নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

পাঠ প্রতিক্রিয়াঃ মেলা থেকে কেনা ব্লগারদের বই পড়ার পরের মনভাব !

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২

পাঠ প্রতিক্রিয়া বলতে যা বুঝায় তা আমি ঠিকঠাক মত লিখতে পারি না । কেবল একটা বই পড়ার পরে মনে যা আসে সেটা বলি । ভাল লাগলে ভাল বলি খারাপ লাগবে বেশ খারাপ ভাবেই খারাপ বলি এবং বলি সরাসরি । যেহেতু আমি নিজের জীবনের কিছুটা সময় আমি বইটার পেছনে ব্যয় করেছি সেহেতু বইটা ভাল লাগলে ভাল বলা কিংবা না লাগলে সেটাকে খারাপ বলার অধিকার আমার আছে । যাই হোক এবার আমার পাঠ প্রতিক্রিয়া শুরু করি ! এবার বই মেলা থেকে বেশ কিছু সংখ্যক বই কেনা হয়েছে । সেগুলো আস্তে আস্তে পড়া শুরু করেছি । আপাতত চারটা বই শেষ হয়েছে । সেই চারটা বইয়ের ব্যাপারের কিছু লিখি ।


প্রথম যে বইটা শেষ করেছি সেটার নাম "মিথস্ক্রিয়া" লেখক "কিশোর পাশা ইমন" । প্রকাশিত হয়েছে বাতিঘর থেকে । প্রচ্ছদ করেছেন ডিলান । মোট পৃষ্ঠার সংখ্যা ৩৫১ টি । মূল্য ৩২০ টাকা । বাঁধাই আর পৃষ্ঠার কোয়ালিটি মোটামুটি ।
------------

আমাদের দেশের মৌলিক থ্রিলার গুলো জনপ্রিয়তা পাওয়া শুরু করেছে খুব বেশি দিন হয় নি । ভাল লাগা মৌলিক থ্রিলারের ভেতরে এতোদিন নেমেসিস এবং ২৫শে মার্চ ছিল সবার উপরে । কিন্তু মিথস্ক্রিয়া পড়ার পর সেটা বদলেছে । বইটা শুরু করার পর আমি কেবল এক টানা পড়েই গেছি আর পড়ার সময় কেবলই মনে হচ্ছিলো আমাদের নিজেদের দেশীও এমন লেখা আসলেই অনেক দিন পড়া হয় নি । একটানেই বলা চলে বইটা আমি শেষ করেছি এবং বইটা শেষ করার মনে হয়েছে অনেক দিন পরেই একটা মনের মত বই পড়ে শেষ করেছি । লেখকের কথা আগে টুকটাক জানতাম তবে ভাল করে খোজ নিয়ে জেনেছি যে লেখক আমার থেকেও বয়সে বেশ ছোট । এই ছোট বয়সেই এমন চমৎকার একটা বই যে লিখে ফেলতে পারে নিঃসন্দে সামনের জীবনে তার কাছ থেকে আরও চমৎকার সব বই আমরা পাবো । আমি কেবল বলবো যে এবার বই মেলা থেকে কেউ যদি একটা থ্রিলার কেনার কথা ভাবেন তাহলে তার এই বইটা কেনা উচিৎ । যারা থ্রিলার ভালবাসের তাদের সময় কিংবা অর্থ কোনটাই নষ্ট হবে না কিংবা বই পড়ার পরে আফসোস হবে না এটা আমি নিশ্চিত করেই বলতে পারি ।

