নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ব্লগার\'স ইন্টারভিউঃ আজকের অতিথি ব্লগার সাড়ে চুয়াত্তর

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৮




প্রিয় এবং অপ্রিয় ব্লগারগন, আশা করি ভাল আছেন । প্রতিমাসের মত এই মাসেও হাজির হলাম আরেকটি ইন্টারভিউ নিয়ে। গতমাসেই একটি ইন্টারভিউ প্রকাশের কথা ছিল বটে তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণেে সেটা আর করা হয় নি যদিও সব কিছু তৈরিই ছিল । কেবল পোস্ট করলেই চলত। তবে মানসিক ভাবে এতোটাই অস্থির ছিলাম যে কোন কিছুই ভাল লাগছিলো না। যদিও এখনও মানসিক ভাবে সুস্থির হয়ে ওঠে নি আমার মনের অবস্থা। আরও কিছুটা সময় লাগবে । এতোদিন অন্য কোন কাজও হয় নি। তবে বসেে থাকলে তো আর জীবন চলবে না । কোন কিছুই কারো জন্য বসে থাকে না ।
যাইহোক, আজকের ইন্টারভিউ শুরু করা যাক । আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন ব্লগার সাড়ে চুয়াত্তর । আসুন আর দেরী না করে ইন্টারভিউ শুরু করা যাক।



প্রশ্নঃ কেমন আছেন ?

উত্তরঃ আলহামদুলিল্লাহ, ভালো আছি। ইন্টার্ভিউ দেয়ার মত কোন মানুষ আমি না। তারপরেও আপনার আমন্ত্রনে ইন্টার্ভিউ দিচ্ছি। আপনাকে ধন্যবাদ।

প্রশ্নঃ নিজের সম্পর্কে কিছু বলুন ? পাব্লিক প্লাটফর্মে যতটা বলা সম্ভব আরকি !

উত্তরঃ আমার জন্ম ১৯৭২ সালে ঢাকার খিলগাঁয়ের তিলপা পাড়ায়। ৫২ বছরের জীবনে প্রথম ৫ বছর ঢাকাতে ছিলাম। তারপরে জীবনের বিভিন্ন সময়ে ১৫ বছর ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ছিলাম। জেলাগুলি হল যশোর, টাঙ্গাইল, সাভার, বরিশাল এবং চট্টগ্রাম। তরুণ বয়সে ১ বছর সৌদি আরবে ছিলাম। কিছুদিন ফিলিপাইনে ছিলাম। অর্থাৎ ৩৬ বছর কাটিয়েছি ঢাকায়, ১৫ বছর অন্য জেলাতে আর ১ বছর বিদেশে। আমি একজন অ্যাকাউন্ট্যান্ট। বাংলাদেশের একটি পরিচিত কোম্পানিতে জেনারেল ম্যানেজার, ফাইন্যান্স এন্ড একাউণ্টস হিসাবে আছি। আমার ২ ছেলে ১ মেয়ে। আমার স্ত্রী হাউজ ওয়াইফ। আমার শখ হল গান শোনা, গান গাওয়া, আর বিচিত্র বিষয়ের বই পড়া (ধর্ম এবং ইতিহাস নিয়ে আগ্রহ বেশী)। আমার বড় ছেলে ডাক্তারি পড়ছে। বাকি দুইজনের একজন স্কুলে আর আরেকজন কলেজে পড়ে। আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখনই বিভিন্ন জেলার সাতটা স্কুলে পড়া হয়ে গেছে আমার । আমার শহরের চেয়ে গ্রাম বা মফস্বল শহর ভালো লাগে। বাংলাদেশের গ্রামের প্রকৃতি আমার খুব পছন্দ। আমি মুলত একজন অন্তর্মুখী মানুষ। তবে কিছু বহির্মুখী প্রবণতাও আছে। শৈশবে অনেক ধরণের খেলাধুলা করেছি। যেমন ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট, ভলিবল, হকি, স্কোয়াশ, টেনিস, কাবাডি, টেবিল টেনিস, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, ছি বুড়ি, এক্কা দোক্কা (কুতকুত), লাটিম, মার্বেল, গুলতি, তীর ধনুক, বরফ পানি, লুকোচুরি, কানামাছি, সাইকেল চালানো ইত্যাদি। দাবা আর ক্যারাম খেলার নেশা ছিল এক সময়। আমার দেশের বাড়ি বৃহত্তর বরিশাল।

প্রশ্নঃ সবার আগে যে প্রশ্নটা জানতে চাই যে এতো নাম রেখে ব্লগের নিকের নাম সাড়ে চুয়াত্তর কেন?

উত্তরঃ উত্তম এবং সুচিত্রার ‘সাড়ে চুয়াত্তর’ সিনেমাটা ছোটবেলায় দেখার পর খুব ভালো লেগেছিল। এই সিনেমাতে ভানু বন্দ্যোপাধ্যায়ের কমেডিগুলিও মনে দাগ কাটে । নিকের নাম দেয়ার সময় হঠাৎ এই সিনেমার কথা খেয়াল আসে এবং নিকের নাম দিয়ে ফেলি ‘সাড়ে চুয়াত্তর’।

প্রশ্নঃ ব্লগ সম্পর্কে ধারণা কবে এবং কিভাবে এসেছিল? সামু ব্লগের নাম জানতে পারলেন কিভাবে?

উত্তরঃ গুগলে বাংলায় বিভিন্ন বিষয়ে সার্চ করতে গিয়ে ২০১৬ সালের দিকে এই ব্লগের নাম জানতে পারি। ২০১৬ এবং ২০১৭ সালে ব্লগে বিচরণ শুরু হলেও রেজিস্ট্রেশন ছিল না। ২০১৮ সালে রেজিস্ট্রেশন করি। প্রথম দিকে শুধু মন্তব্য করতাম। ২০২০ সালে করোনার সময় ঘরে অনেক সময় কাটতো। তখন পোস্ট দেয়ার ইচ্ছে জাগলো এবং ২০২০ সালে প্রথম পোস্ট দেই।

প্রশ্নঃ ব্লগ সম্পর্কে যে ধারণা পেয়েছিলেন আর সামুতে এসে ব্লগ সম্পর্কে যে ধারণা পেয়েছেন, দুটো কি একই রকম?

উত্তরঃ ব্লগের ক্যাঁচাল সম্পর্কে কোন ধারণা ছিল না। আমার ধারণা ছিল ব্লগে একটা নির্মল পরিবেশ বিরাজ করে। ২০২০ সালে প্রথম কয়েকটা পোস্ট দেয়ার পরেই আক্রমণের শিকার হই। ঐ সময় ব্লগার মিরোরডডল পাশে না থাকলে ব্লগ তখনই ছেড়ে দিয়েছিলাম প্রায়। ফেইসবুক একাউন্ট না থাকায় ভার্চুয়াল জগতের খারাপ দিকগুলি সম্পর্কে কোন ধারণা ছিল না।

প্রশ্নঃ ব্লগিং নিক ছদ্ম নাম কেন? নিজের আসল নামে লেখালেখি কি নিরাপদ মনে করেন না নাকি অন্য কোন কারণ রয়েছে?

উত্তরঃ আমি অন্তর্মুখী মানুষ মুলত। তাই ছদ্মনাম নিয়ে লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আর তাছাড়া যখন ব্লগে রেজিস্ট্রেশন করি তখন ব্লগার এবং ব্লগিং সম্পর্কে একটা নেতিবাচক ধারণা সমাজে ছিল।

প্রশ্নঃ বর্তমান ব্লগ কাচলার সম্পর্কে আপনার নিজেস্ব মতামত কী?

উত্তরঃ বর্তমানে ব্লগারদের মধ্যে দলাদলি বেড়ে গেছে। কয়েক বছর আগে এতো বিভাজন চোখে পড়েনি। এখন বিভাজনটা অনেকটাই পরিষ্কার। এক দলের লোক আরেক দলের পোস্টে আসতে চায় না। আসলেও আক্রমণাত্মক মন্তব্য করে। এটা ব্লগের জন্য ক্ষতিকর।

প্রশ্নঃ আপনি কি মনে করেন যে কেবল ব্লগে লেখালেখি করেই আমাদের মত দেশে কোন ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব?

উত্তরঃ রাজাকারদের ফাঁসি দেয়ার ক্ষেত্রে অতীতে বিভিন্ন ব্লগের ব্লগাররা বলিষ্ঠ ভুমিকা রেখেছে। এই আন্দোলনের প্রথম দিকের নেতৃত্বে ব্লগাররাই ছিল। কিন্তু বর্তমানে সেটা সম্ভব না। খুব কম মানুষ ব্লগে আসে। তাই ব্লগে লেখালেখি করে সমাজের পরিবর্তন করা এখন সম্ভব না। তবে সমাজের চিন্তাশীল মানুষদের মধ্যে ভাবের আদান প্রদান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ব্লগের ভুমিকা আছে। চিন্তাশীল এবং সমাজ সচেতন মানুষ ফেইসবুকের চেয়ে ব্লগকে বেশী গুরুত্ব দেয়ার কথা।

প্রশ্নঃ এই যে আমাদের সামু ব্লগে কিছু ব্লগার সব সময় দেশ বিদেশের নানান ব্যাপারে পোস্ট দেন, মন্তব্য-প্রতিমন্তব্য ঝড় তোলেন। আপনার কি মনে হয় এই তর্কে বিতর্কে কোন ফল পাওয়া যায়?

