নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে ফেসবুকে কিছু চমৎকার এবং দূর্লভ ছবি চলে আছে যেগুলো দেখে অবাক হতে হয় । ফেসবুকটা না থাকলে এই ছবি হয়তো কোন দিন দেখাই হত না । কিন্তু ফেসবুকের টাইম লাইনে যা স্বভাব ভাল পোস্ট হারিয়ে যেতে সময় লাগে না । তাই মনে হল কিছু কিছু ব্লগের পাতায় জমা করে রাখা দরকার । যাতে করে সেগুলো হারিয়ে না যায় ।
আপনারাও দেখে নিন ছবি গুলো । তবে ছবি গুলোর ক্রেডিট আমার নয় । সব ছবিই ড্রিম নাম ঐ পেইজ থেকে সংগ্রহ করা !
আসুন শুরু করা যাক
ফিলিংস ব্যান্ডের সাথে জেমস, ফকিরাপুল, ঢাকা, ( ১৯৯৩
জাদুশিল্পী জুয়েল অাইচের সাথে নায়ক রাজ রাজ্জাক
নায়ক রাজ রাজ্জাকের পারিবারিক ছবি
স্বামী সাখাওয়াৎ হোসেনের সঙ্গে বেগম রোকেয়া (১৯১০)
প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিটিভির রঙিন সম্প্রচার শুরু করেন।তখন অব্দি ভারতে দুরদর্শনেও সাদা কালো সম্প্রচার চালু ছিলো।
পল্লি কবি জসিম উদ্দিন এর সাথে কাজী নজরুল ইসলামের একটি দুর্লভ ছবি
পল্লি কবি জসিম উদ্দিন এর সাথে বিখ্যাত লেখক হেনরি মিলার, স্কটল্যান্ড (১৯৬২)
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাথে বর্তমান দুর্যোগ ব্যবস্হাপনা ও এান মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী(১৯৭১)
"অাজ রবিবার" নাটক এর শুভ মহরত, লেখক হুমায়ূন অাহমেদ এবং পরিচালক মনির হোসেন জীবন।
ছবিতে অারো অাছে : ইফতেখার অলম, জাহিদ হাসান, নুহাশ এবং তুহিন।
অতি সাধারন মাওলানা ভাসানী (১৯৭০)
সেন্ট গ্রেগরিজ কলেজ (পরবর্তীতে নটর ডেম কলেজ) এর প্রথম ব্যাচের ছত্রদের সাথে অধ্যাপকবৃন্দ।
(বসা বাঁ থেকে) ১/ ফাদার সুতাউস্কি, ২/ অধ্যাপক দও, ৩/ ফাদার হ্যারিংটন(অধ্যক্ষ), ৪/ অধ্যাপক অজিত কুমার ৫/ ফাদার ম্যাকমোহন, ৬/ নাম জানা যায়নি, ৭/ ফাদার মার্টিন, ৮/ নাম যানা যায়নি।
১৯৪৯ সালের ৩ নভেম্বর কলেজের উদ্বোধনি ক্লাস শুরু হয় ১৯ জন ছাত্র নিয়ে।
১৯৮৫/৮৬ সালে নারায়নগন্জে একটি অনুষ্ঠানে বাংলা গানের দুই কিংবদন্তি শিল্পী সুবীর নন্দী এবং তিমির নন্দী।
নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে গবেষণায় ব্যাস্ত হুমায়ুন অাহমেদ (সওরের দশক)
এন্ড্রু কিশোর- বাংলাদেশের পুরুষ কন্ঠশিল্পীদের মধ্যে প্রথম হিন্দি গানের প্লে ব্যাক করেন, তাও অাবার কিংবদন্তি সংগীত পরিচালক অার. ডি. বর্মনের সুরে (১৯৮০)
চিত্রশিল্পী কামরুল হাসান এবং কবি সুফিয়া কামাল, বাংলা একাডেমী, ঢাকা (১৯৮০)
গুনী অভিনেতা অাবুল হায়াত (১৯৭০)
দর্শক নন্দিত অভিনেতা মোশারফ করিম ( early 1980s)
শেখ হাসিনা এবং শেখ জামাল (১৯৬০)
চিত্র নায়িকা সুচরিতা এবং ওনার পরিবার (১৯৭০)
অসাদুজ্জামান নূর এবং ফটোগ্রাফার মোহাম্মাদ লুতফুর রহমান
Retirement of Chunnu, player of Abahani. stadium, 06/11/1988
গুনী নাট্যাভিনেতা হাসান মাসুদ (L) এবং তার বন্ধু (১৯৮৪)
পোস্টের সকল ছবি এই পেইজ থেকে সংগ্রহ কৃত
২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২১
অপু তানভীর বলেছেন:
২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯
পার্থ তালুকদার বলেছেন: মোশারফ করিমরে দেইখা মজা পাইলাম
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫১
অপু তানভীর বলেছেন:
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ।
২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১
অপু তানভীর বলেছেন:
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩
কামচোরা বলেছেন: লাইক অপশন ফোনে আসতেছেনা
২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২১
অপু তানভীর বলেছেন: কি আর করা !
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮
পলাতক মুর্গ বলেছেন: ঢাকা শহরের ৪০০ বছরের ইতিহাস নিয়ে ফেসবুক পেইজ আছে। সেখানেও এরকম অনেক ছবি পাওয়া যায়।
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৩১
অপু তানভীর বলেছেন: হ্যা
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫
আমি তুমি আমরা বলেছেন: বেগম রোকেয়ার ছবিটা কি আসল?
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১০
অপু তানভীর বলেছেন: তাই তো মনে হচ্ছে !
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৩:৪১
সোহানী বলেছেন: আপনার কল্যাণে কিছু অসাধারন ছবি দেখতে পেলাম।