কাহিনী শুরু বাংলাদেশের একজন খ্যাতিমান বিজ্ঞানীর রহস্যময় মৃত্যু দিয়ে । নিজের সুরক্ষিত ল্যাবে তিনি মারা যান । কিডন্যাপ হয় তার নিজের ছেলে । স্বয়ং আর্মি জেনারেল ইচ্ছায় ডাক পরে হোমিসাইডের সব থেকে চৌকশ গোয়েন্দা আসিফ আহমেদের । কিভাবে খুনী ভেতরে এসে তাকে মেরে ফেলেছে তা প্রথমে বোঝা যায় না । তবুও দ্রুত তথ্য সংগ্রহ করতে থাকে সে কিন্তু মাঝে পথেই তাকে থামিয়ে দেওয়া হয় । কেস চলে যায় এফবিআইয়ের হাসে । তবুও হাল ছাড়ে না আসিফ । অন্য কেসের ফাকে ফাঁকেও চালিয়ে চায় কার্যক্রম এবং সেখান থেকে বের হতে থাকে অন্য রকম সব তথ্য । ঘটনা পাল্টাতে থাকে খুব দ্রুত । একটা অদৃশ্য শক্তি পেছনে লেগে থাকে তাদের । নিজের পুরো ডিপার্টমেন্ট যখন আসিফের পেছনে লেগে যায় তখন এক অপরাধীর সাথে জোট বাঁধে আসন্ন বিপদ মোকাবেলা করার জন্য । সেই সন্ত্রাসী নিজেও সেই গোপন সংঘের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে নিজের খুব আপন কাউকে বাঁচানোর জন্য । সাথে যুক্ত হয় আরেক ভ্যাম্পায়ার বয় ।

মিষ্ট্রি, থ্রিল আর একশান সব কিছুই পাবেন এই বইতে এই টুকু বলতে পারি । খারাপ যা লেগেছে সেটা উল্লেখ করার মত নয় । ই-কারে আর ঈ-কারের কয়েকটা সমস্যা ছাড়া আর বানান ভুল চোখে পড়ে নি ।

আর দেরী না করে আজকেই সংগ্রহ করে ফেলুন !



দ্বিতীয় বইয়ের নাম "জীবন বৃত্তান্তে নেই" । লেখক "কাসাফাদ্দৌজা নোমান" । প্রকাশিত হয়েছে দেশ প্রকাশনী থেকে । প্রচ্ছদ করেছেন ধ্রুবএষ । পাতার সংখ্যা ৯৬ টি । মূল্য ১৮০ । বইয়ের বাঁধাই আর পৃষ্ঠার কোয়ালিটি খুবই ভাল ।
---------

অনলাইনে সবাই নোমান ভাইকে চিনেন ক্ষুদ্র আর মজাদার স্টাটাস দাতা হিসাবে । আমি তাকে চিনি ছোট গল্পকার হিসাবে । ব্লগ থেকেই তার ছোট গল্প পড়তাম নিয়মিত । গতবারের ছোট গল্প সংকলনের পড়ে আশা ছিল এবার একটা উপন্যাসন লিখবেন এবং সেটা চলেও এসেছে ।

হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে খুব একটা উপন্যাস পড়া হয় নি । আসলে অন্য কারো লেখা কেন জানি খুব একটা টানতো না । ২০১২ এর পরে যা পড়েছি তার বেশি ভাগই মিস্ট্রি আর থ্রিলারই বলার চলে । আর ছোট গল্প সংকলন । তবে এই বইটা পড়ে অনেক দিন পরে অনেক ভাল লেগেছে ।

জীবনের কাছে পরাজিত তিন যুবকের কাহিনী । তিন জনই ব্যর্থ । যা চেয়েছিল তার কিছুই করতে পারে নি । আজাদের এই জগতে মা আর প্রেমিকা ছাড়া আর কেউ নি । নিত্য দিনের কাজ সেরে সে বাসায় ফিরতে থাকে । অন্ধকার রাস্তায় হাটতে হাটতেই দুজন যুবক তাকে ঘিরে ধরে । আজাদকে বলে যে তারা তাকে খুন করতে চায় । খুন করতে চায় কারন তাদের মন খারাপ ।

