নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

মানুষের পরিচয় কি? - নীল পাহাড় (বুক রিভিউ)

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৭







!!! রিভিউ !!!

মানুষের পরিচয় কি? তার নামে নাকি কর্মে । নাকি মানুষ হয়ে ওঠার নাম ই মানুষ । জন্মের সময় তো আমরা সবাই নিস্পাপ বা শিশু অবস্থায় হয়ত মানুষ ই থাকি । তাহলে আমরা নিজের ভেতর পশুকে চিনতে বা জন্মাতে বাধা দিতে পারি না কেন । নাকি এই পশুত্ব আমাদের আদি সৃষ্টি থেকেই বয়ে চলে আসছে । হয়ত আমরা ভিতরে সবাই পশু শুধু কারো পশু দেখা যায় কারোটা দেখা যায় না ।

আমাদের সবার ই বলার মত পরিচয় আছে । বাবা মা সবই আছে । না সবার নেই । কেউ কেউ আশায় থাকে কবে তাকে একটু আদর দিয়ে কাছে টেনে নেবে । কেউ কেউ আশায় থাকে তার মাথায় কোন স্পর্শ পাবে । জ্বর হলে বা অসুস্থ হলে তারা মাথার কাছে বসে থাকবে । হ্যা তারা সেই ভাগ্যবানদের তালিকায় পরে না ।

মানিক ও সেই ভাগ্যবান না । তার বলার মত পরিচয় নেই । সে জানত তারা বাবা মা আছে । আবার থেকেও নেই । অনেক দিন চক আর কলমের কালিতে ছিল । কিন্তু যখন জানতে পারল অনেকের বাবা মা ও তার বাবা মায়ের নাম । তখন যেন পেয়েও হারিয়ে গেল সব । তখন তো একদম নিঃস্ব । যা ছিল তাও শেষ ।

হাত পা বাধা অবস্থায় মৃত্যু পথযাত্রী যারা তারা ভাবে প্রিয় জনের কথা । কিন্তু মানিকের প্রিয়জন নেই । সে পৃথিবীতে একা । আশে পাশে যারা ছিল তারা কেউ মানিকের আপন নয় । মানিকের ইচ্ছে অনেক তার আশে পাশে আপন মানুষ গুলো ঘিরে থাকবে । কিন্তু তা কি হবে ।

ক্রাসিমা যেন অনেকটাই মানিকের মায়ের কথা মনে করিয়ে দেয় । তবে তার মা কি এমন দেখতে ছিল । হয়ত বা হ্যা হয়ত বা না । তবে মানিক যে তাকে বাচিয়েছে সেটা নিশ্চিত । তবে কি মানিক তাকে কেন বাচাবে । কি লাভ মানিকের । নাকি মানিক ও সবার মত কারণ সে বাঙালি ।

" নীল পাহাড় " বইটি এক বসাতেই শেষ করা যায় । কিন্তু আমি তা করিনি । দু দিন সময় নিয়ে পড়েছি । সব বিষয় গুলো খুটিয়ে দেখেছি । আমাকে সমরেশ বাবু কাদাতে পারেছেন । কারন আমি সচরাচর বই পড়ে কাদি না । কারন আমি লেখার ভেতর যখন প্রবেশ করে ফেলি বা আমাকে বাধ্য করা হয় তখন অনুভূতি গুলো নিজের হয়ে যায় । সমরেশ বাবুর পর এই ব্যক্তি আমাকে কাদাতে পেরেছেন । অনেক প্রশংসা শুনেছিলাম । সেটা সত্যি হলো ।

গল্পের কাহিনী গড়ে উঠেছে পাহাড়ি আর বাঙালিদের কে কেন্দ্র করে । গল্পের কেন্দ্রে হচ্ছে ডাক্তার যিনি তার নীতি থেকে কখন ও সরে দাড়ান না । গল্পের মুল বিষয় ছিল পাহাড়ি আর বাঙালিদের সংঘাত নিয়ে । সেই সময়ের যখন পাহাড়ি আর বাঙালি তারা একে অপর কে শত্রু মনে করত । কিন্তু তারা আদৌ জানত না কি কেন আর কিভাবে এসব হচ্ছে ।

