নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা , মাতৃভাষা । এই ভাষা নিয়ে সংগ্রাম হয়েছে । রক্ত ঝড়িয়েছে রফিক সালাম শফিক বরকত রা । কিন্তু আমরা এই ভাষাকে আজ কোথায় নিয়ে গেছি । কতটুকু সম্মান দিচ্ছি ।
আজ ভাষা কে বিকৃতি করাটা ফ্যাশন হয়ে গেছে । সবখানে বিকৃত করা হয় । লেখাতে বলাতে সব জায়গায় বিকৃত করা হচ্ছে ।
কিভাবে আসুন দেখাচ্ছি
"গেবন" এই শব্দটা কোন অভিধান এ আছে । বাংলা কোন অভিধান এ আছে বলতে পারেন । এই শব্দটা কোন অভিধানে আছে বলে মনে হয় না । অথচ গেবন শব্দটা কে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে হয়ত কিছু দিন পর সেটা অভিধানে যুক্ত হতেও পারে ।
"গফ" আর "বফ" এই দুটি শব্দ এখন অনেক বেশি ব্যবহৃত হচ্ছে । আচ্ছা এই শব্দ দুটি কোথা থেকে এসেছে কেউ জানেন । আমি জানি না আর জানতে ও চাই না । কারন এই শব্দ দ্বারা কি বুঝানো হচ্ছে বুঝেছি কিন্তু সেটা ভাষা এক রকম বিকৃত করাই হচ্ছে ।
অনেকে মজা করে "অচাম" লেখে । এই শব্দটাও বিকৃত ছিল ইংরেজি "অসাম" কিন্তু হয়ে গেল "অচাম" । "অচাম" এর কি কোন অর্থ আছে । থাকলে জানাবেন ।
এছাড়া আরো আছে । সবই বিকৃত করা হয়েছে কোন কোন ভাবে । আমার যেটা মনে হয় । অনেকে বাংলিশ লেখে সেখান থেকে ই এই শব্দ গুলোর উতপত্তি । কিন্তু আপনি তো সঠিকটা জানেন আপনি সঠিক টা ব্যবহার করুন । কিন্তু না আপনি ও মজা করে বিকৃত উচ্চারণ করবেন আর লিখবেন । তাহলে তার আর আপনার পার্থক্য কোথায় ।
আবার কিছু মানুষের লেখা পড়ি । তাদের বানান ভুলের মহড়া দেখলে নিজের ই কষ্ট হয় । মনে হয় ফেসবুক আর ব্লগ বাংলা করাটাই ভুল হইছে । তারা এটা ইচ্ছাকৃত ভাবে করে নাকি না জেনে বুঝে করে সমস্যা হয় । লেখার ভুল ধড়িয়ে দেয়াতে প্রবচন ও কম শুনিনি আবার ব্লক ও খেয়েছি । তাতে আমার কিছু যায় আসে না ।
আপনি বলবেন আমি কতটা সঠিক । আমি পুরোটা সঠিক না । কিন্তু যতটুকু আমার মাঝে আছে ততটুকু আমি সঠিক করি । চেষ্টার কোন ত্রুটি রাখিনা । সেদিন একজন বলল বানান ভুল আছে । ধড়িয়ে দিতে বললাম তার আর খবর ই পেলাম না । আমার ভুল গুলো ধড়িয়ে দিলে আমি খুশি ই হব ।
এত কিছু বলার একটা ই কারন । বিকৃত কোন কিছুই কখন ও সুন্দর নয় । বিকৃত করাটাও ঠিক না ।
ধন্যবাদ ।
০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
অপু দ্যা গ্রেট বলেছেন: কি যে বলেন ভাই...
আপনারা আছেন তাই আছি....
না হলে কবে ই ভোগে চলে যেতাম..
২| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৩:৩১
কালনী নদী বলেছেন: ভেঙানো, বিকৃতি কোন কিছুতেই ভালো না, আপনি সচেতন মানুষ। সবকিছুতে সচেতন থাকাটা জরুরি।
০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
অপু দ্যা গ্রেট বলেছেন: আমি এখন ও এত সচেতন হতে পারিনি...