গাড়িতে তুলে নিয়ে চলে মাওয়া ঘাটের দিকে । এভাবেই গল্প এগিয়ে চলে । আস্তে আস্তে তিন যুবকের জীবনের গল্প জানা যায় । খুনী দুজনের ভেতরে একজন মন্ত্রী ছেলে অন্যজন তার দুর সম্পর্কের মামাতো/খালাতো ভাই । ঘটনা যতই সামনে যেতে থাকে আস্তে বেরিয়ে আসতে থাকে তিনজনের গল্প । তাদের জীবনটা কেমন ছিল কি করতে চেয়েছিলো কিংবা জীবনের কাছ থেকে তারা কি পায় নি সব । একে বারে শেস বিন্দুতে তিনজনে এলে মিলিত হয় ।

উপন্যাসের সব থেকে বড় সাফল্যটা হল এখানে একটা ঘটনা ঘটার পরে পরের ঘটনাটা কি ঘটবে সেটা আপনার জানতে ইচ্ছে করবে । ঘটনার প্রবাহ খুবই চমৎকার । কোথাও আপনাকে আটকে যেতে হবে না কিংবা কোথায় পড়ার পরে মনের ভেতরে বিরক্তি আসবে না । বারবার মনে হবে আজাদ কে তারা মেরেই ফেলবে তাহলে ? আজাদ কি পালাতে পারবে ? শেষ কি হবে ? কে মারা পড়বে ? এই টুকু জানতে হলে আপনাদের বইটা পড়তেই হবে ! সময় নষ্ট হবে না এটা বলতে পারি ।



তিন নাম্বার বইটার নাম "সিনেমা হলের গলি" লেখক ইশতিয়াক আহমেদ । এটাও প্রকাশিত হয়েছে দেশ প্রকাশনি থেকে । প্রচ্ছদ করেছেন ধ্রুবএষ । পাতার সংখ্যা ৯৫ টি । মূল্য ১৮০ । বইয়ের বাঁধাই আর পৃষ্ঠার কোয়ালিটি খুব ভাল ।
---------

এই লেখাটা নিয়ে একটু বেশিই আশাবাদী ছিলাম । অন্তত গতবার তার আদর্শলিপি পড়ার পরে মনে হয়েছিল এই বইটাও নিশ্চয়ই ভাল হবে । আশা পূরন না হলেও বলবো যে একেবারে নিরাশ করে নি লেখক । যদিও লম্বা কাহিনী তবে কাহিনীটা তিনটি গল্পের সমন্বয় মনে হয়েছে । তিনজন আলাদা আলাদা মানুষের গল্প । খুব সাধারন তিনজন মানুষ । তিনজনের সাথে তিনজনের কোন সম্পর্ক নেই । বইটার এই জিনিসটাই আমার একটু ভাল লাগে নি ।

একজন বৈচিত্রহীন নাইট গার্ড জীবন যে নিজের জীবনে খানিকটা উত্তেজনা আনতে নিয়ম করে প্রতি শনিবার চুরি করতে যান ।
আরেকটা গল্পে দুই ভাই যে কিনা সৎমায়ের কাছে মানুষ । যাদের মনে ধারনা ছিল যে মা মানেই মনে হয় তাদের সৎমায়ের মত । কিন্তু একদিন জানতে পারে যে তাদের আসল মা এখনও জীবিত আছে তখন থেকেই বড় ভাই তাদের মাকে খুজা শুরু করে । নানার কবরের কাছে বসে থাকে এই আশায় যে যদি কোন দিন তার মা তার নানার কবরে আসে তার একটা সময়ে একটা ক্লু পেয়ে যায় । এগিয়ে চলে কাহনী ।

তিন নাম্বার কাহিনী হচ্ছে এক যুবকের যে ভালবাসে এক মেয়েকে কিন্তু সে মেয়ে তাকে মোটেই পাত্তা দেয় না । তারপর হঠাৎ করেই যুবকের ফোনে আসে প্রাণনাসের হুমকি ! সেটা জানতে পেরেই মেয়ের খানিকটা মায়া হয় যুবকের জন্য । তবে কাহিনী এখানে অন্য দিকে মোড় নেয় ।

এই মোটামুটি তিনটা কাহিনী । কাহিনীতে প্রবাহ ভাল, পড়তে বিরক্ত লাগে নি । তবে একে বারে পূর্ন সন্তুষ্টিও আসে নি ।



