নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
ঘটনা – ১
পল্টন গিয়েছিলাম একটা কাজে । কিছু কাগজ পত্র দিয়ে আসতে । একটা ল কলেজে । যদিও আমার কাজ না । মামার কাজ । তো গেলাম । ল কলেজের নিচে দাঁড়িয়ে ছিলাম তখন এই ফুটপাতে বসে থাকা হকার এর দিকে চোখ গেল । লোকটা বসে বসে নিজের জিনিস পত্র সাজিয়ে রাখছে । কেউ দাড়াচ্ছে দেখছে আবার না কিনে চলে যাচ্ছে । এতে তার তেমন কোন কিছু আসছে যাচ্ছে বলে মনে হলো না । বরং সে গান শোনায় ব্যস্ত হয়ে গেল ।
তাকে দেখে আমার পৃথিবীর অন্যতম সুখী মানুষদের একজন মনে হচ্ছিল তখন । যদিও অল্প সময়ে মানুষকে বিচার করে ফেলা ঠিক নয় । তবুও তার সব কিচু দেখে মনে হচ্ছিল । পৃথিবীর অন্য কিছুর ব্যাপারে তার মাথা ব্যথ্যা কম । তার কথা হচ্ছে বেচে আছি এটা বেশি । এত চিন্তা করে কি হবে । তার চেয়ে যে কয়েকদিন বেচে থাকব অল্প খেয়ে পরে বেচে থাকি । অল্পতেই সে সন্তুষ্ট ।
আসলেই আমরা সুখের পিছনে বড্ড বেশি ঘুরে বেড়াই । অথচ ছোট ছোট বিষয়ের মধ্যেই সুখ লুকিয়ে আছে । আপনি আমি অনেক বেশি ভাবি । অথচ আমি বা আপনি চাইলে অনেক বিষয় সহজ ভাবে নিয়ে সেগুলো কে খুব সুন্দর ভাবে সেখানে থেকে বের হয়ে আসতে পারি ।
সুখ আপেক্ষিক । তবুও মানুষ সুখের খোজে ছুটে চলেছে । এই চলা থামবে না । অথচ সুখ কিন্তু আমাদের চারপাশেই আছে । শধু একটু চোখ মেলে তাকাতে হয় । জম্বিল্যান্ড মুভিতে একটা ডায়লগ আছে, Enjoy the little things ।
ছোট ছোট বিষয় গুলোকে আনন্দের সাথে নিন । দেখব সব কিছু অনেক সুন্দর হয়ে যাবে ।
ঘটনা – ২
কয়েকদিন আগে কোথাও যাচ্ছিলাম । ট্রাফিকে আটকে গেলাম । বৃষ্টির দিন ছিল । জ্যাম তো হবেই । বাংলাদেশে বৃষ্টি মানেই হচ্ছে জ্যাম আর পানি । যারা সমুদ্রে যেতে পারেন না, তাদের জন্য সুবর্ন সুযোগ হচ্ছে এই বর্ষা । বিনা খরচে ফুল মজা ।
তো জ্যাম আটকে যাওয়ার পর দেখলাম এক ভাই সাইকেল নিয়ে জ্যামে বসে আছেন । বিষয়টা এমন নয় যে তিনি ফুটপাত দিয়ে যেতে পারতেন না । ওনার ঠিক পাশ দিয়ে এক চাচা সাইকেল ফুটপাত দিয়ে নিয়ে গেলেন । কিন্তু উনি গেলেন না । যেহেতু বাইকে ছিলাম তাই ওনার পাশে গিয়ে শুধু একটা ধন্যবাদ দিলাম । উনি একটু হেসে বললেন ওয়েলকাম ।
এরপর আর কোন কথা হয়নি । জ্যাম ছাড়ল উনি সাইকেল চালানো শুরু করলেন । আমিও বাইকে ওনাকে পাস করে চলে গেলাম ।
তারপর কাজ শেষ করে যখন বাসায় ফিরছি । তখন বিষয়টা নিয়ে ভাবলাম । উনি জ্যামে নাও দাড়াতে পারতেন । সবার মত উনিও ফুটপাতে উঠে যেতে পারতেন । যদিও সাইকেল ফুটপাতে উঠালে কেউ কিছুই বলবে না । তবুও তিনি সেখান দিয়ে যাননি ।
এবার আসি, হয়ত ওই সময়ের জন্য তিনি ফুটপাতে যাননি । আচ্ছা ধরুন তো একটু একটু করে ফুটপাতে হকার বসা বন্ধ । বাইকাররাও ফুটপাতে উঠছে না । কত ভাল হতো । উনি সাইকেল নিয়ে ফুটপাতে ওঠেননি । আর আমাদের কিছু কিছু বাইকার আছেন যাদের এত ব্যস্ততা যে তারা ফুটপাতে বাইক উঠিয়ে নিজের কি প্রমান করতে চায় সেটা জানি না ।
একটা ভিডিও ভাইরাল হয়েছে একজন বাইক চালক ফুটপাতে বাইক উঠিয়েও অনেক দম্ভ নিয়ে কথা বলেছেন । তার ইংলিশ শুনে হয়ত ইংরেজরাও লজ্জা পাবে । তবে তিনি নিজেকে সঠিক বলে দাবী করতেই পারেন । কারন অনেকেই তো । তাই বলে সবাই যদি ভুল করে আমি আপনিও কি একই ভুল করব ?