উত্তরঃ যদি সুস্থ তর্ক বিতর্ক হয় সেই ক্ষেত্রে তথ্য এবং জ্ঞানের আদান প্রদান হয়। কিন্তু ব্লগে কেউই নিজস্ব ধ্যান ধারণা থেকে সরতে চায় না। অনেক ক্ষেত্রে তর্ক বিতর্ক করতে গিয়ে সম্পর্ক নষ্ট হয়। অনেক সময় ক্যাচাল বেধে যায় এবং গালিগালাজের পর্যায়েও চলে যায়। তর্ক বিতর্ক করলেও কেউই নিজের অবস্থান পরিবর্তন করতে চায় না। তবে সুস্থ বিতর্ক হলে অনেক কিছু জানা এবং শেখা যায়। আমাদের সংবাদপত্র বা মিডিয়া খবরের পিছনের খবর কখনও বলে না। ব্লগ থেকে সেই খবরগুলির পাওয়ার সম্ভবনা থাকে।

প্রশ্নঃ আমাদের সামু ব্লগ কি বাংলাদেশের শিক্ষিত সমাজের প্রতিনিধিত্ব করে? আরও ভাল করে বললে সামুর ব্লগারদের দিয়ে কি বাংলাদেশের শিক্ষিত সমাজকে মূল্যায়ন করা যাবে? যদি সেটা করা হয় তাহলে সেটা সঠিক হবে কি ভুল হবে?

উত্তরঃ সমাজের বিভিন্ন অঙ্গনের প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীরা সামুতে লেখালেখি করে বলে মনে হয় না। আম জনতাই সামু ব্লগে বেশী আসে। আগে সামুর ব্লগার অনেক বেশী ছিল। তখন সামু শিক্ষিত আমজনতার প্রতিনিধিত্ব করতো বলা চলে। বর্তমানে ব্লগার অনেক কম। বাংলাদেশে ১৮ কোটি মানুষ বাংলায় কথা বলে। এতো বিশাল জনগোষ্ঠীর মানুষের প্রতিনিধিত্ব করার মত ব্লগার এখন সামুতে নেই। স্যাম্পল সাইজ ছোট হওয়ার কারণে বলা যাবে না যে সামু থেকে আমাদের শিক্ষিত সমাজকে মূল্যায়ন করা যাবে। সামুর ব্লগার দিয়ে আমাদের শিক্ষিত সমাজের মূল্যায়ন করা ঠিক হবে না।

প্রশ্নঃ আপনার আসলে মাল্টি নিক কয়টা?

উত্তরঃ আমার মাল্টি নিক কয়টা সেটা আপনার জানার কথা। কারণ আপনি, শায়মা আপু, মিরোরডডল সহ আরও কয়েকজন মাল্টি সনাক্ত করতে ওস্তাদ। 

প্রশ্নঃ এমন কি কোনদিন হয়েছে যে আপনি এই নিকে একজনের বিরুদ্ধে তর্ক করছেন কিন্তু অন্য নিকে আবার তাকেই সাপোর্ট দিচ্ছেন?

উত্তরঃ আমি আমার আসল নিক থেকেই একই ব্লগারের উদ্দেশ্যে কখনও মিষ্টি কথা বলি আবার কখনও বিরোধিতা করি বা খোঁচা দেই। শায়মা আপু আমার এই ব্যাপারটা ভালো জানেন এবং আমার আক্রমণের শিকার হন । এই কারণেই উনি প্রায়ই আমাকে বলেন যে আমি নাকি একটা কুটনা বুড়া। এই ধরণের কাজের জন্য মূল নিককেই ব্যবহার করে থাকি।

প্রশ্নঃ ব্লগের পেছনে গড়ে কত সময় বের করেন? দিনে বা সপ্তাহের হিসাবে একটা হিসাব বলুন!

উত্তরঃ আমি গড়ে প্রতিদিন ১ ঘণ্টা ব্লগে কাটাই। ২৪ ঘণ্টায় ৩/৪ বার ঢু মারি ব্লগে। সন্ধ্যার পরে বেশী সময় কাটাই।

প্রশ্নঃ ব্লগে ধর্ম নিয়ে লেখার ফলে কোন বিরূপ মনভাবে শিকার হয়েছেন কি? ব্লগে অন্য যে কোন বিষয় নিয়ে লেখার চেয়ে ধর্ম নিয়ে লেখা কঠিন বেশি? (প্রতিক্রিয়ার ভিত্তিতে বলছি)

উত্তরঃ আমার ধর্ম নিয়ে লেখা পোস্টগুলির কারণেই আমি অনেকের বিরূপ আচরণের শিকার হয়েছি। আসলে আমাদের দেশে বা ব্লগে নাস্তিকের চেয়ে ইসলাম বিদ্বেষী মানুষ বেশী। বাস্তব জীবনে আমি নাস্তিকের সাথে দীর্ঘদিন শান্তিপূর্ণ আলোচনা বা বিতর্ক করেছি। কিন্তু ব্লগে ইসলাম বিদ্বেষীরা নাস্তিকের বেশে অসুস্থ তর্ক করে। শুধু নাস্তিক না আমাদের ইসলাম ধর্মের মধ্যেও অনেক দলাদলি আছে। ফলে ইসলামের অন্য উপদল বা বিপথগামী মুসলিমদের দ্বারাও আক্রমণের শিকার হতে হয় অনেক সময়। আমি ব্লগে ধর্ম ছাড়া অন্য বিষয় নিয়ে বিপদে পড়ি নাই বললেই চলে। তাই অন্য বিষয়ের চেয়ে ধর্ম নিয়ে ব্লগে লেখা কঠিন।

প্রশ্নঃ ধরেন আপনি সামু ব্লগের কোন ব্লগারকে সাইজ করতে চান। সাইজ বলতে তার কিছু আচরণ ঠিক করতে চান তাহলে আপনি কোন প্রক্রিয়া অবলম্বন করবেন?

উত্তরঃ উগ্র প্রকৃতির কারও আচরন ঠিক করার ক্ষেত্রে আমার কোন আগ্রহ নেই। তাকে এড়িয়ে চলবো। আর যদি মনে করি সমালোচনার মাধ্যমে কারও আচরণের উন্নতি করানো সম্ভব সেই ক্ষেত্রে তাকে বুঝিয়ে তার আচরণ পরিবর্তনের চেষ্টা করবো।

প্রশ্নঃ শায়মা আপুকে ভয় দেখানোর জন্য আপনার হাতে যদি কোন অপশন থাকে তাহলে সেই সুযোগ আপনি গ্রহন করবেন কিনা?

উত্তরঃ অবশ্যই করবো। সেই ধরণের অস্ত্র থাকলে আমাকে জানাবেন। তবে শায়মা আপু এমনিতেই একটু ভিতু টাইপের মেয়ে। ওনাকে ভয় দেখালে হার্ট ফেল করতে পারে। আর ওনাকে ভয় দেখানো খুব সহজ। ওনাকে প্লেনে বা লিফটে উঠিয়ে দিলেই হাত পা কাপতে থাকবে ওনার। আর সুযোগ পেলে একটা টিকটিকি ওনার মাথার উপর ছেড়ে দিতাম। সুযোগের অপেক্ষায় আছি। গুলশান পিঙ্ক সিটি মার্কেটে মাঝে মাঝে দাড়িয়ে থাকি ওনাকে পাকড়াও করার জন্য । উনি নাকি এই মার্কেটে মাঝে মাঝে আসেন। ওখানকার দোকানদারদের বলে রেখেছি যে শায়মা আপু আসলে আমাকে যেন খবর দেয়।

প্রশ্নঃ হঠাৎ একদিন ব্লগে লগিন করেই দেখতে পেলেন যে শায়মা আপু সহ আরও কয়েকজন ব্লগারের নিকের পাসওয়ার্ড আপনার হাতে চলে এসেছে। তখন কী করবেন?