চার নাম্বার উপন্যাসের নাম "যে প্রহরে নেই আমি" লেখক রাসায়াত রহমান । প্রকাশিত হয়েছে আদী প্রকাশনী থেকে । প্রচ্ছদ করেছেন তন্ময় আহমেদ । বাঁধাই আর পৃষ্ঠার কোয়ালিটি মোটামুটি ।
-----------------

আগেই স্পয়েলার এলার্ট দিয়ে রাখি ।

প্রতি বই মেলাতেই এমন একটা কিংবা কয়েকটা বই পড়ার পর আফসোস হয় । কেন বইটা কিনলাম আর পড়লাম । আসলে বই কিনার সময় আমি টাকার দিক টা কখনও চিনতা করি নি কিন্তু কিছু কিছু বই কিনে মনে হয় টাকাটা এবং সময়টাই জলে গেল । এই বইটাও ঠিক তেমনই । আগের বছরের লেখকের রাফখাতা প্রথম দিকে ভাল না লাগলেও শেষের দিকে এসে ভাল ছিল কিন্তু এই বইটা পড়ে আমি পুরোপুরি হতাশ । সত্যি বলতে কি প্রথম থেকে পড়তে গিয়ে কেবল বিরক্তিই লেগেছে । যে কোন উপন্যাস ভাল লাগার ভেতরে সব থেকে বেশি দরকার একটা চমৎকার কাহিনী আর লেখকের সেই কাহিনীটাকে সফল ভাবে প্রকাশ করাটা । এই বইতে দুইটার একটাও ছিল না । এমন অনেক গল্প আছে যেখানে কাহিনী খুবই সামান্য কিন্তু লেখক সেটা এমন ভাবে প্রকাশ করেন যে অসামান্য হয়ে যায় কিন্তু এখানে আিম সেটা খুজে পাই নি ।
অথচ রাসায়াত রহমানের ২০১৪তে বের হওয়া ছোট গল্প সংকল টা পড়ে কি চমৎকারই না লেখেছিল । প্রতিটা গল্পই ছিল চমৎকার । কিন্তু এবারের উপন্যাস পড়ে খুবই হতাশ হয়েছি ।

মন্তব্য ৬২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

প্লাবন২০০৩ বলেছেন: অতঃপর আমি প্রথম হইলাম।

রিভিউ অনেক ভালো লাগল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

অপু তানভীর বলেছেন: রিভিউ পাইলেন কই । ইহা হইতেছে মনের ভাব । পইড়া যা মনে হইলো তাই কইলাম আর কি !! :):)

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

হাইপারসনিক বলেছেন: ধনবাদ আপনাকে
কিছু তথ্য পেলাম ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধনবাদ :):)

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: চার নম্বরটাতে তিন নম্বর বইয়ের ছবিটা এসেছে, ঠিক করে দিয়েন!
রিভিউ মোটামুটি লাগলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

অপু তানভীর বলেছেন: ঠিক করে নিয়েছি । ধন্যবাদ :):)

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লাগল পর্যালোচনা!!! ধন্যবাদ!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

অপু তানভীর বলেছেন: থেঙ্কু :):)

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর লিখেছেন।
বেশ সৎ রিভিউ

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

অপু তানভীর বলেছেন: বইয়ের ব্যাপারে আমি সব সময়ই সৎ । পড়ে যেরকম মনে হবে সেরকমই বলবো । বাইরে বাড়িয়ে বলবো না কোন দিন :)

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩১

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর করে রিভিউ লিখেছেন। ফেসবুকেও অনেকেই এই বইগুলো সম্পর্কে হালকা পাতলা লিখেছেন। নিজেদের মতামত জানিয়েছেন। আপনার আর তাদের বক্তব্য একই বিন্দুতে মিলিত। বিশেষ করে ইশতিয়াক আহমেদের সিনেমা হলের গলি বিষয়ে। আর রায়সাত রহমানের যে প্রহরে নেই আমি বইটা আমিও পড়েছি। ভালো লাগে নাই। কিন্তু নোমান ভাইয়ের জীবন বৃত্তান্তে নেই বেশ লেগেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

