝেই ছদ্মনামের আড়ালের মানুষগুলিকে চিনতে চেষ্টা করছি।।
কিন্তু ব্লগের প্রান ভোমরাতো আপনারাই।।
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
১২| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৮
মিন্টুর নগর সংবাদ বলেছেন: আমাড় ণিককের রহস/ কি
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪২
অপু তানভীর বলেছেন: অপেক্ষা করেন
১৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫১
সুমন কর বলেছেন: সবার গোপন কথা, এ ভাবে বলে দিতে নেই.........
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৪
অপু তানভীর বলেছেন: দিলাম কিছু না হয় বলেই
১৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৬
আমি ময়ূরাক্ষী বলেছেন: আমার নামের পিছেও একটি রহস্য রয়েছে। একদিন সে কথা আমি নিজেই লিখবো। অসাধারণ মজার একটি পোস্ট অপু তানভীর। শুভকামনা।
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৪
অপু তানভীর বলেছেন: আমিও লিখে দিতে পারি ! লিখে দিবো ?
১৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
♥কবি♥ বলেছেন: তথাস্ত!!!!!!!!!
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৬
অপু তানভীর বলেছেন:
১৬| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
রিকি বলেছেন: রেসপেক্ট
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৬
অপু তানভীর বলেছেন: স্যালুট
১৭| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
জেন রসি বলেছেন: অপু তানভীর নামের রহস্য জাতি জানতে চায়! রিকি আপুর রিকি নামকরেনের সার্থকতা ব্যাখ্যা করার দাবি জানাইতেছি!!!
চরম পোষ্ট।
+++
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৮
অপু তানভীর বলেছেন: আরে আমার নামের আবার রহস্য কি !!
আমার নামের তো কুনো রহস্য নাই ! সোজা সাপ্টা নাম টা আমার
১৮| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
রিকি বলেছেন: অপু ভাইয়ের নাম কিভাবে এসেছে ভাই ই বলতে পারবে---কিন্তু অপু ভাইয়ের নাম দেখে অপুর সংসার এবং অপুর পাঁচালী সিনেমা হয়েছে এ আমি বলতে পারি !!!!
আর আমার নামের সার্থকতা---আরেকদিন কোনদিন সেদিন সেদিনের পরেরদিন বলবো নি---তবে লেডিস ভার্সেস রিকি বেহেল আর রিকি অ্যান্ড দ্য ফ্ল্যাশ মুভি কিন্তু আমার নামেই হয়েছে। !!!!
তবে অপু ভাই, আমি দুইজনের কেউই নাম ভাঙ্গিয়ে বানানো সিনেমার ৫ পয়সারও royalty পায়নি ভাই---এ দুঃখ রাখি কোথায় !!!! @ জেন ভাই
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৯
অপু তানভীর বলেছেন: আমিও এটা ভাবছিলাম ! আপনের নামটা তাইলে এইভাবে আইছে ! বুঝবার পারছি
১৯| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
প্রামানিক বলেছেন: হা হা হা সুন্দর সুন্দর নিক নেমের গল্প। ধন্যবাদ
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
২০| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
থিওরি বলেছেন: ভাল পোস্ট! আমার নিক নিয়েও কি এমন পোস্টমর্টেম হবে নাকি? এ্যা
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫০
অপু তানভীর বলেছেন: অবশ্য হবে । অপেক্ষা করেন
ধন্যবাদ
২১| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
শাহাদাত হোসেন বলেছেন: ভালো লাগলো আপনার শানে নযুল ও ভাবস্প্রাসারণ ।
তবে ব্লগের নাম গুলোর ছেয়ে ফেসবুকের ছন্দনাম গুলো আজব কিছিমের ।
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
২২| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
শায়মা বলেছেন: ১৮. ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪ ১
রিকি বলেছেন: অপু ভাইয়ের নাম কিভাবে এসেছে ভাই ই বলতে পারবে---কিন্তু অপু ভাইয়ের নাম দেখে অপুর সংসার এবং অপুর পাঁচালী সিনেমা হয়েছে এ আমি বলতে পারি !!!! ) )
আর আমার নামের সার্থকতা---আরেকদিন কোনদিন সেদিন সেদিনের পরেরদিন বলবো নি---তবে লেডিস ভার্সেস রিকি বেহেল আর রিকি অ্যান্ড দ্য ফ্ল্যাশ মুভি কিন্তু আমার নামেই হয়েছে। !!!! ) ) )
