নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা বিপ্লবী নেতা ( ১ম পর্ব )

২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩১

----সূর্য সেন

আমরা বাঙ্গালিরা আজ বিশ্বের দরবারে সমাদৃত এক জায়গায় আছি । আমাদের ইতিহাস ,শিক্ষা ,সংস্কৃতি আজ বিশ্বের কাছে অনন্য । কিন্তু এই ইতিহাসের কতটুকু আমরা জানি । কতটুকু ই বা শুনি ।আমি যত দূর জানি আগামী প্রজন্ম তাও জানতে পারবে না ।

আজ ২২শে মার্চ । এই দিনটা আমাদের বাঙ্গালিদের জন্য অনেক গুরুত্ব বহন করে । কারন এই দিনেই জন্ম নেন বাংলার ইতিহাসের অন্যতম সূর্য সন্তান , কিংবদন্তী বীর সূর্য সেন । যার পুরো নাম সূর্য কুমার সেন । আর ডাক নাম কালু । তিনি মাষ্টারদা সূর্য সেন নামেই বেশি পরিচিত ।

এই বিপ্লবী নেতা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেন । মহাত্মা গান্ধীর সাথে তিনি একত্রে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেন । তার এই বিপ্লবী চেতনার জন্য তিনি বিয়ে করেছিলেন ঠিক ই কিন্ত সংসার করেন নি । কখন পালিয়ে বা কখন জেলে ছিলেন ।

সূর্য সেন তার সারা জীবন ই সংগ্রাম করে গেছেন । ফাসির আগ মূহূর্ত পর্যন্ত ব্রিটিশরা তাকে টলাতে পারেনি । তিনি তার আদর্শে অবিচল ছিলেন । তার জীবনীতে তিনি দেখিয়ে গেছেন সততা আর ন্যায়ের জন্য প্রান দিতেও কুন্ঠা বোধ করো না ।

“আমার শেষ বাণী _ আদর্শ ও একতা। ফাঁসির রজ্জু
আমার মাথার উপর ঝুলছে। মৃত্যু আমার দরজায়
করাঘাত করছে। মন আমার অসীমের পানে ছুটে চলছে।
এই ত সাধনার সময়। বন্ধুরূপে মৃত্যুকে আলিঙ্গন করার
এই ত সময়। ফেলে আসা দিনগুলোকে স্মরণ করার এই
ত সময়।
কত মধুর তোমাদের সকলের স্মৃতি। তোমরা আমরা
ভাই-বোনেরা তোমাদের মধুর স্মৃতি বৈচিত্রহীন আমার
এই জীবনের একঘেঁয়েমিকে ভেঙে দেয়। উৎসাহ দেয়
আমাকে। এই সুন্দর পরম মুহূর্তে আমি তোমাদের জন্য
দিয়ে গেলাম স্বাধীন ভারতের স্বপ্ন। আমার জীবনের
এক শুভ মুহূর্তে এই স্বপ্ন আমাকে অনুপ্রাণিত
করেছিল। জীবনভর উৎসাহভরে ও অক্লান্তভাবে
পাগলের মতো সেই স্বপ্নের পেছনে আমি ছুটেছি।
জানি না কোথায় আজ আমাকে থেমে যেতে হচ্ছে।
লক্ষ্যে পৌঁছানোর আগে মৃত্যুর হিমশীতল হাত আমার
মতো তোমাদের স্পর্শ করলে তোমরাও তোমাদের
অনুগামীদের হাতে এই ভার তুলে দেবে, আজ যেমন আমি
তোমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমরা বন্ধুরা _
এগিয়ে চল, এগিয়ে চল _ কখনো পিছিয়ে যেও না।
পরাধীনতার অন্ধকার দূরে সরে যাচ্ছে। ঐ দেখা যাচ্ছে
স্বাধীনতার নবারুণ। কখনো হতাশ হয়ো না। সাফল্য
আমাদের হবেই। ভগবান তোমাদের আশীর্বাদ করুন। ""

"আমাদের সংগঠনে বিভেদ না আসে _ এই আমার
একান্ত আবেদন। যারা কারাগারের ভেতরে ও বাইরে
রয়েছে, তাদের সকলকে জানাই আমার আশীর্বাদ।
বিদায় নিলাম তোমাদের কাছ থেকে"
---সূর্যসেন।

ফাসির মঞ্চে যাওয়ার আগে তিনি এই কথা গুলো বলে গিয়ে ছিলেন ।

কিন্তু দু:খ একটা আজ এই বিপ্লবীর জন্মদিনে কোন মিডিয়ায় কিছুই দেখলাম না । না ছোট করে শিরোনাম ছিল না কিছু । অথচ এই বিপ্লবী ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক অগ্র পথিক ।

শুভ জন্মদিন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.