নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

বদলে যাচ্ছে পাঠ্যপুস্তক নাকি আমরা হারিয়ে ফেলছি আমাদের সাহিত্য!!!!

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৬

আজ একটা বিষয় খুব খারাপ লাগল । আর তা হল স্কুলের ছাত্র - ছাত্রী সম্ভবত নবম দশম শ্রেণী । বিটিভি এর কুইজ অনুষ্ঠানে আসছে । একটা প্রশ্ন ছিল আর সেটা হল বাংলায় সনেট এর প্রথম কে লেখেন । ভেবে ছিলাম তারা এক বাক্যে উত্তর দেবে । কিন্তু তারা সেটা পারল ই না । আমার মনে হয় তাদের পিটবুলের নতুন এলবাম এর কথা জিজ্ঞেস করলে ফট করে বলে দিত ।
.
আমাদের বাংলা সাহিত্য কে যারা সমৃদ্ধ তাদের আমরা ভুলতে বসেছি । আমাদের শিক্ষা ব্যবস্থা কি আমাদের ভাল দিকে নিচ্ছে নাকি খারাপ । এখন বই বদলে যাচ্ছে আমি অনেক কবিতা আর গল্প এখন খুজেও পাই না । সেই সব কবিতা আর গল্প ছিল অনেক শিক্ষনিয় । অনেক কিছু জানার ছিল । আমাদের সাহিত্য আর সাহিত্যিক এ দুটোর সাথে যেন এক বন্ধন তৈরি হয়ে গিয়েছিল । জ্ঞান পিপাসা জাগিয়ে দিয়েছিল । তাদের বই পড়ার জন্য এক অদৃশ্য টান অনুভূব করেছি ।
.
আজ পাঠ্যপুস্তক ধরাই হয় না । ভাবতেছি কিছু পাঠ্যপুস্তক কিনে দেখব । আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাচ্ছে সেটা দেখতে হবে । আজ আমরা মধুসূদন, শরতচন্দ্র, প্রমথ চৌধুরী, কায়কোবাদ, মুজতবা আলী,সুকান্ত,সুকুমার রায়,কাজী নজরুল ইসলাম,রবীন্দ্রনাথ ঠাকুর, জসীম উদ্দিন, জীবনান্দ দাশ এদের এক প্রকার ভুলেই যাচ্ছি । বই থেকেও হারিয়ে যাচ্ছে তাদের গল্প কবিতা । জানি আমাকে অনেকেই বলবেন কত দিন বই ধরি না । আসলে তা নয় ছোট বোন এর বই দেখেছিলাম অনেক কিছু পরিবর্তন করে ফেলা হয়েছে । এত কিছু বদলে কি আমরা ভাল করছি না খারাপ এটা এখন ও বুঝতে পারছি না ।
.
হ্যা বদলানোর প্রয়োজন আছে তবে সব কিছু বদলালে নিজদের অস্থিত্ব এক দিন হারিয়ে যাবে ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:২০

মহা সমন্বয় বলেছেন: হ্যা বদলানোর প্রয়োজন আছে তবে সব কিছু বদলালে নিজদের অস্থিত্ব এক দিন হারিয়ে যাবে ।
আর যোগ্যতমরাই টিকে থাকবে। :)

আসলে এগুলা সবই হচ্ছে বিবর্তনের ফল, এই মহা বিশ্বের কোন কিছুই বিবর্তণের বাহিরে নয়।

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন: হ্যা। যোগ্যতমরাই ঠিকে থাকবে। কিন্তু তাই বলে নিজের শিকড় কে তো আর ভুলে যাওয়া যাবে না

মন্তব্যর জন্য ধন্যবাদ

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০

বাংলার নেতা বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক গল্প,প্রবন্ধ ও কবিতা সন্নিবেশ জরুরী! তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের চেতনা ভুলেযাবে!

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১

অপু দ্যা গ্রেট বলেছেন: তাই বলে সব কিছু বদলানো ঠিক না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.