তবে চেষ্টা করি...
৩| ০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৯
সুমন কর বলেছেন: বাংলিশ ব্যবহার এতো না করলেও ক্ষতি নেই !! ভালো লিখেছেন। +।
ধড়িয়ে < ধরিয়ে
কারন < কারণ
০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
অপু দ্যা গ্রেট বলেছেন: এই জন্য ই আপনাকে এত ভাল লাগে দাদা...
ধন্যবাদ..
৪| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৮
মাদিহা মৌ বলেছেন: আমার ভয়ঙ্কর অপছন্দ এই বিষয়গুলি। মুরাদ টাকলা ফান করার জন্য ব্যাপারটা শুরু করলেও এখন ওটাকে গনহারে সবাই কপি করছে। খুবই বিরক্তিকর!
০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
এই ব্যবহার টাই আমাদের ঠেকাতে হবে । নয়ত ভবিষ্যৎ এ আমাদের পরবর্তি প্রজন্ম এ গুলো ই শিখবে । তখন কিছু ই করার থাকবে না ।
৫| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৯
কালনী নদী বলেছেন: এই মুরাদ টাকলা একটা খারাপ মানুষ বাজে জিনিসের সম্প্রচার করে গেছে। আজ থেকে দুই বছর আগে তাদের পেজ ও আমার ফেসবুকের সব বন্ধুদের উনার সম্পর্কে সাবধান করেছিলাম। ভালোই ভাইরাল স্প্রেড আপ করছে।
যাইহোক, ভাই ঈদের শুভেচ্ছা জানবেন।
i'm from somewhere in the same sky
০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৪
অপু দ্যা গ্রেট বলেছেন: এখন তো ভাইরাল হতে সময় লাগে না ।
একটা খোচাই যথেষ্ট ।
আপনাকে ও ঈদের শুভেচ্ছা ।
যদি সামু পূর্নমিলনী করে তবে দেখা হবে
৬| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৬
বিজন রয় বলেছেন: ভাল পোস্ট।
কিন্তু এই ব্লগেই অনেকেই ভাষার বিকৃতি ঘটায় ইচ্ছা করে।
এমনকি অনেক নামি-দামী ব্লগারও।
০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৭
অপু দ্যা গ্রেট বলেছেন: হতে পারে
কিন্তু এক্ষেত্রে আমি যেটা করি খুব বাছাই করে ব্লগ পড়ি ।
খুব কম মানুষের ব্লগ ই আমার পড়া হয় । আমার নিজস্ব কিছু পছন্দের ব্লগার আছে তাদের বাইরে যাই না ।
ধন্যবাদ
ঈদ মোবারক
৭| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৩:২৯
নাহিদ হাকিম বলেছেন: ভালো বলেছেন
০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ
৮| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৩
শরীফ আজাদ বলেছেন: আপনে ভাষার আকৃতি কই পাইলেন যে বিকৃত হইব? ভাষা হইল স্রোতস্বিনী নদীর মত। নতুন শব্দ আসবে, যাবে, আপনে থামাইতে পারবেন না। ভাষার এইসব গোঁড়ামি আলাপ অনেক পুরান। ভাষারে “শুদ্ধ ভাষা” নামক চিপা গলিতে ঢুকানোর চেষ্টা করাটা এখন হাস্যকর।
০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
যদি গোড়মি ভাবেন তবে মনে হচ্ছে ভাষার প্রতি ভালবাস টা একটু কম ই আছে ।
ভাষার শুদ্ধতা এখন ও আমার কাছে আছে । আর গলি তে কেন ঢুকাব রাজপথ দিয়ে রাজার মত চলবে ।
আর নতুন শব্দ "" গেবন "" এটা কি?
অচাম খায় না মাথায় দেয়?
গফ আর বফ এরা মানুষ না এলিয়েন?
নতুন শব্দে আমার এলার্জি নেই । কিন্তু শ্রুতি মধুর হতে হবে ।
মা আর মাম্মি কি এক?
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:৪০
চাঁদগাজী বলেছেন:
সারছেন, আমাদের অবস্হা তো খারাপ হয়ে যাবে!