উত্তরঃ শায়মা আপুর লেখা গল্পগুলি ভালো লাগে। গল্প পড়লে মনে হয় উনি নিজের জীবনের প্রেম কাহিনী বর্ণনা করছেন। কিন্তু কিছু জায়গায় একটু সংশোধন প্রয়োজন আছে। ওনার লেখা কিছু গল্পের নায়কের চারিত্রিক সংশোধন প্রয়োজন। ওদের চরিত্রে সমস্যা আছে। ওনার কয়েকটা গল্পে নায়কের চরিত্র হল বাদাইম্মা পোলার মত। তাই ওনার পাসওয়ার্ড পেলে এগুলি একটু এডিট করে ঠিক করে দিবো বিনা পয়সায়। উনি আমাকে ধন্যবাদ না দিলেও মাইন্ড করবো না।

শেরজা তপন ভাইয়ের পাসওয়ার্ড পেলে রাশিয়ার অপ্সরাদের নিয়ে নিজই একটা রোমান্টিক গল্প লিখে ওনার নামে চালিয়ে দিবো। সবাই ভাববে যে সেই গল্প শেরজা ভাইই লিখেছে। কেউ সন্দেহ করবে না।

আপনার পাসওয়ার্ড পেলে আপনার বান্ধবীদের সবাইকে বিনে পয়সায় দিয়ে দেবো। বাকি কাজ তারাই করবে। বান্ধবীদের তালিকা আমাকে দিয়েন। আর আপনি কাকে কাকে ব্লক করেছেন সেই তালিকা নিয়ে একটা পোস্ট দিব।

মিররমণির পাসওয়ার্ড পেলে কাঁচা ইলিশ মাছ মসলা দিয়ে মাখিয়ে কিভাবে চুলার আগুন ছাড়া রান্না ক’রে কাঁচা খাওয়া যায় সেই রেসিপির উপরে একটা পোস্ট দিব।

প্রশ্নঃ কখনও কি সামুর ব্লগ ডে তে গিয়েছেন? সামুর ব্লগারদের সাথে বাস্তবে দেখা হয়েছে কারো সাথে?

উত্তরঃ আমি সামুর ব্লগ ডে তে কখনও যাইনি। আমি যখন ব্লগে একটু সক্রিয় হই তখন করোনা শুরু হয়ে গেছে। তারপরে আর ব্লগ ডে হয় নাই মনে হয়। সামুর দুইজন ব্লগারের সাথে ফোনে এবং হোয়াটস অ্যাপে কথা হয়েছে। তবে বাস্তবে কারও সাথে দেখা হয় নাই। আপনার সাথে একদিন সাইকেল চালানোর ইচ্ছে আছে।

প্রশ্নঃ আপনাকে যদি বলা হয় যে কোন একজন ব্লগারকে ব্লগ ছাড়া করতে হবে নয়তো আপনার নিক ব্যান করা হবেব। ডু অর ডাই সিচুয়েশন । কাকে ব্লগ ছাড়া করবেন?

উত্তরঃ ব্লগে অনেক সময় অনেকে ব্লগ ছাড়ার ইচ্ছা প্রকাশ করে। এদের কাউকে ব্লগ ছাড়া করবো।

প্রশ্নঃ ব্লগের মডারেশন প্যানেল সম্পর্কে আপনার মতামত কী? আপনার চোখে মডারেশন প্যানেলকে মূল্যায়ন করুন।

উত্তরঃ বর্তমানে মডারেশন প্যানেল থেকে বাঁধ ভাঙ্গার আওয়াজ পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে তাদের মনোবল কিছুটা কমে গেছে। তারা স্বল্প মেয়াদি পরিকল্পনা নিয়ে আছেন। দীর্ঘ মেয়াদী কোন চিন্তা ওনাদের মধ্যে দেখা যাচ্ছে না। ব্লগের ব্যাপারে কোন আশার বাণী তাদের থেকে শোনা যাচ্ছে না। মডারেশন প্যানেল অনেক সময় অতিরিক্ত ধৈর্য প্রদর্শন করছেন । ফলে অনেক ব্লগার খারাপ কাজের আশকারা পাচ্ছে। বাড়াবাড়ির চূড়ান্ত হওয়ার আগেই ব্যবস্থা নিলে কেউ বাড়াবাড়ি করার সাহস পেত না। আমরা বাঙ্গালীরা ডাণ্ডা খেলে সোজা পথে চলি। সুযোগ পেলেই সুযোগের অপব্যবহার করি। এটা মডারেশন পানেলের লোকদের মনে রাখা উচিত। জনবলের অভাবেও অনেক ক্ষেত্রে মডারেশনের কাজের গতি স্লথ হয়েছে মনে হয়।

প্রশ্নঃ আমরা জানি যে ব্লগ কর্তৃপক্ষ ব্লগারদের নীতিমালায় আওতায় আনার ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দিয়ে থাকে। আপনার কি মনে হয় ব্লগ কর্তৃপক্ষের দেওয়া এই ছাড় সবার ক্ষেত্রে সমান নয়?

উত্তরঃ মনে করেন একজন ব্লগারের অনেক ভালো ভালো পোস্ট আছে এবং মন্তব্য আছে। কিন্তু মাঝে মাঝে সে নিয়ম ভঙ্গ করে। আবার আরেকজন ব্লগার তার মাল্টি নিক দিয়ে কেবলই অপ্রয়োজনীয় খোঁচাখুঁচি করে যায়। ব্লগে তার কোন অবদান নেই বরং ব্লগের সে ক্ষতি করছে । সেই ক্ষেত্রে প্রথম ব্লগার একটু বেশী ছাড় পেতে পারে বলে আমার মনে হয়। একজন ব্লগারকে ছাড় পাওয়ার যোগ্যতাও অর্জন করতে হবে।

প্রশ্নঃ অনেক প্রশ্ন করা হল । আরেকটা জরুরী প্রশ্ন। জীবনে প্রেম করেছেন কয়টা ? প্রেম করে বিয়ে নাকি পারিবারিক ভাবে বিয়ে হয়েছে? অথবা বিয়ে করেছেন নাকি এখনও আমার মত সুখী জীবন যাপন করছেন?

উত্তরঃ জীবনে প্রায় পৌনে ৩ টা প্রেম করেছি। একটা করেছি কিশোর বয়সে যখন প্রেম কী জিনিস সেটাই ভালো করে বুঝতাম না। আরেকটা স্বল্পকালীন অপূর্ণাঙ্গ প্রেম ছিল যখন কলেজে উঠেছিলাম। আরেকটা প্রেম এখনও চলমান। দিন দিন আরও মধুর হচ্ছে। আগের একটা প্রশ্নের উত্তরে বলেছি যে আমি ৩ সন্তানের পিতা। তাই বিয়ে করেছি কি না সেটা বুঝতেই পাড়ছেন। প্রেম ক’রে বিয়ে করেছি।

প্রশ্নঃ 'বর্তমানে দেশে বড় একটা রাজনৈতিক পরিবর্তন হল, এটা সম্পর্কে আপনার মতামত কী?

উত্তরঃ আমি ছাত্রদের এই আন্দোলনের ১০০% সমর্থক। বর্তমান প্রজন্ম সম্পর্কে আমাদের ভুল ধারণা ছিল। কিন্তু তারা তাদের রক্ত দিয়ে প্রমাণ করেছে তারা ফেইসবুকমুখী, টিকটকমুখী বা তথাকথিত প্রশ্নফাঁস প্রজন্ম নয়। তারা দেশ এবং সমাজ নিয়ে ভাবে। তাদের সাহস, সততা, দেশপ্রেম প্রশ্নাতীত। তাদের কাছে থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। গত ১৬ বছরে রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। ছাত্ররা এই ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছে এবং দেশ গড়ায় অংশ নিচ্ছে। এটা একটা ঐতিহাসিক ব্যাপার। ওদের নাম ইতিহাসে লেখা হবে। এরাই আমাদের ভবিষ্যৎ। আমি আশা করি এরা বাংলাদেশের অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে সমর্থ হবে। তরুণ প্রজন্ম থেকে ভালো মানুষেরা রাজনীতিতে আসবে এবং রাজনৈতিক অঙ্গন থেকে গুণ্ডামি, খুনাখুনি, চাঁদাবাজি, দুর্নীতি সহ সকল অনাচার দূর হবে। হয়তো একবারে হবে না। কিন্তু পরিবর্তন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কোন রাজনৈতিক দল বাড়াবাড়ি করলে ছাত্ররা পুনরায় মাঠে নেমে এদেরকে শায়েস্তা করবে। অসৎ লোকের জন্য বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতি করা কঠিন হয়ে যাবে। এই কথা রাজনীতিবিদদের মনে রাখতে হবে।

প্রশ্নঃ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ । ব্লগারদের উদ্দেশ্য কিছু যদি বলতে চান তাহলে বলতে পারেন । আর আমাদের ব্লগাররা আপনাকে কিছু প্রশ্ন করতে পারে। আশা করি সময় করে সেই প্রশ্নের জবাব দিবেন !