ঘটনা – ৩
একটা কোম্পানিতে গিয়েছিলাম কিছু কাজে । লিফট দিয়ে উঠতে হয় । আমিও গিয়ে লিফট দিয়ে উঠলাম । যদিও হেটে ওঠাই ভাল । তারপর ও লিফট যেহেতু আছে তাই লিফট দিয়েই উঠলাম । কাজ শেষ করে নামতে যাবো তখন ই দেখলাম লিফট এর পাশে লেখা “হেটে নামুন, সুস্থ থাকুন” ।
কথাটা কিন্তু দারুন সত্যি । যদিও আমি আগের চেয়ে কেন জানি হাটা কমিয়ে দিয়েছি । তবে আজ যখন লিখছি তখন আবার মনে হচ্ছে হাটাহাটি জরুরী । আচ্ছা ফিরে যাই লেখাটায় । আমিও হেটেই নামলাম । নামতে নামতে ভাবছি । এই তিন তলায় উঠতে তো লিফট এর দরকার পরে না । হ্যা যারা হাটা চলা করতে পারে না তারা উঠবে এটা নিয়ে কোন সমস্যা নেই । তাহলে আমি কেন উঠেছি ।
আমার অফিস ৬ তলায় মাঝে মাঝে আমি হেটে উঠি । তার কারন যখন মনে হয় যে হাটা চলা কম হচ্ছে তখন ই হেটে উঠি বা নামি । আমরা প্রযুক্তির আকর্ষনে অনেক বেশি নির্ভশীল হয়ে যাচ্ছি । অথচ হওয়ার কথা ছিল উল্টো । কিন্তু প্রযুক্তি আমাদের অলস করে দিচ্ছে । হ্যা এটা প্রযুক্তির খারাপ দিক ।
আগে মানুষ অনেক বেশি কর্মঠ ছিল কিন্তু এখন একটা ক্লিক করেই সব করা যাচ্ছে তাই মানুষ কায়িক শ্রম থেকে দূরে আছে । অথচ আমদের সুস্থতার জন্য আমরা এখন কত কিছুই করি । জিম সকালে হাটা খাওয়া দাওয়া ডায়েট কন্ট্রোল সব কিছু । তারপরও আমরা অনেকটাই অলস । আমি নিজেই অলস ।
আমাদের খাবার এখন ভেজালে পরিপূর্ন । আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যেখানে কোনটা ভাল এবং কোনটা খারাপ সেটা নির্ণয় করা একটা বড় দুরহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ।
তবে হাটার ব্যাপারটি আবার চালু করতে হবে । “নিয়মিত হাটুন, সুস্থ থাকুন”।
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩১
অপু দ্যা গ্রেট বলেছেন:
এটাই আমাদের মুল সমস্যা । গাড়ি রাস্তা পার্কিং করে রাখে । আর জ্যাম লাগিয়ে রাখে ।
২| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২২
রাজীব নুর বলেছেন: জীবনের গল্প ভালো লাগলো।
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ভাই ।
সরি অনেক দেরিতে রিপ্লাই করেছি ।
৩| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৮
ল বলেছেন: অল্পে সন্তুষ্ট থাকুন।
নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলুন সুস্থ থাকুন।
ভালো লাগলো।
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
জ্বী নিয়মিত হাটছি ।
ধন্যবাদ
৪| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৫৩
আখেনাটেন বলেছেন: আমি পারতপক্ষে হাঁটতে পছন্দ করি।
অভিজ্ঞতাগুলো ভালো লাগল।
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩২
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমারও হাটতে ভাল লাগে । ইদানিং কেমন জানি হাটতে ইচ্ছে করে না ।
অভ্যাসটা ধরে রাখতে হবে ।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১:০৭
আকতার আর হোসাইন বলেছেন: শিরোনাম দিয়ে এন্ডো কিশোর এর গানের কথা মনে করিয়ে দিলেন।
১১ ই মে, ২০১৯ রাত ৯:২৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
উনার এই গানটা আমার অনেক প্রিয় ।
৬| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১:২৪
