নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প আছে বাকি অল্প - উপলব্ধি (১)

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩২






(১)
এই ছবিটা ধানমন্ডি ৯ নাম্বার থেকে তোলা । ছবিটি তুলি যখন তখন আমি অফিসের কাজে এখানে আসি । ভ্যাট অফিসে । আমাদের অফিসের ভ্যাট জমা করার জন্য । তো যথারীতি বাস থেকে নেমে ফুট অভার ব্রিজ পার হই । এর যখন উঠি তখন এই লেখাটা চোখে পরে । নামার পর আবার এটা চোখে পরে । সাথে সাথে ছবি তুলে নেই ।

মাথা মধ্যে চিন্তা খেলা করে । এ ওভার ব্রিজ তো কেউ ব্যবহার ই করে না । সবাই নিচ দিয়ে আসা যাওয়া করে । দেখেছেন কিনা জানি না । এটা ইবনে সিনার ওইখানে । এখানে নতুন একটা স্কুল এবং কলেজ হয়েছে । আশা করি তারা এই ব্রিজ ব্যবহার করবে । স্থপতি আসিফ ইকবাল একবার বলেছেন " ফুট ওভার ব্রিজ নাকি চরম ও মানবিক " । সামনে থাকলে প্রশ্ন করতাম রাস্তা দৌড়ে পার হওয়া কতটা মানবিক?

সবাই ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন ।




(২)
এই ছবিটা আজকের তোলা । অফিস থেকে বের হয়ে এক বন্ধুর সাথে দেখা করলাম । অনেক দিন পর দেখা আড্ডা দিলাম । ফিরে আসার পথে সাইন্স ল্যাবের ফুট ওভার ব্রিজে উঠতেই এই দৃশ্যটা চোখে পরল । পরন্ত বিকেল নয় আবার অন্ধকার নয় । কুয়াসায় ঢাকা নয় আবার পুরোপুরি পরিস্কার নয় । কেন জানি মন টা করে উঠল । অনেক পেছনে চলে গিয়েছিলাম ।

অতীত নাকি মানুষ ভুলতে পারে না । ঝাপসা হয়ে যায় ঠিক ই । কিন্তু আমার ঝাপসা হয় না । ক্রিষ্টাল ক্লিয়ার যেন দুই দিন আগেই ঘটেছে । হেড এন্ড সোলডার দিয়ে ধুইলেও যাবে না । তবে অতীত ভাল না । মন খারাপ করে দেয় । তার চেয়ে রাস্তার সাইডে দাড়িয়ে বাসের আসা যাওয়া দেখা অনেক ভালো ।

অতীত মনে না করাই ভালো ।



(৩)
এই মিষ্টিটা আমার অনেক প্রিয় । পথে ঘাটে পেলেই খাই । একা একা হাটি আর খাই । ভাল ই লাগে । আমার কোন বন্ধু নেই । না না এমন নয় যে নেই । আড্ডা দেবার মত কেউ নেই । তাই একা একা হাটি । তাছাড়া হাটতে আমার ভাল লাগে । রাস্তা অনেক মানুষ দেখা যায় । তাদের নিয়ে গবেষনা করতে ভাল লাগে । মনে হয় সাইকোলজিস্ট ।

কোন কাজে নিউমার্কেট গিয়েছিলাম । তখন এক চাচা মত দেখলাম এটা বিক্রি করছে । দেরি না করে কিনে ফেললাম । যদিও বেশি মিষ্টি । অনেকের কাছে ভাল লাগে না । কারন মিষ্টিতে নাকি মুখ ভরে যায় ।

ডায়াবেটিস নেই যাদের তারা মিষ্টি খান ।




(৪)
দই আমার ভীষন প্রিয় । আমি সচরাচর দই এভাবে পেলে খাই । তবে খাওয়ার আগে চেক করে নেই । কারন পেটের দিক তো খেয়াল রাখতে হয় । আজ কাল তো সব কিছুতেই ভেজাল । তবুও খাই । নিজেকে কন্ট্রোল করতে পারি না ।

