নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

জীবনের ব্যাকরন এর সাথে কঙ্কাবতীর কথাঃ বুক রিভিউ

০৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:৩৯





জীবনের কাছে আমাদের কতটুকু পাওনা আছে । আমরা এক জীবনে কত কিছুই চাই । আমাদের চারদিকে কতজন থাকিয়ে দেখছি । কখনও কি ভেবে দেখেছি আমাদের চারপাশে কি হচ্ছে । কার কি সমস্যা । কে কষ্টে আছে । কে অসহায় । কে অপরাধী । নাকি আমরা সবাই অপরাধী । হয়ত আমরা সবাই ঠিক আবার সবাই ভুল ।

কবিরা সাধারনত তাদের মনের কথা গুলো ছন্দের মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারে । আবার তারা এত সুন্দর ভাবে উপমা ব্যবহার করে যে মাঝে মাঝে মনে হয় কিভাবে তারা পারে । তাদের প্রতিবাদের ভাষাও দারুন । তবে মজার বিষয় হচ্ছে তারা উপমা ব্যবহার করে সুন্দর ভাবে প্রতিবাদ করতে পারে । অনেকটা সাপ মরে লাঠিও ভাঙ্গে না । তবে আমি তাদের হিংসা করি অনেক । কারন অনেক সাহিতিক্য আছেন যারা পাতার পর পাতা লিখে বুঝতে পারেন না । অপর দিকে কবিরা এক কবিতা লিখে সব কিছু বুঝিয়ে ফেলেন ।

" জীবনের ব্যাকরন " বইটি কবিতার বই । যদিও আমি কবিতা এত ভাল বুঝি না । আমার দৌড় ওই নজরুল, রবি ঠাকুর, জীবনানন্দ, জসীম উদ্দিন, রুদ্র পর্যন্ত । তবুও এবার আমি এম রহমান লতিফের " জীবনের ব্যাকরন " বইটি কিনেছি । বইটি পড়তে সময় লাগার কারন হচ্ছে কবিতা বুঝার চেষ্টা করা । বইটির সব গুলো কবিতাই জীবনের কথা বলে । আমাদের প্রতিদিনের কোন না কোন অংশ কবিতার মাঝে জড়িয়ে আছে ।

বইটিতে প্রায় ৭১টির মত কবিতা আছে । তবে আমার মনে হয় কবি আরও সময় নিয়ে বইটি প্রকাশ করতে পারতেন অথবা প্রকাশের আগে দেখে নিতে পারতেন । কারন অনেক জায়গাতে কিছু লেখা সম্ভবত ভুল ছাপা হয়েছে । তাছাড়া কিছু লাইন আমার কাছে মনে হয়েছে আরও ভাল হতে পারত । তাছাড়া যদিও কিছু কিছু কবিতায় ছন্দ ছিল, কিন্তু সেটা কবিতার শেষ পর্যন্ত ধরে রাখেননি ।

দেহ তত্ত্বের গীতি দুটি ভাল হয়েছে । যেহেতু এদুটি গান বা জারি টাইপের তাই এগুলো শেষে দিলে ভাল হতো । লতিফা গুলো ছোট তবে কেন জানি খাপ ছাড়া মনে হয়েছে । তবে কবির জীবন বোধে আমি মুগ্ধ । তার কবিতার মাঝে বাস্তবতার চিত্র ফুটে উঠেছে । অবশ্যই বলব কবি বাস্তবতা কে গুরুত্ব দিয়েই কবিতা গুলো লিখেছেন ।

সব শেষে, কবির প্রতি রইল অনেক শ্রদ্ধা আর ভালবাসা ।

বইঃ জীবনের ব্যাকরন
লেখকঃ এম রহমান লতিফ
প্রকাশনীঃ পায়রা প্রকাশ






মেয়েদের জীবন বড়ই অদ্ভুত । তারা হয়ত নিজেরাও জানে না তাদের জীবনটা আসলে কি রকম । তবে মেয়েদের জন্ম থেকে মৃত্যু একটা লড়াইয়ের মধ্যে দিয়ে যায় । তারা প্রতিনিয়ত লড়াই করে । লড়াই করেই তাদের বেচে থাকতে হয় ।