অপু তানভীর বলেছেন: মিথস্ক্রিয়াটা পড়বেন । আমার কাছে চমৎকার লেগেছে । আর নোমান ভাইয়ের টাও :):)

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

গুলশান কিবরীয়া বলেছেন: নোমানের বই ভালো হবারই কথা , যদিও পড়িনি , তবে পড়বো । নোমানের ফেইসবুক স্ট্যাটাস আর ছোট গল্প গুলো অসাধারণ লাগে । আর ইশতিয়াক আহমেদ এর লেখাও ভালো হবার কথা , সেও অসাধারণ লেখেন । আর বাকিদের খবর জানি না ।

আপনার রিভিউ ভালো লাগলো । ভালো থাকবেন ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৩

অপু তানভীর বলেছেন: ইশতিয়াক আহমেদের বইটা পড়ে আমি একটু হতাশ হয়েছি । তারটা আরও একটু ভাল আশা করেছিলাম !

ধন্যবাদ !! :)

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৭

নাজমুস সাকিব রহমান বলেছেন: নোমান ভাইয়ের বইটা সংগ্রহ করবো। ওনার উপন্যাস পড়ার ইচ্ছে আছে, ছোটগল্প তো পড়েছি। আর মিথস্ক্রিয়ার প্রতি আকর্ষিত হয়েছি, দেখা যাক, বাকিটা সময়ের হাতে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৩

অপু তানভীর বলেছেন: দুটোই পড়ে ফেলুন । হতাশ হবেন না এতোটুকু বলতে পারি :)

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৩১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৬

জনৈক অচম ভুত বলেছেন: রিভিউ ভাল লাগল। ''মিথস্ক্রিয়া'' আর ''জীবন বৃত্তান্তে নেই''য়ের প্রতি আগ্রহ বোধ করছি। :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

অপু তানভীর বলেছেন: যদি মিস্ট্রি থ্রিলার প্রেমী হন তাহলে বলবো মিথস্ক্রিয়া অবশ্যই পড়া উচিৎ !

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৬

কল্লোল পথিক বলেছেন: চমৎকার পাঠ প্রতিক্রিয়া যেটা ভাল লেগেছে সেটা সরাসরি বলেছেন।
যেটা ভাল লাগেনি সরাসরি না বলেছেন।ইনিয়ে বিনিয়ে কিছু বলেননি।
এজন্য ধন্যবাদ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য :)

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মনোভাব পড়লাম। অল্পতেই শেষ হয়ে গেলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

অপু তানভীর বলেছেন: মনোভাব বেশি বড় না হওয়াই ভালু :):)

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬

হামিদ আহসান বলেছেন: শেষ বইটা অামিও কিনেছি ৷ অর্ধেক পড়া হয়েছে৷ হয়ত অাপনার কথাই ঠিক

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

অপু তানভীর বলেছেন: আমার কাছে যা মনে হয়েছে তাই বলেছি । আপনারও যে আমার মত মনে হবে সেটার কোন মানে নেই ! দেখেন কেমন লাগলো :)

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

আরজু পনি বলেছেন:

গতরাতে পড়েছিলাম, কিন্তু মন্তব্য করার মতো এনার্জি ছিলোনা ।

আমিতো রীতিমতো আতঙ্কিত হলাম...মনে হলো আমার বই নিয়েই লিখেন !
কেন এমন মনে হলো ভেবে বুঝলাম সহব্লগারদের বই নিয়ে বেশি ভাবতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে !

এই আলোচনা পোস্টের ভালো দিক হলো...ভালো লেখা বই কিনতে পাঠকদের বেশ সুবিধে হবে । আর যে বই ভালো লাগেনি...সেই বইয়ের রেখক তার রেখার ব্যাপারে ভবিষ্যতে আরো সতর্ক এবং যত্নশীল হবেন ।
শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ, অপু ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

অপু তানভীর বলেছেন: আমারও তাই মনে হয় । কোন রকম লুকাছাপা কিংবা মিথ্যা প্রসংশা না করে বই যেমন লাগা উচিৎ তেমনই বলা উচিৎ । তাহলে অন্য পাঠকেরা উপকার পাবে ।

ধন্যবাদ পড়ার জন্য :)

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

আরজু পনি বলেছেন:
"ল" বারবার "র" হয়ে যাচ্ছে তাড়াহুরো করতে গিয়ে !

