নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
বিয়ের বাজার আর পাত্রের দর
আজকাল বিয়ের বাজারে বিদেশি পাত্রের চাহিদা বেশি । বিশ্বাস না হলে একটু খোজ নিয়ে দেখুন । আমার মনে হয় প্রতি দশ জনের সাত জন ই বিদেশ ফেরত পাত্রের সাথে মেয়ে বিয়ে দেবে । এটা ভাববে না যে তার যোগত্য কতটুকু আছে ।
এটাও এক দিক থেকে ঠিক আছে । মেয়ের ভবিষ্যৎ বলে কথা । টাকা পয়সা থাকলে মেয়ে ভাল ই থাকবে । বিদেশে ফেরত ছেলে কি কেউ মিস করে । পাগলেও না । বিদেশে থাকে মানে সে ১০০% ভাগ শুদ্ধ । সে যদি গ্রীন কার্ড পাওয়ার জন্য দুইটা বিয়েও করে তাতে দোষ নাই । আরে ছেলে মানুষ সমস্যা কি ।
মজার বিষয় হচ্ছে যখন ই মেয়ের পরিবার শোনে ছেলে বাইরে থাকে । তখন মনে তাদের ভেতর কেউ আগুন লাগিয়ে দিয়েছে এমন । কত তাড়াতাড়ি বিয়ে দেবে এই চিন্তায় মগ্ন থাকে । যখন কেউ প্রশ্ন করে ছেলে কি করে? আরে ছেলে তো বিদেশে থাকে । বলেন কি এখন ও বিয়ে দেননি । তাড়াতাড়ি দেন । না হলে ভাল ছেলে হাত ছাড়া হয়ে যাবে । আচ্ছা ভালর সংজ্ঞা কি?
আমি বলছি না বিদেশে থাক ছেলেরা খারাপ । কিন্তু বিয়ের বাজারে তাদের দর উর্ধ মুখী । অথচ দেশে থাকা শিক্ষিত মার্জিত হয়ত সেই বিদেশি পাত্রের মত টাকা আয় করতে পারবে না কিন্তু তার যোগ্যতা সম পরিমাণ সে হতে পারবে না । তাই বলে এই না যে বিদেশি পাত্রের যোগ্যতা নেই । কিন্তু সেটা সংখ্যায় কত?
আমার প্রশ্নটা অন্য জায়গায় । সেটা হলো বিদেশি পাত্রের এমন কি আলাদা আছে যেটা দেশে থাকা পাত্রের নেই? সমস্যাটা কোথায়? যখন ই কেউ শোনে তার উনি অমুক দেশে থাকে, উনি অমুক দেশে থাকে তখন পরিবারের বুক ফুলে এমন অবস্থা হয় যেন ফেটে যাবে ।
আসলে আমার কাছে এখন মনে হয় মানি ইজ দ্যা বিগ ফ্যাক্ট । টাকা সবচেয়ে বড় । এটা কাল্পনিক না বাস্তবতা । টাকা দিয়ে সুখ ও কিনতে পাওয়া যায় । হ্যা সত্য, পাওয়া যায় । টাকার কাছে সব কিছু ই তুচ্ছ । আপনি যত ই ভাল চাকরি করুন যদি আপনার আর ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়ায় থাকা কোন ছেলের প্রস্তাব এক ই পরিবারে যায় তবে সেই বিদেশে থাকা ছেলেটাই প্রাধান্য পাবে । কারণ টা সেই টাকা ।
আমি হয়ত ভুল । আমি চাই এই বিষয়ে আমি ভুল হই । কিন্তু যখন আশে পাশে তাকাই তখন নিজেকে ভুল বলতে ভুল হয় ।
২৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
হ্যা আমি আপনার সাথে একমত । তবে উচ্চ বিত্তরাও কম যায় না ।
আসলে যোগ্যতা এখানে অদৃশ্য ।
২| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ২:১৭
হানিফঢাকা বলেছেন: এই গুলি অনেক পুরানো আমলের কথা। আপনি চিন্তা ভাবনায় এবং অব্জারভেশনে অনেক পিছনে পড়ে আছেন। মধ্যবিত্তদের মধ্যে এই জিনিষ এখন নেই বললেই চলে।
২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
জ্বী ভাইয়া আমি একটু পুরনো আমল এর লোক । আধুনিকতা আমাকে কম ই ছুয়ে গেছে ।
কারণ যখন দু মাস আগেও এই ধরনের জিনিস নিজ চোখের সামনে দেখতে হয় তখন ভাবনাটা এমনি চলে আসে ।
আমি ল্যাপটপ এ বিয়ে হয়েছে তাও দেখেছি এবং খুব ভাল ফ্যামিলি । যাদের কাছ থেকে এটা আশা করাও কল্পনা ।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪০
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: মেয়ের বাবারা মূলত এক ধরণের আর্থিক নিরাপত্তার কথা ভেবেই এমনটা করে। তার পরে আবার আসে সামাজিক পদমর্যাদারর ব্যাপার। তুলনামূলক কম শিক্ষিত এবং মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে এই প্রবণতা লক্ষ্য করা যায়।