উত্তরঃ আমার মতন নাদানের সাক্ষাৎকার নেয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ব্লগারদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা সবাই যেন ব্লগ প্রতিষ্ঠাতা জানা আপুর সুস্থতার জন্য দোয়া করি। হাজারো সমস্যা সত্ত্বেও উনি ব্লগটাকে দীর্ঘদিন চালিয়ে যাচ্ছেন। উনি সুস্থ হয়ে উঠলে ব্লগের আয়ু নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না। যিনি এতদিন ব্লগটাকে চালিয়ে গেছেন তিনি নিশ্চয় এটাকে রক্ষার করার ব্যবস্থা নেবেন। ব্লগার হিসাবে আমাদের দায়িত্ব হল ব্লগে সুন্দর পরিবেশ বজায় রাখা। পরিবেশ সুন্দর হলে আরও অনেক মানুষ ব্লগের প্রতি আগ্রহী হবে।

ব্লগার সাড়ে চুয়াত্তরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য । সময় করে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আমার নেওয়া ইন্টারভিউ এখানেই শেষ হল । তবে ব্লগাররা চাইলে ব্লগার সাড়ে চুয়াত্তরকে প্রশ্ন করতে পারেন। আশা করি তিনি জবাব দিবেন।

বিঃদ্রঃ এই মাসের ১৫ তারিখে আরেকটি ইন্টারভিউ প্রকাশিত হবে ।


আগের পর্ব
কাল্পনিক_ভালোবাসা
ভুয়া মফিজ
শায়মা




ছবি উৎস


মন্তব্য ৪৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫২

শায়মা বলেছেন: হা হা স্মীকার করিয়া লইলে তুমি আসলেই কুটনাবুড়া!!! :P


আমার পাস জীবনেও পাবে না আর যারটাই পাও না কেনো। আমার পাসের আশে পাশে আসলেই ঘন্টা বেঁজে উঠবে ভাইয়ুমনি!!! :)

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০২

অপু তানভীর বলেছেন: আমি তো আজীবনই কুটনা বুড়ি চিনি । কুটনা বুড়া আমি এই প্রথম দেখলাম ! :D

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৩

কাছের-মানুষ বলেছেন: ব্লগার সাড়ে চুয়াত্তর সাহেবের ব্যাপারে অনেক কিছু জানা হল। ব্লগে যে কজন সক্রিয় ব্লগার আছেন তিনি তাদের মধ্যে অন্যত তিনি দারুন ব্লগিং করছেন। ব্লগার'স ইন্টারভিউ ভাল হয়েছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: এখন যে কয়জন নিয়মিত ব্লগার আছেন সাড়ে চুয়াত্তর তাদের একজন । নিয়মিত ব্লগে সময় দেন । তার লেখার মানও অন্যান্য ব্লগার থেকে ভাল ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০২

জটিল ভাই বলেছেন:
গতানুগতিক লাগলো। এক্সপেক্টেসন আরো বেশি ছিলো.....

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: কিছু কমন প্রশ্ন তো সবাইকেই করা হবে । আপনাকেও এই ধরণের কিছু প্রশ্ন করা হবে !

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৬

শায়মা বলেছেন: হা হা এবার চিনে নাও কুটনা বুড়া কেমনে হয়!!! :P

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: হ্যা এবার ভাল করে চিনে নিতে হবে !

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথমেই ব্লগার অপু তানভীরকে ধন্যবাদ জানাচ্ছি আমার মত নাচিজের ইন্টার্ভিউ নেয়ার জন্য। গত ১ মাস ধরে ব্লগাররা দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, ছাত্র আন্দোলন এবং শেখ হাসিনা সরকারের পতন সংক্রান্ত আলোচনা এবং পোস্ট নিয়ে ব্যস্ত আছে। এই সময়ে কোন ব্লগারের ইন্টারভিউ ওনাদের ভালো লাগবে কি না আমি জানি না।

আমি উপরের পোস্টে শায়মা আপু এবং ওনার লেখার এতো প্রশংসা করলাম তারপরেও উনি আমাকে ওনার ব্লগের পাসওয়ার্ড কেন দিতে চাচ্ছেন না এটা আমি বুঝতে পাড়ছি না। আমাকে কুটনা বুড়া বলছেন আগের মত। আসলে উনি মানুষ চিনতে ভুল করছেন। যাই হোক একদিন হয়তো বুঝতে পারবেন আমি ওনার কত বড় শুভাকাঙ্ক্ষী ছিলাম। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৫

অপু তানভীর বলেছেন: আপনাকেও বিশেষ ভাবে ধন্যবাদ সময় নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন বলে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আপনি হয়তো মেইলের জবাবই দেবেন না ।

হ্যা বর্তমানে প্রায় সবাই ই রাজনৈতিক পোস্ট দিচ্ছে । এর ভেতরে অনেকেই হয়তো অন্য লেখা পড়ার আগ্রহ কম । অবশ্য ব্লগে খুব বেশি মানুষ নেইও । সব মিলিয়ে আমরা নিয়মিত ৩৫/৪০ জন আছি । এরা পড়লেই হবে ! এখন না পড়লেও সময়ে করে পরে তো পড়বেই ।

শায়মা আপুর অবশ্য মানুষ চিনতে ভুল হওয়ার কথা না । ;)

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১৬

ডার্ক ম্যান বলেছেন: অনেক কিছু জানলাম।
ইসলাম ধর্ম নিয়ে তিনি হয়তো কিছু পড়ালেখা করেছেন। এই সম্পর্কে কিছু জানতে চাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৬

অপু তানভীর বলেছেন: একজন ব্লগারের সম্পর্ক জানতে পেরেছেন, মূলত এটাই এই সিরিজের প্রধান উদ্দেশ্য। ব্লগে আমরা যে অল্প কয়েকজন আছি তাদের সবার কাছে ধীরে ধীরে পৌছাবো আশা করছি । আপনার সাথেও যোাগযোগ করব, আশা করি !

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:০৮

জুল ভার্ন বলেছেন: চমৎকার ইন্টারভিউ! ভালো লাগছে- ব্যক্তি সা-চু কে জেনে। শুভ কামনা। ❤

ব্লগার ইন্টারভিউ পিকটা দেখে মনে হচ্ছে- লেরি কিং - সা চু সামনা-সামনি বসে আছেন সিএনএন স্টুডিওতে!

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন: আপনার বেলাতে কোন ছবি দিব সেটাই ভাবছি ! কোন স্টুডিও যে হবে সেটাই এখন দেখার বিষয় !

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৯

একলব্য২১ বলেছেন:

সাচু ভাই, আপনার সন্তানদের বর্তমান অবস্থান জেনে খুশি হলাম। বর্তমান রাজনৈতিক অবস্থার উপর ভিত্তি করে আপনি সম্প্রতি দুই/ তিনটি পোস্ট দিয়েছেন। আমার প্রশ্ন হলো বর্তমান তত্তাবোধক সরকার কতদিন থাকতে পারে বলে আপনি অনুমান করেন। আর তারা কি প্রয়োজনীয় সব সংস্কার করতে পারবে। সংস্কার করলেও পরবর্তী নির্বাচিত সরকার সেই সব সংস্কার বহাল রাখবে। আপনার মন্তব্য।








৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০০

শেরজা তপন বলেছেন: পুরোটা পড়েছি। প্রশ্ন আছে কিছু করব পরে

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৮

অপু তানভীর বলেছেন: অপেক্ষায় থাকলাম আমি সাচু এবং মিরোরডল !

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৬

ভুয়া মফিজ বলেছেন: আমি তো ভেবেছিলাম সাচু আমার চাইতে বয়সে বড়, এখন দেখি ছোট!!!! :P

সাচু সম্পর্কে অনেক কিছু জানলাম। পেশাগত জীবনে দেখা যাচ্ছে আমরা দু'জনে একই লাইনে। একটা ব্লগীয় চিমটি না দিয়ে আর পারলাম না। সাচু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র? একাউন্টিং নাকি ফাইনান্সের?

আমার শখ হল বিচিত্র বিষয়ের বই পড়া (ধর্ম এবং ইতিহাস নিয়ে আগ্রহ বেশী)। এটা পড়ে হতাশ হলাম। আমার ধারনা ছিল ''বিজ্ঞান'' নিয়ে আগ্রহ বেশী হবে। যেইভাবে বিজ্ঞানের মাইরে বাপ করার প্রোজেক্ট হাতে নিয়েছিল, বেশ আনন্দ পেতাম। সেই প্রোজেক্ট কি বন্ধ এখন? আবার চালু হওয়ার কোন সম্ভাবনা আছে?

আগের গুলো অপুর মাধ্যমে করা, তবে এবার একটা সরাসরি প্রশ্নঃ
ব্লগে কয়েকটা অসভ্য ভারতীয় (অসভ্য বললাম, যাতে করে সভ্য পদাতিক চৌধুরিকে আলাদা করা যায়) যে ক্রমাগত বর্তমানের ছাত্র আন্দোলন, সরকার আর দেশের জনগন আর তাদের মনোভাব সম্পর্কে বিষোদগার করে চলেছে, এই ব্যাপারে আপনার মতামত কি? এরা যা করছে তা কি বাক-স্বাধীনতা নাকি কুৎসা রটনা? একই অবস্থা এদের এদেশীয় দালালদের। এদের ব্যাপারে কি ব্লগ কর্তৃপক্ষের কোন ব্যবস্থা নেয়া উচিত?