লড়াই করা তাদের রক্তে মিশে আছে । জীবনের প্রতিটি ক্ষনে তারা যুদ্ধের ময়দানে উত্তীর্ন হয় । তবে তারা হেরে যায় না । জিততে না পারলেও কখনও তাদের হার হয় না । ক্লান্তি নেই তাদের । এ যেন এক অবিরাম ছুটে চলা এক লাগামহীন ঘোড়া । যার কোন গন্তব্য নেই । নেই কোন উদ্দেশ্য । যে শুধু ছুটে চলে । তবে সেও একদিন খুজে পায় গন্তব্য । তার আশ্রয়স্থল ।

"কঙ্কাবতীর কথা" তেমন এক মেয়ের জীবন কথা । যার ছোট বেলা থেকেই শুরু হয় যুদ্ধের ময়দান । যে নিজেও পরে যায় অথই সমুদ্রে শুধু হাতরে বেড়ায় । যারা বাবা তার কৈশোর শুরু হবার আগেই নিরুদ্দেশ হয়ে যায় । যার মায়ের দ্বিতীয় বিয়ে হয়ে সৎ বাবার বাসায় চলে যায় । সেও যায় মায়ের সাথে তার সৎ বাবার বাসায় । কিন্তু সেখানেও তার জায়গা হয় না । খুবই অনাদরে বড় হয় সে । তার সকল কিছুই যেন হারিয়ে যায় । সে নিজের মত ই সাজিয়ে নেয় তার জগৎ । তার ভাল লাগা নাচ, গান, কবিতা ।

শান্তিনিকেতন থেকে হৃদয়ের কুঠোরিতে বন্ধন । তারপর হেটে চলা । কিন্তু সেটাও তার জন্য বয়ে নিয়ে আসে অভিশাপ । শেষ পর্যন্ত তার কি হয় সেটাই । সে ছুটে চলে অজানার উদ্দেশ্য ।

তবে আমার মনে হয় লেখক এখানে অনেক দেখিয়ে ফেলেছেন । তবে এটা সত্য কিনা জানি না । এক জীবনে এত কিছু সহ্য করা সম্ভব না । তারপরও গল্পের জন্য মেনে নিলাম । তবে কাহিনীর ক্ষেত্রে বলি হঠাত করেই কেন জানি একটু নেমে গিয়েছে । আবার হঠাত করে উচ্চতায় পৌছে গিয়েছে । তবে লেখকের লেখা নিয়ে আমার কোন আপত্তি নেই । তবে কাহিনী অসম্পূর্ন মনে হয়েছে । আরও কিছু যোগ করা যেতো ।

তবে আমি পাঠক হিসেবে বলব উপন্যাসের ক্ষেত্রে বেশি কষ্টের হয়ে গিয়েছে । আমি এতো কষ্টের উপন্যাস আমার সহ্য হয় না । তবুও বলব দারুন একটা উপন্যাস ।

বইঃ কঙ্কাবতীর কথা
লেখকঃ শায়মা হক
প্রকাশনীঃ এক রঙা এক ঘুড়ি


(বিঃদ্রঃ সম্পূর্ন ব্যক্তিগত মতামত । প্লিজ দয়া করে কেউ রাগ করবেন না । শায়মা আপু সরি । লতিফ ভাই সরি ।)

মন্তব্য ৩১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ৩:১৭

বলেছেন: আসসালামু আলাইকুম,
কিভাবে শুরু করে তা নিয়ে দোটানায় পড়ে গেলাম। সম্ভববত The great হিসাবেআপনি হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিলেন। আপনি কবিতা কম বুঝেন কিন্তু যে রিভিউ দিলেন তাতে আপনি কোন অংশেই কবিতা বোদ্ধা থেকে কম নয়।
বইটিতে যে ভুলগুলো তুলে ধরেছেন তা ভবিষ্যতে অনেক উপকারে আসবে বলে মনে করি।

আসলে একটা ভালো বইয়ের জন্যে লেখকের পাশাপাশি প্রকাশনার আতুড়ঘর একটা বিরাট বিষয় যা বুঝতে পারলাম - আপনার কথামতো যদি সেটিং হতো তাহলে হয়তো পাঠকদের বুঝতে সুবিদা হতে।
কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে - এই সুমিষ্ট কথার মায়ায় অনন্য ভালোবাসার স্বাদ খুঁজে পেলাম।

আশাকরি আগামীতে ভুলগুলো শুধরে নিতে পারবো।
এত সময় করে কবিতাগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার জন্য বিশেষ ভালোবাসা রইলো।

