নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

"নজরবন্দী" - ছুটে চলা আপন খোজে (বুক রিভিউ)

০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৩





মানুষের মনের ভিতরে যদি কেউ ঢুকে দেখতে পারত তবে হয়ত সে পৃথিবীর অন্যতম অসাধারন ব্যক্তির মধ্যে একজন হতো । তবে এটা সম্ভব নয় । একজন মানুষ অপর মানুষের মনের কথা জানতে পারে না । তবে ধারনা করতে পারেন । হয়ত কিছু কিছু বিষয় মিলেও যায় । তবে এটা অনেকটাই ধারনা মাত্র ।

মানুষ হ্যালুসিনেট করে থাকে । তবে সেটা স্থান, পরিবেশ, পরিস্থিতি ও মনের মধ্যে যা ভাবছেন সেটা নিয়ে ভাবনার উপর । আবার কিছু কিছু সময় অনেক বর্তমান পরিস্থিতি আগে থেকেই বুঝতে পারা । তবে সেটাও খুব কম মানুষ ই পারে । তবে মানুষ যেটা পারে সেটা নিজেকে নিজে খোজা । অনেক সময় খুজতে খুজতে মানুষ নিজেকে হারিয়ে ফেলে । আবার মানুষ নিজেই বন্দি হয়ে যায় নিজের কাছে “নজরবন্দী” ।

মানুষ যা ভাবে তা সব সময় হয় না । আবার ভাবনার মাঝেই লুকিয়ে থাকে অনেক অজানা সত্য । মানুষ নিজেও হয়ত ভাবতে পারে না সে কেন এটা ভাবছে আর কি কারনেই ভাবছে । হয়ত জীবন আর নিয়তি এটা চেয়েছে তাই ।

“নজরবন্দী” বইটির কথা বলছিলাম । বইটির নাম নিয়ে একটু না বললেই নয় । নামটা হয়ত অন্যরকম হতে পারত । কারন যেই দেখুক প্রথমেই একে থ্রিলার বা এডভেঞ্চার বলে বসবে । যদিও এটা থ্রিলার নয় । এটা একটা সামাজিক উপন্যাস বলেই আমার মনে হয়েছে ।

বইটিতে গ্রাম আর গ্রামীন জীবনের একটা প্রতিচ্ছবি পাওয়া যাবে । গ্রামের মানুষের ধ্যান ধারনা কতটা পিছিয়ে আছে সেটা বইটিতে উঠে এসেছে । গ্রামের মানুষের কুসংস্কার ও তার থাকে প্রতিকার পাওয়া সেটাও উঠে এসেছে । গ্রামের রাজনীতি ও তার হালচাল এবং এক সুদীর্ঘ ইতিহাসে উঠে এসেছে ।

এছাড়া কবিরাজী নিয়ে বা বাবারা যে ভন্ডামী করে থাকে সেটার কথা খুব সুন্দর ভাবে বর্ননা করা হয়েছে । এখানে কবিরাজরা যে জ্বীন ভুতের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে কার্যসিদ্ধি করে থাকে সেটা খুব সুন্দর একটা বর্ননা পাওয়া যায় ।

বইটির একটা মজার জায়গা হচ্ছে এক জাতির পুরো ইতিহাস উঠে আসা । “মুন্ডা” জাতির উত্থান থেকে আজ পর্যন্ত পুরোটাই একটা সংক্ষিপ্ত আকারে উঠে এসেছে এই বইতে ।

এবার বলি কিছু কথা । বইটি ইতিহাস মুলক বই বললেও খারাপ হবে না । তবে ইতিহাস বর্ননা করা হয়েছে গল্পের আকারে । কিন্তু বইটী অনেক ধীর গতিতে এগিয়েছে । বর্ননা গুলো অনেক বড় করা হয়েছে । কোন ঘটনার সাথে অন্য একটী ঘটনা যুক্ত করে সেটাও টেনে বড় করা হয়েছে যেটা পড়তে খারাপ লেগেছে ।

বইয়ের শুরুটা সুন্দর ভাবে হলেও শেষটা একটু এলোমেলো মনে হয়েছে । ধীরে সুস্থে আরও সুন্দর করা যেতো । হয়ত আর একটু আকর্ষনীয় করা যেতো ঘটনা গুলো । মাঝে মাঝে ঘটনা একদম ট্র্যাক ছেড়ে চলে গিয়েছিল মনে হচ্ছে । তবে গল্পের গাথুনী অনেক মজবুত ছিল । এটাকে আরও সুন্দর হতে পারত বলে আমার মনে হয় ।

সবশেষ, লেখকের প্রথম বই হিসেবে চমৎকার একটি বই । বইটি আপনার মনের ভিতর গভীর ভাবনার ছাপ ফেলতে বাধ্য করবে । আপনাকে চিন্তা করতে বাধ্য করবে নিজেকে নিয়ে । আপনি তখন আপনার মাঝেই হারিয়ে যাবেন ।

বইঃ নজরবন্দী
লেখকঃ আসাদ রহমান (অগ্নি সারথি)

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৫২

বলেছেন: দারুন রিভিউ

০৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫১

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই

২| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৪

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অগ্নি সারথির লেখক জীবন বয়ে চলুক বহতা নদীর মত। রিভিউয়ের জন্যে বই পড়ুয়া ছোট্ট মানুষটাকেও ধন্যবাদ।

০৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫১

অপু দ্যা গ্রেট বলেছেন:



আপনাকেও ধন্যবাদ আপু ।

দোয়া করবেন ।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসাদ রহমান (অগ্নি সারথি) ভাইয়ের বইটির বহুল প্রচার কামনা করছি। তারি সাথে আপনাকে ধন্যবাদ বইটির সুন্দর রিভিউ করার জন্য।

০৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫২

অপু দ্যা গ্রেট বলেছেন:



বইটী আমি কয়েকজন কে গিফট করেছি ।

আপনাকেই ধন্যবাদ রিভিউ পড়ার জন্য ।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: বইটা এখনও পড়া হয়নি।
পড়বো।

০৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫২

অপু দ্যা গ্রেট বলেছেন:



দ্রুত পড়ে ফেলুন ভাই । আপনার রিভিউ এর অপেক্ষায় থাকলাম ।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার অনুভব টুকু জানলাম।

বর্ণনা কখনো কখনো বেশী লম্বা হয়েছে এটাতে আমিও একমত। কখনো মূল গল্পের ট্র্যাব হারিয়ে ফেলিছ কিনা ভাবনা এসেছ। তবে লেখন মুন্সিয়ানায় আবার ট্র্যােক তুলেছেন বটে।

মানুষের বদ্ধ কুসংস্কারাচ্ছন্নতায় বন্ধীত্বকেই নজর বন্ধী নামে আখ্যায়িত করেছেন লেখক। সীমাবদ্ধতায় আবদ্ধ বোধ এবং তার ফলে চালিত, যাপিত জীবনের এক দারুন কাহিনি।

++++

০৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



ভ্রগু দা ধন্যবাদ ।

তবে আমরা কাছে গ্রামীন জীবনের যে প্রতিচ্ছবি পেয়েছি তাতে সত্যি মনে হয়েছে এই যুগেও মানুষের চিন্তা ভাবনা গুলো এমন হলে কেমন হতো ।

আপনার কমেন্টের জন্য ধন্যবাদ ।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় অপুভাই,

বইটি পাওয়ার সৌভাগ্য হয়েছে। অল্প কিছু পড়লেও এখনো পুরোটা পড়ে উঠতে পারেনি। যেটুকু পড়েছি তার সুন্দর প্রতিচ্ছবি রিভিউতে ফুটে উঠেছে। খুব কম মানুষই পারে নিজেকে খুঁজতে। আর যখন খুঁজতে থাকে তখন সে নিজেকে হারিয়ে ফেলে। অবচেতন মনে নিজেকে করে ফেলেন নজরবন্দী। ++

শুভকামনা ও ভালোবাসা রইলো।

০৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




প্রিয় বইটী পেয়ে থাকলে পড়ে ফেলুন । আপনার রিভিউটী জানার জন্য আগ্রহ জন্মেছে ।

নিজেকে আমিও খুজতেছি ।

আপনার জন্য শ্রদ্ধা ।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বইটি এখনো পড়া হয়নি। তাই রিভিউর সাথে মিলাতে পারছিনা।

০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২০

অপু দ্যা গ্রেট বলেছেন:


আপনার রিভিউ এর অপেক্ষায় থাকলাম ।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৪

হাবিব বলেছেন: বইটি পড়ার খুব ইচ্ছে হচ্ছে।

০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২০

অপু দ্যা গ্রেট বলেছেন:


তাড়াতাড়ি পড়ে ফেলুন ।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ২:১৮

মা.হাসান বলেছেন: অগ্নি সারথি ভাই দীর্ঘদিন ব্লগে অনুপস্থিত। ফেব্রুয়ারীর শেষের দিকে ব্লগে ছিলেন। এর পর দেখিনি। উনিও কি সরকারি ব্লকের কারনে অনুপস্থিত? কেউ কোন খবর জানেন?

০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২১

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমিও কোন খবর জানি না । ওনাকে ফেসবুকে নক করতে হবে ।

ভাবছি ফোন দিয়ে খোজ নেবো ।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:২৬

সোহানী বলেছেন: আগ্রহ ছিল এবং আছে বইটি পড়ার। কিন্তু তোমার বই এর খবর কি? এতোগুলো গল্প লিখছো কয়েকটি মিলেইতো চমৎকার একটা বই হয়ে যাবে।

০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



আপু ধন্যবাদ ।

আমি নিজে এখনো পরিপূর্ন ভাবে সেটিসফাইড না । তাছাড়া কিছু অনুবাদও করছি । তাই একটু দেরি হচ্ছে । তবে ঈদের মধ্যে সব কাজ শেষ করার ইচ্ছে আছে ।

আর বইটী পড়ে আপনার অনুভূতি জানার ইচ্ছে আছে ।

১১| ০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: বাহ ভালো রিভিউ

০৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ প্রান্ত ভাই

১২| ০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১১

আফসানা মারিয়া বলেছেন: লেখক মানুষের মনের কথা বলে। আপনাকে আমরা নতুন লেখক হিসেবে কবে পাবো?

১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:০১

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ

দেখা যাক কবে শেষ করা যায় হাতের কাজ ।

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০২

অন্তরা রহমান বলেছেন: বইটাতো তাহলে পড়তে হয়। শুধুমাত্র মুন্ডাদের কথা শুনেই অনেক আগ্রহ জাগছে। মহাশ্বেতা দেবী আর বুদ্ধদেব গুহ উপজাতি কেন্দ্রিক অসাধারণ কিছু উপন্যাস লিখে গিয়েছেন। পড়তে হবে লিস্টে রাখলাম।

১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:০২

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ।

বইটী রকমারি তে পাবেন ।

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০১

সুমন কর বলেছেন: ফেবুতেই পড়েছিলাম। রিভিউ ভালো হয়েছে। + দিয়ে গেলাম। ;)

১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.