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২০

অপু তানভীর বলেছেন: দেখা যাচ্ছে ব্লগে সব থেকে আমিই ছোট ! অবশ্য যতদিন অবিবাহিত ততদিন আমি ছোটই !

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ ডার্কম্যান - আপনি জানতে চেয়েছেন ইসলাম ধর্ম সম্পর্কে আমার পড়াশুনা নিয়ে। আসলে আমি ইসলামী লাইনে কোন পড়াশুনা করিনি। তবে নিজের আগ্রহ থেকে অনেক বছর ধরেই ইসলাম নিয়ে পড়াশুনা করছি। আমার কাছে প্রচুর ইসলামী বইয়ের হার্ড কপি এবং সফট কপি আছে। বর্তমান যুগে অনলাইনে ইসলাম সংক্রান্ত হাজার হাজার তথ্য পাওয়া যায়। হাজারে হাজারে বই আছে একদম ফ্রি। আমি পড়ার চেষ্টা করি। লন্ডনের হাইড পার্কে 'স্পিকারস কর্নার' নামে একটা জায়গা আছে। এখানে এসে যে যার খুশি মত যে কোন বিষয়ে স্বাধীন মত প্রকাশ করতে পারে। তবে এই পার্কে আন্তঃ ধর্মীয় বিতর্ক বেশী হয়। আমি প্রায়ই ইউটিউবে স্পিকারস কর্নারের ভিডিওগুলি দেখি। একটা উদাহরণ নীচে দিলাম।
https://www.youtube.com/watch?v=WyaBNnz5ymU

তবে ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হলে আরবি ভাষায় পারদর্শী হওয়া প্রয়োজন। তা না হলে হাদিস এবং কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝতে পাড়া কঠিন হয়ে যায়।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: উপরে একলব্য২১ ভাই আমার উদ্দেশ্যে কয়েকটা প্রশ্ন করেছেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করছি।
প্রশ্ন ১ - বর্তমান তত্ত্বাবধায়ক (অন্তর্বর্তীকালীন সরকার) সরকার কত দিন থাকতে পারে?
আমার উত্তর বা ধারণা - আমার মনে হচ্ছে কম পক্ষে ২/৩ বছর থাকবে। বিশ্বের শক্তিশালী দেশগুলির সমর্থন আছে এই সরকারের প্রতি। তাদের বিভিন্ন মন্তব্যে মনে হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ডঃ ইউনুসকে অন্তত ২/৩ বছর সময় দিবে। কারণ তারাও জানে হাসিনা এই দেশের কী সর্বনাশ করে গেছে। এগুলি ঠিক করতে কিছু সময় লাগবে। এই সরকারের মেয়াদ নির্ভর করছে বাইরের শক্তিগুলির সমর্থনের উপরে। এছাড়া ডঃ ইউনুস আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত সম্মানী একজন ব্যক্তি।
প্রশ্ন ২ - তারা কি প্রয়োজনীয় সব সংস্কার করতে পারবে?
আমার উত্তর - তারা একটা নিরপেক্ষ নির্বাচন করার মত পরিবেশ তৈরি করতে পারবে বলে আমার মনে হয়। কারণ সারা দেশের মানুষের এই ব্যাপারে সমর্থন আছে। আন্তর্জাতিক সম্প্রদায় চায় এই দেশে নিরপেক্ষ একটা নির্বাচন হউক। অতীতে ২০০৮ সালে এবং আগেও কয়েকবার নিরপেক্ষ নির্বাচন করা গেছে। তাই এটা সম্ভব। তবে অন্যান্য সংস্কার যেমন দুর্নীতি এবং সন্ত্রাস দমনের ক্ষেত্রে পুরোপুরি সংস্কার করা হয়তো যাবে না। তবে সরকারের এই ব্যাপারে দৃঢ় অঙ্গিকার থাকলে দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট এগুলি উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনা সম্ভব হবে। এই ব্যাপারে তারা কতটা সিরিয়াস সেটা বোঝার জন্য আরও কিছু দিন দেরী করতে হবে।
প্রশ্ন ৩ - সংস্কার করলেও পরবর্তী নির্বাচিত সরকার এই সব সংস্কার বহাল রাখবে?
আমার উত্তর - বিএনপি ক্ষমতায় আসলে পুনরায় পরিস্থিতি আবার আগের মত হওয়ার সম্ভবনা আছে। তবে সেগুলি পরিবর্তন করলে ছাত্ররা আবার রাস্তায় নেমে আসবে বলে আমার মনে হয়। এই জেনারেশনকে আমরা অনেক আন্ডার এসটিমেট করেছি এতো দিন। কিন্তু তারা কিন্ত আসলে বারুদ। তাই পরবর্তী সরকার ছাত্রদেরকে সমীহ করবে। ঝুকি হল ছাত্ররা নিজেদের মধ্যে দলাদলিতে লিপ্ত হতে পারে। তারা লোভে পড়তে পারে। আওয়ামী লীগ , বিএনপি বা জামাতের লোক সাধারণ ছাত্রদের মধ্যে ঢুকে যেতে পারে। আশা করবো ছাত্ররা দলাদলি করবে না এবং লোভে পড়বে না। যদি ছাত্রদের একতায় ফাটল না ধরে তাহলে ধীরে ধীরে বাংলাদেশ সংস্কারের মাধ্যমে উন্নত পর্যায়ে যাবে। একবারেই সব কিছু হবে না। পরিবর্তনের এই ধারাকে আগামী কয়েক বছর যে কোন মুলে অব্যাহত রাখতে হবে। ছাত্রদের সজাগ থাকতে হবে যেন পরের সরকার আবার হাসিনার মত না হয়ে যায়। তবে আমি বলবো ছাত্ররাই একমাত্র পারবে দেশকে পরিবর্তন করতে। তারা ইতিমধ্যে তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। আমাদের দায়িত্ব হবে এদেরকে সমর্থন দিয়ে যাওয়া।

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ ভুয়া মফিজ ভাই – আপনি আমাকে বয়সে বড় মনে করলেও আমি কিন্তু আগে থেকেই অনুমান করেছি যে আপনি আমার চেয়ে অন্তত ৪/৫ বছরের বড় হবেন। আমার অনুমান ঠিক আছে কি না জানাবেন। :) আপনি, আমি, মিররমণি, সোহানি, ‘বোকা মানুষ বলতে চায়’ একাউন্টস/ ফাইনান্স/ বিজনেস স্টাডির ছাত্র/ছাত্রী। এটা আমার ধারণা। তাই আপনার আর আমার মিলের কারণে একটা ব্লগিয় চিমটি আমিও দিলাম আপনাকে। :) আপনার মত আমিও আগে বিজ্ঞানের ছাত্র ছিলাম কলেজ পর্যায়ে। আপনি মনে হয় ডাক্তারিতে চান্স পেয়েও পড়েননি। এই ধরণের কিছু একটা পড়েছিলাম মনে হয় আপনার ব্লগে (ভুলও বলতে পারি)। আমি বাংলাদেশের চার্টার্ড একাউন্টেন্ট (এফসিএ) । তবে আমি সিএ এর পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে মাষ্টারস করেছি।

আসলে বিজ্ঞানের বই বেশী না পড়লেও প্রায়ই এখনও অনলাইনে বিজ্ঞান বিষয়ে পড়াশুনা করার চেষ্টা করি নিতান্ত শখের বশে। এটাও আমার একটা প্রিয় বিষয়। উপরে লেখা উচিত ছিল আসলে :)। আশা করি কিছু দিনের মধ্যেই বিজ্ঞান নিয়ে পোস্ট দিবো। যদিও আসলে বিজ্ঞানের জ্ঞান আমার খুব কম। কিন্তু জানার আগ্রহ অনেক বেশী। ব্লগে অনেকেই বিজ্ঞান নিয়ে পড়াশুনা করেছেন কিন্তু তারা কদাচিৎ লেখেন বিজ্ঞান নিয়ে। তাই আমাকেই লিখতে হয়। :)

শেখ হাসিনার পতনের পড়েই কয়েকজন ভারতীয় এবং দেশী ব্লগার খুব তৎপর হয়ে উঠেছে আওয়ামীলীগ এবং ভারতের পক্ষে। কয়েকটা আওয়ামী লীগ সমর্থক নতুন নিকও দেখা যাচ্ছে। এদের পোস্টের মূল বক্তব্য হল বাংলাদেশের প্রতি হিংসা, বিদ্বেষ এবং বাংলাদেশের মানুষকে অত্যন্ত নিচু চোখে দেখা। এদের ধারণা ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশের মানুষ বাচবে না। তারা দয়া ক’রে বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। তাদের কথার মধ্যে যুক্তি থাকলে সমস্যা ছিল না। কিন্তু তাদের বক্তব্য মনগড়া এবং বিদ্বেষপূর্ণ । নিরপেক্ষভাবে চিন্তা করলে বাংলাদেশের চেয়ে ভারতের মানুষের সমস্যা বেশী। ওদের দেশের কোটি কোটি লোক মানবেতর জীবন যাপন করছে। সামাজিক বা অর্থনৈতিক বিভিন্ন সূচকে ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে। ভারতে যে হারে ধর্ষণ, জাতিগত দাঙ্গা, সংখ্যালঘু হত্যা/ নির্যাতন, রাজনৈতিক অরাজকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড হয় তার ১০ ভাগের এক ভাগ বাংলাদেশে হয় না।