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

অপু তানভীর বলেছেন: আরে ইহা কুনো ব্যাপার নহে ! :)

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: মিথষ্ক্রিয়া কি রকমারিতে পাওয়া যাবে? তাহলে কেনার ইচ্ছা আছে আর পড়ে যদি দেখি মিস্ট্রি কেস ফাটাফাটি লাগে নাই তাহলে পিঠে ছালা বস্তা বাইধা নিও।
ভালো লাগলো সংক্ষিপ্ত পরিসরে তোমার পাঠ প্রতিক্রিয়া

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

অপু তানভীর বলেছেন: পাওয়া যাওয়ার কথা । না হলে বুক স্ট্রিটে খোজ করতে পারেন । তাও যদি না পরেন তাহলে আমারে কইয়েন । আমি আমার বই খানা আপনাকে ধার দিবোনে ।

আর যদি মিস্ট্রি-থ্রিলার প্রেমী হন তাহলে এই বই আপনার ভাল না লেগে পারেই না । তবে আপনি এই লাইনের পাঠক না হলে অবশ্য আমি কিছু বলতে পারছি না !

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

দ্য হাফ ব্লাড প্রিন্স বলেছেন: কিশোর পাশা ইমন রাজশাহীর ছেলে। উনি লেখালেখির জন্য যে পরিমাণ ত্যাগ স্বীকার করেন তা পাঠককুলের অনেকেই জানেন না। তবে সেটি নিঃসন্দেহে প্রশংসনীয় এবং বর্তমান প্রেক্ষাপটে বিরল।

"আগুনের দিন শেষ হয়নি"-কিশোর পাশা ইমনের মুক্তিযুদ্ধভিত্তিক আরেকটি উপন্যাসিকা। হৃদি প্রকাশ এই বইমেলায় বের করেছে। জহির রায়হান এবং লেফটেনেন্ট সেলিমের উপর অসাধারণ একটি বই। পড়তে পারেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

অপু তানভীর বলেছেন: বইটা পড়ে আমারও মনে হয়েছে তাই । লেখক বইটা লেখার জন্য অনেক কষ্ট করেছে ।

"আগুনের দিন শেষ হয়নি" সংগ্রহ করে ফেলবো ।

ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য :):)

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পাঠ প্রতিক্রিয়া ভালো হয়েছে। ভালোকে ভালো বলেছেন (৩ টি বই), খারাপকে খারাপ বলেছেন (১ টি বই) ।

ধন্যবাদ অপু তানভীর।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

বৃতি বলেছেন: বইমেলার বইয়ের রিভিউ নিয়ে পোস্ট তেমন চোখে পড়েনি। এরকম পোস্টের অপেক্ষায় ছিলাম। ভালো লাগলো পাঠ প্রতিক্রিয়া :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ । সামনে আরও আসবে আশা যাচ্ছে পড়ে শেষ করে নেই :)

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার পাঠ প্রতিক্রিয়া জানলাম।

আপনি তো খুব তাড়াতাড়ি বই পড়তে পারেন। আমি আগে পারতাম আর এখন এক বই হাতে নিলে বছরেও শেষ করতে পারিনা।

বইয়ের বদলে চোখ থাকে এখন ফেসবুক আর ব্লগে :( গত গতবছর ১৫ টা বই কিনেছিলাম কিন্তু দুঃখের কথা এখন পর্যন্ত একটাও শেষ করতে পারিনি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

অপু তানভীর বলেছেন: আগে আরো বেশি পড়তাম এখন অনেকটাই কমে গেছে । সেই সাথে কমেছে গতি । ১৫টা বই পড়া হয় নি !! এক কাজ করেন আমার ঠিকানায় কুরিয়ার করে দেন । আমি পড়ে ফেলি !