তবে অপু ভাই, আমি দুইজনের কেউই নাম ভাঙ্গিয়ে বানানো সিনেমার ৫ পয়সারও royalty পায়নি ভাই---এ দুঃখ রাখি কোথায় !!!! ( ( ( ( ( @ জেন ভাই
নাইস কমেন্ট!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৩
অপু তানভীর বলেছেন:
২৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
এস কাজী বলেছেন: ব্যাপারটা আমি খুলে বলছি। মানে রিকিপুভাই আর তানভীর ভাইয়ের নিক রহস্য খোলার কথা।
তানভীর ভাইয়ের নাম আসছে পুরাপুরি একটা কেলেংকারী থেকে। যার নাম হলমার্ক কেলেংকারী।
আর রিকিপু একসময় রিকি মার্টিনের 'উন দস ত্রেস' গানের ভক্ত হওয়ার পর ওর নাম নিয়ে নেয়। পুরোটা নিতে চেয়েছিল। কিন্তু অনেকে যাতে উনি ছেলে না মেয়ে বুঝতে না পারে সেজন্য অর্ধেক নিয়েছেন @ জিনি মামা
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৪
অপু তানভীর বলেছেন: ভাই হলমার্ক হইছে কবে ? আমার বাপ মায়ের দেওয়া এতো চমৎকার একটা নাম আপনে কি কইয়া ফালাইলেন
২৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৫
রোবটিক হিউম্যান বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
২৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১
রিকি বলেছেন: আর রিকিপু একসময় রিকি মার্টিনের 'উন দস ত্রেস' গানের ভক্ত হওয়ার পর ওর নাম নিয়ে নেয়। পুরোটা নিতে চেয়েছিল। কিন্তু অনেকে যাতে উনি ছেলে না মেয়ে বুঝতে না পারে সেজন্য অর্ধেক নিয়েছেন @ জিনি মামা
ভাউ পন্টিং কি ভ্যাকেশনে গেছিল, মার্টিন লুল রেই পাইলেন !!!! ধরণী দ্বিধা হউ ......
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০১
অপু তানভীর বলেছেন:
২৬| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০২
কামরুন নাহার বীথি বলেছেন: পরীর গল্প, মিষ্টি প্রেম আর প্রেমিকযুগল -এর গল্প,দস্যি ছেলের গল্প, কার্টুন পাগলের গল্প,এলিয়েন -এর গল্প, রাখাল ছেলের গল্প, চাঁদের বুড়ীর নাতির গল্প, ভূত তাড়ানো সাহসী সন্তানের গল্প,আরো কত যে গল্প !!!!!!
শুধু গল্প আর গল্প!!! কিন্তু স্বপ্নে দেখা রাজকন্যার গল্প যে পেলাম না!
যাই হোক,তবুও ঠাকুরমার ঝুলির অনেক গল্পই শুনলাম!!
ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ!!!!
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য
২৭| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৯
অবেলার পানকৌড়ি বলেছেন: ছেলেটি ডিমের ঝুড়ি নিয়ে বিকেলবেলা হাটে যাচ্ছে, রাস্তার ধারে একটি পুকুরে একটি পানকৌড়ি ডুব দিচ্ছে আর মাছ ধরার চেষ্টা করছে। এই দৃশ্যটি তার ভালই লাগছিল হঠাৎ স্কুল ফেরত এক রুপসীর সাথে ধাক্কা ! ডিম গুলি সব ভেঙে গেল, মেয়েটি খিলখিল করে হাসছে এবং হালকা দৌড়ে পালিয়ে গেল। ছেলেটির ডিম বিক্রি হলোনা এবং বাবামা ইচ্ছেমত বকে দিল। রাত হয়ে এল , ঘুম আসছে না তাই সামুতে একটা আইডি খুলল "অবেলার পানকৌড়ি" নামে যাতে মেয়েটিকে ভুলতে পারে তবে সে মেয়েটিকে আজও ভুলতে পারেনি এবং তার ছোঁয়া আজও মনে শিহরন জাগায়।
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০২
অপু তানভীর বলেছেন:
২৮| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০১
প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা।
ডি মুনের নামকরণ এর পিছনে আর একটা গল্প আছে।
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০২
অপু তানভীর বলেছেন: সেই গল্প শুনতে জাতি আগ্রহী
২৯| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: খুব সুন্দর সুন্দর গল্প ফেঁদেছেন । অাপনাকে সাহিত্যে নোবেল দেওয়া উচিত । চরম হয়েছে নিকের ইতিহাসগুলো ।
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৪
অপু তানভীর বলেছেন: নুবেল চাই না !
৩০| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি .....।
আমি আমি.....
বিদ্রোহী ভৃগু.. "অতার" পোষ্টে একে দিলুম মন্তব্য চিহ্ণ !
অসাধারন সব গল্প সম্ভার!
