নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউঃ ব্লাডি ভ্যালেন্টাইন

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫




আপনি কাউকে খুব ভালবাসেন । কিন্তু তার উপর কারো আক্রোশ রয়েছে । আপনি হয়ত জানেন ও না । হয়ত আপনার ধারনার বাইরে যে আপনার ভালবাসার মানুষ কারো টার্গেটে পরিনত হয়েছে । ধরুন ভ্যালেন্টাইন দিনে আপনি অনেক প্ল্যান করেছেন । কিন্তু হঠাত আপনার কাছে একটি গিফট আসলো । আর গিফট খুলে দেখলেন । থাক এটা রহস্য ।

শেষ করলাম জেমস প্যাটারসনের ব্লাডি ভ্যালেন্টাইন । অনুবাদ করেছেন সামস সাঈম শামস । আমি আগেও জেমস প্যাটারসনের বই পরেছি । তবে সেই অনেক মোটা বই ছিল । আর অনুবাদ তখন ই ভাল লাগে যখন সেটার কাহিনী বিন্যাস অনেক গভীর হয় । এবার বইয়ের কথায় আসি ।

বিশাল বিত্ত-বৈভবের মালিক, রেস্টুরেন্ট ব্যবসায়ী জ্যাক বারনেস ভ্যালেনটাইন্স ডে উপলক্ষ্যে তাঁর স্ত্রীকে নিয়ে সারপ্রাইজ ট্যুরে যাওয়ার আয়োজন করেছে। কিন্তু সেদিনই নৃশংসভাবে খুন হয়ে গেল তাঁর স্ত্রী যি বারনেস। এতটা নিষ্ঠুরভাবে কাউকে খুন করা শুধুমাত্র কোনো বিকৃত মস্তিষ্ক মানুষের পক্ষেই সম্ভব। কে করল কাজটা? মোটিভ কী? হাসিখুশি যি-র প্রতি এতটা আক্রোশ কার?

শুধু যে যি বারনেস খুন হয়েছেন তা নয় । আরও একটি খুন হয়েছে । তবে কি এটা কোন সিরিয়াল কিলারের কাজ । কে করছে এই কাজ? কার এতো আক্রোশ? কেনইবা সে এসব করছে? এত এত সিকিউরিটির মাঝেও দুটো খুন । আসলে খুনি কি চায়?

বইটি বেশি বড় নয় । তবে সাসপেন্স একদম খারাপ না । ভালই লেগেছে । খুনি কে জানতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে এটাই ভাল লেগেছে । ভুলেও কেউ শুরুতেই বুজতে পারবে না আসল খুনি কে ।

অনুবাদকে ধন্যবাদ যে উনি সহজ ভাষায় অনুবাদ করেছেন । পড়তে একটুও বিরক্ত লাগেনি । তারচেয়ে বড় ব্যাপার সহজ ও সাবলীল ভাষা শৈলীর কারনে বইটি পড়তে বেশ সাচ্ছন্দ বোদ হয়েছে ।

বইঃ ব্লাডি ভ্যালেন্টাইন
লেখকঃ জেমস প্যাটারসন
অনুবাদঃ সাঈম শামস

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার রিভিউ পাঠক মনে কৌতূহল তৈরি করতে পেরেছে। সংরক্ষনে রাখলাম।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৯

অপু দ্যা গ্রেট বলেছেন: ধন্যবাদ

২| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২১

এখওয়ানআখী বলেছেন: কাহিনীটা পড়তে হবে দেখছি। রিভিউ ভাল হয়েছে।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৯

অপু দ্যা গ্রেট বলেছেন: ধন্যবাদ

৩| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাল লাগল ।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:১১

অপু দ্যা গ্রেট বলেছেন: ধন্যবাদ

৪| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১২

রাকু হাসান বলেছেন: দাম উল্লেখ করলে ভাল হত

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৩

অপু দ্যা গ্রেট বলেছেন: আমি আসলে দাম টা ইচ্ছে করেই উল্লেখ করিনি । পরে করবো । ধন্যবাদ

৫| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: বই টি পড়িনি।
আপনার রিভিউ পড়ে পড়তে ইচ্ছা হলো।
নতুন বই কিনেয়ার লিস্টে এই বইটির নাম লিখে রাখলাম।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৪

অপু দ্যা গ্রেট বলেছেন: পড়তে পারেন । ১ ঘন্টা ভালই যাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.