বাংলাদেশের হিন্দুরা ভারতের মুসলমানদের চেয়ে অনেক গুণ ভালো আছে। যে হারে ওদের দেশে কৃষকরা প্রতি বছর আত্মহত্যা করে তার ৫০ ভাগের ১ ভাগ বাংলাদেশে হয় কি না আমার সন্দেহ আছে। সেই দেশের মানুষ যখন বাংলাদেশকে দয়া করতে চায় বা উপদেশের নামে খোঁচা দিতে চায় তখন এগুলি দেখলে আমার আসলে হাসি আসে। এদের কথা বার্তা পরিষ্কার উস্কানি মুলক যেন আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। ওদের চেয়ে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অন্তত ১০ গুণ ভালো । কিন্তু ওরা চায় মিথ্যা এবং মনগড়া কথা বলে এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক। ওদের আশা পূর্ণ হবে না। বাংলাদেশে আওয়ামী লীগ দলটা হিন্দুদেরকে নিয়ে আজীবন খেলে যাচ্ছে। তার সাথে তাল মিলায় ভারতের কিছ উগ্র লোক জন। ব্লগেও এদের বিচরণ শুরু হয়েছে। এদের সাথে তাল দিয়ে যাচ্ছে এই দেশের কিছু কট্টর এবং দল কানা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থক। এছাড়া এই দেশেও কিছু উগ্র হিন্দু আছে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

বাক স্বাধীনতা আর হিংসা, বিদ্বেষ ছড়ানো এক জিনিস না। মিথ্যা কথা কখনও বাক স্বাধীনতা হতে পারে না। আমাদের ব্লগ কর্তৃপক্ষের উচিত হবে এই ধরনের বিদ্বেষপূর্ণ পোস্ট, মন্তব্য সম্পর্কে সজাগ থাকা। প্রয়োজনে এদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া। কারণ বাক স্বাধীনতার আড়ালে এরা মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহায়তা করেছে। এদের অনেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্ধ সমর্থক। আওয়ামী লীগ এখনও থেমে নাই। এই পরাজিত ফ্যাসিস্ট বিভিন্ন ভাবে দেশের ক্ষতি করার চেষ্টা করছে। বাক স্বাধীনতার নামে এদেরকে বিদ্বেষ বা মিথ্যা তথ্য প্রচারের অনুমতি দেয়া উচিত হবে না। দেশ বিরোধী কাজ যারা করেছে তাদের কথা প্রচার করা মানে দেশের বর্তমান ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যাওয়া। এই বারের গণ অভ্যুত্থানে জনতার বিজয় হয়েছে। তাই যারা এই বিজয়ের বিরুদ্ধে লেখে তারা দেশের এবং আম জনতার শত্রু।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৫

মিরোরডডল বলেছেন:





শেরজা তপন বলেছেন: পুরোটা পড়েছি। প্রশ্ন আছে কিছু করব পরে

এই পরে আর কখনও আসবে না, এটা এখানেই ইতি :)

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২০

অপু তানভীর বলেছেন: আমরা অপেক্ষায় আছি !

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৪

ভুয়া মফিজ বলেছেন: @সাড়ে চুয়াত্তরঃ
ভারতীয় এবং দেশী বদমাশ ব্লগারদের ব্যাপারে চমৎকার বলেছেন। এটাকে আরেকটু ডিটেইল করে, আরো কিছু স্ট্রং যুক্তি দিয়ে দ্রুত একটা পোষ্ট দেয়ার অনুরোধ করলাম। আমিই একটা দিতে চাচ্ছিলাম। কিন্তু হঠাৎ প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছি, টুকটাক দুয়েকটা মন্তব্য করতে পারছি, কিন্তু একটা পোষ্ট লেখা আপাততঃ সম্ভব না। এদিকে এদের বাড় ক্রমাগত যেভাবে বাড়ছে, কর্তৃপক্ষকে একটা ওয়েক আপ কল দেয়া জরুরী হয়ে পড়েছে।

এই আন্দোলনকে ডিফেইম করা, ক্রমাগত মিথ্যা প্রোপাগান্ডা চালানো, মিথ্যা তথ্য দিয়ে লোকজনকে আন্দোলনের মূল লক্ষ্য থেকে ডিরেইল করা ইত্যাদি ইত্যাদি কারনে কিছু পদক্ষেপ মডু প্যানেলের নেয়া উচিত।

মন্তব্যে আমার সম্পর্কে যা যা বলেছেন, ঠিকই আছে। তাই ওসব নিয়ে আর কিছু বললাম না। :)

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

মিরোরডডল বলেছেন:





সাচুকে ব্লগে যতটুকু চিনেছি, ভদ্র নম্র, পরিমিত, পরিশীলিত, হিউমার সম্পন্ন, বন্ধুসুলভ একজন মানুষ।
ওয়েল ব্যালান্সড।

সাচু গান ভালোবাসে এবং নিজেও ভালো গান করে।
তাই আমার প্রিয় একটি গান শেয়ার করলাম।
সাচুর কাছে কোন প্রশ্ন নেই, সব সময়ের জন্য শুভকামনা থাকবে।





১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ ভুয়া মফিজ ভাই - আমি একটা পোস্ট দিবো আপনার পরামর্শ অনুযায়ী। আমারও মনে হচ্ছে ব্লগ কর্তৃপক্ষের এই ব্যাপারে আরও সচেতন হওয়া উচিত। জনগণের একটা বিপ্লব দেশে ঘটে যাচ্ছে। এই বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা ব্লগেও হচ্ছে। ব্লগ কর্তৃপক্ষের উচিত হবে কেউ যেন মিথ্যা তথ্য বা বিদ্বেষ ছড়াতে না পারে সেই ব্যাপারে সচেতন থাকা। আমি পোস্টে আরেকটু বিস্তারিত বলার চেষ্টা করবো।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিররমণি বলেছে -
'সাচুকে ব্লগে যতটুকু চিনেছি, ভদ্র নম্র, পরিমিত, পরিশীলিত, হিউমার সম্পন্ন, বন্ধুসুলভ একজন মানুষ। ওয়েল ব্যালান্সড। '

আ হা হা হা। হা !!! পরাণটা জুরাইয়া গেল একদম। এই রকম প্রশংসাপূর্ণ মন্তব্য কার না ভালো লাগে। :)

মিররমণির এই মন্তব্যের ব্যাপারে আমি কুটনি শায়মা আপুর দৃষ্টি আকর্ষণ করছি। ওনাকে বলবো যে দেখেন মিরর মানুষ চিনেছে। আপনি আমাকে চিনলেন না। আমাকে কুটনা বুড়া বলেন। আপনি তো কুটনি ছুড়ি X(

মিররমণির আমার সম্পর্কে কোন প্রশ্ন নাই। আসলে থাকার কথাও না। কারণ এই ব্লগে আমি শুধু আমার নাম, বাবার নাম, আর বাসার ঠিকানা বাদে সবই বলে দিয়েছি বিভিন্ন সময়ে। :)

মিররমণির গানটা শুনলাম। খুব ভালো লেগেছে। আসলে বিলি ওশেনের অনেক গানই ভালো লাগে। আমার প্রিয় শিল্পীদের একজন সে আগে থেকেই। ওর গানের কথাগুলিও হৃদয়স্পর্শী হয়। আর গানের বিট আর রিদমও ভালো লাগে। ওর গাওয়া আমার প্রিয় একটা গান দিলাম মিররের জন্য।

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ চমৎকার ইন্টারভিউ হয়েছে। সাচু' র ব্যক্তিগত জীবন জানলাম গ্রেট !
ভগ্যিস সাচু অন্তর্মুখী আর নিক নিয়ে ব্লগিং করতে এসছিল না হয় শায়মা কে নিয়ে এত কথা কে বলত ? নর্ম ভদ্র একজন কর্পোরেট হিসেবে সাচু কেও তেমন মন্তব্য করতে হত।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২১

অপু তানভীর বলেছেন: এবার আপনি রেডি হোন !