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫
অপু তানভীর বলেছেন: কইছিলাম না আপনের গল্পের নিক রহস্য ঠিক ঠিক বের করে ফেলবো
৩১| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৮
ডাঃ মারজান বলেছেন: মজা পেলুম ভায়া......।। নিকের গল্প তাহলে এই, প্রাণ খুলে হাসলাম। +++++
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫
অপু তানভীর বলেছেন:
৩২| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৩
কালের সময় বলেছেন: তো ভাই নীক মানে কি ।
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬
অপু তানভীর বলেছেন: জানেন না ?
৩৩| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৯
ডি মুন বলেছেন: রেস্পেক্ট অপু তানভীর ভাই
সবার নিকের 'গুপন' রহস্য বের করার মত জটিল কাজ সম্পন্ন করার জন্যে
স্কটল্যান্ড ইয়ার্ডে খুব দ্রুত আপনার চাকরি হয়ে যাবে আশা করছি।
+++++
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৭
অপু তানভীর বলেছেন: সেটার নিয়োগপত্র চলে এসেছে আজকে
৩৪| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬
বিপরীত বাক বলেছেন: উপকথা
রুপকথা
কল্পকথা---?
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৭
অপু তানভীর বলেছেন:
৩৫| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১২
বিপরীত বাক বলেছেন: নাকি লোককথা বা লোকমুখে প্রচলিত ।।
১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৫
অপু তানভীর বলেছেন: সেই রকমই কিছু আবার সেই রকম কিছু না !
৩৬| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার বিশ্লেষণ, থুব ভাল লাগল।
১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৩৭| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০২
বিপরীত বাক বলেছেন: ভাই্।। অামারে একখান বানায়া দেন না।। চিনি কম দিয়ে।।।
চিরজীবন থুক্কু বাকী জীবন কৃতঘ্ন থাকমু।।
১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৮
অপু তানভীর বলেছেন: উখে নো চিন্তা ! অপেক্ষায় থাকুন !
৩৮| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৪
আরণ্যক রাখাল বলেছেন: মারহাবা
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২০
অপু তানভীর বলেছেন:
৩৯| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩২
জারাহ বলেছেন: ভালো লাগলো আপনার কঠিন গবেষণা
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২১
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
৪০| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । চমৎকার নামের ব্যবচ্ছেদ !
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৩
অপু তানভীর বলেছেন: থেংকু !
৪১| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
রুদ্র জাহেদ বলেছেন: খুব মজা লাগল। লেখকদের নিকের ব্যবচ্ছেদ। দারুন।আমারে একটা বের করে দিয়েন দেখি। মিল কেমন পাই জানবার ইচ্ছা হইল।হাহাহা
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৭
অপু তানভীর বলেছেন: আপনার টা তো আসল নামই মনে হচ্ছে ! এটার বের করবো কিভাবে ?
৪২| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
অপু দ্যা গ্রেট বলেছেন: নিজের এবং বাকিদের নামের পোস্টমর্টেম এর অপেক্ষায় ।
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৯
অপু তানভীর বলেছেন: অপেক্ষায় থাকেন ! চলে আসবে একদিন
৪৩| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
সাহসী সন্তান বলেছেন: নাম নিয়ে যে বিস্তর গবেষনা করছেন সেইটা তো বেশ বুঝতে পারছি। সত্যি বলতে কি, আপনাকে এতদিন পর্যন্ত আমি সামু ব্লগের একজন রোম্যান্টিক গল্প লেখক হিসাবেই চিনতাম। তবে আজ বুঝতে পারছি, আপনি শুধু রোম্যান্টিকই নন, অনেক বড় গবেষকও বটে। হাজিরা দিতে একটু দেরি হয়ে গেল বলে আন্তরিক ভাবে দুঃখিত! তবে আপনি আমার নিক নেম গবেষনার ভিতরে সামান্য একটু মিসটেক করে ফেলেছেন ভাই। কারন আমাদের গ্রাম্য এলাকাটা একটু প্রত্যন্ত অঞ্চল বটে তবে সেখানে ভুতের ভয় খুব একটা নেই! সুতরাং আমার 'সাহসী সন্তান' হয়ে ওঠার পিছনে আপনি যে ঘটনাটা তুলে ধরেছেন সেটা শুধুমাত্র মিডিয়ার সৃষ্টি! বাস্তবে এর কোন ভিত্তিই নেই।
তবে হ্যা, নাম যেহেতু একটু হয়েছে সুতরাং তাতে কিছুনা কিছু ঘটনা তো থাকবেই? আমি না হয় সেই ঘটনাটা একদিন সময় করে জাতির সামনে তুলে ধরবো.......!!
