নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৃষা খানিকটা বিরক্ত চোখে বুয়ার দিকে তাকালো । বুয়া আজকে দুইদিন পরে বাসায় এসেছে । এখন দেশের পরিস্থিতি ভাল না । ওকে বেশির ভাগ সময়ই হাসপাতালে থাকতে হচ্ছে । বাসায় আসার সময় পাচ্ছে খুব কম । তার উপর যদি বুয়া এভাবে কামাই করে তাহলে ঘর সংসারের কি অবস্থা হবে কে জানে ! তৃষা বলল, কি ব্যাপার কাজে আসছো না কেন ?
বুয়া খানিকটা কাচুমচু কন্ঠে বলল, আফা আমি আর আফনের বাড়িত কাম করুম না ।
তৃষা এবার বিরক্ত হল না । বরং খানিকটা বিস্মিত হল । বুয়াকে সে চেনে অনেক দিন । বুয়া তার খুবই ভক্ত । বুয়ার টাকা পয়সার সমস্যা থেকে শুরু করে বুয়া যখনই কোন সমস্যাতে পড়ে তৃষা সবার আগেই এগিয়ে আসে। মাঝে মাঝে বুয়াকে তো কিছু বলতেও হয় না। তৃষা নিজ থেকেই সাহায্য করে । কদিন আগেই বুয়ার বড় মেয়ের এসএসসি পরীক্ষার ফি দিতে পারছিলো না । তৃষা সেটা জানতে পেরে বুয়াকে টাকা দিয়ে দিল । এবং সাথে সাথে এও বলে দিল যে এই টাকা তাকে ফেরৎ দিতে হবে না । এই রকম আরও কত সাহায্য যে করেছে তার ঠিক নেই । আর আজকে বুয়া বলছে সে তার বাসায় কাজ করবে না । তৃষা বলল, কেন করবে না ?
বুয়া চুপ করে রইলো । কিছু যেন বলতে চেয়েও বলতে পারছে না । হঠাৎ পেছন থেকে তাইশা এসে বলল, আম্মু রাহেলা আন্টি মানা করেছে ।
তৃষা নিজের মেয়ের দিকে তাকিয়ে বলল, মানে ?
-মানে জানো না ? তুমি না ডাক্তার !
-তো ?
-রাহেলা আন্টি মনে করে যে আমাদের বাসায় কাজ করলে বুয়ার কাছ থেকে তার বাসায় করোনা ভাইরাস চলে যাবে । তিনি আমাদের বিল্ডিংয়ের সব ছেলে মেয়েদের বলে দিয়েছে যেন আমার সাথে না খেলে !
কথা টা শুনতেই তৃষার মাথায় আগুন ধরে গেল । এই অকৃতজ্ঞ মানুষ গুলোর জন্য সে সহ এতো ডাক্তারেরা কষ্ট করে যাচ্ছে । তৃষার বুয়ার দিকে তাকিয়ে বলল, এটাই কি কারণ ?
-জে আফা !
-এই বাসার কত গুলো ফ্ল্যাটে কাজ কর তুমি ?
-আপনে বাদ দিয়া আরও তিন বাসা ?
-কত পাও সব মিলিয়ে ?
-ছয় হাজার টেকা দেয় !
-আমি তোমাকে সাত হাজার দিবো । ওদের বাসার কাজ ছেড়ে দাও ! কেবল আমার বাসায় কাজ কর ! করবা ?
বুয়ার মুখ উজ্জল হয়ে গেল । সে তৎক্ষনাত বলল, জে আফা করুম ।
-তোমার করোনার ভয় নাই তো ?
-জে না আফা ! আমি জানি আফনে কিরাম সাবধান মানুষ । তাইশা মামনির কিছু হয় এরাম কাম আফনে কুনো দিন করবেন না !
তাইশার দিকে তাকিয়ে তৃষা বলল, মামনি কটাদিন ছাদে যাওয়ার দরকার নেই । বাবার সাথে খেলবে কেমন ! বাবা চলে আসবে এখনই। তোমার বাবার অফিস কাল থেকে বন্ধ থাকবে । সে বাসায় থাকবে ।
-আচ্ছা মামনি । আমার বাবার সাথেই খেলতে বেশি ভাল লাগে !
-গুড ! আর সব সময় হাত পা পরিস্কার রাখবে ।
তারপর বুয়ার দিকে তাকিয়ে বলল, তুমি বাসায় এসে আগে ভাল করে গোসল করবে । মনে থাকবে ? যেহেতু এখন অন্য কারো বাসাতে যাচ্ছো না তাই সকাল বেলা আসবে । এখানে গোসল দিবে খাবে, কাজ করবে, টিভি দেখবে বিকেলে যাবে । মনে থাকবে ?