একদল উস্কে দিত বাঙালিদের আর একদল গোপনে পাহাড়িদের দিয়ে নিজেদের ফায়দা লুটতো । সেই সময়ের ঘটনা লেখক সম্ভবত নিজ চোখে দেখেছেন । তার লেখা পড়ে সেটাই মনে হয়েছে । মনে হয়েছে খুব কাছ থেকে সব ঘটনা তিনি দেখেছেন । তবে সেই সব সময়ে পাহাড়ি আর বাঙালিদের মাঝে কি পরিমান ভুল বোঝাবুঝি ছিল সেটা বলার বাইরে না । তবে ভাল খারাপ সব জায়গাতেই আছে সেটা তো আমরা সবাই জানি ।

এই বইয়ের খারাপ লেগেছে একটা হুমায়ূন আহমেদ ছাপ । কিছু জায়গাতে সেটা অনেক বেশি পরিলক্ষিত হয়েছে । সেগুলো আর উল্লেখ করলাম না । আমার মতে প্রত্যেক লেখকের স্বকীয়তা থাকা উচিত । কিছু জায়গাতে লেখক এলোমেলো বর্ননা করেছেন ।

তবে হ্যা, আমি বলতে বাধ্য এই বইটি সবার পড়া উচিত ।

বইঃ নীল পাহাড়
লেখকঃ ওবায়েদ হক

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা একই লেখকের একশটা বই পড়ে নিজে লিখতে শুরু করি। অন্য আরো দশজন শৈল্পিক সুসাহিত্যিক লেখকের একশটি বইও যদি সেই সাথে পড়তাম তবে একজন লেখকের একশোটা বই পড়ার প্রভাব আর থাকতো না।
আপনার বইটি পরে যদি আমার ভেতর জীবনানন্দ আর রবিঠাকুরই ফুটে উঠেন, তবে আর আমি আপনার লেখা কেন পড়ব ?
যাক, আমাদের মতো ছোট মানুষদের জন্য এসব কথা মানায় না।


তবে রিভিউ কিন্তু যথেষ্ট ভাল হয়েছে। অসংখ্য ভালো লাগা রইলো।

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



ভাই, আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

তবে এই লেখকের বই আপনার পড়া উচিত । আমি এক এক করে সব গুলো বইয়ের রিভিউ দিবো । আপনি যদি পারেন তার বই সংগ্রহ করে পড়বেন ।

ওনার লেখনি অসাধারন । এটা বলার অপেক্ষা রাখে না । তিনি কি পরিমান টান ধরে রাখতে পারেন ।

অনেক ধন্যবাদ আপনাকে ।

২| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০৬

কিরমানী লিটন বলেছেন: চমৎকার রিভিউ.....
ওবায়েদ হককে পড়ার আগ্রহ জন্মালো।

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৯

অপু দ্যা গ্রেট বলেছেন:


অবশ্যই পড়বেন । যদিও উনি আত্মপ্রচার পছন্দ করেন না ।

উনি অনেক লুকিয়ে থাকেন ।

ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০৭

কিরমানী লিটন বলেছেন: চমৎকার রিভিউ.....
ওবায়েদ হককে পড়ার আগ্রহ জন্মালো।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১৩

কাওসার চৌধুরী বলেছেন:



চমৎকার লিখেছেন। +++

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই ।

আমি দুঃখিত ব্লগে বেশি সময় দিতে পারি না ।

ক্ষমা করবেন ।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: গল্পে হুমায়ূন আহমেদের ছাপ থাকাটা অবশ্যই অপরাধ নয়।
যে লেখায় হুমায়ূন আহমেদের ছাপ থাকে, সেই লেখা আমি আরো বেশি আগ্রহ নিয়ে পড়ি।

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২০

অপু দ্যা গ্রেট বলেছেন:



ভাই,
যদি সম্ভব হয় ওনার তেইল্যাচোরা, জলেশ্বরী, নেপথ্যে নিমকহারাম বই গুলো সংগ্রহ করে পড়ার অনুরোধ রইল ।

৬| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৮:৩২

খায়রুল আহসান বলেছেন: লেখকের সম্বন্ধে একটি সংক্ষিপ্ত পরিচিতিমূলক অনুচ্ছেদ এখানে যোগ করে দিতে পারবেন?

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:০২

অপু দ্যা গ্রেট বলেছেন:



লেখকের কোন পরিচয় নেই । ওনার সব বইতে এভাবেই লেখা আছে ।

উনি কে ? কোথায় থাকে? জন্ম কিছুই লেখা নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.