শায়মা আপুনি, আপনাকে বিশ্বাস করে আমি না হয় আমার ঘরের কথা কিছুটা আপনাকে বলেছিলাম? তাই বলে আপনি সবার সামনে তা ফাঁস করে দেবেন? এভাবে ঘরের কথা পরের সাথে বলা আপনার একদমই উচিত হয়নি! আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং সেই সাথে সাথে আগামী যে কোন দিন কঠোর আন্দোলনের হুমকি প্রদান করছি!
আমি অপু ভাইয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে জাতি 'কথাকথিকেথিকথন' নামক নিক নেমটার ইতিহাস জানতে চায়! তাছাড়া কেন তিনি এমন বিদঘুটে নিক নেমটা ব্লগে প্রকাশ করলেন তার ব্যাখ্যাও চায়? কারন গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে যে, ইতোমধ্যে এই নিক নেমটা উচ্চারন করতে গিয়ে অনেক ব্লগারের দাঁত ভাঙা সহ নাভিশ্বাস উঠার উপক্রম হয়েছে। ভাই আপনিও একটু সাবধানে নামটাকে উচ্চারন কইরেন! তা না হলে আপনারও কিন্তু দাঁত ভাঙার সমূহ সম্ভাবনা দেখতে পাচ্ছি........!!
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩২
অপু তানভীর বলেছেন: কাহিনী অবশ্য আরও আছে আরও সাহসের কথাও বর্ণনা করা যাবে ! কুনো ব্যাপার নহে ! আর শায়মা আপু যা বলে দিয়েছে তা আপনে আরও ক্লিয়ার করে ফেলেন ! জাতি জানুক !
আর আপনার অনুরোধ গৃহীত হইলো । দেখা যাক সামনের পোস্টে কি করা যায় !
৪৪| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০
তারছেড়া লিমন বলেছেন: কাম সারছে..........
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩
অপু তানভীর বলেছেন: কার কাম ?
৪৫| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
সোহানী বলেছেন: আরে তাইতো............ এতদিন এতো রহস্য কোথায় লুকিয়ে ছিল!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫
অপু তানভীর বলেছেন: আরও বের হবে রহস্য !
৪৬| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫৮
রাফা বলেছেন: অপু হোমসের (শার্লক হোমসের) সফল অভিযানের জন্য-ধন্যবাদ।
প্রথম অনুসন্ধানের চাইতে ২্য় অনুসন্ধান ভালো হইছে।
ফাইনাল এপিসোডের অপেক্ষা্য় রইলাম।
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:০৩
অপু তানভীর বলেছেন: অপেক্ষায় থাকুন চলে আসবে যথা সময়ে
৪৭| ১১ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:১১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Thanks for remembering me!
১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৬
অপু তানভীর বলেছেন: আপনে তো ভুইলা গেছেন
৪৮| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
মিমমা সুলতানা মিতা বলেছেন: হুম, হেব্বি হইছে গবেষনা
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২২
অপু তানভীর বলেছেন:
৪৯| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৭
জোগ্যান বলেছেন: নিক নিয়ে নাচানাচি ভালোই চলছে।
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩
অপু তানভীর বলেছেন:
৫০| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৪
চ্যাং বলেছেন: খপরদার!!! আমি কিন্তু হাড্ডি ভাঙি ফালামু। আর ডুগডুগি বাজামু। আর ধেইণেই ধেইহেই নাচমু।
আঁর নিক নি নাড়নচাড়ন চইলপনো। হেঁ--
( কানে কানে কইঃ ভুই পাইবেন না আবার)
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৯
অপু তানভীর বলেছেন:
৫১| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৭
অপু দ্যা গ্রেট বলেছেন: আপনিও অপু আমিও । সুতরাং বুঝতেই পারছেন
১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
অপু তানভীর বলেছেন:
তা আর বলতে
৫২| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৫
মহান অতন্দ্র বলেছেন: হা হা হা । ভাল, মজা পেলাম।
১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৭
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৫৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮
আলভী রহমান শোভন বলেছেন: মজার ছিল পোস্টটি ।
২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৪
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৫৪| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮
জারাহ বলেছেন: মজার পোস্ট
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৪
অপু তানভীর বলেছেন:
৫৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মজাই মজা
+++
২৬ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫০
অপু তানভীর বলেছেন:
৫৬| ২৬ শে মে, ২০১৯ রাত ৯:৫৯
আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস
২৬ শে মে, ২০১৯ রাত ১০:৩৫
অপু তানভীর বলেছেন:
৫৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৫১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এখানে আমার মন্তব্য ছিল না!!
০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৩৪
অপু তানভীর বলেছেন: এই যে এখন আছে !
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০২
মীর কাশেম বলেছেন: ভালো পোস্ট +++++++