-জে আফা !
তৃষার মেজাজটা তবুও ভাল হল না । এই মহিলাকে সে দেখে নিবে । এই মহিলা শুরু থেকেই এই ঝামেলা করে আসছে । একবার সামনে পড়ুক । তখন মহিলাকে কড়া কথা শুনিয়ে দিবে। তৃষার সামনে ঠিকই রাহেলা বানু পড়লো তবে অন্য পরিস্থিতিতে ।
তৃষা রোগীদের একবার রাউন্ড দিয়ে এসে নিজের চেম্বারে এসে বসলো । আজকে যেন একটু বেশিই ক্লান্ত লাগছে তার । তাইশার সাথে একটু কথা বলতে ইচ্ছে হল ।
অপুর ফোনে ভিডিও কল দিতেই অপু সেটা ধরলো সাথে সাথে। ভিডিও কলে তাইশাকে দেখ গেল একটু দুরে বসে কি যেন আঁকছে । দুজনই ড্রয়িং রুমে বসে আছে । টিভি চলছে ।
-বাবা মেয়ে কি করছো ?
-দেখছেই পাচ্ছো ? একটু আগে তাইশার সাথে ছবি আকার প্রতিযোগিতা দিয়েছি আমি ।
-তারপর ?
-যথারীতি হেরে গেছি ।
-হারবাই । কার মেয়ে দেখতে হবে না ?
-ইস ! আমার মেয়ে যেন না !
-কি করেছো শুনি ? আমার মেয়ে ! আমার !
-আইছে আমার !
-এই ভাষা ঠিক করো !
-আচ্ছা বাবা ! আসছে আমার ! এই শুনো শুনো ....
-কি হল ?
-তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ?
-কি সারপ্রাইজ ? বল ।
-আমি বলবো না । তবে একটু পরেই টের পাবা !
-কি হয়েছে বল না !
-আহা টের পাবা । আগে দেখো তাইশা কি একেছে ! তাইশা মাকে ছবি দেখাও ।
তৃষা দেখতে পেল তাইশা এগিয়ে এল । মোবাইলে ওর খাতাটা এগিয়ে দিল । দেখতে পেল একজন ডাক্তার রোগীদের দেখছে । পাশে লেখা আমার আম্মু !
তৃষার মনটা মুহুর্তেই ভাল হয়ে গেল । সব ক্লান্তি দুর হয়ে গেল সাথে সাথেই।
সেই সময়েই বাইরে একটু হইচইয়ের আওয়াজ পাওয়া গেল । তৃষা বলল, এই শুনো ঝামেলা হয়েছে কিছু একটা । আমি রাখি কেমন !
-আচ্ছা । সাবধানে থেকো !
ফোন রেখে দিতেই তৃষা বাইরে এল । এসেই একটু অবাক হল । ওদের রাহেলা বানু আর তার স্বামী গার্ডের সাথে কথা কাটাকাটি করছে । ওকে দেখতেই রাহেলা বানু চিৎকার করে ওকে ডাক দিল । তৃষা এগিয়ে যেতেই গার্ড বলল, ম্যাডাম ইনারা আসলে করোনা ইউনিটে ঢুকতে চাচ্ছে । বলছে আপনাকে নাকি চিনে !
তৃষা বলল, হ্যা চিনে । যাও তুমি আমি দেখছি ।
তারপর রাহেলা বানুর দিকে তাকিয়ে বলল, আপনারা আসুন আমার সাথে !
নিজের চেম্বারে বসালো । তৃষা বলল, বলুন কি সমস্যা ?
রাহেলা বানু এবার হঠাৎ করেই কেঁদে ফেলল । তৃষা খানিকটা অপ্রস্তুত হয়ে উঠলো । বলল, আরে কি হয়েছে বলবেন তো !
তারা যা বলল তার সারমর্ম হচ্ছে রাহেলার বানুর বড় মেয়ে আর মেয়ে জামাই বাহরাইন থাকতো । কারোনার কারনে তারা দেশে চলে এসেছে । দেশে আসতে গিয়ে পুলিশ তাকে আটকে দিয়েছে এয়ারপোর্ট থেকেই । তাদের শরীরে করোনার লক্ষ্যন দেখা গিয়েছে । তাদের প্রথমে আইসোলোশনে এবং পরীক্ষার পরে করোনা পজেটিভ আসার হাসপাতালে পাঠানো হয়েছে । এবং এই হাসপাতালে পাঠানো হয়েছে । এখন রাহেলা তাদেরকে একটু দেখতে চায় !