ভালো থাকুন সবসময়।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০১

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই ।

প্রথমত আমি দুঃখিত দেরিতে রিপ্লাই দিচ্ছি । আসলে বাংলাদেশে তো কোন কিছু বলার বা লিখার উপায় নেই । সরকার শুধু বন্ধ করে রাখতে চায় । আমি আমার মেলার কাজে ব্যস্ত বলে সামু যে ওপেন হয়েছে সেটাও বুঝতে পারিনি । সারাদিন কাজ করে রাতে চেক করার সময় পাইনি ।

গতকাল মেলাতে বসেই লগইন করলাম আর হলো । খুশিতে দুটো লাফ দিয়েছি ।

আপনি ভাল থাকুন সব সময় ।

২| ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪০

রাজীব নুর বলেছেন: দু'টি বই নিয়ে ভালো লিখেছেন।
দু'টি বইই পড়বো।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০২

অপু দ্যা গ্রেট বলেছেন:


মিস করেছি ভাই । আপনাদের অনেক মিস করেছি ।

ধন্যবাদ ।

৩| ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: কঙ্কাবতী সত্যি অনেক ভাল লেগেছে,সুন্দর রিভিউ।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০২

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই ।

৪| ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৩৯

মা.হাসান বলেছেন: রিভিউ দুটা করার জন্য অনেক ধন্যবাদ। ব্লগার ল ভাই একজন পরিচ্ছন্ন চিন্তার ব্যক্তি। দেশের বাইরে থাকায় প্রকাশকের উপর বেশি নির্ভর করে এখন বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। আমি কবিতা এড়িয়ে চলি বলে বইটা পড়িনি, কাজেই বইয়ের উপর মন্তব্য করতে পারছি না।
কঙ্কাবতীর কথা এখনো পড়ার সময় করতে পারিনি। আমার নিজেরই ওটা রিভিউ করার ইচ্ছে আছে বলে আপনার রিভিউয়ের ২য় অংশ পড়লাম না।
মটর সাইকেল মেলা কবে?

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




আজ শেষ হচ্ছে । আমি দুঃখিত সামু বন্ধ থাকায় লগইন করতে পারিনি ।

ধন্যবাদ ভাই ।

৫| ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩১

নয়া পাঠক বলেছেন: জীবনটাই যেখানে কষ্টের সেখানে কষ্টের উপন্যাস পড়লে আর কি এমন দুঃখ পাওয়া যাবে, মনে হচ্ছে কষ্ট করে হলেও কঙ্কাবতীর কথা সংগ্রহ করতেই হবে।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



না ভাই । আমি হাসি খুশি থাকতেই পছন্দ করি । তাই কষ্টের লেখা থেকে একটু দূরে থাকি ।

৬| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:১০

প্রামানিক বলেছেন: বই দুটি নিয়ে চমৎকার রিভিউ। কঙ্কাবতী আমার পুরোটাই পড়া আছে তারপরেও রিভিউ ভালো লেগেছে।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ প্রামানিক ভাই ।

৭| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: আপাতত উপস্থিতি জানান দিলাম। পরে সুযোগ হলে আবার কমেন্টে আসবো।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



মিস ইউ ব্রাদার ।

৮| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: কারন অনেক সাহিতিক্য আছেন যারা পাতার পর পাতা লিখে বুঝতে পারেন না । অপর দিকে কবিরা এক কবিতা লিখে সব কিছু বুঝিয়ে ফেলেন ।
এ জন্যই সে কবি।

লতিফ ভাইয়ের কবিতাগুলো সত্যিই অপুরব।যত পড়ি তত মুগ্ধ হই।তার কবিতার প্রতিটি চরণ বিশাল বিশাল অর্থ বহন করে।তবে আপনি যদি মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করেন তবে সেসব বিরাট অর্থ আপনার কাছে খুব সহজ হয়ে ধরনা দিবে বলে আমার বিশ্বাস।

পোষ্টে ভালো লাগা রেখে গেলাম।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ভাই ।

তবে আমার দ্বারা কবিতা হবে না ।

৯| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪৩

সুমন কর বলেছেন: হাহাহা............রিভিউ ভালো হয়েছে।
+।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০৬

অপু দ্যা গ্রেট বলেছেন:


ধন্যবাদ দাদা

১০| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১০:০৪

ঢাবিয়ান বলেছেন: পোস্টে ++++

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ভাই

১১| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১১:০০

মুক্তা নীল বলেছেন: জীবনের ব্যাকরণ --- চলমান জীবনের জটিলতার সাথে সংগ্রামের ফলাফল কিছু কবিতায় সুস্পষ্ট বিদ্যমান ।জীবনের ব্যাকরণের সমীকরন অন্যরুপ ফুটিয়ে তুলেছেন চমৎকার ভাবে । যেখানে সুখ, দুঃখ , অনুভব , সংগ্রাম গাম্ভীর্যের সঙ্গে তুলে ধরেছেন । আর আপনি তো বলেছেন -ই
বইটির সব গুলো কবিতাই জীবনের কথা বলে । আমাদের প্রতিদিনের কোন না কোন অংশ কবিতার মাঝে জড়িয়ে আছে । 
। তবে কবির জীবন বোধে আমি মুগ্ধ । তার কবিতার মাঝে বাস্তবতার চিত্র ফুটে উঠেছে । অবশ্যই বলব কবি বাস্তবতা কে গুরুত্ব দিয়েই কবিতা গুলো লিখেছেন । 


কঙ্কাবতীর কথা উপন্যাস হোক কষ্টের তারপরও আপনি আপনার মতো রিভিউ দিয়েছেন ভালোভাবেই।
অপুভাই, অনেক ছেলে মেয়েই আছে মা ও বাবার দ্বিতীয় বিয়ের পরে মনোস্তাত্বিক সমস্যায় পড়ে।
যাই হোক সব মিলিয়ে ভালো লেগেছে ।

১৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



আসলে জীবনে এত কষ্ট দেখেছি যে আর সহ্য হয় না ।

কি করব বলেন ।

মন্তব্যে ভালবাসা রইল ।

১২| ০৮ ই মার্চ, ২০১৯ রাত ২:০৮

আকতার আর হোসাইন বলেছেন: রিভিউ ভাল লেগেছে খুব...

জীবনের ব্যাকরণ পড়ার আগ্রহ থাকল...

১৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই

১৩| ১২ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া!

এই গল্প আসলেও অসম্পূর্ণ গল্প!

কারণ গল্পের শেষে লেখা আছে । এটা এক বহমান বা চলমান জীবনের গল্প। এই গল্পের নায়িকা এরপর তার জীবনে কি ঘটবে এখনও জানা নেই তার। দোলন কিংবা আরবাজ বা অন্য কাউকে জীবন সঙ্গী হিসাবে নেবে নাকি তাও জানে না সে......এই গল্প বহমান জীবনের গল্প। এরপরের ঘটনাগুলি আর যাই হোক সেসব নিয়ে আর কোনো গল্প লেখা হবে কিনা সেটাও জানেনা সে......

আর এক জীবনে মানুষ অনেক কিছুই করতে পারে ভাইয়া ......

কখনও স্বেচ্ছায় আবার কখনও অনিচ্ছায়!!!!!!!!! :) :) :)


লাভ ইউ ভাইয়ামনি!!!!!!!!

১৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:১০

অপু দ্যা গ্রেট বলেছেন:



অপেক্ষায় থাকব । দেখা যাক সামনে কি আছে ।

বইয়ের জন্য ভালবাসা রইল আপু ।

তবে অটো বা ফটো কিছুই পেলাম না ।

১৪| ১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুটি বই নিয়ে চমৎকার রিভিউ লিখেছেন।
শুভ কামনা রইল অপু দ্যা গ্রেট

১৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:০৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



লেখাজোকা টা এখন ও পড়তে পারিনি । সময় হচ্ছে না ।

পড়ে সেটার ও রিভিউ দেব ।

১৫| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় অপুভাই,

রিভিউ দু'টি অত্যন্ত সুন্দর হয়েছে। তোর বই দুটি আমার না পারার জন্য প্রাসঙ্গিক আলোচনা করতে পারলাম না। রিভিউ পড়ে আপাতত লাইক করলাম। শায়মাআপুর বইটি হাতে পেয়েছি ; বইটি পড়ে সময়-সুযোগমতো আবার একদিন কমেন্ট করব বলে আশা আছে ।

শুভকামনা ও ভালোবাসা জানবেন ।

১৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন:


মন্তব্যে ভালবাসা রইল

ভাই আমার আইপি থেকে আমি সামুতে লগইন করতে পারছি না । ভিপিএন দিয়ে তারপর লগইন করলাম ।

আশা করি বই দুটি ভাল লাগবে ।

ভাল থাকবেন সব সময় ।

১৬| ১৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৭

শায়মা বলেছেন: অটো ফোটো কেমনে চাও বলো !!!

দিয়ে ফেলবো! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.