আরোগ্য বলেছেন: ১, কেউ অল্পতেই তুষ্ট থাকে, কেউ আবার বিলাসবহুল জীবনেও অসন্তুষ্ট।
২. ফুটপাত দখলমুক্ত হলে ঢাকার চেহারাই বদলে যাবে।
৩. আমিও হাঁটার ব্যাপারে খুব অলস।
১১ ই মে, ২০১৯ রাত ৯:২৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপনার নামেই তো আরোগ্য ।
আপনার বেশি বেশি হাটা উচিত ।
৭| ১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:১৭
মুক্তা নীল বলেছেন: অপু ভাই,
অনেক দিন পর লিখলেন। প্রথমটা খুব ভালো লেগেছে।
বাকীগুলোও ঠিক আছে। সব মিলিয়েই জীবন।
১১ ই মে, ২০১৯ রাত ৯:২৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
আসলে মাস্টার্স শেষ হচ্ছে । থিসিস আর ভাইভা এর চাপে আছি ।
তবে ব্লগ আর আপনাদের অনেক মিস করি ।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৪
হাবিব বলেছেন: কাজের চাপে তো হাটাই হয় না। আমরা অনেকেই হাঁটা ভুলে যাচ্ছি। শিশুদের মতো নতুন করে হাঁটার অভ্যাস করতে হবে।
১১ ই মে, ২০১৯ রাত ৯:১৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমি এখন সাইকেল চালাই । অফিসে সাইকেল নিয়ে যাই ।
৯| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩০
মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর লেখা।
১১ ই মে, ২০১৯ রাত ৯:১৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ
১০| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:১২
সুমন কর বলেছেন: Everyday is a God day তাই প্রতিদিনই সুখ বা দুঃখ।
ফুটপাত দিয়ে বাইক চালায় আবার পারলে গা'য়ে লাগিয়ে দেয়। ইচ্ছে করে, কানের নিচে কষে একটা চাটা মারি !!
কিছু পাবলিক দেখি, ২য় তলায় যাবে তবুও লিফটের জন্য অপেক্ষা করে !!! যতক্ষণ অপেক্ষা করেছিল, তার আগে উঠে যেতে পারতেন।
+।
১১ ই মে, ২০১৯ রাত ৯:১৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমি দুই তলায় উঠার জন্য লিফট নেই না। পারলে ৬ তলায় হেটে উঠতাম ।
তব মন্তব্যের জন্য ধন্যবাদ ।
১১| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: প্রযুক্তি ভালো না
দারুণ লাগলো পড়তে
পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ
১১ ই মে, ২০১৯ রাত ৯:১৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
তোমারে অনেক দিন দেখি নাই মাঝে ।
বিয়া শাদি হইছে মনে লয় ।
দাওয়াত দিলা না ,।
১২| ১১ ই মে, ২০১৯ রাত ৯:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: আমি আছি তো
বিয়া আর কই করলাম, সুন্দরীদের মনের যা অবস্থা
১১ ই মে, ২০১৯ রাত ৯:৩১
অপু দ্যা গ্রেট বলেছেন:
তার মানে যুদ্ধে নাইম্মা পরছো ।
দেখো বিয়া শাদী কইরা নিজের পায়ে কুড়াল মাইরো না ।
সিঙ্গেল লাইফ ভালা ।
১৩| ১১ ই মে, ২০১৯ রাত ১০:১০
আর্কিওপটেরিক্স বলেছেন: উ..... সিংগেল লাইফ পচা
১২ ই মে, ২০১৯ রাত ৯:২৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
ডাবল হইয়া প্যারায় আছো । মানে নিজের লেজ কাটছে । বাকি সবার ও কাটতে হবে ।
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঢাকা শহরের প্রশস্ত রাস্তায় গাড়ি পার্কিং করে রাখে।
রাস্তা তো গাড়ী পার্কিং এর জন্য নয়।