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: মনিরা আপুকে বলছি - আসলে আমি শায়মা আপুকে একটু ভয়ই পাই। একটু তার ছেড়া টাইপের তো। :) নিজ নামে ব্লগিং না করার এটাও একটা কারণ। :)

এই ব্লগে ওনার আর ওনার লেখার প্রশংসা আমার চেয়ে বেশী কেউ করেছে বলে মনে হয় না। কিন্তু তারপরেও আমাকে বলে কুটনা বুড়া। নিজে তো একটা কুটনি ছুঁড়ি। :)

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৪

করুণাধারা বলেছেন: ওয়েল ডান প্রশ্নকারী আর উত্তরদাতা! চমৎকার প্রশ্নোত্তর পর্ব হয়েছে!

সাচু সম্পর্কে অনেক কিছু জানা হলো! বয়স, স্পাওজ, সন্তান, কর্মজীবন, সবকিছু। ভূয়া মফিজের সম্পর্কেও জানা গেছে আগে। ব্যতিক্রম শায়মা! তার পরিবারে কে কে আছেন সে সম্পর্কে কিন্তু কিছু জানতে পারিনি। :|

যাকগে, যা পেয়েছি এইটুকুতেই খুশি আমার মন...

সাচুর জন্য একটা উপদেশ: স্ত্রীর পরিচয় হবে হোম মেকার বলে। হাউজ ওয়াইফ কী!!!

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২২

অপু তানভীর বলেছেন: হাউজওয়াইফ প্রচলিত ! এটা সর্বক্ষেত্রেই গ্রহনযোগ্য মনে হয় ।

আপনার মেইল এড্রেসটা আমাকে দিয়েন তো !

২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: করুণাধারা আপুর উদ্দেশ্যে বলছি -

সাক্ষাৎকার পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি শায়মা আপুর পরিবারের সদস্যদের সম্পর্কে জানতে আগ্রহী। শায়মা আপুর পরিবারে আর কে কে আছে জানি না তবে আধা ডজন গৃহকর্মী আছে মনে হয়। উনি যখন ওনার খাবার দাবারের পোস্ট দেন তখন তাদের নাম পাওয়া যায়। আসলে খাবার দাবার এরাই রান্না করে। আর ফটো তোলেন আমাদের শায়মা আপু।

হাউজওয়াইফ আর হোমমেকারের অর্থ অভিধানে দেখলাম। ইংরেজি কম বুঝি তাই অভিধানের সাহায্য নিলাম। আসলে হোমমেকার শব্দটা ব্রিটিশ ইংলিশে ব্যবহৃত হয় না। তারা এই শব্দের বদলে হাউজওয়াইফই ব্যবহার করে যদি বউয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অভিধান থেকে দিলাম হাউজওয়াইফের ব্রিটিশ অর্থ a woman, typically a married woman, who keeps house, usually without having paid employment। ছেলে হলে অ্যামেরিকান ইংলিশে হাউজহাজবেন্ড বলার চল আছে।

পক্ষান্তরে হোমমেকার শব্দটা অ্যামেরিকান ইংলিশে ব্যবহৃত হয়। আগে হাউজওয়াইফ বলতো অ্যামেরিকান ইংলিশে। in American English
(ˈhaʊsˌwaɪf; for 2, usually ˈhʌzɪf)
noun
Word forms: plural ˈhouseˌwives (ˈhaʊsˌwaɪvz; for 2, usually ˈhʌzɪvz)
1. a woman, esp. a married woman, whose principal occupation is managing a household and taking care of domestic affairs

অ্যামেরিকান ইংলিশ অনুযায়ী হাউজওয়াইফ শব্দটা ওল্ড ইংলিশ। তার বদলে হোমমেকার বলে এখন ( এটাও নাকি ওল্ড হয়ে যাচ্ছে ধীরে ধীরে)। তবে হোম মেকার বলতে স্বামী বা স্ত্রী উভয়কেই বোঝাতে পারে। এমনকি কোন সমাজকর্মী বা কর্মচারী ঘরের কাজ করে দিলে তাকেও হোমমেকার বলে। তাই হোমমেকার অনেক অর্থে ব্যবহৃত হয়।

তাই আমি ওল্ড ইংলিশ বললেও ভুল বলিনি। অ্যামেরিকান ইংলিশ অনুযায়ী হোমমেকার বলা যেত। কিন্তু হোমমেকার বউ না হয়ে গার্লফ্রেন্ডও হতে পারে। কোন মেয়ে যদি বলে যে সে হোমমেকার তার অর্থ হতে পারে সে তার বয়ফ্রেন্ডের ঘর সামলায়। অথবা সে হোমমেকারের চাকরী করে। হোমমেকার দ্বারা বোঝা যায় না যে সে তার বিবাহিত স্বামীর ঘর সামলায়। :) আপনার অসিলায় এই দুইটি শব্দের বিভিন্ন অর্থ এবং প্রয়োগ নিয়ে জানা হল।

এই লিঙ্ক দুটি দেখতে পারেন -
https://www.collinsdictionary.com/dictionary/english/homemaker
https://www.collinsdictionary.com/dictionary/english/housewife

২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৮

জুন বলেছেন: অপু তানভীর এর প্রশ্নের সাথে আপনার উত্তরগুলো ভালোই সংগত দিয়েছে। অনেক কিছু জানা হলো আপনার ও আপনার পরিবার সম্পর্কে। বাচ্চা ও তাদের মায়ের জন্য অশেষ দোয়া ও শুভকামনা রইলো।
আমি ভেবেছিলাম আপনি একজন আফগানিস্তানি অথবা সিদানের বাসিন্দা। এখন জানলাম আপনি ফাস্ট ওয়ার্ল্ড এর লোকজন এর মতই মাইন্সের টাকার হিসাব রাখেন :P ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমিও একটা ভার্চুয়াল রাম চিমটি দিলাম এজ এ এলুমনাই :)

২৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৯

জুন বলেছেন: কারেকশন "সুদানের" * উহার কথায় মনে হতো আর্কি B-)

২৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

শায়মা বলেছেন: ঐ কুটনাবুড়া ভাইয়ু আমাকে কপি করে মিররমনিকে মিররমনি বলা চলবেনা। এমনিতে কুটনাবুড়া আবার কপিবাজও!!! আমার গল্পের নায়কেরা মানে আমার প্রেমিকেরা বাদ্দাইমা হবে কেনো? তারা যে এক্সট্রা অর্ডিনারী সেটা তোমার সহ্য হয় না না?? পান্তাভাত টাইপ মানুষ আমার গল্পের নায়ক হবে নাকি!!!!!!!!!! তারা জিনিয়াস!!!


আর পিংক সিটিতে কখন কখন দাঁড়ায় থাকো ? টাইমটা বলে দিও। আমার মাথায় টিকটিকি ছাড়ার আগে তোমার মাথায় টিকটিকির ডিম মানে বোম্ব ফেলতে হবে। :) মানে টাক মাথায়। :)

২৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২১

শায়মা বলেছেন: মিররমনি নিজে ভদ্র বলে ভদ্রতা করে তোমাকে ভালোমানুষ বলেছে। আমি সত্যটা বলে দিলাম ।


আর মনিরা আপুর মন্তব্যে বলতে চাই সাড়ে চুয়াত্তর ভাইয়া অন্তর্মুখী না ভিজা বিড়াল আসলে। :)

২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

শায়মা বলেছেন: করুনাধারা আপুনি!!!!!!!!!!!! তুমি যে আমারে জানো, আমি তা জানি ..... আমার ঘর বাড়ি বেড়াবেড়ি সবই তো বের করে এনেছিলে!!!!!!!!!!!!!!! তুমি না একদিন বললে একদিন আমাকে নিয়ে গবেষনা চালিয়ে রাত প্রায় পার করে ফেলেছিলে। তবে আমি কি তোমারে চিনি??? জানি??? শুধু বড়বিলাই আর শাহানা আপুকে মনে পড়ে মাঝে মাঝে তোমাকে দেখিলে আপুনিমনি!!!! :)


https://www.youtube.com/watch?v=UJylavENTQk' target='_blank' >যাইহোক গানা শোনো

সত্যি কি আরও কিছু জানতে চাও?? অনেকটাই তো জানিয়ে দিয়েছি.......

রহস্যময়ী থাকিতে পারি নাইক্কা!!! :P

২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

শেরজা তপন বলেছেন: মিরোরডডল বলেছেন:

শেরজা তপন বলেছেন: পুরোটা পড়েছি। প্রশ্ন আছে কিছু করব পরে

এই পরে আর কখনও আসবে না, এটা এখানেই ইতি
:)
~ কথা খারাপ বলেন নেই তবে ৭-৮ মিনিট খুঁজে আমি এই পোস্টটা পেয়েছি। এবার আসলেই কিছু প্রশ্ন করার সদিচ্ছা নিয়ে এসেছিলাম- কিন্তু আপনার মন্তব্য পড়ে আমি হাসতে হাসতে সব প্রশ্ন ভুলে গেলাম!!! :) :) :``>>

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৪

অপু তানভীর বলেছেন: আমরা তো আপনার প্রশ্নের অপেক্ষাতেই ছিলাম !

২৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

শেরজা তপন বলেছেন: লেখা মন্তব্য থেকে জানতে পেরেছি তার গিন্নী বেশ চঞ্চল উচ্ছল ও সাংঘাতিক রকমের রোমান্টিক, উহার পাল্লায় পড়ে তার পুরা হাড়কালা হয়ে গেছে। কথা কি সত্যি? তবে এই জুটি ক্যামনে প্রেম করল সেটা একটা রহস্য বটে!
ধুর কেমনে কি প্রশ্ন করব সব আউলা-ঝাউলা হয়ে যাচ্ছে, শুধু মিরোর আপুর র মন্তব্যের কথাগুলো মনে পড়ে হাসি পাচ্ছে...

৩০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৫

মিরোরডডল বলেছেন:





ঘুমাতে যাচ্ছিলাম কিন্তু শেরজার মন্তব্য দেখে বলতে এলাম, সেকেন্ড রাউন্ডেও কিন্তু শেরজা হাসতে হাসতে ছক্কা মেরে চলে গেলো। প্রশ্ন কিন্তু আর করলো না, করবেও না :)

এভাবেই শেরজা আসে আর যায়, ফাঁকিবাজ একটা :)

বললেই হয় কোন প্রশ্ন নেই, প্রশ্ন থাকতেই হবে তাতো না।

তবে শেরজার ইন্টারভিউ হলে, কাঠগড়ায় আসামিকে আমার একটা প্রশ্ন থাকবে :)


০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৫

অপু তানভীর বলেছেন: তবে অপেক্ষার তো শেষ হয়েছে । আপনি তো বলেছিলেন আর আসবে না । দেখেন ঠিক ঠিক চলে এসেছে !

৩১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ জুন আপু -

আপনার সেন্স অব হিউমার খুব ভালো। :) আপনার কাক্কুর ধারণা আমার বাড়ি আফগানিস্তান কিংবা সুদান। তবে আমি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
আমার মূল ডিগ্রি হল সিএ। পাশাপাশি মাস্টার করেছি হিসাব বিজ্ঞানে। চিমটি তো দিয়েই ফেলেছেন। সেটা তো আর ফেরত দেয়ার কোন উপায় নাই।

ভালো থাকবেন। দেশের জন্য দোয়া করবেন।

৩২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ শায়মা আপু - মিররকে মিররমণি বলাতে আপনার একটু হিংসা হয়েছে মনে হয়। ঠিক আছে আপনাকেও এখন থেকে শায়মামণি বলবো তাহলে। আপনারা তো আমার ছোট বোনের মত তাই আদর করে বলা আর কি।

আপনার সাইকেল চালানো নায়কটাকে কিছুটা ভালো লাগতো। পরেও সেটাকেও মনে হয় নেশাখোর/ গাঁজাখোর বানিয়েছিলেন মনে হয়। গল্পের নায়িকারা সব গাঁজাখোরদের কেন ভালোবাসে এটাই আমার মাথায় আসে না। তবে আপনার গল্পের মধ্যে বাস্তবতা আছে। মেয়েরা উল্টা পাল্টা ( গাঁজাখোর/ নেশাখোর) ছেলের সাথে প্রেম করতে পছন্দ করে আর বিয়া করতে পছন্দ করে পয়সাওয়ালা ছেলেকে। সত্য তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। :)

আমার মাথায় আগে টাক ছিল। ইদানিং আবার মনে হচ্ছে চুল গজাচ্ছে। চুল কাটার সময় নাপিত বলল। আর টাকটা কোন ব্যাপার না। এখন মাথায় চুল চাষ করা যায়। আমি আগামীকাল গুলশানে থাকবো। দুপুরের দিকে একটা টিকটিকি নিয়ে পিঙ্ক সিটির সামনে থাকবো। দেখি আপনার কত সাহস। :) কে কাকে আক্রমণ করতে পারে দেখা যাবে।

মিররমণি তো গঠনমুলক সমালোচনা করে। তাই তার কথাই সত্যি। আপনার কথা কেউ বিশ্বাস করবে না। আর মনিরা আপুর কথাও ঠিক আছে। ওনারা আমাকে চিনতে পেড়েছে। আপনি চিনলেও সত্যি কথা বলবেন না। :)

৩৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: শেরজা তপন ভাই আমাকে প্রশ্ন করার তেমন কিছু পাচ্ছেন না। আসলে এটাই হওয়ার কথা। কারণ আমি আমার নাম, বাবার নাম আর বাসার ঠিকানা ছাড়া মোটামুটি সব কিছুই ব্লগে বিভিন্ন সময় বলেছি। আমার অনেক পোস্ট আর মন্তব্য থেকে আমার অনেক তথ্য পাওয়া সম্ভব। আমার বউ আমার চেয়ে অনেক বেশী প্রাণবন্ত এবং উচ্ছল। এই কথাটা ঠিক। সদা হাস্যচ্ছল একজন মানুষ বলা চলে। অল্পে খুশি। আমি বিভিন্ন বাস্তবতার কারণে অবশ্য তার সাথে তাল মিলাতে হিমশিম খাই অনেক সময়। তার এই গুনের কারণেই আমি তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। হাসি, খুশি, সহজ, সরল মানুষ আমার ভালো লাগে। :)

শেরজা তপন ভাই যখন ইন্টার্ভিউয়ের জন্য কাঠগড়ায় দাঁড়াবে তখন আমার একটা প্রশ্ন থাকবে। সেটা এখনই দিয়ে দিচ্ছি। উত্তর দেয়ার প্রস্তুতি নেন।

প্রশ্নটা হল - বউ হিসাবে রাশিয়ার মেয়ে ভালো না বাংলাদেশের মেয়ে ভালো? দ্বিতীয় প্রশ্ন হল বান্ধবী হিসাবে রাশিয়ার মেয়ে ভালো নাকি বাংলাদেশের মেয়ে ভালো?

আমার ধারণা ওনার জন্য এই প্রশ্ন দুটির উত্তর দেয়া খুব সহজ হবে। কারণ এইসব ব্যাপারে ওনার অভিজ্ঞতা অনেক বেশী। :) যদিও বুড়া বয়সে এই সব প্রশ্নের উত্তর জেনেও কোন লাভ নাই।

৩৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৩

করুণাধারা বলেছেন: @সাচু!

এক লাইনের একটা মন্তব্য করেছিলাম হাউজ ওয়াইফ নিয়ে, তাতে এমন বিশাল উত্তর দেখে মনে হলো একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, আমি আসলে হাউজ ওয়াইফ বলা ভুল আর হোম মেকার বলাই ঠিক এমন কিছু বলতে চাই নি! আমি বলতে চেয়েছি হাউজ ওয়াইফ বলা হয় তাচ্ছিল্য করে, অকর্মা অর্থে, এর চাইতে হোম মেকার বললে কর্মী পরিচয় দেয়া হয়।

আমাদের দেশের অনেক পুরুষেরা, যারা হাউজ থেকে বেরিয়ে অর্থ উপার্জন করেন তারা বাড়িতে থাকা স্ত্রীকে হাউজ ওয়াইফ বলে থাকেন তাচ্ছিল্য করে! একটা ঘটনা বলি, এক স্বামী স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন। ডাক্তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন,
-আপনি কি করেন?
স্ত্রী কিছু বলার আগেই স্বামী উত্তর দিলেন,
- কিছুই করেনা, হাউজ ওয়াইফ!

এই স্বামী স্ত্রীর কাছে তার করিৎকর্মা মহিলা সহকর্মীদের উল্লেখ করেন, এবং বলেন তারা কতকিছু জানে! তোমার মত হাউজ ওয়াইফ তো না!

শুনে দিনে দিনে স্ত্রীর হীনমন্যতা বাড়তে থাকে। একদিন এক বান্ধবী স্ত্রীকে বললেন, তুমি পুরো পরিবারের খেয়াল রেখেছ! তুমি একজন হোম মেকার! এই পরিচয়টা স্ত্রীর পছন্দ হলো।

উপরে বলা ঘটনার মানুষগুলোকে আমি চিনি। "কিছুই করে না, হাউস ওয়াইফ" কথাটা আমার মাথায় সবসময় থেকে যায়। এই কথা দিয়ে শুরু করে আমি একটা গল্পও লিখেছি, লিখে ২০০ পাউন্ড উপার্জনও করেছি! :)

এত কথা বলেও মনে হচ্ছে আমি ঠিক বোঝাতে পারছি না কি বলতে চাচ্ছিলাম! আমি আসলে আপনার ইংরেজি ভাষা জ্ঞান নিয়ে কোন কটাক্ষ করিনি। আমি শুধু বলতে চাই, 'হাউজ ওয়াইফ' এর চাইতে 'হোম মেকার' শুনতে আমার বেশি ভালো লাগে। এটুকুই।

তবে এই সুবাদে অনেক কিছু জানা হলো, অনেক পরিশ্রম করেছেন এজন্য। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.