এটা আমার বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরন নগর এ বসে তোলা ছবি । সেখানে দুপুরে খেয়ে এক কাপ দই না খেলে যেন খাওয়া পূর্নতা পায় না । তাই দুপুরের পর দই খাওয়াটা প্রায় অভ্যাস হয়ে গেছে ।

মিষ্টি কম খাওয়া উচিত ।



(৫)
এটা সাইন্সল্যাবের প্রতিদিনের দৃশ্য । এই রাস্তাটা নিউমার্কেট ঢাকা কলেজের দিকে গিয়েছে । তবে আমি আন্দোলনের সময় ছাড়া এটাকে কোন নিয়মের মধ্যে দেখিনি । প্রতিদিন ই এভাবেই চলছে । হয়ত এভাবেই চলবে ।

সব কিছুতেই আমাদের তাড়া । কে কার আগে যাবে । অথচ একটু নিয়ম মেনে গেলে কিন্তু সব কিছু সুন্দর ও স্বাভাবিক ভাবেই হবে । কিন্তু আমাদের অভ্যাস । নিয়ম আবার কি ।

চেষ্টা করুন নিয়ম মেনে চলার ।



(৬)
ঝালমুড়ি । মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এর আল্লাহ করিম মসজিদের সামনে বিক্রি করে । লোকটা নামাজের সময় দোকান বন্ধ রাখে । আমিই তখন তার শেষ কাস্টোমার ছিলাম । আমাকে বানিয়ে দিয়েই নামাজে দৌড় দিলেন ।

আসলে আমিও একটা সময় এভাবেই নামাজে দৌড়াতাম । আজ কাল কি যেন হয়েছে । নামাজের দিকে যেতেই চাই না । জানি না এটার জন্য কত শাস্তি আছে । তবে চেষ্টা করে যাই নামাজ পরার । পাচ ওয়াক্ত হয় না ।

প্রার্থনায় অবহেলা নয় ।



(৭)
আমার বাবা যদি আমার জন্য সবচেয়ে ভাল কিছু করে থাকেন তবে তার মধ্যে বইয়ের প্রতি আমাকে আগ্রহী করে তুলেছেন । আমাকে সব সময় উতসাহ দেন বই পড়ার । আমিও চেষ্টা করে যাই । রাস্তা ঘাটে বাসে ট্রাকে লঞ্চ ট্রেনে সব জায়গাতেই বসে আমি পড়তে পারি । আমার বই হলে আর কিছু দরকার হয় না ।

গত কয়েক দিনে আমি প্রায় পাচটি বই শেষ করেছি । তাও মনে হচ্ছে কম পড়ি । অফিসের কাজে এবং কিছু ব্যক্তিগত কারনে বই বেশি পড়া হয় না । না হলে চেষ্টা করতাম সপ্তাহে সাতটা বই পড়তে ।

তবে সবাইকে নিয়ে খেতে হয় । এতে এক ধরনের আনন্দ আছে ।

যত পারুন বই পড়ুন ।

( এটা আমার লেখার অনেক দিনের ইচ্ছে ছিল । নিজের ভেতর থাকা উপলব্ধি গুলো লিখে ফেলা । চেষ্টা করব জীবনের উপলব্ধি বর্ননা করার )

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

মাহের ইসলাম বলেছেন: জিলাপির একটা ছবি দিলে ষোলকলা পূর্ণ হতো।

ভালো লেগেছে, ধন্যবাদ।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



জিলাপির প্যাচ ভালো লাগে না । তবে খাই না যে তা নয় । বেটা এত প্যাচ যে ভিতরে যদি পায়চ তৈরি করে ।

জিলাপি গত কয়েক দিনের মধ্যে খাওয়া হয়নি ।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর ছবি ও বর্ণনাময় পোস্ট....
ভালো লেগেছে :)

বন্ধু নাই বান্ধবী আছে ;)

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

অপু দ্যা গ্রেট বলেছেন:


নাই ভাই কিছু নাই

ভাঙ্গা হৃদয় জোড়া দেবার মত কেউ নাই :(( :((

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

ব্লগার_প্রান্ত বলেছেন: প্রিয় অপু ভাই, গান শোনেন?
https://www.youtube.com/watch?v=LWsLCC7JL2c
আপনার লেখাটা অনেক ভালো লাগলো
খাবারগুলোর মধ্যে ঝালমুড়িটাই লোভনীয় লাগছে!
শেষ কোন বই পড়েছেন?
আমি বুক থিফ টা ধরবো ধরবো করে পারতেছিনা, সামনে একটা এক্সাম আছে, তবে নির্বাচনের উপর সবকিছু B-))

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




মাত্র একটা অনুবাদ পড়ে উঠেছি । আহমদ ছফা চলছে ।

খাবার গুলো আমার প্রিয় তালিকা থেকে নেয়া ।

গানের জন্য ধন্যবাদ । এক সময় স্টইক এর গান প্রচুর শুনতাম ।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল রাস্তা পথের বিবরণসহ খানাপিনার বিবরণ।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




ভাই অনেক ধন্যবাদ ।

চেষ্টা করেছি নিজের ভেতরের উপলব্ধিটা তুলে ধরার ।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫

যোখার সারনায়েভ বলেছেন: মিষ্টি আমার অনেক প্রিয় !

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমার ও অনেক প্রিয় ।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল একটি পোষ্ট।
আমার খুব ভালো লেগেছে।
আমি ফুট ওভার ব্রীজ ব্যবহার করি।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ভাই ।

নিজের উপলব্ধি গুলো কে আর আটকে রাখবো না ।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

বলেছেন: খুব সুন্দর মেসেজ দিলেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ভাই ।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৮

ফয়সাল রকি বলেছেন: আমার আবার দুপুরে ট্রান্সপোর্টে গিয়ে খালার দোকানের চা না খেলে চলতো না!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




গরম জিনিশ চেয়ে আমার ঠান্ডা খেতেই বেশি ভাল লাগে ।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৮

আরোগ্য বলেছেন: পোস্টের ভিন্নতা ভালো লাগলো।
আপনাকে দেখে তো মনে হয় না এত খান। বই পড়তে আমারও ভালো লাগে তবে ব্লগিংয়ের চক্করে এখন তেমন পড়া হয় না
সিরিজটা চালিয়ে যান। শুভ কামনা।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:





প্রিয় আরোগ্য,

কেমন আছেন আপনি ?

খাওয়ার ব্যাপারে যেমন আমি বেশি খাই । ঠিক তেমন আবার হাটাহাটি ও দৌড়াদৌড়ি করি ।

আশা করি ব্লগিং এর পাশাপাশি বই পড়া চালিয়ে যাবেন ।

সিরিজটা চালিয়ে যাবো ।

অনুপ্রেরনা দেয়ার জন্য ধন্যবাদ ।

ভাল থাকবেন ।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

বাংলার মেলা বলেছেন: নামাজ পড়াটা বাদ দেবেন না। নামাজ হচ্ছে আল্লাহর সাথে বান্দার দেনা-পাওনা। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেয়া হবে। নামাজ একই সাথে আপনাকে সময়ানুবর্তি ও পরিচ্ছন্ন জীবন যাপনে উৎসাহী করে তোলে।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

অপু দ্যা গ্রেট বলেছেন:




চেষ্টা করছি । প্রতিদিন কোন না কোন ওয়াক্ত মিস হয় ।

দোয়া করবেন ।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

সেলিম আনোয়ার বলেছেন: দই আর মিষ্টি দুটোই আমার দারুন প্রিয়।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:





এক বার সময়ে করে খাওয়া যাবে ।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

সুমন কর বলেছেন: ছোট ছোট অভিজ্ঞতার প্রকাশ ভালোই লেগেছে।
১। ব্যবহার করি ২। অতীত ভালো না ! ৩। ঐ মিষ্টি কখনো খাইনি ৪। ঐ দইও খাইনি (জাবি) ৫। প্রতিদিনই দেখা যায় ৬। নামাজ পড় ৭। বই (গল্পের) পড়িনা অনেক দিন হলো !