তৃষা বলল, এভাবে তো আসলে দেখা করার নিয়ম নাই ।
-মা তুমি প্লিজ একটু কিছু কর ! চাইলেই পারবা ! আমি জানি ! একটু সাহাস্য করো !
তৃষা খুব ইচ্ছে করলো সেদিনের কথা তুলতে । কিন্তু তুলতে পারলো না । অসহায় মানুষকে আঘাত করা ওর মন মানসিকতা না । এদেশের অসংখ্যা মানুষ আছে এই রাহেলা বানুদের মত যারা নিজেদের ভাল ছাড়া আর কিছু বোঝে না । যেই মানুষ গুলো তাদের জন্য কষ্ট করে যাচ্ছে, ঝুকি নিচ্ছে নিজেদের জীবন সেই মানুষ গুলোকেও এরা এক ঘরে করে দিতে পিছপা হয়না ।
তৃষা এক কলিগকে তার বাড়িওয়ালা বাসা ছেড়ে দিতে বলেছে কেবল সে এখানে কাজ করে বলে । তৃষা নিশ্চিত সে যদি এই মহিলার বাসায় ভাড়া থাকতো এই মহিলাও তাই করতো । তৃষা বলল, আচ্ছা আমি দেখছি কি করা যায় !
রাহেলা বানু আর তার স্বামীকে তার মেয়ে আর মেয়ে জামাইকে দেখার সুযোগ করে দিল সে । তবে কথা হল না । কেবল দুর থেকে দেখতে দেওয়া হল । আসার সময় তৃষার হাত ধরে মহিলা আবারও কেঁদে উঠলো । তার মেয়েকে যেন ভাল ভাবে দেখা হয় সেই অনুরোধ করলো বারবার । তৃষা তাকে আস্তত্ব করলো যে এখানে তার মেয়ে ভাল থাকবে । তারা সর্বোচ্চ সেবা দিবে ।
তৃষায় বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল । বাসায় ফিরে দেখে অপু এক মনে সোফাতে বসে বই পড়ছে । তাইশা ওর কোলে ঘুমাচ্ছে । ওকে ঢুকতে দেখে উঠে বসতে গেল । তৃষা ওকে উঠতে মানা করলো । দিন শেষে শত ক্লান্তির পরেও এই দুইজনের মুখ দেখলে তৃষার সব ক্লান্তি দুর হয়ে যায় । এদের নিরাপদ রাখতে অন্য সব মানুষকে সেবা দিয়ে যেতে হবে । যত সে কাজ করবে ততই এরা নিরাপদ থাকবে । মানুষ তাদের কে না চাক, অন্যায় আচরন করুক, সে তবুও এদের জন্য কাজ করে যাবে । যেতে হবে !
২৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:২৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০০
মাহমুদুর রহমান বলেছেন: গল্পে তাইশা খুব সুন্দর নাম।এই নামের অর্থ কি?
২৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:৩১
অপু তানভীর বলেছেন: তাইশা নামটা আমার নিজের বেশ পছন্দ । নামের অর্থ তো জানি না ।
৩| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: দেশের যে কি হবে বুঝতে পারছি না, লক ডাউন হয় নাই তাতেই শ্রমিকদের হাহাকার |
২৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:৩২
অপু তানভীর বলেছেন: দেশে কি হবে তা কেউ বলতে পারে না
৪| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৬
নেওয়াজ আলি বলেছেন: অনন্য লেখা।
২৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:৩২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৫| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৬
শের শায়রী বলেছেন: মানবিক এবং সচেতনতা ভালো লাগল গল্পে, প্রিয় ব্লগার।
২৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:৩৩
অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার !
৬| ২২ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৩
ইফতি সৌরভ বলেছেন: দেশের মানুষ ডাক্তারগণকে যতই কসাই বলুক না কেন, বাংলাদেশের ডাক্তারগণ আসলেই নিবেদিত সেবক। তাদের অক্লান্ত নিঃস্বার্থ পরিশ্রম সত্যিই শ্রদ্ধা এবং প্রশংসাযোগ্য। হাতের সব আঙুল তো আর সমান না!
২৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:৩৪
অপু তানভীর বলেছেন: তা তো অবশ্যই । সব পেশাতেই ভাল মন্দ আছে ।
৭| ২৩ শে মার্চ, ২০২০ রাত ১২:২৯
সন্ধ্যা প্রদীপ বলেছেন: বাস্তবতা!
ভাল লাগল
২৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:৩৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৮
খাঁজা বাবা বলেছেন: ভাল