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন একটা কাজ করেছেন। নিজের ভাবনাটুকু শেয়ার করছেন। অন্য যারা বইগুলো পড়েছেন তারাও যদি আলোচনায় তাদের নিজস্ব ভাবনা জানাতেন তাহলে আও জমে উঠতো..

++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩

অপু তানভীর বলেছেন: তাও ঠিক । দেখা যাক কেউ কেউ আসে নাকি । সামনে আরও কয়েকটা রিভিউ দিবো আশা করতেছি !

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: খারাপকে খারাপ বলাটাও ভালো গুণ। পাঠপূর্বক পাঠকের ভাবনা। বেশ ভালো লাগল।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ । পড়ে ফেলুন আজকেই :)

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: বেশ ভালোই লিখেছেন। আরো বেশি বই নিয়ে লিখলে ভালো হতো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

অপু তানভীর বলেছেন: আস্তে আস্তে পড়া শেষ করি তারপর দেখা যাক আবারও লেখা হবে !

২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

মৃদুল শ্রাবন বলেছেন: সুন্দর সোজা সাপ্টা রিভিউ লিখেছেন অপু ভাই। জিকো ভাইয়ের বইটা নিয়ে আশাবাদী ছিলাম। আপনার রিভিউ পড়ার পরেও পড়ার ইচ্ছা রাখছি ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

অপু তানভীর বলেছেন: রাখতে পারেন তবে আমি বলবো অন্য কোন বইয়ের দিকে গেলেই মনে হয় ভাল হবে । আদী থেকেও এবার ভাল ভাল বই বের হয়েছে । জলেস্বরীর সুনাম শুনতে পাচ্ছি বেশ । সংগ্রহ করেছি তবে এখনও পড়া হয় নি !

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিদেশে বসে ইচ্ছে করলেই তো আর কাগজের বই পড়া হয় না। তাই আপনােদের বই পড়ার কাহিনী পড়েই দুধের স্বাদ ঘোলে মেটাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

অপু তানভীর বলেছেন: আরে রকমারি আছে না । অর্ডার দিবেন আর চলে আসবে ! নো টেনশন :)

২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২

*কুনোব্যাঙ* বলেছেন: বই রিভিউ দেখে ভালো লাগলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

অপু তানভীর বলেছেন: আপনাকে এখানে দেখিয়াও ভালু লাগিলো কুনো ভাই :)

২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

দ্য লায়ন বলেছেন: বাংলা ব্লগের কারনে জিকো এবং নোমানের মত দুই জন লেখক আমরা পেয়েছি।ইশতিয়াক যদিও আগে থেকেই বিচ্ছুর সম্পাদক।আর ইমন সাহেব কে চিনি না।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

অপু তানভীর বলেছেন: হুম !

২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

যুগল শব্দ বলেছেন:
সোজাসুজি সুন্দরভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। ভালো লাগলো। ++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগ লো ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

অপু তানভীর বলেছেন: থেঙ্কু :)

৩০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: কিশোর পাশার বই আগে পড়িনি। আপনার রিভিউ পড়ে আগ্রহ জাগল। কিনবনে। এইবার দেখি আমিও বই টই পড়ে প্রতিক্রিয়া লিখতে পারি B-)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২১

অপু তানভীর বলেছেন: যদি থ্রিলার প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই পড়া উচিৎ ! পড়ে দেখবেন অবশ্যই :)

৩১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

সোহানী বলেছেন: অনলাইনে বই ছাড়েন.... আমাদের মতো অভাগারা যদি একটু সুযোগ পায়... ওওও আপনার বই এর খবর আরেকটু ফলাও করে প্রচার করা উচিত ছিল... .......... ভবিষ্যতে কালেকশানের আশা রাখি.........

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২

অপু তানভীর বলেছেন: আমার বই আবার কই থেকে আইলো । নাই আমার কুনো বউ নাই তবে কোন না কোন বই মেলায় চলে আসবে নিশ্চয়ই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.