+।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ দাদা ।

অবশ্যই পড়ব ।

তবে বই পড়া ছাড়তে পারব না । চেষ্টা করুন ।

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১

আহমেদ জী এস বলেছেন: অপু দ্যা গ্রেট,




পথচলতি সব ছবি। জীবনের পথে পথে এমন হাযারো ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে। তাকে উপলব্দি করুন আরও গভীর ভাবে। খুঁজুন তার পেছনের দর্শনকে। উপলব্দি তখন মন এ মননে জ্ঞান আর প্রজ্ঞার ছায়া ফেলে যাবে।

এমন সব উপলব্দি নিয়ে লেখা থামাবেন না। ছবির তথ্যের সাথে শুধু উপদেশ বা সতর্কবানী নয় সম্ভব হলে কিছু "দর্শন" তুলে ধরুন।

দেখা ও লেখা ভালো হয়েছে, স্বতঃস্ফূর্ত।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন:






চেষ্টা করছি জীবন দর্শন গুলো খুজে বের করার । সেটা তুলে ধরার । নিজের ওয়েতে । ভাবছি মহাপুরুষ তো হতে যাচ্হি তাই আগে কিছু জ্ঞানার্জন করা দরকার ।

উপলব্ধি গুলো ছোট ছোট করে লিখে রাখি তারপর ই লেখা হয় ।

তবে ওই যে বলেছিলাম আমি লিখলে বা বললে সেটা কমেডি হয়ে যায় । তবুও চেষ্টা করব ।

অনুপ্রেরনা দেয়ার জন্য ধন্যবাদ ।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

কাওসার চৌধুরী বলেছেন:



অপু ভাই। দারুন উপলব্ধি। পথ চলতে চলতে কতকিছুই তো চোখে পড়ে। অনেক কিছুরই হিসেব মেলাতে পারি না। লেখকদের একটা সুযোগ আছে; মাথায় জমিয়ে রেখে কলমের কালিতে প্রকাশ করেন। আপনিও তাই করেছেন। খুব ভাল লাগলো। +++

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ।

উপলব্ধি গুলো কে আর জমা রাখাবো না । আমি কোন কিছুর হিসেব মেলাতে চাই না । তবে নিজের জন্য কিছু উপলব্ধি গুলো কে বেধে রেখে ছিলাম ।

প্লাসের জন্য ধন্যবাদ ।

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৩

ক্লে ডল বলেছেন: আপনার শুদ্ধ উপলব্ধিগুলো পাঠককেও শুদ্ধতার পরশ দিয়ে গেল। দারুণ!!

দই বোধহয় সবার প্রিয়। :)

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:





দই আসলেই খাবার টা মন ভালো করার মত ।

আপনাকে ধন্যবাদ ।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

হাবিব বলেছেন:




খুব মনোযোগ দিয়ে পড়লাম......
অনেক ভালো লাগলো কথাগুলো,........
আল্লাহর কাছে প্রার্থনা করি, আপনি যেন আবারও নামাযের জন্য এভাবে ছুঁটে যান

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ স্যার

দোয়া করবেন ।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

হাবিব বলেছেন: "একটা ভোটের মূল্য আছে, ভোট দিবেন না কলাগাছে" এবং শিয়াল পন্ডিতের গল্প!

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

অপু দ্যা গ্রেট বলেছেন:




পড়লাম

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

মনিরা সুলতানা বলেছেন: এই প্যারা টাইপ মিষ্টি আমার ও খুব পছন্দের !!

ফুট ওভার ব্রীজ ব্যবহার নিরাপদ, উত্তরাতে দেখেছি ভালোই ব্যবহার হয়। তবুও রাস্তায় থাকে কিছু শর্টকাটের এর জনতা।
২য় ছবিটা অন্যরকম সুন্দর ! আর ঝালমুড়ি তো সবখানেই সবসময় প্রিয়।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ আপুমনি

মিষ্টি আমার বরাবরই পছন্দের ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.